Mumtahinah Collection

থ্রিপিস ও কুর্তির লেটেষ্ট কালেকশনসহ পছন্দের সব আইটেম পেতে আমাদের সাথেই থাকুন।

🌟🌟Bin Saeed Silk Kurti With Big Discount
📐Kurti Size: S-Xxl (Available)
💠Kurti Long: 40
🧶Kurti Fabrics: Silk.
✨✨বুটিকস কালেকশন -জেকাড কটন কালেকশন, এন্টি জরি আর পারলে কাজ করা মিনা কারি স্টোন। দুপাটা stone বসানো।
এছাড়াও পাচ্ছেন এমব্রয়ডারি করা থ্রি পিছ।

07/07/2022

যে রিমাইন্ডার না দিলেই নয়!
আজ জুমাবার এর সন্ধ্যা সেই সাথে আগামীকাল আরাফার দিন।এক সাথে দুই ফজিলতপূর্ন দিন।
আমরা সবাই যেনো আগামী কালকে আরাফার নিয়তে রোজা রাখি এবং সারাটা দিন যেনো তাওবা এবং ইস্তিগফার এর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহূ আলাইহি ওয়া সাল্লাম এর থেকে ঘোষনা আছে "আরাফার দিনে আল্লাহ সুবহানাহু এত অধিক সংখ্যক বান্দা কে মাফ করে দেন যা বছরের আর অন্য কোনো দিনে করেন না"।
হাজীগন আরাফার ময়দানে যেয়ে আর্থিক,শারীরীক সব ধরনের কষ্ট করে এই ক্ষমা হাসিল করবে আর আমরা ঘরে বসেই তাওবা এবং দুআর মাধ্যমে এই ক্ষমা হাসিল করে নিতে পারি। তাই আর দেরী কেনো এখনই সুরা কাহাফ পড়ে নিন,দুআ আর দুরুদের মধ্যে দিয়ে রাত কাটান, শেষরাতে অন্তত দুরাকাত তাহাজ্জুত নামাজ পড়ে সাহরী করে নিন।আর প্রস্তুতি নিন আগামী কাল ভোর থেকে নাছোড়বান্দা হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করার মিশন।

দুআ করি
আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের প্রত্যেক কে তার ঘরের মেহমান হিসেবে যেনো দাওয়াত দেন, আমরাও যেনো ওই কালো গিলাফে ঢাকা বাইতুল্লাহ দেখে চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরাতে পারি।আমরাও যেনো সবুজ গম্বুজের নীচে ভালোবাসার রাসুলের কাছাকাছি যেতে পারি,সেখানে বসে যেনো বলতে পারি "ইয়া রাসুলুল্লাহ আপনাকে এই দুনিয়ার সবকিছুর থেকে বেশী ভালোবাসি"
মনের মধ্যে এক চরম আকুলতা,কোনো একদিন জুমাবারের বিকালে সামনে থাকবে কাবা আর মুখে থাকবে "লা ইলাহা ইল্লাল্লাহ",
আল্লাহর পয়গাম আসবে
"হে প্রশান্ত আত্মা,তুমি ফিরে আসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে,অতপর আমার প্রিয় বান্দাদের সাথে সামিল হয়ে যাও,আর প্রবেশ করো আমার জান্নাতে" [সূরা আল ফাজর,৮৯ঃ২৭-৩০]
আমার চোখ থেকে গড়িয়ে পড়বে পরম শান্তির দুফোটা অশ্রু আর চলে যাবো আমার রবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে।

ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ।
আল্লাহুম্মা আমীন।
আল্লাহুম্মা আমীন ।
আল্লাহুম্মা আমীন ।সংগৃহীত

05/07/2022
24/06/2022

Jummah mubarak❤️

Photos from Mumtahinah Collection's post 18/06/2022

সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ হওয়া মানে বুঝতে পারছেন?? প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। চাইলেও দূর্গত এলাকায় মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যেতে পারবে না পরিবহণ ব্যবস্থার কারণে। নেটওয়ার্ক ব্যবস্থা পুরো কলাপ্স করবে। সিলেটের সাথে অন্যান্য জেলার কোনো মানুষ যোগাযোগ করতে পারবে না। অলরেডি সুনামগঞ্জের অনেকের মোবাইলে চার্জ আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
পাওয়ার গ্রীড স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, উনাদের কর্মজীবনের ইতিহাসে কখনো গ্রীড স্টেশন বন্যার জন্য বন্ধ করতে হয়নি। কিন্তু এবার এটা করতে হবে তাদের কাছে মনে হচ্ছে। একবার গ্রীড স্টেশনে পানি ঢুকে গেলে সেটা পুনরায় চালু করতে অনেক বেশি বেগ পেতে হবে।
সুনামগঞ্জের মানুষদের অবস্থা বর্ণণাতীত। তারা এখন বুভুক্ষের মত ত্রাণের জন্য অপেক্ষা করছে। অতীতের কোনো বন্যাতে যাদের বাড়িতে পানি ঢুকার রেকর্ড নাই তারাও পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ কাকভেজা হয়ে, অনাহারে, অনিদ্রায় দাঁড়িয়ে আছে। এলাকার যুবসমাজ যারা মোটামুটি শ্রম দিয়ে সাহায্য করছিল তারাও হাঁপিয়ে গেছে। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স এগিয়ে না গেলে মানুষগুলো এমনিতেই মারা যাবে। ফসলের মায়ায় যারা গতকাল রাত পর্যন্ত পানি কমার অপেক্ষায় ছিল তারাও আজকে জীবনের মায়ায় সব ছেড়েছুড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেড়াচ্ছে।
গোয়াইনঘাট এলাকায় গেলে এখন বিশ্বাস করতে কষ্ট হবে যে এখানে মানুষের বসতি ছিল। চারদিকে পানি। ফেইসবুকে দেখলাম স্থানীয় রেসপন্স টিম কাজ করছে। কিন্তু কয়জনকে উদ্ধার করবে?
এতবড় এক বিপদের সম্মুখীন এই সিলেটকে নিয়ে মেইনস্ট্রীম মিডিয়ায় কোনো কাভারেজ নেই। ভয়াবহ এই বিপর্যয় ঘীরে যেখানে প্রত্যেকটা চ্যানেলের কাভারেজ থাকার কথা সেখানে তেমন কোনো সাড়া নেই। আমরা যারা মোটামুটি নেটওয়ার্কের আওতায় আছি তারা নাহয় ফেইসবুকে টুকটাক লিখে জানাতে পারছি। এটাও কতক্ষণ পারব জানিনা। পাওয়ার স্টেশন ডুবে গেলে সেটাও অসম্ভব হয়ে যাবে।
দেশের অন্যান্য প্রান্তে যারা ভাল আছেন তারা আমাদের ভাল থাকার জন্য দোয়া করুন, সামর্থ্য থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ফেইসবুকে সার্চ করলেই অনেক নাম্বার পাবেন যারা আপনার সাহায্যের আশায় বসে আছে। আশ্রয়কেন্দ্রের মানুষগুলো কোনো খাবার পাচ্ছেনা। সব পানির নিচে। সব..!!
😢

® Salah Uddin.
ছবি কালেক্ট : Abydin Nasir

13/06/2022

Frndship❤️❤️❤️

10/06/2022

আসসালামু আলাইকুম
সবাইকে জুম্মা মোবারাক 😊

10/06/2022

😊😍

09/06/2022

Assalamualikum Apura jara jara bridal shoot korte chaw tara mou apur page Glitter Corner By Mou apu r page a join hou apura😊

Photos from Mumtahinah Collection's post 06/06/2022

হাসপাতালের বারান্দায় ছেলেটা কাঁদতেছে-

কারণ ডাক্তার বলেছে এতো জীর্ণ শীর্ণ শরীর থেকে রক্ত নেয়া যাবে না। ছেলেটা ভোর চারটায় ৩০ কি.মি পাড়ি দিয়ে এসেছিল রক্ত দিতে!

চট্টগ্রাম ভার্সিটির ছেলেরা ভার্সিটির বাস নিয়ে চলে আসছে রক্ত দিতে! তার আগে ভার্সিটির দুইটা ছেলে তাদের বাইকে করে হসপিটালে লোক পৌঁছে দিচ্ছিল। ফিলিং স্টেশন থেকে ফুয়েল নেয়ার পর ওরা তার দাম নেয় নি!

স্থানীয় ফার্মেসিগুলা বিলবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে,"কার কী মেডিসিন লাগবে জানান,ফ্রী"

সবাই তাদের আত্মীয়-স্বজনদের নিয়ে হাসপাতালে হাজির,কোন গ্রুপের ব্লাড লাগবে!

অনেকে ব্যাক্তিগত গাড়ি ছেড়ে দিচ্ছে তাদের সাহায্যে!

অনেকে বাহ্যিক ব্যবহৃত মলমগুলো সংগ্রহ করে হাজির হচ্ছে!

হ্যাঁ! আমরা বাঙালি। হাজারো রূপের মধ্যে এটা আমাদের সবচেয়ে পরিচিত রূপ। এটাই আমাদের সংস্কৃতি!রূপে-বর্ণে,আচার-কালচারে যতই আলাদা করেন,ক্রান্তিলগ্নে সবাই এক!

❤️বাঙালি ❤️

আল্লাহ সবাইকে_ রহমত করুন _হেফাজত করুন।
🥰সংগৃহীত 🥰

05/06/2022

চট্রগ্রামের সীতাকুন্ডে কেমিক্যাল কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া রুগীদের জরুরী রক্ত প্রদানে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধ্য আছে যাদের ছুটে যান, রক্ত দানে এগিয়ে আসুন প্লিজ। বিশেষত নেগেটিভ গ্রুপের অনেক রক্তের প্রয়োজন

04/06/2022

তাহসান খান। দ্যাশের সবচাইতে বড় ফিমেইল ফ্যানবেজের মালিক। যারে লাখো মাইয়া ছুঁইয়া দ্যাখার স্বপ্ন দ্যাখে। কিন্তু তার বউ তারে ছাইড়া গ্যাছে।

বিল গেইটস। বিলিয়ন ডলারের মালিক। যার তত্ত্বাবধানে কোটি-কোটি সুন্দরী মাইয়া কাজ করে। কিন্তু তার বউ তারে ছাইড়া গ্যাছে।

ঋত্বিক রওশান। পৃথিবীর অন্যতম সুদর্শন চেহারার মালিক। কিন্তু তার বউও তারে ছাইড়া গ্যাছে।

কিন্তু আমাদের গেরামের কুতুব আলী। রিক্সা চালাইয়া খায়। তার না আছে টাকা, না আছে চেহারা। নিজের বলতে তার আছে শুধু দুইটা বউ। তার বউ দুইটা আবার তারে ছাড়া কিচ্ছু বোঝে না। ছাইড়া যাওয়া তো দূরের কথা, বাপের বাড়ি বেড়াইতেও যায় না। তারপরও কুতুবরে প্রায়ই দেখি মাঠের আঁইলে বইসা গাঁজা টানে, আর কার লগে জানি ফিসফিস কইরা মোবাইলে কথা কয়। বোধহয় তিন নম্বরের প্রচেষ্টা চালাইতেছে। দুনিয়া বড়ই আজিব!
Collected😊

27/05/2022

Alhamdulillah
Amader Mumtahinah collection page a 1k membar done💐💐

Photos from Mumtahinah Collection's post 27/05/2022

🌺🌺গরম বা শীত যেকোন ঋতুতেই ব্যবহার উপযোগী ডিজাইনার থ্রি পিছ পাচ্ছেন "মুমতাহিনা কালেকশন" থেকে।

✨✨বুটিকস কালেকশন -সুতির মধ্যে এমব্রয়ডারি করা।
🌼দুপাট্টা সুতির মধ্যে। খুব আরামদায়ক।

📣বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আপনার পছন্দের পণ্যের ছবি, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইনবক্স করুন আমাদের পেইজে।
📞HotLine: 01947844111

3pis

26/05/2022

আসসালামু আলাইকুম। 🌼
আপুরা/ভাইয়ারা সবাই আমাদের পেজ এ লাইক কমেন্টস করে পাশে থাকুন।❤️❤️

Photos from Mumtahinah Collection's post 26/05/2022

🌼Malhar dress
🌸Digital print 🌸🌹
🌸Most demanding dress❤️❤️❤️
Ordee korte page a inbox korben.This dress ar available now😊

25/05/2022

❤️সবাই লাইক, ফলো এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন❤️

24/05/2022

আসসালামুআলাইকুম
সবার সুবিধার জন্য জানানো যাচ্ছে যে মুমতাহিনাহ কালেকশন পেজ টি আবার নতুন করে চালু হচ্ছে।কিছু সমস্যা র জন্য পেজ নতুন করে করা হয়েছে🌼🌼 সবাই লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ ❤️❤️

24/05/2022

🌺অর্ডার করার আগে নিচের বিষয়গুলো ভালোভাবে পড়ে তারপর অর্ডার করলে আপনাদের এবং আমাদের জন্য ভালো হবে ইন শা আল্লাহ।
👉যেকোনো প্রোডাক্ট অর্ডার করার আগে আপনার কাপড়ের ছবি দিতে হবে এবং ইনবক্সে সেই প্রডাক্ট সম্পর্কে কোনোকিছু জানার থাকলে জিজ্ঞেস করে সবকিছু নিশ্চিত হয়ে নিবেন।
👉ডেলিভারি ম্যান থাকাকালে প্রডাক্ট চেইক করে দেখবেন। এই সময়ে প্রোডাক্টে কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে জানাবেন কিংবা আমাদের কল করে জানাবেন। আমরা সমস্যা সমাধান করবো ইন শা আল্লাহ। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে কোনো অভিযোগ জানালে তা গ্রহনযোগ্য হবে না। তখন এক্সচেঞ্জ / রিটার্ন অপশন থাকবে না।
👉ঢাকার বাহিরে কুরিয়ারে কন্ডিশনে পাঠানো হবে।
👉কেউ অর্ডার করার পর কোনো আকস্মিক ঘটনার কারণে যদি অর্ডার ক্যান্সেল করেন তাহলে জলদি জানাবেন। আর, সে সময়ের মধ্যে যদি আপনার প্রডাক্ট ডেলিভারি ম্যান এর কাছে হ্যান্ডওভার করা হয়ে থাকে তাহলে জরিমানাস্বরূপ অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে।
কারণ ডেলিভারি ম্যান প্রডাক্ট নিয়ে গেলেই তাদেরকে চার্জ দেয়া বাধ্যতামূলক হয়ে যায়। এটা আপনারা না দিলে আমাদের ওপর পড়বে কিন্তু এটা দেয়া তো আপনাদের কর্তব্য, আমাদের নয়। এটা আমাদের ওপর জুলুম হবে কারণ প্রায়ই অনেকে এভাবে ডেলিভারি চার্জ না দিয়ে কেটে পড়েন!
চার্জ না দিলে আপনাদের জন্য এটা ঋণ হিসেবে গণ্য হবে এবং এজন্য আল্লাহর কাছে আটকে যেতে হবে। সুতরাং, বান্দার হকের ব্যাপারে সিনসিয়ার হবেন প্লিজ।
👉আমাদের পেইজে দেয়া ছবির সাথে আমাদের প্রোডাক্টের কালারে আকাশ-পাতাল তফাৎ পাবেন না কিন্তু সামান্য পার্থক্য থাকবেই কারণ ফোনের ক্যামেরা, লাইটিংসহ আরোও নানা কারণে ছবিতে প্রডাক্টের রিয়েল কালার আনা সম্ভব হয় না সবসময়।
👉কোনো প্রডাক্ট অর্ডার করলে পেইজে সেই প্রডাক্টের বর্তমান যে দাম সে দামে কিনতে হবে, আগের কোনো পোস্ট ঘেটে সেই দামে কিনতে চাইলে দেয়া যাবে না। দুঃখিত..

🌺সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ🌺

Want your business to be the top-listed Clothing Store in Tongi?
Click here to claim your Sponsored Listing.

Products

🌟🌟Bin Saeed Silk Kurti With Big Discount
📐Kurti Size: S-Xxl (Available)
💠Kurti Long: 40
🧶Kurti Fabrics: Silk.
✨✨বুটিকস কালেকশন -জেকাড কটন কালেকশন, এন্টি জরি আর পারলে কাজ করা মিনা কারি স্টোন। দুপাটা stone বসানো।
এছাড়াও পাচ্ছেন এমব্রয়ডারি করা থ্রি পিছ।

Telephone

Website

Address


Ovijan-163, Sofiuddin Road, Collage Gate, Gazipur
Tongi
1712

Other Tongi clothing stores (show all)
Gvanybd Shopping Here Gvanybd Shopping Here
Tongi, 1230

Open for over all

Anika fashion house Anika fashion house
Tongi Gazipur
Tongi

Molly's Clothing Molly's Clothing
Tongi

Cotton dress collection

Sumaiya sumu Sumaiya sumu
Hafiz Uddin Sarkar Road, Tongi, Gazipur
Tongi

Red Ixora Red Ixora
Tongi

Clothing & accessories

M.H.R Fashion Point M.H.R Fashion Point
Ershad Nagor, Tongi Gazipur
Tongi, 1712

Meherish's Wear Meherish's Wear
Dhaka
Tongi

Simplicity is the Gorgeous Personality 💜

Kuundol style Kuundol style
Dholpur Chowrasta
Tongi, 1370

Everyone please help me for my business.

মেহেরিমা ক্রাফট মেহেরিমা ক্রাফট
Tongi

দেশীয় গুণগত মান সম্পন্ন পণ্য সূলভ মূল‍্যে সবার কাছে পৌঁছে দেয়া।

38-Shop 38-Shop
Dhaka'gazipur
Tongi, 1711

3-pcs

Ziana's Collection Ziana's Collection
Arichpur Mosjid Road, Gazipur
Tongi