Karukothon-কারুকথন by Habiba

কারুকথন এর মাধ্যমে আপনার পছন্দের হ্যান্ডপেইন্ট,বাটিক,ব্লক এর অর্ডার দিন।

26/03/2024

স্বাধীনতা তুমি ......’' মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে..... সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

26/03/2024
21/02/2024

সকল ভাষা সৈনিকদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

14/02/2024

শীত থাক বা না থাক আজ পহেলা ফাল্গুন!!!
ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত!!!

13/01/2024

ঠাণ্ডায় রং তুলি না চললেও কম্বল মুড়িয়ে আয়েশ করে বসে পেন্সিল নিয়ে বসাই যায়

Photos from Karukothon-কারুকথন by Habiba's post 12/01/2024

শীত বিদায় না নিলেও বসন্তের কিন্তু কপাটে নক করার সময় হয়েছে।

তার প্রস্তুতি সরূপ আসিতেছে.....

31/12/2023

Wishing you a joyful New Year filled with prosperity, good health, and exciting possibilities! Cheers to a fresh start and new adventures in the coming year!
Happy 2024 year!

31/12/2023

ালের_যাত্রী

আলহামদুলিল্লাহ্‌ ২৩ সালের জার্নিটা শেষ হল! ২৩ এর যাত্রী হিসেবে ভালো ও মন্দ মিলিয়ে অনেক কিছু দেখেছি, শিখেছি আর অভিজ্ঞতার ঝুড়ি ভরেছি।

আমার নিজের কাছে নিজের এক্সপেকটেশন এবং আমার কাছে অন্যের এক্সপেকটেশন কোনটাই পরিপূর্ণ করতে পারিনি😂
এজন্য হয়তো থমকে গিয়েছি কিন্তু থেমে থাকিনি আর উঠে দাঁড়িয়ে আবার চলতে শুরু করেছি। এজন্য আলহামদুলিল্লাহ্‌ যে, আল্লাহ আমায় এতটুকু শক্তি দিয়েছেন!

আর্ট ও ক্রাফটিং এর কিছু কাজ একটু জানি বলেই উদ্যোগের অংশ করতে তাদের অনেক কিছু সাথে নিয়ে চলা শুরু করেছি।

২০২৩ এর যাত্রায়, জানিনা আমার উদ্যোগের মাধ্যমে মানুষের ভালোবাসা কতটুকু কুড়োতে পেরেছি কিংবা আমার পণ্য ও সেবা দিয়ে তাদের কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি।

শুধু বলব দোয়ায় রাখবেন সবার আস্থা ও বিশ্বাস ধরে রেখে সততার সাথে দূর হতে বহুদূর যেতে পারি।
সবার কাছে দোয়া চাই যেন ভালো কিছু করতে পারি!

15/12/2023

১৬ ডিসেম্বর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা!!!

26/11/2023

শীত কী তাহলে চলেই এলো

19/11/2023

আসসালামু আলাইকুম!

আজ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।তাই সকল নারী উদ্যোক্তাদের জানাই শুভেচ্ছা ও শুভকামনা!

সেই সাথে উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য যারা সব সময় উৎসাহ,আনুপ্রেরনা ও সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

সকল নারী উদ্যোক্তারা তাদের মেধা ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজের ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যেন বিশেষ ভূমিকা রাখতে পারে এটাই আমার প্রার্থনা!

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ!

Photos from Karukothon-কারুকথন by Habiba's post 19/11/2023

গরমের সময় সবাই আমায় ভুলে যায় তারপর বন্দি করে রাখে অন্ধকার কুটুরিতে।

শীত এলে কেউ আমায় বন্দি করে রাখতে পারে না। আমি মুক্ত হয়ে সবাইকে জরিয়ে ধরি।

তখন সবার আমার কথা মনে পড়ে এবং আমায় ছাড়া চলেই না।

মুক্ত আমি দেখা দিতে এলাম আপনাদের সাথে। আমরা সবাই ভিসকোস শাল।

প্রয়োজন আছে কী আপনার আমায়? তাহলে টকটক করতে ভুল করবেন না যেন।

18/09/2023

নিজেকে সাজাই ভিন্ন লুকে এ সুন্দর ড্রেসের মাধ্যমে!!

30/08/2023

যে কাজই করেন না কেন,অধ্যাবসায় দিয়ে করেন।

অধ্যাবসায়, সাধনা না থাকলে সবার পেছনেই থাকতে হবে।

যদি ভেবে থাকেন কেউ আপনাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিবে তবে পিছিয়েই থাকবেন।

কারও আশায় সামনে এগিয়ে যাওয়ার চিন্তা একেবারেই ভুল!নিজের প্রয়োজন, ভালোলাগা,মন্দলাগা নিজেকেই বলতে হয়।

সুতরাং কেউ উৎসাহ দিলে তবে আপনি কাজ করবেন ভাবলে বুঝবেন কাজের প্রতি আপনার সাধনা ও ভালোবাসা নেই তাই এ পথ আপনার না!

তবে এটা ঠিক আমরা উৎসাহ পেলে অনুপ্রাণিত হই তবে উৎসাহ না পেলে হাত গুটিয়ে বসে থাকা বোকামি / মূর্খতা ছাড়া কিছুই না!

Photos from Karukothon-কারুকথন by Habiba's post 28/08/2023

একটা পোশাক শুধু তার আব্রুই ঢাকে তা নয়, পোশাকের মাধ্যমে তার রুচির বহিঃপ্রকাশ ঘটে!!

যখন কেউ তার জন্য খুব বেছে ও পছন্দ করে কোন পোশাক কেনে তখন সেই পোশাকের মায়ায় সে এতটাই জড়িয়ে পরে যে একে মলিন হতে দেয় না বলে তার বিশেষ খেয়াল রাখে ও যত্ন করে!!!

কিন্তু অনেকেই বুঝতে পারে না পোশাকের সঠিক যত্ন কেমনে নেবে তাদের জন্য প্রথম ও প্রধান পরামর্শ হল

👉যেকোন কাপড় কড়া রোদে তার মলিনতা হারায়।সুতরাং কাপড় শুকাতে কড়া রোদ পরিহার করুন আর কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখুন!!

20/08/2023

পাঞ্জাব থেকে না এলেও সবাই একে বলে পাঞ্জাবি!!!

19/08/2023

✨আমাদের কাছে অর্ডার করার নিয়মাবলী ✨

🎆আমরা বিশ্বাস করি প্রতিটি কাস্টমার আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই যেন কোন ভুল বোঝাবুঝির কারণে কেউ কাউকে না হারাই তাই নিয়মগুলো পড়ে অর্ডার করবেন প্লিজ!

👉প্রতিটা পণ্য আমাদের নিজস্ব ডিজাইন ও ইউনিক ভাবে যত্ন নিয়ে তৈরি। অন্য কোন পেইজ অথবা দোকানের সাথে তুলনা করবেন না। সবার পরিশ্রম/পণ্যের মান সমান না।

👉 পেইজে প্রাইস, ডেলিভারি অথবা কোন পণ্য সম্পর্কে জানতে মেসেজ দিয়ে একটু অপেক্ষা করবেন যেহেতু কোন মডারেটর নেই তাই সবাইকে সাথে সাথে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না । তাই অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

👉একসাথে অনেক ছবি দিয়ে দাম জানতে চাইবেন না। ঠিক কোনটা চান সেটা স্পষ্ট জানাবেন। একটা একটা করে বিস্তারিত জানুন।

👉পন্যের মূল্যের উপর নির্ভর করে 5% থেকে 20% টাকা বিকাশ/রকেট এ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।যেহেতু এগুলো রেডি প্রডাক্ট নয় তাই কনফার্ম করার পর ডেলিভারি পেতে সাধারণত ৭-১০দিন সময় লাগে । ক্ষেত্রবিশেষে দেরি হতে পারে।

👉মোট মূল্যের 20% অগ্রিম পরিশোধ করে এডভান্স করার পর কোন পরিবর্তন অথবা ক্যান্সেলেশন হবে না। প্রতিটা পণ্যের সময়সীমা আলাদা। তাই জেনে বুঝে অর্ডার করবেন।

👉 অর্ডার করতে এডভান্স দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনার ঠিকানা ফোন নম্বর দিতে হবে।
এডভান্স করার আগ পর্যন্ত কোনো অর্ডার কনফার্ম করা হয় না। ডেলিভারি টাইম এডভান্স করার পর জেনে নিবেন। আরজেন্ট অর্ডার নেই না। যেহেতু সব পণ্য হাতে তৈরি, সময় কম বেশি হতে পারে এই মানসিকতা অবশ্যই থাকতে হবে।

👉পেজের ডিজাইন ছাড়া অন্য ডিজাইনের কাস্টমাইজ অর্ডার নেওয়া হয় না।

👉 শিবোরি,টাইডাই, বাটিক ও হ্যান্ড পেইন্ট মানেই হল হাতে ডাই করা ও হাতে আঁকা। মেশিন এর কোন ছাঁচ অথবা কম্পিউটার এ করা নয়। একটা পণ্য ফটোগ্রাফি তে ব্যবহার হয়। সেই পণ্য টির অনেক রিপিট অর্ডার আসে। তাই দ্বিতীয় টি করার সময় এটা কখনোই হুবহু হবে না। মটিফ এবং রঙ এক থাকবে। ড্রেসের রং কখন ও বাস্তবে ডিভাইস এর মত হয় না, মোবাইল ও পিসির ডিসপ্লে অনুযায়ী রং তারতম্য হয়। কি রঙ নিচ্ছেন জেনে নিবেন। এই বিষয় গুলো পুরোপুরি নিশ্চিত হয়ে তারপর অর্ডার করবেন।ডেলিভারি পাওয়ার পর এই বিষয় গুলা সম্পর্কিত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

👉 গয়নাগুলো যেহেতু হাতে তৈরি তাই অর্ডার করার পর ডেলিভারি টাইম জেনে নিবেন এবং জেনে বুঝে অর্ডার কনফার্ম করবেন।

👉কোনো পার্সেল পাওয়ার সময় সাথে সাথে চেক করে নিবেন। ছেড়া কাটা বা অন্য সমস্যা থাকলে সাথে সাথে জানাবেন। পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।

👉এবার আসি দামের ব্যপারে। কাস্টমাইজ করলে আলাদা চার্জ যোগ হবে। উল্লেখ্য, সকল পণ্যের মূল্য শতভাগ নির্দিষ্ট। অযথা দামাদামি করে আমাদের হয়রান করবেন না। নিজেও হয়রান হবেন না।

🎇Karukothon-কারুকথন by Habiba এর সাথেই থাকুন।

16/08/2023

নতুন কাজ মানে নতুন অভিজ্ঞতা।

কাজ শেষে ফাইনাল প্রডাক্ট দৃষ্টিনন্দন হবে কী না তা নিয়েও থাকে অনিশ্চয়তা!

এ কাজটা শুরু করার থেকে শেষ করা অব্দি জার্নিটার পুরো কষ্ট দূর হয় যখন তা মনের মত হয়!!

07/08/2023

সুপ্রভাত!

27/07/2023

সৃষ্টির আনন্দ সবসময়ই মনকে করে পুলকিত!

Photos from Karukothon-কারুকথন by Habiba's post 27/07/2023

লুম বিডিং এর জটিলতা ও সৌন্দর্য্য আমায় আশ্চর্য ও মুগ্ধ করে।লুম বিডিং শিল্প আমার উদ্যোগে অন্যরকম মাত্রা তৈরি করেছে।

লুম বিডিং এর আরও নতুন নতুন ডিজাইন ও পণ্য তৈরি করে উদ্যোগে সংযোগ করার স্বপ্ন দেখছি।

কালার ও সাইজ কাস্টমাইজ করার সুযোগ আছে।

ছবির নিচে মূল্য সংযোজিত আছে।

Photos from Karukothon-কারুকথন by Habiba's post 17/07/2023

রেজিন পন্য

রেজিনের পন্যগুলো দেখতে বেশ লাগে কিন্তু অনেকেই এ ধরনের পন্য কিনতে গিয়ে কোথাও দাম কম বেশি দেখে চিন্তায় পরে যায়🤔

দাম বেশি হওয়ার প্রধান কারন ভালো র’ম্যাটেরিয়াল দিয়ে পন্য তৈরি করার জন্য কস্টিং বেড়ে যায়।

আপনি প্রশ্ন করতেই পারেন কমে পেলে বেশি দিয়ে কেন নিব???

নিবেন কারন এখানে কাস্টমাইজড করার সুযোগ থাকে এবং ভালো মানের র'ম্যাটেরিয়াল ব্যবহার করায় কিছুদিন পরে কালার চেঞ্জ হওয়ার ভয় থাকে না।

কোয়ান্টিটি নয় কোয়ালিটিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়াই আমাদের উদ্দেশ্য!!

Photos from Karukothon-কারুকথন by Habiba's post 11/07/2023

নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে চাইলে শিবোরির ওড়নাগুলো কিন্তু যায় বেশ।

এমন ওড়নায় সাজতে চাইলে ট্রাই করতে পারেন Karukothon-কারুকথন by Habiba এর ওড়না নিয়ে।

10/07/2023

আরও একটা ভোরের দেখা পেলাম আলহামদুলিল্লাহ!

28/06/2023

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক এবং ইদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে!!
ইদ মোবারক!!

27/05/2023

ওড়নাকাহন!!!

হরপ্পার পুরোহিত রাজার মূর্তির বা কাঁধে চাদর থেকেই প্রমান হয় প্রাচীনকাল হতেই ভারতীয় উপমহাদেশে ওড়নার প্রচলন ছিল।

এককালার চুমকি তাঁতের ওড়না শুধু এক কালারই পরিধান করা যায় তা কিন্তু নয়।
চাইলে এটাকে হ্যান্ডপেইন্ট, ব্লক বা বাটিক করে আরও বৈচিত্র্যময় ও করা যায়।

14/05/2023

Happy
Mother's
Day

Want your business to be the top-listed Clothing Store in Tongi?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পাঞ্জাব থেকে না এলেও সবাই একে বলে পাঞ্জাবি!!!
শিবুরির ভাজে ভাজে নকশা আঁকা হয় মনের মাধুরী মিশিয়ে
সৃষ্টির আনন্দ সবসময়ই মনকে করে পুলকিত!
আরও একটা ভোরের দেখা পেলাম আলহামদুলিল্লাহ!
খাদি কাপড়ে করা শিবোরি পাঞ্জাবি ইদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুন!!
Karukothon-কারুকথন by Habiba
গত বছরের শীতের কথা স্মরন করুন!একটা সুন্দর শালের জন্য মনটা আনচান করেছিল কী??তাই তো এবার শীতের আগেই প্রস্তুতি হিসেবে শালগু...
কসমস ফুল সবসময় পাওয়া না গেলে কী হবে চাইলে রং বেরঙের কসমস দিয়ে  ঘরের সোন্দর্য বাড়িয়ে তোলা যায়!!কাপড়ের তৈরি ফুলটা দেখতে আস...

Category

Address


Hazi Market, Dattapara
Tongi

Other Clothing Stores in Tongi (show all)
Tasfakh Fashion Tasfakh Fashion
Tongi, 1712

follow with me

Sumaiya sumu Sumaiya sumu
Hafiz Uddin Sarkar Road, Tongi, Gazipur
Tongi

S R.vision S R.vision
Tongi

আমারা আছি আপনার পছন্দের পণ্য নিয়ে

মেহেরিমা ক্রাফট মেহেরিমা ক্রাফট
Tongi

দেশীয় গুণগত মান সম্পন্ন পণ্য সূলভ মূল‍্যে সবার কাছে পৌঁছে দেয়া।

Fashion Bazar Fashion Bazar
Tongi

Fashion bazar ensures quality fashion wear for Man,women boys girls & kids .

eshopperxyz.com eshopperxyz.com
Joimot Khan Road, Pagar
Tongi

eshopperxyz.com একটি ই-কমার্স প্লাটফর্ম। যেখান?

Zara Zardozi Zara Zardozi
Dhaka Road
Tongi

Modest Clothing & Accessories �

Shahid Enterprise Shahid Enterprise
২ নং লিলি সুপার মার্কেট, পুরাতন পট্টি, টঙ্গী বাজার
Tongi, 1710

ড্রেস হোলসেলের বিশ্বস্ত ঠিকানা।

Adri : আদ্রি Adri : আদ্রি
Charagali
Tongi, 1711

Adri : আদ্রি is a clothing shop where you will get best quality & new collection of stich & unstitch 3 piece and sari.

Fashionable Men's and Lasie'"s Wear Fashionable Men's and Lasie'"s Wear
Dhaka
Tongi

We sell varies type of clothes. T shirt, polo shirt, leggings a;; type of fashionable brand clothing.