Mahmudul Hasan

Welcome to Mahmud's Vlog Page. Hello, This is Mahmudul Hasan Professional Freelancer and Digital Marketer. Also, I am the Owner of Social Regulator.

Currently Working as a Project Manager for Rain Assembly, a USA Based Digital Marketing Agency.

13/01/2024

আসেন বাজেট জানি।
কি করবেন এটা আগে নির্ধারণ করি।
শাকসবজী টা দিয়ে শুরু করুন।
কমপক্ষে ৫ ধরনের শাকসবজী বীজ সংগ্রহ করুন পছন্দ মতো। এ খেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা খরচ করুন।
যদি সম্ভব হয় গ্রাম থেকে বীজ সংগ্রহ করুন।
এবং পরবর্তী বছরের জন্য বীজ এখান থেকে রেখে দিন। আর যাহাতে কিনতে না হয়।। ঝাকা করতে ৭০০ রাখুন।
মুরগী পালন শুরু করুন।
৫ টা মুরগী দিয়ে শুরু করেন ২৫০০ টাকা
ছোট খোপ ৩০০০ এ করুন । ধিরে ধিরে বাডান।
১৫ টার জন্য এই মডেল টা করতে পারেন।
৭,৮ হাজার হবে ৫, ১০ বছর নিরাপদ। ডিম মুরগী কিনতে হবে না।।
মাছ পালন।
এটা একটু ব্যয় বহুল আধুনিক পদ্ধতি তে ছোট ফিসট্যাংক খরচ ৩৫ হাজার টাকা।
অক্সিজেন সাপ্লাই মেসিন সংযুক্ত পানির আউট লাইন সংযুক্ত থাকে। ফলে মাছ ভালো ভাবে পালন করা যায়। এ ধরনের ১২,১২ ফিট ফিসট্যাংক ১০ বছরে তেমন খতি হবে না। ২৫০ কেজি মাছ ৫,৬ মাসে হলে পরিবারের চাহিদা পুরন হয়।। সখ ও সাধ্যের সমন্বয় হয়।।
এই হচ্ছে ফিরিস্তি।
এখানে আপনি যেটুকু পারেন করেন।
শাক সবজি পারেন করতে পারেন।
মুরগী পালন পারেন করেন।
মাছ পারেন করেন। কোন বাধ্য বাদকতা নাই।।
যে যেটুকু পারেন সেটুকু করুন।
সব কিছু শুরু করতে পারেন ৫০ হাজার বাজেটে।
যারা বলে লক্ষ লক্ষ টাকা লছ হব, তারা দেশের ভালো চায় না। আপনার ভালো চায় না।।
সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন সাফল্য আসবেই

05/11/2023

Start a Business - BDT 1,50,000/- Too Risky.
iPhone - BDT 1,50,000/- Affordable.
Healthy Groceries - BDT 4,000/-: Too Expensive.
Dinner Date - BDT 4,000/-: Reasonable.
Skill- BDT 20,000/-: Too Expensive.
Tour - BDT 30,000/-: It's affordable.
People always work for happiness instead of long-term growth.

27/09/2023

চলিতেছে সার্কাস 🙄🙄

27/09/2023

ওয়ানডে তে ৩য় পজিশনে নিয়ে এসেছিল তামিম, তখনি আমরা স্বপ্ন দেখি বিশ্বকাপ জেতার।
সেই তামিমের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো।
বলা হলো বিশ্বকাপে দলে থাকলে খেলতে হবে মিডল অর্ডারে।
আপনি হলে কি করতেন?
আর সাকিব বা হাতুড়ি কাকে খেলাতে চাচ্ছে বিশ্বকাপের মতো ওপেনিং এ?
তানজিদ তামিমের কোন যোগ্যতায় বিশ্বকাপের মতো যায়গায় ওপেনিং এ থাকে।
কোন দেশ এমন আনএক্সপেরিয়েন্স প্লেয়ারকে বিশ্বকাপের দলে রাখে।

27/09/2023

এই একটা লাইন ই যারা বুঝবে তারা আর তামিম কে নিয়ে নেগেটিভ কিছু ছড়াবে না! 🥲
বাংলাদেশ ক্রিকেট ধবংস হোক তারা ভাল থাকুক 🥲- আপনাকে মনে রাখব তামিম ভাই! ❤️👌

27/09/2023

আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।
গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।

- তামিম ইকবাল

27/09/2023

এই পথ যদি না শেষ হয় তবে.........🤔

26/09/2023

Introducing the men in Green and Red for the World Cup. 🇧🇩🏏
| |

18/09/2023

তামিম, মাহমুদুল্লাহ এবং সৌম্য সরকার ফিরেছেন।
বাদ পড়ছেন: শামীম, আফিফ, নাইম শেখ
বিশ্রামে: সাকিব, মুশফিক, মিরাজ, তাসকিন, হাসান, শরিফুল

01/09/2023

ছাত্রছাত্রী থাকা অবস্থায় চাকুরি করা অথবা উদ্যোক্তা হওয়া, আপনার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
© Philips Mondol

31/08/2023

Distraction. Traction. Action.

I love this framing and chronology.

24/08/2023

বিটিভির মান উন্নয়নে বাজেট ১৮৬৮ কোটি টাকা আর বিশ্ববিদ্যালয় গুলায় গবেষণায় বাজেট টেনেটুনে ৬৪ কোটি টাকা! 😀 #উন্নয়ন

23/08/2023

Men's ODI Asia Cup 2023

22/08/2023

স্ত্রী গর্ভবতী। জরুরী পাঁচ হাজার টাকা দরকার। সাতপাঁচ না ভেবে সঙ্গে সঙ্গে টাকাটা ধার দেই। এরপর পেরিয়ে গেছে ১১ মাসের বেশি। কম হলেও ত্রিশবার সেই টাকা ফেরত চেয়েছি। আজ না কাল এভাবে সময় যাচ্ছে।
বাবার প্রথম বিমান ভ্রমণ-সমুদ্র দর্শন। ফেসবুকে স্ট্যাটাস। স্ত্রী-সন্তানদের নিয়ে গতমাসে কক্সবাজার ঘুরে এলেন। রাগে-ক্ষোভে আর টাকাটা চাইনি। নিজের কাছেই নিজের লজ্জা লাগছে।

তখন তিন হাজার টাকা বেতন পাই। একজন কলিগ হঠাৎ হুড়মুড় করে আমাকে টেনে অফিসের ব্যালকনিতে নিয়ে গেলেন। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন- বাবা অসুস্থ এখনই বাড়ি যেতে হবে। সদ্য পাওয়া বেতনের তিন হাজার টাকাই তুলে দিলাম। এ পর্যন্ত একশবারের অধিক চেয়েছি। ফেসবুকের ইনবক্স ভর্তি অনুনয়-বিনয়। মন গলেনি। তেরো বছর পার হয়েছে। ফেরত দেয়নি। আমি ভুলিনি। আড্ডা মারি এখনও, গল্প হয়। একেকদিনে আড্ডার বিল দেয় সাত/আটশ টাকা।

এক বড় ভাই বছর দুই আগে বিপদে পড়েছিলেন। ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলাম বিনাবাক্যে। এরপর বেশ কয়েকবার ফেরত চেয়েছি, দেয়নি। কিছুক্ষণ আগে স্ট্যাটাসে দেখলাম-ইন্ডিয়াতে গেছেন। ইনবক্সে নক করলাম, বললো ঈদের শপিং করবেন। দিন তিনেক পর ফিরবেন।

কিছু বলিনি। নিজেকে বোকা বোকা লাগছে।

ইউনিভার্সিটির একটা ছেলে মায়ের অসুখ, ঘরে খাবার পর্যন্ত নেই। কাতরভাবে ইনবক্স করলো। খবর নিয়ে নিশ্চিত হলাম, আসলেই মায়ের অসুখ। ছয় হাজার টাকা দিলাম। বললো ভাইয়া ফেরত দিব। ৭/৮ মাস। রংবেরঙের ছবি দেখি ফেবুতে। টাকাটা দেয়না।

মধ্যবিত্ত শ্রেণিটা বিলুপ্ত হয়ে গেছে। অর্থে নয় চরিত্রে। স্রোতের সঙ্গে গা ভাসানোর আয়োজন। দশ টাকা থাকলে দশ হাজারের ফুটানি। ভাসাভি, ইল্লিইনের সামনে সিরিয়াল। বসুন্ধরা, যমুনায় জায়গা নেই। নিউমার্কেটে পা ফেলতে পারবেন না। মানুষ ছুটছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর।

হলফ করে বলতে পারি এই পিৎজা প্রজন্মের অনেকের পকেটে পরের দিনের খাবারের টাকা নেই। অনেকে লাখ টাকা বিলাসিতায় খরচ করছে। অথচ পরের মাসের বেতন নির্ভর। চাকরি বা উপার্জন না থাকলে হাত পাততে হয়। বড় চিকিৎসার দরকার হলে বন্ধু-পরিচিতজনের দুয়ারে দুয়ারে ঘুরে। অথচ এখন রাজকীয় জীবন, একটু সঞ্চয় নেই। একটু খবর নিয়ে দেখেন, যারা নিজেদের ঢোল পিটাচ্ছে- ঐশ্বর্যের জয় গান গাচ্ছে, ভিতরটা পুরাই ফাঁপা।

শুক্রবার বন্ধুদের সঙ্গে ইফতার করলাম কাঁটাবন মোড়ে। বাইকটা ফুটপাতের উপরে ঢাল ঘেষে রেখেছিলাম। যাতে মানুষের চলাচলে অসুবিধা না হয়। অফিসে ফিরতে হবে। ইফতার শেষে তাড়াহুড়া করে বাইক নামাতে গেলে স্লিপ কাটে। পড়ে যাই। আমার বাইক ঘেষেই দুটি কাপল দাঁড়ানো। আশেপাশেও কয়েকজন সিগারেট ফুঁকছে। পোশাক-আশাকে কেতাদুরস্ত। একটা মানুষ এগিয়ে এলোনা। উপর-নীচ বলে তুলতে কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম কেউ না কেউ দৌঁড়ে আসবে। নাহ, আমার ধারণা ভুল ছিল। বেশ কয়েকবার অনেকেই তাকিয়েছে।
খুব কষ্ট হচ্ছিল। এখনও ভুলতে পারিনি। অসহায় লাগছিল খুব।
এই আমাদের জেনারেশন। এটাই আমাদের মধ্যবিত্তের রূপ। সব বদলে গেছে। ভিতরে ফাঁপা, বাইরে ঝকঝকে। অথচ কিচ্ছু নেই। একটু বাতাসেই হালকা প্রলেপ খসে পড়বে।

Fact; টাকা।
সংগ্রহীত।

বি:দ্র: অনেকের বাস্তব জীবনের সাথে মিলে যাবে.....

19/08/2023

বিজনেস আইডিয়া কিভাবে পাবেন ?
বাংলাদেশে ১৭ কোটি মানুষ - বিশাল বাজার
আপনি যদি একটু চিন্তা করেন, ১৭ কোটি থেকে মাত্র ৫০,০০০ (০.০৩%) বা ১ লাখ মানুষকে কোন কিছুঃ
১। খাওয়াবেন
২। পরাবেন
৩। কোন কিছু ব্যাবহার করাবেন
যা কিছুই দেখবেন শুধু তাকাবেন না, একটু গভীর ভাবে দেখবেন ও ভাববেন –
এটা কিভাবে তৈরি হল?
কোথায় পাওয়া যায়?
এটার কাঁচামাল কি?
কাস্টমার কারা?
কিভাবে ও কোথায় সেল করবো?
কিভাবে সহজ করে আরও বেশী মানুষের কাছে পৌঁছানো যায়?
এই প্রশ্ন গুলো নিজেকে প্রতিনিয়ত করতে হবে - পেয়ে যাবেন আপনার স্বপ্নের আইডিয়া।
আপনার জেলার এমন কিছু পণ্য নিয়ে বিজনেস প্ল্যান করেন –
১।এমন কিছু পণ্য যা আপনি বা আপনার মা-বাবা একসময় খেতেন বা ব্যবহার করতেন এখন তেমন কেউ করে না, সেগুলো নিয়ে নতুন করে শুরু করতে পারেন।
২। যে পণ্য গুলো "প্রায় হারিয়ে গেছে" বা "ধুঁকে ধুঁকে চলছে" বা ঐ পণ্যের "কারিগররা মানবেতর জীবন যাপন করছেন"।
সেটাই খুঁজে নিতে হবে, যেটা হবে আপনার ভালবাসা ও ভালোলাগার কাজ, যা করতে আপনি কখনই ক্লান্ত হবেন না।

09/08/2023

যখন তোমার আম্মু জিজ্ঞেস করবে, ''তোর কাছে টাকা আছে?''
তখন, ''টেবিলের ওপর মানিব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও" বলতে পারলে বুঝবা You have become a man.

এই মুরোদ যতদিন না হবে, ততদিন যতই ক্লাশি গেট-আপে পিক আপ্লোড দাও আর পশ রেস্টুরেণ্টে চেক-ইন দাও না কেন, you will still be considered as a মাকুন্দা kid.

- Dr. Hasan Rashed

30/10/2022

High Level Attitude

05/10/2022

বিকেলে রিক্সা করে ঘুরা ঘুরির মজাই আলাদা।

04/10/2022

এই মুহুর্তে আপনি বাংলাদেশের যে প্রান্তে আছেন , আপনার এলাকায় কি বিদ্যুৎ আছে?
দেশের প্রায় এলাকায় বিদ্যুৎ নাই খবর পাচ্ছি!!

09/09/2022
09/09/2022
09/09/2022
09/09/2022
Want your public figure to be the top-listed Public Figure in Tejkunipara?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এই একটা লাইন ই যারা বুঝবে তারা আর তামিম কে নিয়ে নেগেটিভ কিছু ছড়াবে না! 🥲বাংলাদেশ ক্রিকেট ধবংস হোক তারা ভাল থাকুক 🥲- আপনা...
ওয়ানডে তে ৩য় পজিশনে নিয়ে এসেছিল তামিম, তখনি আমরা স্বপ্ন দেখি বিশ্বকাপ জেতার।সেই তামিমের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো।বলা হল...
High Level Attitude  #momo #Mosharrafkarim
চলেন একসাথে ঘুরি
Hi
Hello
HEllo
Hi
Hi Guyz

Category

Telephone

Website

Address


Dhunat, Bogura 5850, BD
Tejkunipara

Other Entrepreneurs in Tejkunipara (show all)
Jiaul Haque Kawsar Jiaul Haque Kawsar
Tejkunipara

Software Engineer | Cyber Security | Digital Marketing Specialist