Code With Jony
Front End Developer || Web Designer ||
Instructor || Entrepreneur ||
Social Activist ||
BG: A+ Basic Level Content Creator with Web Programming
নতুন একটি বছর শুরু। এই নতুন বছরে MERN Stack Web Development Sector নিয়ে আমার Practice Journey তে নতুন একটি Learning Batch Ready করতেছি : MERN Stack Batch-01
এই Journey তে যেমন আমার MERN Stack শিখার বিষয়গুলো পুনরায় রিভিশন হবে , ঠিক তেমনি আমার সাথে আপনাদেরও হাতে-কলমে MERN Stack Web Development এর ওপরে New একটি Skill Add হয়ে যাবে ইনশাহ-আল্লাহ। 🥰
মাত্র ১০ জনকে নিয়ে এই ব্যাচ টি Ready করার চেষ্টা করতেছি। আপনার যদি Web Development Sector নিয়ে শিখার প্রতি বিন্দু মাত্র আগ্রহ পোষণ করে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন।
আশা করি আপনার সময় এবং Learning বিফলে যাবে না ইনশাহ-আল্লাহ 🤝
ক্লাস শুরু হবে : 10-01-2024 থেকে ।
Duration : 7 Months
ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ🥰
Alhamdulillah😍
Top 1 award GitHub contributor in the Programming Hero🥰
আসসালামু আলাইকুম।
অনেকদিনের অনেক প্ল্যানিং এর পর আজকে আমরা টিম ম্যানেজমেন্ট ফার্স্ট মিটিং অর্গানাইজ করতে যাচ্ছিলাম। কিন্তু, দূর্ভাগ্যবশত আমাদের সেশনটি আজকে স্থগিত করতে হচ্ছে। কারন, বাইরে সাউন্ড বক্স এবং বাজি ফাটানোর বিকট শব্দ ("ফ্যাক্ট: থার্টি ফার্স্ট। আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইবোনদের এই থার্টি ফার্স্ট ফিতনা থেকে দূরে রাখুক! আমিন🤲" )।
এমতাবস্থায়, আজকে লাইভ সেশন টা করা সম্ভব হচ্ছে না, দুঃখিত। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে অর্থাৎ ১ম জানুয়ারী ২০২৪ এর সন্ধ্যা ৭টায় সেশনটি করবো। আশা করি, সবাই জয়েন করবো এবং একে অপরের কাছে অনেক কিছু জানবো এবং শিখবো।
আলহামদুলিল্লাহ একদিকে বছরের শেষ এবং অন্য দিকে নতুন বছরকে সামনে রেখে আমাদের টিম প্লানিং। 🥰
আজকে রাত ৭টার দিক "Team Creation and Management " বিষয়ের ওপরে সংক্ষিপ্ত লাইভ সেশনের আয়োজন করা হয়েছে।
রেজিস্ট্রেশন করেছেন এমন সবাইকে মেইল করা হয়েছে এবং মেইল এ Google Meet এর লিংক দেয়া হয়েছে। তাই অবশ্যই ৭টার মধ্যেই Join হয়ে নিবেন। 😊
সবাইকে New Year 2024 শুভেচ্ছা 🥰
একটি Team কখনোই একদিনে ডেভেলপ করা Possible না। সেটি অবশ্যই সময় সাপেক্ষের এবং ধর্যের কাজ। তাই আমরা Try করছি কাজ করার পাশাপাশি একটি Team Create করা।
যার মাধ্যমে আমরা সবাই মিলে নিত্যদিন নতুন প্রজেক্ট খুব দ্রুত কমপ্লেটেড করে ফেলতে পারবো ইনশাহ-আল্লাহ 🥰
একজন FrontEnd Developer, BackEnd Developer, MERN Stack Developer, UI/UX Designer, and Video Editor হিসেবে Team এ Join করতে পারবেন
Registration Link: https://forms.gle/pZynEKVNypPfryyF7
মেলা টাকা-পয়সা দেহি 🥹
আসছে নতুন বছর। এই নতুন বছরের শুরুতেই চলুন MERN Stack Web Development এবং UI /UX স্কিলের ওপরে Team হয়ে কাজ শুরু করি🥰
Team Projects কার্যক্রম শুরু হবে আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর মধ্যে ইনশাহ-আল্লাহ । তাই আপনি আগ্রহী হলে দ্রুত Registration ফেলুন 😍
✍️ Registration Form: https://forms.gle/Bt7SjYKpXhfjmeus8
3 years+ Notes.. এখানে 2 Years "Failure Notes" এবং 1 Year+ সেই "Failure" থেকে শিক্ষা নিয়ে একটু ঘুরে দাঁড়ানো।
Alhamdulillah🥰
টিমের কার্যক্রম খুব দ্রুত শুরু করে দিবো ইনশাহ-আল্লাহ এবং MERN Stack Web Development ওপরে নিজের Learning Process ধরে রাখার জন্য ১০জনকে নিয়ে একটি New Batch Ready করার সির্দ্ধান্ত নিচ্ছি।
যারা একদমই নতুন ওয়েব সেক্টরে এবং হাতে-কলমে খুব কাছ থেকে MERN Stack Web Development শিখার ইচ্ছে পোষণ করতেছেন তারা চাইলে এই ১০জনের মধ্যে থাকতে পারেন।
আল্লাহ যদি তৌফিক দেন, আমার প্র্যাক্টিসের পাশাপাশি আপনাদের MERN Stack শিখার শুরুর Journey সুন্দর হবে ইনশাহ-আল্লাহ 🥰
আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও বড়🥰
আলহামদুলিল্লাহ
UI/UX শিখেছেন অথবা শিখছেন এমন কেউ যদি Interested Feel করেন তাহলে Team হয়ে একসাথে কাজ করার পথচলা শুরু করতে পারি। 😍
Share your best UI/UX experiences🥰
খুব শিগ্রই বিস্তারিত শেয়ার করবো।
ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ🥰
দিনের অর্ধেক সময় এর সামনে বসে থেকেই কাটাচ্ছি বেশ কয়েক বছর ধরে। আরো ১ যুগ বসে থেকেই পার করা বাকি, যদি আল্লাহ তৌফিক দেন। ☺️
যাইহোক মোট কথা হচ্ছে খুব শীগ্রই একটি "TEAM" Create করার কাজ শুরু করে দিবো ইনশাহ আল্লাহ। Web Programming রিলেটেড যেকোনো একটি স্কিল থাকলেই আমি আপনি টীম এর পথচলার শুরুর Journey Start করে দিতে পারবো ইনশাহ আল্লাহ। 🥰
"আপনার মধ্যে মূল্যবান স্কিলটি শেয়ার করুন"।
খুব শিগ্রই বিস্তারিত শেয়ার করবো।
ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ🥰
Knowledge vs Experience 😊
Experience always has an "Extra" Point...
Web Programming এর উপরে Content Make করব করব বলে একটা বছর পার হয়ে গেল। তো Finally, আমি Content Make করার Decision নিলাম এবং খুব শীঘ্রই Learning Video পাবেন ইনশাহ আল্লাহ।
আমি শুরুতে HTML,CSS & JavaSript অর্থাৎ Front End Web Development Related Content Create করার চেষ্টা করবো , যেহেতু এই দিক থেকে আমি নতুন সে ক্ষেত্রে Content Make Flow বুঝার জন্য প্রথমত Front End Web Development এর ছোট ছোট বিষয়গুলো ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব।
যেখানে HTML CSS এর ট্রিকি বিষয় গুলো এবং JavaScript Fundamentals and Problem Solving বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করবো , যা একজন Beginner এর জন্য আশা করি অনেক Helpful হবে।🥰
অতঃপর আমার জন্য দোয়া করবেন ☺️☺️
InshaAllah আগামীকাল শুক্রবার Live আড্ডায় Special Guest হিসেবে থাকবেন Abdur Rahman ভাইয়া....🤗
আলোচ্য বিষয় : Career With FrontEnd Web Development !
✍️ আপনাদের FrontEnd Web Development সম্পর্কে কোনো Question থাকলে Comment করে বলে ফেলুন। লাইভ আড্ডায় Comments গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে InshaAllah ..😊
Live টি শুরু হবে শুক্রবার রাত ১০টায় । সবাই আমন্ত্রিত 🥰
Live Count : 02
Can you realize what is the output of this code?
Your turn 😍
Can you imagine the output? 😍
চেষ্টা করলে সবকিছু সম্ভব বয়সের কিছু আসে যায় না ...........😊😊
Clear Developer Console
😄😄
Prove yourself a legend by answering😆
Last Offline Batch 09...!!!
আগামী ২০ এপ্রিল থেকে ইনশা আল্লাহ ওয়েব ডিজাইন এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর ওপরে সর্বশেষ একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। এর পর থেকে হয়তো অফলাইনে নতুন ব্যাচ শুরু করা Possible হবে না।
তাই আপনাদের ইচ্ছে যদি থাকে ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ওপরে Professional একটি স্কিল অর্জন করতে তাহলে আমার এই Last অফলাইনে ব্যাচ এ Enroll করতে পারেন। আশা করছি আপনাদের সময়ে সঠিক মূল্য পাবেন ইনশা আল্লাহ। আল্লাহ ভরসা..
Course Fee- 4000tk
আপনি অর্ধেক দিয়ে কোর্সে এনরোল করতে পারবেন এবং পরবর্তীতে ২টি ধাপে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন।
আপনাদের সুবিধার্তে প্রিমিয়াম কোর্সের একটি ভিডিও Demo Purpose হিসেবে Share করলাম যেন আপনি কোর্স Quality সম্পর্কে কিছুটা idea Generate করতে পারেন..
Front end development🥰
Watch This Video: https://youtu.be/XSZvLkHA1Ko
Hello Everyone, Today I'm showing in this video, how to create a full responsive youtube sever down page design using HTML CSS.
☺️☺️
As many of you know, the YouTube server went down on the 14th. You may have noticed a page. Let's learn how to design this youtube server down the page.
😊😊
Our Group Link:
https://www.facebook.com/groups/529194351203773/
How to create youtube server down page design with full responsive using HTML CSS I will show you how to create a youtube server down page design with full responsive using HTML CSSHello everyone, First of all, welcome to my channel. Tod...
Video tutorial Link: https://youtu.be/Wt1QDCZf6rQ
Progress Responsive Mobile Touch Slider using Html CSS & Swiper js 2020
I have shown in a very easy way how to create a Progress responsive mobile touch slider using HTML CSS and Swiper JS
Video Link: https://youtu.be/1bdjhUK_WVs
Flexible Mobile Touch Slider with Responsive using Html CSS & Swiper js.
In this video, I will show you how to create a responsive and flexible mobile touch slider using HTML CSS and Swiper JS.
Our Group Link: https://www.facebook.com/groups/529194351203773/
শিখে নিন কিভাবে শুধুমাত্র HTML and CSS Use করে ON OFF Toggle Button তৈরি করতে হয়। কোনো প্রকার Javascript Use ছারাই এ বাটন তৈরি করতে পারবেন।😊
https://youtu.be/FWMTouTAeOI
On Off toggle Button Design Using HTML And CSS , No use Javascript On-Off toggle Button Design Using HTML And CSS, No use Javascript In this video, I have shown you how to easily create an On-Off toggle Button Design Using H...
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা সবাই।আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন।
অনেক দিন পর group এ ফিরলাম। হয়তো আমাকে ভুলে গেছেন। 😊
আর ভুলে জাবারি কথা। যেহুতু অনেক দিন কাজ এর চাপে এই group থেকে অনেক দূরে ছিলাম।
সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এবার আমি একা ফিরিনি ,সাথে আছে আমার youtube channel . যেখানে আপনারা প্রতিনিয়ত ওয়েব প্রোগ্রামিং রিলেটেড সকল আপডেট পাবেন একদম ফ্রিতেই।
আমি আমার Yutube channel এ প্রথমত ওয়েব ডিজাইন রিলেটেড সকল প্রকার ছোট-বড় প্রজেক্ট করে দেখাবো লাইভে কোড করে। আর প্রব্লেম ইস্যু নিয়ে ভিডিও তো থাকছেই।
আমি youtubing করার একমাত্র লক্ষ্য হলো আমার Coding স্কিলস কে ধরে রাখা। তাই আমি একজন নতুনদের মতন করে youtubing শুরু করলাম।যানি প্রথম একটু প্রব্লেম হবে। কারণ কোনো কিছু শুরু করতে একটু প্রব্লেম হবেই। যেমন আমি ওয়েব প্রোগ্রামিং শিখার সময় হয়েছিল।
তাই চেষ্টা করবো youtube এর মাধ্যমে আপনাদের নতুন কিছু শিখাতে এবং নিজের কোডিং স্কিলস কে ধরে রাখতে। অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্ত প্রয়োজন ।
নতুন হিসেবে একটু উৎসাহ পাবো আশা রাখি। ☺️☺️☺️
https://www.youtube.com/channel/UCOESVlsDIG_JUod8uRRC53Q?view_as=subscriber
Jony Cmt Hello Friends, Welcome to our channel. I created this channel with the aim to help you to learn Website design, development, and other technical things. I lo...
”Alhamdulillah”” আমাদের Coders People Training Center এর জন্য Certificate Design করা হয়ে গেলো।এখন থেকে কোর্স সম্পূর্ন করলেই পাচ্ছেন Certificate...
কোর্স Complete হওয়ার সাথে সাথেই আমাদের Website থেকে Certificate সংগ্রহ করতে পারবেন।
একমাত্র তারাই এই Certificate সংগ্রহ করতে পারবেন যারা আমাদের প্রিমিয়াম কোর্সটি সম্পূর্ন করবেন।
এখনো যারা Registration করেন নি তারা Registration করে নিন।কাল থেকে কোর্স Enroll System চালু হচ্ছে।
ধন্যবাদ সবাইকে♥️♥️...
অপেক্ষার পালা শেষ।আজ থেকে শুরু হয়ে গেলো Online Class এর Registration...
সবাই Free তেই Registration করতে পারবেন।
✅কিভাবে Registration করবেন?
1. প্রথমে আপনাকে আমাদের Website এ Visit করতে হবে।
link : https://coderspeople.com/
2. Website এ আসার পর দেখবেন ডান পাশে Register Option আছে।সেখানে Click করে Username,Email,password দিয়ে Sign Up করে নিলেই আপনার Registraion Complete..
3. তারপর যেখানে Register Option ছিলো সেখানে Automatic "Profile" Option চলে আসবে।
4.Profile Option একমাত্র আপনার ব্যক্তিগত।আপনি ছারা আর কেও দেখতে পারবে না।
তারপর আপনার ছবি Add করার জন্য Setting থেকে Avatar এ Click করলেই নিচে ছবি দেওয়ার Option আসবে।
আরো কিছু Option আছে সেগুলো আপনারা দেখে নিবেন।যদি কোথাও বুঝতে Problem হয় তাহলে আমাকে inbox করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Thakurgaon
5100
Thakurgaon Sadar
Thakurgaon, 5100
I will Win, Maybe Not Immediately But Absolatly and definitely!
Thakurgaon, Baliyadani
Thakurgaon, 5140
আমাদের ভিডিওগুলো এখন থেকে এই পেজে পাব?
Thakurgaon, ইচ্ছামত
আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন।। জীবন পরিবর্তন হয়ে যাবে �