It's Tahsin Creation

It's Tahsin Creation

You may also like

Subrata Sarkar Vlogs
Subrata Sarkar Vlogs

ইচ্ছা ও ধৈর্য শক্তি থাকলেই আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।

Photos from It's Tahsin Creation's post 21/06/2023

ফ্রিল্যান্সারস অব বাংলাদেশ (FOB), বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৃহত্তম সম্প্রদায় (480K+ সদস্য), শনিবার, 19 আগস্ট, 2023, ICCB, বসুন্ধরাতে "NATIONAL FREELANCERS CONFERENCE (NFCON2023)" নামে এশিয়ার বৃহত্তম ফ্রিল্যান্সার সম্মেলন আয়োজন করছে।

প্রায় 3000+ দর্শক যারা ফ্রিল্যান্সার বা আইটি শিল্পে আগ্রহী তারা এই মেগা ইভেন্টে অংশ নেবেন। এছাড়াও, 200+ শীর্ষ পেশাদার, উদ্যোক্তা এবং প্রভাবশালীরা যোগ দেবেন। অনুষ্ঠানে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে কয়েকজন সম্মানিত অতিথিও উপস্থিত থাকবেন।

আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সার হওয়ার স্বার্থে এতো বড় একটা সুযোগ পাইছি।জানি না সুযোাগটা কাজে লাগাতে পারবো কি না!! কিন্তু স্বপ্ন সবাই একসাথে লাখো ফ্রিল্যান্সাররা একএিত হবো।ইনশাআল্লাহ দেখা হবে সকল ফ্রিল্যান্সারদের সাথে🥰🥰

16/06/2023

ফ্রিলান্সিং এর সুবিধা:
আমার কাছে সব থেকে বড় সুবিধা হলো আমার ইচ্ছামতো কাজ করতে পারছি। ঘরে থাকলে ঘরে বসে কাজ করতে পারছি। কোথাও বেড়াতে গেলে ল্যাপটপ টা নিয়ে গেলাম, অবসরে বসে হালকা কিছু কাজ করে নিলাম, ঘোরাঘুরির টাকাটাও উঠে গেল। মজা না..?

আবার ধরুন কাজ করতে করতে হঠাত ভালো লাগছে না। ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ুন। কে মানা করেছে আপনাকে…? পরে উঠে কাজটা করে নিবেন। যেমন আমি এখন আমার একটা কাজ ফেলে এই উত্তরটা করতে বসেছি। ক্ষতি কি..? রাত ২ টায় আবার বসব, সমস্যা নেই তো…

সবসময় পরিবারকে সময় দেওয়া যায়। যা বাড়ি, তাই অফিস। আহা!!

14/06/2023

জীবনে খারাপ সময় আসবেই🥹ভেঙ্গে পড়লে চলবে না৷ যার কাছে কিছুই নেই তার কাছেও সময় থাকে। সেটা খারাপ হউক বা ভাল। কাজে লাগানোর মধ্যেই আমাদের স্বার্থকতা🥰
খারাপ সময়েও বসে থাকার কোনো অর্থ নেই। চেষ্টা করুন💪বারবার চেষ্টা করুন💪 দেয়াল ভেঙ্গে দরজা গড়ুন।

12/06/2023

আপনি ফ্রিল্যান্সিং করবেন কিন্তু কবে থেকে শুরু করবেন সেটাই জানেন না? এই জানা অজানার মধ্যে জতটুকু টাইম লস করছেন তাতে করে আপনি ক্রমশ পিছেই যাচ্ছেন।
ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকলে বলতে পারেন কিংবা কোনো কনফিউশান। সময়কে কাজে লাগান, যা করবেন দ্রুত সিদ্ধান্ত নিন। সিদ্ধান্তহীনতায় না ভুগে এক্সপার্টদের সাথে পরামর্শ করুন।

11/06/2023

Social Media(সামাজিক যোগাযোগ মাধ্যম)

সাধারণত, social শব্দের অর্থ সামাজিকতা। তবে অর্থগতভাবে যাই হোক না কেন social media বলতে আমরা Facebook, Instragram, Twitter, LinkedIn এসব বুঝি।একে অপরের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখতে মূলত এই মাধ্যম গুলোর সৃষ্টি হয়েছে। আমরা প্রতিনিয়ত এসব ব্যবহার করি‌। কিন্তু আমরা অনেকেই জানিনা এসব মাধ্যম থেকে ইনকাম করা সম্ভব। মনে করুন আপনার একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে এখন‌ আপনি চান আপনার পন্য গুলো অনলাইনে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের মাধ্যমে বিক্রি করতে, সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে জনপ্রিয় একটি সোশ্যাল প্লাটফর্ম। সেটা হতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার। তবে শুধুমাত্র প্রোডাক্ট সেল করাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নয় মূলত আপনার পন্যটি প্রসারের উদ্দেশ্য বা আপনার দক্ষতা তুলে ধরতে যে বিষয়টি তুলে ধরেন তাই‌ সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
বর্তমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এছাড়াও বিভিন্ন পন্যর প্রচার (promotion)করে দিয়েও অনেকই ১০ ডলার থেকে শুরু করে ১০ হাজার ডলার পর্যন্ত ইনকাম করছেন। আমরা যারা অযথা সময় নষ্ট করছি বা দেখছি বিভিন্ন সময় পন্য কিনছি, মূলত তারা আমাদের ব্যবহার করেই ইনকাম করছে হাজার হাজার টাকা। সেক্ষেত্রে আমরা এখন থেকেই নিজেরাও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে ইনকাম করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,তাই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এসকল বিষয়ে অবগত থাকা একান্ত জরুরি।

03/06/2023

With Friends 🖤🥀
Sing by Adat....

01/06/2023

বন্ধুরা মিলে একটু ফান আর আড্ডা😅
গানটা যদিও প্রফেশনাল ভাবে গাওয়া নয় তবুও পজিটিভ নিবেন প্লিজ!!🥰🖤

28/05/2023

Create By Tahsin islam

27/05/2023

⬛অনেকেই মেসেজ করেছেন বিভিন্ন সময়ে, -ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা করতে চাচ্ছেন যারা পরামর্শ চেয়েছেন।

⬛অযথা মেসেজ দিয়ে সময় নষ্ট না করে প্রথমত জানুন ফ্রিল্যান্সিং কাদের জন্যে নয় :

১. যারা অনিচ্ছা সত্ত্বেও অন্যের সফলতার স্ক্রিনশট বা টাকা দেখে ফ্রীল্যান্সার হতে চায়।

২. যারা অল্প কাজ শিখেই ইনকাম করতে চায়।

৩. যাদের পরিশ্রম করার মানসিকতা নেই।

৪. যারা শর্টকাটে সাফল্য পেতে চায়।

৫. যারা মনে করে ৩/৪ মাসের একটি কোর্স করলেই মেন্টর সব শিখিয়ে দিবেন আর পরবর্তিতে আর কিছুই শিখতে হবে না।

৬. যারা অসুস্থ প্রতিযোগিতা এবং অন্যের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখে।

৭. ইনকাম করবেন অনেক টাকা আর কোর্স করতে যাদের চিন্তা ৫০০-১০০০ টাকা। ( ভালো কোর্সের ভালো ফি)।

৮. আমি পারবো কিনা এমন প্রশ্ন যাদের মনে আসে তাদের জন্যও ফ্রিল্যান্সিং নয়।

- ধন্যবাদ 🖤
©Lakib miah.

26/05/2023

সফল মানুষের পাশে হাজার লোক খুঁজে পাবেন কিন্তু একজন ব্যর্থ মানুষের পাশে কাউকেই পাবেন না। এটাই বাস্তবতা, আর এই বাস্তবতা উপলব্ধি করে যদি আপনি সামনে আগাতে পারেন তাহলেই আপনি সফলতার সিড়ি বাইতে পারবেন। সফলতা বলে কয়ে আসে না,অর্জন করে নিতে হয়।

21/05/2023

Introducing myself🤗

17/05/2023

ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি ইচ্ছা ও ধৈর্য শক্তি নিয়ে আসেন তাহলে দেরিতে হলেও আপনি সফল হবেন। সফল হওয়ার কোনো বয়স নেই, সফল হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আর সব কাজ এ ইনশাআল্লাহ বলে এগিয়ে যেতে হবে।

16/05/2023

👉👉আপনার হাতে স্মাট ফোন📱📱,👩‍💻 ইন্টারনেট থাকলে সেটা দিয়ে চাকরী না খুঁজে নিজের স্কীল তৈরী করে ফ্রীল্যান্সিং করে ইনকাম করতে পারেন

16/05/2023

✅আমি কেন ফ্রিল্যান্সিং করি-

১.এটি একটি মুক্ত পেশা।
২.এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।
৩.এই কাজের জন্য আমার উপর কতৃত্ত সৃষ্টি করার মতো কেউ থাকবেনা। আমি নিজেই আমার বস হিসেবে কাজ করতে পারব।
৪.আমার সুবিধা মতো সময়ে কাজ করে ইনকাম করতে পারব।
৫.এই কাজের মাধ্যমে নিজেকে একজন দক্ষতাসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো।

15/05/2023

You Tube Thumbnail Design create in Canva🖤🥀

15/05/2023

ডিজিটাল মার্কেটার হওয়ার আগে ২টি কথা মনে রাখবেন..!!

১)ডিজিটাল মার্কেটার মানে ফেসবুকে বুস্টিং করে সেল
করা না।

২) এমন কোনো কোম্পানি নাই যেখানে ডিজিটাল মার্কেটার এর প্রয়োজন নাই।

13/05/2023

ফ্রিল্যান্সিং হল নিজের জন্য কাজ করার কাজ, সাধারণত একটি প্রকল্প দ্বারা প্রকল্পের ভিত্তিতে গ্রাহকদের আপনার পরিষেবা প্রদান করে। ফ্রিল্যান্সাররা লেখালেখি, নকশা, উন্নয়ন, বিপণন এবং পরামর্শ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারে।

ফ্রিল্যান্সিংয়ের অনেক সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে:
স্বাধীনতা এবং নমনীয়তা: ফ্রিল্যান্স কর্মীদের তাদের কাজের ক্ষেত্রে প্রচুর স্বাধীনতা এবং নমনীয়তা রয়েছে।

আপনার আয়ের উপর আরও নিয়ন্ত্রণ: একজন ফ্রিল্যান্সার হিসাবে, আপনি আপনার নিজস্ব হার সেট করতে পারেন এবং আপনার নিজের চুক্তিতে আলোচনা করতে পারেন।

ব্যক্তিগত বিকাশ: ফ্রিল্যান্সিং হতে পারে নতুন দক্ষতা শেখার এবং আপনার ক্যারিয়ারের বিকাশের একটি দুর্দান্ত উপায়।

কর্মজীবনের ভারসাম্য: ফ্রিল্যান্সিং আপনাকে আপনার কর্ম-জীবনের ভারসাম্যের উপর আরও নিয়ন্ত্রণ দিতে পারে।

অবশ্যই, ফ্রিল্যান্সিংয়ের কিছু অসুবিধাও রয়েছে, যার মধ্যে রয়েছে:

নিরাপত্তাহীনতা: একজন ফ্রিল্যান্সার হিসেবে, আপনি একটি স্থির আয়ের নিশ্চয়তা পান না।

সুবিধার অভাব: ফ্রিল্যান্স কর্মীরা সাধারণত স্বাস্থ্য বীমা, অর্থ প্রদানের সময় বন্ধ বা অবসর পরিকল্পনার মতো সুবিধা পান না।

স্ব-প্রচার: একজন ফ্রিল্যান্সার হিসাবে, আপনি আপনার নিজস্ব ক্লায়েন্ট খুঁজে বের করতে এবং আপনার পরিষেবা বিপণনের জন্য দায়ী।
সামগ্রিকভাবে, ফ্রিল্যান্সিং আপনার কাজে আরও স্বাধীনতা এবং নমনীয়তা পাওয়ার একটি দুর্দান্ত উপায় হতে পারে। যাইহোক, আপনি লাফ দেওয়ার আগে চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ।

12/05/2023

সফল ফ্রিল্যান্সার হতে হলে ২টি কথা মনে রাখবেন!!
১)একজন সফল ফ্রিল্যান্সারই তৈরী করতে পারে একজন সফল ফ্রিল্যান্সার।

২)কোডারসট্রাস্ট -এর সকল মেন্টরই সফল ফ্রিল্যান্সার।

11/05/2023

আসসালামু আলাইকুম🖤🥀
সালামের উত্তর প্রত্যাশিত...🤗

09/05/2023
09/05/2023

Canva দিয়ে Eid Tamplate Design করলাম✌️
ঈদের আগেই ঈদের শুভেচ্ছা🖤🥀

11/04/2023

জন্মদিনের জন্য দোয়া রইল হে! মুসলিম ফুটবলার বিশ্বের অহংকার Sadio Mané . ♥

আসলে কিনতে পারি অনেক কিছুই,
১০টা ফেরারী,১০টা হীরার ঘড়ি,২টা প্লেন চাইলেই কিনতে পারি। কিন্তু কেনো কিনতে চাইবো আমি? এ জিনিস আমার কি কাজে লাগবে। পৃথিবীরই বা কোন কাজে আসবে?
আমার আসলে আলিশান ঘর-বাড়ির দরকার নাই, আমাকে এইসব টানে না। এর চেয়ে জীবনে যা পেয়েছি তার কিছুটা অন্যদের দিতে পারলে আমি বরং খুঁজে পাই পরম তৃপ্তি।🖤🥀
ফুটবল জগতের নিরহংকারী একজন ফুটবলার, মুসলিম বিশ্বের গর্ব প্রিয় মুসলিম ফুটবলার সাদিও মানে 👑🖤❤️🇸🇳

10/04/2023

Please remember our brothers and sisters suffering in Palestine in your Duas!🖤🥀

07/04/2023

🖤🥀

01/04/2023

আমার ঘরের অতিথি 🥰🖤🥀

19/12/2022

তোমার দ্বারাই আর্জেন্টিনা কোপা আমেরিকা + ওয়াল্ড কাপের স্বাদ পেলো..... 🥰😘
The Coach are Masterpeaced🖤✌️

Photos from It's Tahsin Creation's post 19/12/2022

এভাবেও ফিরে আসা যায়🖤✌️

13/12/2022

UPCOMING SUPER STAR WAS LOADING.....✌️🇦🇷🖤

LOVE FROM BANGLADESH🖤🥀

13/12/2022

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করে
ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

13/12/2022

আমরা কারো বকেয়া হিসাব বাকী রাখি না,
সময়ে সুধে আসলে ফিরিয়ে দেই।✌️🇦🇷

11/12/2022

Alhamdulillah! Football may not have much value in the sight of Allah, but demonstrating to the whole world that your success is only by the grace of Allah by prostrating to Him SWT, has tremendous value in His Sight. Congratulations to all Muslims! Everyone knows that this World Cup is not just about sports. We have all seen the hypocrisy from the world in their criticism of Qatar, which is really motivated by Islamophobia. So we say Alhamdulillah for Marocco's victory today!

Want your business to be the top-listed Media Company in Tongi?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Shilmoon Road
Tongi
1710

Other Digital creator in Tongi (show all)
Mdf Mdf
Gazipur
Tongi, 1700

all is well

Rafi Rafi
Tongi Gazipur
Tongi

Return To The Love of your Lord Return To The Love of your Lord
Tongi, 1230

Tear off all the chapters of past sins and return to the Lord's love.

Ariyan munna143 Ariyan munna143
Chandpur
Tongi, 3651

ariyan munna143

Md.Monir Hossain Md.Monir Hossain
Ershad Nogor, Gazipur
Tongi

Good Job

মির্জা মির্জা
Tongi

Hi friend, I am a video creator. I upload new videos on my page every day. Come and stay with me. InshaAllah

Rider Mohibul Rider Mohibul
Tongi Gazipur
Tongi, 1700

Experience of bike tour

The Throttler The Throttler
Tongi

Let’s throttle the R15��

AR RAJON 999 AR RAJON 999
Gazipur
Tongi, 0930

AR RAJON

Nupur Aktar Pakhi Nupur Aktar Pakhi
Tongi

আসসালামু আলাইকুম আমি নুপুর আক্তার পাখি সবাই আমার পেজ👇👇 টা ফলো করে পাশে থাকবেন