BESHI PUSTI

"সবসময় স্বাস্থ্যের জন্য"

17/12/2023

সকালের সেরা স্বাদ

16/12/2023

বিজয়ের মাসে প্রতিটি পরিবারের সাথে মিশে থাকুক খাটি খেজুরের গুড়ের ঘ্রান।.

15/12/2023

আজ পবিত্র জুমার দিন

14/12/2023
14/12/2023

অধিকাংশ পরিবার নিঃস্ব হয়ে যায় যখন তাদের পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয় পরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দূষিত খাবার গ্রহণের ফলে পুরো বিশ্বে প্রতি ১০ জনে ১ জন অসুস্থ হয় এবং বছরে ৪ লাখ ২০ হাজার মানুষ মারা যায়।

⏩পিঠাপুলি তৈরির জন্য বাজার থেকে একটু কম দামে যে গুড় কিনেন তার সবই কি আসল⁉️

🚫 আমরা একটু কম দামের জন্য যাচাই বাছাই না করে দিনকে দিনকে ভেজাল আর ক্যামিকেল খাচ্ছি।বর্তমানে বাজারে যেসব গুড় পাওয়া যায় তার অধিকাংশ গো-খাদ্য,লালি,আটা আর গরুর চর্বির সাথে রঙ মিশিয়ে তৈরি করা হয়। যেখানে ৫০-৬০ টাকায় প্রতি লিটার খেজুরের রস বিক্রি করা হয় সেখানে ১ কেজি গুড় কিভাবে ২০০-২৫০ টাকা হয়?

✅ তাই প্রতি ঘরে ঘরে ভেজালমুক্ত খাবার পৌছে দিতে আমরা কাজ করছি জিরান রসের ১০০% খাটি খেজুরের গুড় নিয়ে। আমরা সম্পুর্ণ নিজস্ব তত্ত্ববধায়নে ১০০% জিরান রস থেকে তৈরি করে থাকি আমাদের এই গুড়।।

✅ আপনি যদি আপনার সন্তান, পরিবার বা বাবা - মাকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাচাতে চান তাহলে আজই অর্ডার করুন আমাদের জিরান রসের খাটি খেজুরের গুড়।

💥অর্ডার করতে ১ টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না। পন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন।


💥 আমরা কোয়ালিটি বজায় রাখার জন্য খুব অল্প সংখ্যক গুড় তৈরি করে থাকি। তাই স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করেন

👉অর্ডার কনফার্ম করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করুন অথবা কল করুন 01303165651 এই নাম্বারে।

14/12/2023

"ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল
গড়ে তোলা মহাদেশ সাগর অতল"
ঠিক তেমনি একটু একটু করে
হাজার ফোটায় পরিপূর্ণ হয় এক হাড়ি রস।

13/12/2023

কম দামে মজাদার খাদ্যের নামে কি খাচ্ছেন দেখে নিন...
একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ খাদ্যে ভেজাল |

> মাছে: ফরমালিন

> শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট

> আম, লিচু জাম পাকাতে: কারবাইড

> ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক

> তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট

> কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড

> কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া

> মসলায়: ইটের গুড়া

> হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড

> মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া

> দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল

এবং আরো ভয়ানক ক্রিয়েটিভ কৌশল ।

All Credit sukhon

13/12/2023

শীতকালে আপনার পছন্দের খাবার কি?
জানিয়ে দিন কমেন্টে...👇

12/12/2023

পিয়াজ হোক অথবা মানুষ বেশি দাম দেখাইলে এড়িয়ে চলুন
কয়েকদিন পর এমনিতেই দুর্গন্ধ বের হবে।.

11/12/2023

এভাবেই প্রতিদিন খুব যত্ন সহকারে আপনাদের কাছে পাঠিয়ে থাকি খুব যত্ন সহকারে। মহান বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশ ১৬ টাকায় হোম ডেলিভারি দেয়া হয়।
#খেজুরেরগুড়

10/12/2023

আপনার এলাকায় এই পিঠার নাম কি?😋😋.
.

#খেজুরেরগুড়


#স্বাস্থ্যবান্ধব
#পিঠা
#পিঠাউতসব
#ন্যাচারাল

10/12/2023

শুভ সকাল!!
সকালটা শুরু হোক আপনার রবের প্রার্থনা দিয়ে। সাথে 1 কাপ চায়ের চুমুকে আপনার শরীরকে চাঙ্গা করে নিন।

#খেজুরেরগুড়

09/12/2023

আপনাদের দেয়া ভালবাসা আমরা কাজ করার উৎসাহ পাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

09/12/2023

অভিজ্ঞ স্বাদের জন্য খেজুরের গুড়! এখন পরিবারের জন্য স্বাস্থ্যকর খাদ্য নিয়ে আসুন। আমাদের তাজা ও প্রাকৃতিক খেজুরের গুড় এবং তার সহজ রেসিপি এখনই চেষ্টা করুন! 🌴🥥 #স্বাস্থ্যবান্ধব #ন্যাচারাল #খেজুরেরগুড়

09/12/2023

সকাল থেকেই চলে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ। তারপর সেই রসকে জ্বাল করে তৈরি করা হয় খেজুরের গুড়। এভাবেই চলে প্রতিদিনের কাজ।
শুভ সকাল

08/12/2023

খাটি খেজুরের গুড়ের স্বাদ এবং ঘ্রানই অন্যারকম 😋😋

07/12/2023

এই বৃষ্টি ভেজা শীতে ১ কাপ খেজুরের গুড়ের চা খেতে কার না ভাল লাগে।...

07/12/2023

স্বাস্থ্যকর জীবনের গোধূলির সঙ্গে খেজুরের গুড়ের মধুর স্বাদ আনুন! 🌿✨ প্রাকৃতিক এবং সুস্বাদু খেজুরের গুড় আপনার জীবনের নিয়মিত অংশ হতে পারে। এটি শরীরের প্রতি নিজের সমর্থন দেয়, যাতে আপনি দিনের হাশির সময় আনন্দ করতে পারেন। আমাদের খেজুরের গুড়ে নিজের মতো পরিমাণ খনিজ এবং ভিটামিন রয়েছে, যা আপনার শরীরের প্রয়োজনীয়তা পূরণ করে।

আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাদ্যের অবিস্মরণীয় অভিজ্ঞতা সরবরাহ করার জন্য আজই আমাদের খেজুরের গুড় চেষ্টা করুন! প্রতিটি কাপে স্বাদ আনন্দ করুন এবং প্রাকৃতিক স্বাস্থ্যের সঙ্গে একটি নতুন সংস্কৃতি শুরু করুন। এখনই প্রয়োজনীয় খেজুরের গুড় সংগ্রহ করুন এবং সুস্বাদু স্বাস্থ্যের মাধুর্য অনুভব করুন! 🥥🍯 #স্বাস্থ্যবান্ধব #ন্যাচারাল #খেজুরেরগুড়

07/12/2023

আলহামদুলিল্লাহ শুধু মানে কিনবা ঘ্রানেই নয় আমরা বিশ্বাসী কোয়ালিটিতে।

07/12/2023

এই কনকনে শীতে প্রতিদিন কাক ডাকা ভোরে খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়া চলে।
আর সেই রসকে অভিজ্ঞ গাছিদের দ্বারা জ্বাল দেয়া হয়। প্রায় ৪-৫ ঘন্টা জ্বাল দেয়ার পর তৈরি হয় লিকুইড বা ঝোলা গুড়।
এই লিকুইড বা ঝোলা গুড়কে বিজ গুড় দিয়ে অনেক্ক্ষণ নাড়ানোর পর তৈরি হয় পাটালি ও দানাদার খেজুরের গুড়।
তারপর প্রক্রিয়াজাত করে পৌছানো আপনাদের কাছে।
১ টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন। অর্ডার করতে আজই যোগাযোগ করুন
01303165651

Photos from BESHI PUSTI's post 06/12/2023
05/12/2023

BESHI PUSTI এর খেজুরের গুড়ের চায়এ এত স্বাদ ক্যা?

05/12/2023

নলেন খেজুরের গুড়ের পায়েশ স্বাদে এবং গন্ধে অতুলনীয়।

খেজুরের গুড়ের পায়েশ হচ্ছে একটি অমৃতপ্রাপ্ত স্বাদ যা দুনিয়ার অন্যান্য মিষ্টি প্রস্তুতির অতুলনীয়।

এই পায়েশে খেজুরের মিষ্টি স্বাদ ও গন্ধ মেলে যায় এবং এর সুস্বাদু রুচি মানুষের প্রিয়তম হয়ে উঠে।

খেজুরের নরম বাড়তি মধুর স্বাদ পায়েশের মূল উপদান হিসেবে ব্যবহৃত হয় যা এটিকে অনন্য এবং আত্মবিশ্বাসী করে।
পারফেক্ট কনসিস্টেন্সি এবং মোহনীয় রং খেজুরের গুড়ের পায়েশকে আরো আকর্ষণীয় করে।

সেই মিষ্টি স্বাদের জন্য এটি এক অদৃশ্য অনুভূতি যা লোকের হৃদয়ে অবিরাম আকর্ষণ সৃষ্টি করে। খেজুরের গুড়ের পায়েশ - স্বাদে অতুলনীয়, গন্ধে আদৃশ্য।

আপনার স্বাদ এবং গন্ধকে বাড়িয়ে তুলুন আমাদের ১০০% খাটি খেজুরের গুড় দিয়ে।

05/12/2023

সকালের মনোরম পরিবেশ

04/12/2023

পরিবেশ টা সুন্দর না

04/12/2023

খাটি খেজুরের গুড়ের স্বাদ, না খেলে কখনো বোঝানো যাবে না। যেমন স্বাদ তেমন ঘ্রান অসাধারণ এক অনুভূতি।

বর্তমানে ভেজালের ভিড়ে খাটি খেজুরের গুড় পাওয়া খুবই কঠিন। খাটি খেজুরের গুড় পেতে হলে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করতে হবে।

শতভাগ খাটির নিশ্চয়তায় আমরা কাজ করছি সম্পুর্ণ নিজস্ব তত্ত্ববধায়নে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করছি।
তাই ভেজালমুক্ত খাটি খেজুরের গুড় পেতে আমাদের BESHI PUSTI পেজে মেসেজ করুন বা কল করুন 01303165651

04/12/2023

"আমি আর আম গাছে উঠব না"
এবার বলেন, ছোটবেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে কার কার?

ছবিঃ এডিটেড এবং কালেক্টেড।

04/12/2023

পুরাই জুসি জুসি একটা ভাব, দেখেই জিভে জল চলে আসে।

Want your business to be the top-listed Grocery Store in Tejkunipara?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সবচেয়ে জিরান রসের খেজুরের গুড় ভাল এবং সুমিষ্ট হয় আমরা খুবই অল্প পরিমান খেজুরের গুড় উৎপন্ন করে থাকিতাই আপনি যদি আপনার পরি...
অধিকাংশ পরিবার নিঃস্ব হয়ে যায় যখন তাদের পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয় পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দূষিত খাবার গ্রহণ...
কম দামে মজাদার খাদ্যের নামে কি খাচ্ছেন দেখে নিন.....একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ খাদ্যে ভেজাল |> মাছে: ফরমা...
জিরান রসের নলেন দানাদার খেজুরের গুড় .......#beshipusti #খেজুরেরগুড় #পিঠাউতসব #ন্যাচারাল #স্বাস্থ্যবান্ধব #bestchallenge...
শীতের সকালে খেজুরের রস ...... #beshipusti #খেজুরেরগুড় #পিঠাউতসব #স্বাস্থ্যবান্ধব #ন্যাচারাল #bestchallenge #winter #mor...
⏩কম দামে গুড় খুজতে গিয়ে ভেজাল গুড় বাসায় নিয়ে যাচ্ছেন নাতো?  👉দাম যেহেতু বেশি, আমার থেকে না নেন।   👉তবে এটুকু নিশ্চিত থাক...
আসসালামু আলাইকুম সবাইকে ⏩কম দামে গুড় খুজতে গিয়ে ভেজাল গুড় বাসায় নিয়ে যাচ্ছেন নাতো?👉দাম যেহেতু বেশি,আমার থেকে না নেন। 👉তব...
আসসালামু আলাইকুম সবাইকে ⏩কম দামে গুড় খুজতে গিয়ে ভেজাল গুড় বাসায় নিয়ে যাচ্ছেন নাতো?👉দাম যেহেতু বেশি,আমার থেকে না নেন। 👉তব...
খেজুরের রসের ঘ্রাণ আসলেই মনোমুগ্ধকর ....#পিঠাউতসব #beshipusti #খেজুরেরগুড় #পিঠা #bestchallenge #winter #ন্যাচারাল #স্বা...
নালেন গুড়ের শেষ প্রস্তুতি চলছে...... #beshipusti  #খেজুরেরগুড়  #পিঠাউতসব  #স্বাস্থ্যবান্ধব  #পিঠা  #winter  #ন্যাচারাল
সকাল থেকেই চলে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ। তারপর সেই রসকে জ্বাল করে তৈরি করা হয় খেজুরের গুড়। এভাবেই চলে প্রতিদিনের কাজ। ...

Telephone

Address


Dhaka
Tejkunipara
1200

Other Tejkunipara grocery stores (show all)
হালাল উদ্যোগ - Halal Udyog হালাল উদ্যোগ - Halal Udyog
Indira Road, Farmgate, Dhaka
Tejkunipara, 1215

হালাল পণ্য সবার জন্য। হালাল ও বিশুদ্ধ মানসিকতাই হোক জীবন যাপনের একমাত্র পন্থা।

প্রসিদ্ধ পাল ঘি প্রসিদ্ধ পাল ঘি
Tejkunipara, 1221

'প্রসিদ্ধপাল ঘি' দেশি গরুর দুধের সর থে?