Herby

Herby

খাঁটি, ভেজাল মুক্ত খাবার ও প্রসাধনী

28/12/2023

হার্বি সর বাটা খাটি ঘি।
গরুর দুধের সর, পাটায় বেটে তৈরি করা আমাদের এই খাটি ঘী যা স্বাদ ও ঘ্রাণে অতুলনীয়।

শরীর সুস্থ রাখতে প্রত্যেকটি মানুষের দরকার পুষ্টিকর খাবার। শরীরের জন্য খাঁটি ঘি এর উপকারিতা অপরিসীম। খাঁটি ঘি এর কিছু বিস্ময়কর উপকার আছে যা শরীরের জন্য উপকারী। এটি আবার সম্পূর্ণ চর্বি জাতীয় খাবার। ঘি নিয়ে অনেকেরই অনেক মন্তব্য, তবে গবেষণায় জানা গেছে শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ঘি এর উপকারিতা অপরিসীম এবং ঘি আমাদের শরীর সুস্থ রাখার জন্য একটি বিশেষ উপকারী উপাদান।

🟨
২৫০ গ্রাম ও ৪৫০ গ্রাম এর প্যাকে পাওয়া যাবে এই পন্য টি।
🟩
অর্ডার ও অন্যান তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন +8801717041934
ধন্যবাদ।

28/12/2023

চিয়া সিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা (Salvia Hispanica) উদ্ভিদের বীজ।
চিয়া সিড খাবার উপকারিতা -
*ওজন কমায় ।
* এনার্জি এবং স্টামিনা বাড়ায়।
*ইমিউন সিস্টেম স্ট্রং করে।
*ব্লাড সুগার লেভেল নরমাল রাখে।
*ব্লাড প্রেসার ও কোলেস্ট্রল কমায়।
*ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
*ঠিক সময়ে এবং পরিপূর্ণভাবে ঘুম হতে সাহায্য করে।
*হজমে সাহায্য করে।
খাবার নিয়ম -
সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন ,তারপর ফিল্টার করে অথবা ফিল্টার করা ছাড়া পান করুন।
🍁 যেকোন শরবত বা স্মুদির উপর ১ চা চামচ
ছিটিয়ে সরাসরি ব্যবহার করা যাবে।
🍁 ফালুদা-পুডিং-কাস্টার্ড-ব্রেড-কেক-স্ন্যাক এ
সরাসরিও ব্যবহার করতে পারেন।
🍁 বাচ্চাদের জন্য সুজি-খিচুরি-পায়েস-ফিরনি প্রভৃতিতে সরাসরি ব্যবহার করা যাবে।
🍁 শিশুদের জন্য ১/২ বা ১ চা চামচ (বয়স ভেদে) আর বড়দের জন্য ১টেবিল চামচ যথেষ্ট।

চিয়া সিড হচ্ছে পৃথিবীর
সুপার ফুড গুলোর মধ্যে অন্যতম।
প্রতি ২৮ গ্রাম চিয়া সিড এ আছে
এনার্জি – ১৩৭ ক্যালোরি
কার্বোহাইড্রেড – ৩ গ্রাম
প্রোটিন – ৪ গ্রাম
ফ্যাট – ৬ গ্রাম
ফাইবার – ৬ গ্রাম
ম্যাগজিন – ৬ মিলিগ্রাম
ফসফরাস – ২৬৫ মিলিগ্রাম
ক্যালশিয়াম – ১৭৭ মিলিগ্রাম
জিঙ্ক – ১ মিলিগ্রাম
তামা – ১ মিলিগ্রাম
পটাশিয়াম – ৮ মিলিগ্রাম

🟨
300 গ্রাম এর প্যাকে পাওয়া যাবে এই পন্য টি।
🟩
অর্ডার ও অন্যান তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন +8801717041934
ধন্যবাদ।

28/12/2023

হার্বি সরিষা ফুলের মধু।

মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়।

🟨
৩০০ গ্রাম ও ৫০০ গ্রাম এর প্যাকে পাওয়া যাবে এই পন্য টি।
🟩
অর্ডার ও অন্যান তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন +8801717041934
ধন্যবাদ।

Photos from Herby's post 08/04/2023

📢🥳💥ধামাকা অফার 📢🥳💥ধামাকা অফার
📢🥳💥ধামাকা অফার📢🥳💥

রমজান মাস এবং ঈদ উপলক্ষে হার্বির প্রিয় ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন। যেকোন ২ টি পণ্য কিনলেই পাচ্ছেন দেশজুড়ে ফ্রী হোম ডেলিভারি🥳👌
ডেলিভারি চার্জ একদম ফ্রী 📢

Herby-এর অর্গানিক পণ্য গুলো একনজরে দেখে নেয়া যাক:-
◾মিক্সড হার্ব হেয়ার অয়েল।
◾মিক্সড হার্ব হেয়ার প্যাক।
◾কালজিরা তেল।
◾তিলের তেল
◾সর বাটা ঘি।
◾সরিষা ফুলের মধু।
◾কাল জিরা ফুলের মধু।
◾তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষা তেল।
◾চিয়া সিড।
◾চাল কুমড়ো ও মাসকলাই-এর ডালের বড়ি।

♦️আমাদের প্রত্যেকটা পণ্যই অর্গানিক।সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের পণ্যে কোন রাসায়নিক পদার্থ নেই। খাঁটি এবং ভেজাল মুক্ত পণ্য অতি যত্ন সহকারে আপনাদের কাছে পৌছে দেওয়াই আমাদের অঙ্গীকার।
♦️প্রত্যেকটি পণ্যের দাম ও মান সম্পর্কে বিস্তারিত জানতে ছবির উপর ক্লিক করুন।

যোগাযোগঃ ০১৭১৭০৪১৯৩

06/04/2023

তারাবীর আগে এক কাপ মধু-লেবু পানি এনার্জি ড্রিংক হিসেবে কাজ করে থাকে, যা আমাদের দেহ ও মস্তিষ্কের পুনরায় কাজ শুরু করার জন্য সাহায্য করে।
এছাড়াও মধু-লেবু পানিঃ
১। ত্বক পরিষ্কার করে
২। ব্রণ ওঠা রোধ করে
৩। খাবার হজমে সহায়তা করে
৪। দেহের মেদ কমায়
৫। কোষ্ঠকাঠিন্য দূর করে
৬। বুকে কফ জমা রোধ করে
৭। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৮। দেহের যেকোন ক্ষত শুকাতে সাহায্য করে
তাই, আর দেরি না করে আজই মধু-লেবু পানি পান করার অভ্যাসটি শুরু করুন ।
আর বিশুদ্ধ মধু তুলে দিচ্ছি আমরাই আপনারই হাতে।

Photos from Herby's post 06/04/2023

📢🥳💥ধামাকা অফার 📢🥳💥ধামাকা অফার
📢🥳💥ধামাকা অফার📢🥳💥

রমজান মাস এবং ঈদ উপলক্ষে হার্বির প্রিয় ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন, যে কোন ২ টি পণ্য নিলেই পাচ্ছেন সম্পূর্ণ বাংলাদেশে ফ্রী হোম ডেলিভারি🥳👌
ডেলিভারি চার্জ একদম ফ্রী 📢

Herby-এর অর্গানিক পণ্য গুলো একনজরে দেখে নেয়া যাক:-

◾মিক্সড হার্ব হেয়ার অয়েল।
◾মিক্সড হার্ব হেয়ার প্যাক।
◾কালজিরা তেল।
◾তিলের তেল
◾সর বাটা ঘি।
◾সরিষা ফুলের মধু।
◾কাল জিরা ফুলের মধু।
◾তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষা তেল।
◾চিয়া সিড।
◾চাল কুমড়ো ও মাসকলাই-এর ডালের বড়ি।

♦️আমাদের প্রত্যেকটা পণ্যই অর্গানিক।সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের পণ্যে কোন রাসায়নিক পদার্থ নেই। খাঁটি এবং ভেজাল মুক্ত পণ্য অতি যত্ন সহকারে আপনাদের কাছে পৌছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

♦️প্রত্যেকটি পণ্যের দাম ও মান সম্পর্কে বিস্তারিত জানতে ছবির উপর ক্লিক করুন।

যোগাযোগঃ ০১৭১৭০৪১৯৩

17/03/2023

সংক্ষেপে বলতে গেলে মধু হলো একটি মিষ্টি জাতীয় খাবার যা মৌমাছি ফুলের রস থেকে তৈরি করে। আমাদের প্রতিদিনকার জীবনে মধুর উপকারিতা ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয়। মধুর একটি বড় গুণ হলো এটি কখনো নষ্ট হয় না এমনকি কয়েকশো বছর পুরাতন মধুও কোন দ্বিধা ছাড়াই গ্রহণ করা যায়। এটি অত্যন্ত ঘন হবার কারণে কোন জীবাণু মধুর ভেতরে এক ঘন্টার বেশি বেঁচে থাকতে পারে না।

17/10/2022

হার্বি মিক্স ড্রাই ফ্রুটস্ এন্ড নাটস্।
মোট ২৫ রকমের বাদাম ও ফলের মিশ্রনে তৈরি করা আমাদের এই নিউট্রিয়েন্ট স্নাক্স। যাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, মিনারেল, ফাইবার, ভিটামিন-ডি, ভিটামিন-সি, ভিটামিন-ই, ওমেগা-৩ এবং ওমেগা-৬।
স্নাক্স টি এক প্রকার বল ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারি খবার।

🟨
৩০০ গ্রাম ও ৪৫০ গ্রাম এর প্যাকে পাওয়া যাবে এই পন্য টি।
🟩
অর্ডার ও অন্যান তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন +8801717041934
ধন্যবাদ।

Photos from Herby's post 04/10/2022
Photos from Herby's post 03/10/2022

Stock Available
For Order Please Inbox 💌

Photos from Herby's post 08/05/2022

Herby এ আপনাদের স্বাগতম।হেল্থ কেয়ার অর্গানিক পণ্য এবং অর্গানিক ফুড নিয়ে হাজির হলাম আপনাদের
কাছে।

আমাদের প্রোডাক্ট গুলো হলঃ-
◾মিক্সড হার্ব হেয়ার অয়েল।
◾মিক্সড হার্ব হেয়ার প্যাক।
◾ মিক্সড ড্রাই ফ্রুটস এন্ড নাটস।
◾সর বাটা ঘি।
◾সরিষা ফুলের মধু।
◾কাল জিরা ফুলের মধু।
◾তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষা তেল।
◾ চাল কুমড়োর এবং মাসকলাই এর ডালের বড়ি।
◾চিয়া সিড।
◾হার্বি পাওয়ার বুস্টার।

♦️আমাদের প্রত্যেকটা পণ্যই অর্গানিক।সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের পণ্য কোন রাসায়নিক পদার্থ নেই। খাঁটি এবং ভেজাল মুক্ত পণ্য অতি যত্ন সহকারে আপনাদের কাছে পৌছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

♦️প্রত্যেকটি পণ্যের দাম ও মান সম্পর্কে বিস্তারিত জানতে ছবির উপর ক্লিক করুন।

♦️ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১৩০ টাকা।
যোগাযোগঃ ০১৭১৭০৪১৯৩৪

Photos from Herby's post 04/03/2022

মিক্সড হার্ব হেয়ার অয়েল ২০০ মি.লি.
অনলাইনে এখন হোম মেইড তেলের ছড়াছড়ি, যে যা পাচ্ছে সেগুলো সব একসাথে তেলের সাথে ভেজে নিয়ে হার্বাল অয়েল বানিয়ে ফেলছে। কিন্তু এতে কি সেই হার্ব বা প্রাকৃতিক উপাদানগুলোর সঠিক কার্যকরীতা বজায় থাকছে?

আমাদের তৈরি হার্ব অয়েল আমরা দীর্ঘ দিন ধরে একটানা বানিয়ে আসছি।
এই তেলে তিন ধরনের মূল উপাদান থাকে।
১/ কাচা ভেষজ উপাদান
২/ শুকনো ভেষজ উপাদান
৩/ বিভিন্ন রকম তেল

ভেষজ উপাদানগুলো আমরা আলাদা প্রসেসে মিশ্রিত করি এবং হোমমেইড নারিকেল তেল, নিজেরা ভাঙানো কালিজিড়ার তেল, ক্যাস্টর অয়েল, শরিষার তেল, বাহিরের অলিভ অয়েল, আলমন্ড অয়েল এছাড়াও নীম তেল, মেথি তেল ব্যবহার করি। প্রতিটা তেলের মান ভালো।

তাজা উপাদানগুলো যেমন সরিসা দানা , মেথি দানা, লবঙ্গ, আমলকি, পেয়াজ, মেহেদি পাতা, জবা পাতা, জবা ফুল, তুলসি, ব্রাম্মি পাতা, কারি পাতা, দূর্বা ঘাস, কালজিরা, এলোভেরা, নিম পাতা, রসুন, শিকাকাই, লেবু, রসুন, তিসি, জোয়ান দানা, কাঠ বাদাম পেস্ট.
২২ টি উপাদানে তৈরি আমাদের মিক্স হার্ব হেয়ার অয়েল। হার্বাল উপকরণ আমরা কখনোই সরাসরি তেলের উপর দিয়ে ফুটাই না, ডাবল বয়েলিং মেথডে এগুলোর নির্যাস মিশ্রিত করি।

চুলের যে কোনো সমস্যার সমাধানে আমাদের এই হেয়ার অয়েল ব্যবহার করতে পারবেন।।

🌺হাল্কা গরম করে মাথায় ম্যাসাজ করতে পারেন, এতে খুব তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে।

🌺কোনো কড়া গন্ধ নেই।

🌺যাদের মাথা গরম থাকে, তারা এটা ব্যবহার করুন মাথা ঠান্ডা থাকবে, ঘুম ভালো হবে।

🌺চুল পড়া ১০০% কমে যাবে

🌺খুশকি, শুষ্ক তালু, চুলকানি চলে যাবে

🌺 চুল ফাটার প্রবণতা কমে যাবে এবং কিছু ক্ষেত্রে নতুন চুল গজাতে সাহায্য করবে।

🌺 চুল দ্রুত লম্বা করবে।

🌺ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে।

আমরা কোনো পণ্যের মিথ্যে প্রচারণা করিনা এবং সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের জিনিস, ভালো প্যাকেজিং এ স্বল্প মুল্যে আপনাদের কাছে পৌছে দিতে ❤️

02/03/2022

মিক্সড হার্ব হেয়ার অয়েল ২০০ মি.লি.
অনলাইনে এখন হোম মেইড তেলের ছড়াছড়ি, যে যা পাচ্ছে সেগুলো সব একসাথে তেলের সাথে ভেজে নিয়ে হার্বাল অয়েল বানিয়ে ফেলছে। কিন্তু এতে কি সেই হার্ব বা প্রাকৃতিক উপাদানগুলোর সঠিক কার্যকরীতা বজায় থাকছে?

আমাদের তৈরি হার্ব অয়েল আমরা দীর্ঘ দিন ধরে একটানা বানিয়ে আসছি।
এই তেলে তিন ধরনের মূল উপাদান থাকে।
১/ কাচা ভেষজ উপাদান
২/ শুকনো ভেষজ উপাদান
৩/ বিভিন্ন রকম তেল

ভেষজ উপাদানগুলো আমরা আলাদা প্রসেসে মিশ্রিত করি এবং হোমমেইড নারিকেল তেল, নিজেরা ভাঙানো কালিজিড়ার তেল, ক্যাস্টর অয়েল, শরিষার তেল, বাহিরের অলিভ অয়েল, আলমন্ড অয়েল এছাড়াও নীম তেল, মেথি তেল ব্যবহার করি। প্রতিটা তেলের মান ভালো।

তাজা উপাদানগুলো যেমন সরিসা দানা , মেথি দানা, লবঙ্গ, আমলকি, পেয়াজ, মেহেদি পাতা, জবা পাতা, জবা ফুল, তুলসি, ব্রাম্মি পাতা, কারি পাতা, দূর্বা ঘাস, কালজিরা, এলোভেরা, নিম পাতা, রসুন, শিকাকাই, লেবু, রসুন, তিসি, জোয়ান দানা, কাঠ বাদাম পেস্ট.
২২ টি উপাদানে তৈরি আমাদের মিক্স হার্ব হেয়ার অয়েল। হার্বাল উপকরণ আমরা কখনোই সরাসরি তেলের উপর দিয়ে ফুটাই না, ডাবল বয়েলিং মেথডে এগুলোর নির্যাস মিশ্রিত করি।

চুলের যে কোনো সমস্যার সমাধানে আমাদের এই হেয়ার অয়েল ব্যবহার করতে পারবেন।।

🌺হাল্কা গরম করে মাথায় ম্যাসাজ করতে পারেন, এতে খুব তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে।

🌺কোনো কড়া গন্ধ নেই।

🌺যাদের মাথা গরম থাকে, তারা এটা ব্যবহার করুন মাথা ঠান্ডা থাকবে, ঘুম ভালো হবে।

🌺চুল পড়া ১০০% কমে যাবে

🌺খুশকি, শুষ্ক তালু, চুলকানি চলে যাবে

🌺 চুল ফাটার প্রবণতা কমে যাবে এবং কিছু ক্ষেত্রে নতুন চুল গজাতে সাহায্য করবে।

🌺 চুল দ্রুত লম্বা করবে।

🌺ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে।

আমরা কোনো পণ্যের মিথ্যে প্রচারণা করিনা এবং সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের জিনিস, ভালো প্যাকেজিং এ স্বল্প মুল্যে আপনাদের কাছে পৌছে দিতে ❤️

🟨
200ml এর বোতলে পাওয়া যাবে এই পন্য টি।
🟩
অর্ডার ও অন্যান তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন +8801717041934
ধন্যবাদ।

02/03/2022

নানা রকম সব্জির সাথে এই ডালের বড়ি অত্যন্ত সুস্বাদু ।রান্নার আগে তেল দিয়ে বা শুকনো খোলায় হালকা লাল লাল করে ভেজে নিতে হবে।
মাছের ঝোল বা তরকারি কসানোর সময় ও দেওয়া যায় বা তরকারি কসানো শেষ হলে বড়ি তরকারি তে দিয়ে একটু ঝোল পরিমাণ এর চেয়ে বেশি দিতে হয় কুমোর বড়ির জন্য।
চুলা ট মাঝাড়ি করে রাখতে হয়।সেদ্ধ হলে এটা ফুলে ওঠে সুন্দর। দেখেই বোঝা যায়।তার পর একটু ঝোল থাকতেই তরকারি টা নামাতে হবে নইলে তরকারি নামানোর পর একদম শুকিয়ে যায় ঝোল।হলে গেলো কুমোর বড়ি দিয়ে মাছের ঝোল।
উপরে একটু ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কুমোর বড়ি দিয়ে মাছের ঝোল।
♦️উপাদান -মাসকলাই ডাল,চাল কুমড়ো।
🟨
500g , 1lkg এর প্যাকে পাওয়া যাবে এই পন্য টি।

Photos from Herby's post 02/03/2022

Herby এ আপনাদের স্বাগতম।হেল্থ কেয়ার প্রোডাক্ট এবং অর্গানিক ফুড নিয়ে হাজির হলাম আপনাদের কাছে।আমাদের প্রোডাক্ট গুলো হলঃ-
১/মিক্সড হার্ব হেয়ার অয়েল।
২/ মিক্সড ড্রাই ফুড এন্ড নাটস।
৩/সর বাটা ঘি।
৪/ সরিষা ফুলের মধু।
৫/কাল জিরা ফুলের মধু।
৬/ তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষা তেল।
৭/ চাল কুমড়োর এবং মাসকলাই এর ডালের বড়ি।
আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ধরনের গুনাগুন সম্পূর্ণ।প্রোডাক্টের গুনাগুন জানতে ছবির উপর ক্লিক করুন।ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১৩০ টাকা।
যোগাযোগঃ ০১৭১৭০৪১৯৩৪

01/03/2022

মিক্স হার্ব হেয়ার অয়েলের উপাদান গুলি হল-
সরিসা দানা , মেথি দানা, লবঙ্গ, আমলকি, পেয়াজ, মেহেদি পাতা, জবা পাতা, জবা ফুল, তুলসি, ব্রাম্মি পাতা, কারি পাতা, দূর্বা ঘাস, কালজিরা, এলোভেরা, নিম পাতা, রসুন, শিকাকাই, লেবু, রসুন, তিসি, জোয়ান দানা, কাঠ বাদাম পেস্ট.
২২ টি উপাদানে তৈরি আমাদের মিক্স হার্ব হেয়ার অয়েল ব্যবহারের
কার্যকারিতাঃ
১.চুল পড়া কমায়
২.7 থেকে 10 দিনের মধ্যে রেজাল্ট শুরু হয়
৩.আগা ফাটা রোধ করে
৪.নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায়
৫.খুশকি দূর করে
৬.চুলকে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল
৭.২৮ টি উপাদানে তৈরি করা হয়েছে
৮.ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবে।

Photos from Herby's post 09/02/2022

তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল।
রাজবাড়ী থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের সরিষার দানা থেকে ঘানিতে ভাঙ্গানো হয় আমাদের এই তেল।

এই সরিষার তেলে থাকা ওমেগা ৩, ওমেগা ৫ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই শরীরকে প্রয়োজনীয় পুষ্টিকর মান সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

🟩ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে
সরিষার তেলের ঝাঁঝালো উপাদান শ্লেষ্মা এবং অবরুদ্ধ সাইনাস পরিষ্কার করতে সাহায্য করে। রসুন ও লবঙ্গ দিয়ে সরিষার তেল গরম করে পা এবং বুকে মালিশ করলে সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

🟩লোহিত রক্তকণিকা শক্তিশালী করে
প্লাজমা, কোষের লিপিডস এবং কোষের ঝিল্লির উপাদান হিসাবে বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য আমাদের শরীরের প্রয়োজনীয় চর্বিগুলোর একটি প্রধান উৎস সরিষার তেল। এই তেল কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং লোহিত রক্তকণিকার ঝিল্লি গঠনের উন্নতি করে।

🟩কার্ডিওপ্রোটেক্টিভ প্রভাব
গবেষণায় দেখা গেছে যে, সরিষার তেল খেলে অ্যারিথমিয়াস, হার্ট ফেইলিও এবং এনজাইনা হ্রাস পেয়েছে। কার্ডিওভাসকুলার ডিজঅর্ডারে আক্রান্তদের জন্য সরিষার তেল স্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয়। এটি ট্রাইগ্লিসারাইড, রক্তচাপ এবং প্রদাহ কমাতেও সহায়তা করে।

🟩কাশি এবং সর্দি হ্রাস করতে সহায়তা করে
প্রাচীনকাল থেকেই সরিষার তেল কাশি, সর্দি এবং অন্যান্য শ্বাস প্রশ্বাসের অ্যালার্জি প্রশমিত করতে ব্যবহৃত হয়। সরিষার তেল দিয়ে স্টিম নিলে তা শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে। সরিষার তেল সাইনোসাইটিসে আক্রান্ত ব্যক্তিদের উপরও ইতিবাচক প্রভাব ফেলে।

🟩জয়েন্টে ব্যথা এবং বাত থেকে মুক্তি দেয়
সরিষার তেল নিয়মিত মালিশ করলে তা পেশী এবং জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে। সরিষার তেলে থাকা ওমেগা ৩ আর্থ্রাইটিসের কারণে সৃষ্ট কঠোরতা এবং ব্যথা কমাতে সহায়তা করে।

🟨
৫ লিটার, ২ লিটার ও ১ লিটার এর প্যাকে পাওয়া যাবে এই পন্য টি।
🟨
অর্ডার ও অন্যান তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন +8801717041934
ধন্যবাদ।

Want your business to be the top-listed Food & Beverage Service in Uttarati?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সংক্ষেপে বলতে গেলে মধু হলো একটি মিষ্টি জাতীয় খাবার যা মৌমাছি ফুলের রস থেকে তৈরি করে। আমাদের প্রতিদিনকার জীবনে মধুর উপকা...

Telephone

Website

Address


Uttara, Dhaka
Uttarati
1230