সদাই
নির্ভেজাল পণ্যের জন্যে সদাইয়ের সাথে থাকুন।
💐বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ,কোলাকুলি, হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের।
💕 শুভ নববর্ষ 💕
ইদ মানেই খুশির দিন, সবাই মিলে মিশে আনন্দ উপভোগ করার দিন, আপনাকে ও আপনার পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা।
❤️❤️ ঈদ মোবারক ❤️❤️
অভিনন্দন প্রিয় বাংলাদেশ টিম । অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো ❤️❤️❤️❤️
❤️ আস্থার আরেক নাম সদাই
♥️দৈনিক আচার খাওয়া উপকারিতা♥️
আচার যখন তৈরি করা হয়, তখন তাতে তেল বা ভিনিগার (Vinegar) দেওয়া হয়। ফল বা সব্জির আচার তৈরির ক্ষেত্রে তেল বা ভিনিগারের সঙ্গে বিক্রিয়া করে ল্যাকটিক, সাইট্রিক ও অ্যাসেটিক তৈরি করে। এই তিনটে অ্যাসিডই শরীরের পক্ষে ভাল। এগুলো শরীরের মধ্যে উপকারী মাইক্রোবসদের (Microbes) আরও শক্তিশালী আর সক্রিয় করে তোলে। এই মাইক্রোবস অন্ত্রে কাজ করে। ফলে আচার খেলে হজমশক্তি বাড়ে, মেটাবলিজম (Metabolism) ভাল হয় এবং কিছু ক্ষেত্রে কোলেস্টেরলের (Cholesterol) মাত্রাও নিয়ন্ত্রিত থাকে।
তবে আচারে তো শুধু তেল বা ভিনিগার দেওয়া হয় না। দেওয়া হয় নানা রকমের মশলাও। নুন, লঙ্কা, হলুদ ও অন্যান্য মশলার গুণে আচারে অ্যান্টিঅক্সিড্যান্ট (Antioxidant) ও মাইক্রোনিউট্রিয়েন্ট (Micronutrient) যুক্ত হয়। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত আচার খেলে ইমিউনিটি সিস্টেম (Immunity System) বা রোগপ্রতিরোধ ক্ষমতাও অনেকটা বেড়ে যায়।
তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
💕শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
-- জুম্মার দিনের শুভেচ্ছা।
💐 সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সদাই এর পক্ষে থেকে 💐
💐১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের,সম্ভ্রম হারানো মা বোনদের,পঙ্গুত্ত বরণকারি মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
💐💐অভিনন্দন টিম টাইগার 💐💐
আস্থার আরেক নাম সদাই
😋😋খুব সুস্বাদু ও মুখরোচক টক ঝাল মিষ্টি আলু বোখারা চাটনি।যা আপনার খাবারের স্বাদ বৃদ্ধি করে এবং পুষ্টি গুণ সমৃদ্ধ।
😇😇 সবাই সুস্থ থাকুন ভালো থাকুন,
সদাই এর সাথে থাকুন 😇😇
পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার সমহার
আলহামদুলিল্লাহ 😇😇😇
অনেক অনেক ধন্যবাদ সবাইকে ❤️
✨সদাই পরিবার দিন দিন বড় হয়েছে।সবার দোয়া ও ভালোবাসায়😇😇😇
অল্প টাকায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হচ্ছে বাদাম😋😋
আসসালামুয়ালাইকুম।
❤️ আস্থার আরেক নাম সদাই থেকে চলে আসলাম সুস্বাদু আলু বোখারা চাটনি নিয়ে 😋😋😋
👉আলু বোখারা (বৈজ্ঞানিক নাম: Prunus × domestica)[২] (ইংরেজি: Plum) অর্থাৎ ইউরোপীয় পাল্ম রোসাসে (Rosaceae) পরিবারের সপুষ্পক ফলজ উদ্ভিদের একটি প্রজাতি। এটি পর্ণমোচী বৃক্ষ, ইংরেজিতে প্লাম হিসাবে পরিচিত, যদিও সমস্ত প্লাম এই প্রজাতির অন্তর্ভুক্ত নয়। গ্রিনেজেজ এবং মনাক্কা P. domestica উপ-প্রজাতির অন্তর্ভুক্ত। এই সংকর প্রজাতিটি Prunus spinosa এবং Prunus cerasifera.থেকে সৃষ্টি।
👉আলু বোখারা পুষ্টি গুণ সম্পর্কে।
✨পুষ্টি বিশেষজ্ঞদের মতে ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আলু বোখারায় রয়েছে ফ্যাট, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, কে এবং ই। এছাড়াও অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সারের ঝুঁকি কমায়।
বঙ্গবাজারে ভয়াবহ আগুন😢😢
😢😢কত স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সবাইকে তৌফিক দিন।
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋😋 কাজুতে স্বাস্থ্যকর ফ্যাট বা গুড ফ্যাট রয়েছে, যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়াও, এর মধ্যে কোলেস্টেরল নেই এবং এটি হৃদযন্ত্রের কার্যকারিতাও বৃদ্ধি করে। সেই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
বিশেষজ্ঞদের মতে, কাজুবাদাম ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। কাজুতে রয়েছে প্রোঅ্যান্থোসায়ানিডিন নামে এক ধরনের ফ্ল্যাভোনল, যা টিউমার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে সক্ষম। এছাড়াও কাজুতে ক্যানসার প্রতিরোধের জন্য দায়ী কপার এবং প্রোঅ্যান্থোসায়ানিডিনও রয়েছে।
😊ত্বকের জেল্লা😊
কপার এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণে ভরপুর কাজু ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। আসলে অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যজনিত লক্ষণগুলি কমাতে সক্ষম। আর কাজুতে উপস্থিত কপার অন্যান্য উৎসেচকের সঙ্গে কোলাজেন তৈরি করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে দেয়।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
😋😋😋 ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করা, প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধ সমস্তই করতে পারে বাদাম। প্রতিদিন যদি একমুঠ করে বাদাম খাওয়া যায়, তাহলে ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকটাই কম হয়। এতে থাকা উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে সাহায্য করে।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
সদাই এর পরিবারের পক্ষ হতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছরের নতুন ভাবে শুরু হোক সবার।
I send my truest blessing to you. May a lot of love, laughter, and happiness adorn each day of your life. Wish you a Happy New Year!
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋চিয়া সিড খাওয়ার উপকারিতা
১। চিয়া সিডে আছে ওমেগা-৩, যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে
২। এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
৩। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৪। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে
৫। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
৬। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী
৭। চিয়া সিড কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে
৮। এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে
৯। চিয়া সিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে
১০। ভালো ঘুম হতেও সাহায্য করে চিয়া সিড
১১। এই বীজ ক্যানসার রোধ করে
১২। চিয়া সিড হজমে সহায়তা করে
১৩। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
১৪। চিয়া সিড অ্যাটেনশান ডেফিসিট হাইপার-অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে
১৫। এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋😋আলুবোখারা হল শুকনা পাম ফল। ক্যালরির মাত্রা এতে বেশ কম, তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটি কোনো সমস্যার কারণ হবে না।
এতে প্রোটিনের মাত্রাও কম, তবে ভোজ্য আঁশের মাত্রা বেশি। প্রতি ১৫ গ্রামে আছে এক গ্রাম আঁশ। তাই ডায়াবেটিস ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর আলুবোখারা।
পটাশিয়ামের উৎস হিসেবে কলার পরেই আছে আলুবোখারা। মল নিঃসরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আলুবোখারার খ্যাতি আছে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিংবা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী খাবার এটি।
হাড়ের সার্বিক স্বাস্থ্যের উন্নয়নে এবং ঘনত্ব বাড়াতে সহায়ক আলুবোখারা।
এতে আরও থাকে ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ ও ভিটামিন ‘এ’, যা চোখ ও ত্বকের জন্য উপকারী। শরীরের লৌহের চাহিদা পুরণ করতেও কার্যকর।
একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে খুব বেশি হলে তিন থেকে চারটি মাঝারি আকারের আলুবোখারা খেতে পারবেন। আর তাতেই এই শুকনা ফল থেকে সর্বোচ্চ উপাকার পাওয়া যাবে।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋😋খুরমা খেজুর
পাকা খেজুরে প্রায় ৮০% চিনিজাতীয় উপাদান রয়েছে। বাদ-বাকি অংশে খনিজসমৃদ্ধ বোরন, কোবাল্ট, ফ্লুরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম এবং জিঙ্কের ন্যায় গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে। খেজুরে স্বল্প পরিমাণে পানি থাকে যা শুকানো অবস্থায় তেমন প্রভাব ফেলে না। কিন্তু এ প্রক্রিয়ার ফলে সঞ্চিত ভিটামিন ‘সি’ খাদ্য উপাদান নষ্ট হয়ে যায়। জেনে নিন খেজুরের কিছু উপকারীতা—
শক্তি বর্ধনে: খেজুর শারীরিক ও মানসিক শক্তিবর্ধক। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান, যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিসহ হজম শক্তি, যৌনশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেজুর ফুলের পরাগরেণু বন্ধ্যাত্ব দূর করে, শুক্রাণু বৃদ্ধি করে। খেজুর ও খেজুরের ফুল পরাগরেণু ডিএনএ’র গুণগতমান বৃদ্ধি করে এবং অণ্ডকোষের শক্তি বাড়ায়।
হার্টের সমস্যায়: এক্ষেত্রে প্রতিদিন খেজুর খাওয়া জরুরি। গবেষণায় দেখা গেছে, পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রোগীর সুস্থতায় কাজ করে।
দেহের দুর্বলতায়: খুব দুর্বল লাগলে ঝটপট কয়েকটি খেজুর খেয়ে নিলে তাত্ক্ষণিক দেহে শক্তি পাবেন।
হজম ও রুচি বাড়ায়: রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনাই হয় না। শিশুদের যারা ঠিকমতো খেতে চায় না, তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসে। খেজুরের মধ্যে রয়েছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, যা সহজে খাবার হজমে সহায়তা করে।
ক্যান্সার থেকে রক্ষায়: খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্যে: নিয়মিত খেজুর খেয়ে খুব সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলে। তুলনামূলক শক্ত খেজুরকে পানিতে ভিজিয়ে (সারা রাত) সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
রক্তশূন্যতায়: খেজুর লৌহসমৃদ্ধ ফল হিসেবে রক্তশূন্যতায় কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন খেজুর খেলে দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে।
স্ট্রোকের সম্ভাবনা কমায়: খেজুরের মধ্যে প্রায় ৪০০ মিলিগ্রাম পটাসিয়াম বিদ্যমান থাকে, যা মানুষের স্ট্রোক হওয়ার ভয়াবহতাকে ৪০% কমিয়ে দেয়।
উচ্চ রক্তচাপের সমস্যায়: খেজুরে রয়েছে
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋😋মধু খাওয়ার বিভিন্ন উপকারিতা এর মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমশক্তি বৃদ্ধি, সর্দি-জ্বর উপশম, কোষ্ঠকাঠিন্যতা দূরীকরণ, ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন নিরাময়, শরীরের ওজন কমানো, রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমানো, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋😋চিনা বাদাম বেশ সহজলভ্য এবং উপকারী। রাস্তার মোড়ে মোড়ে দেখা মেলে চিনা বাদাম বিক্রেতার। শখ করে কখনো কখনো হয়তো খাওয়া হয় তবে এর উপকারিতা সম্পর্কে জানলে প্রতিদিনের খাদ্যতালিকায় এই বাদাম রাখতে চাইবেন। চিনা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো-হাইড্রেট ও প্রোটিন আছে।
প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ-বালাই থেকে দূরে রাখতে পারবেন।শরীরের মাত্রাধিক কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্ত চাপ, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস এর মতো কঠিন রোগ সৃষ্টি করে। বাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাছাড়া, এই বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে। প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেতে পারেন শরীরের কোলেস্টেরল কমাতে।
রাতে ১০-১৫ টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চিনা বাদামের অ্যান্টি-অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
❤️ আস্থার আরেক নাম ❤️ সদাই ❤️
😊আলাে সূর্যের, হােক কিংবা
আশার।
দুটোই জীবনের অন্ধকার
মুছে ফেলে।
🌄শুভ সকাল🌄
❤️আস্থার আরেক নাম ♥️ সদাই ❤️
😋😋😋স্ন্যাকস হিসেবে কাজুবাদাম কম-বেশি সকলেই ভালোবাসেন। আবার পায়েস, মিষ্টি ও আইসক্রিমে আলাদা মাত্রা যোগ করতে কাজুবাদামের জুড়ি মেলা ভার। শুধু তা-ই নয়, চিকেন চাঁপের মতো রান্না এবং আরও নানা রান্নায় স্বাদ আনতেও কাজুবাদাম অপরিহার্য।
আর এখন কিন্তু কাজুরই মরসুম। বিশেষজ্ঞদের মতে, এটা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তাই পুষ্টিগুণে ভরা এই সুস্বাদু বাদাম খাওয়ার এটাই সেরা সময়, যা গরমে সুস্থ রাখবে।
😇তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
♥️ আস্থার আরেক নাম ❤️ সদাই ❤️
❤️প্রতিদিন নতুন ভাবনা,
নতুন চিন্তা নতুন আশা
নিয়ে দিন শুরু করো,
তাহলে সারা দিন ভালো কাটবে।
🌄শুভ সকাল🌄
❤️আস্থার আরেক নাম ❤️ সদাই ❤️
💓কাঠবাদাম খেতে কমবেশি সবাই ভালোবাসে। তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয়। আপনি জানেন কি, উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করে। কাঠবাদাম স্ন্যাকস হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার।
কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তস্বল্পতা দূর করে। এটি চুল ও ত্বকের জন্য ভালো। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একমুঠো করে কাঠবাদাম খেলে এই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে। কাঠবাদামের উপকারিতা:
❤️হার্টের সুস্থতায়❤️
নিয়ম করে ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে। কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে। যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন-ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। এটি অ্যার্টারিকে ক্ষতিকর প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয়। নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং ৫০% হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
♥️আস্থার আরেক নাম ♥️ সদাই ♥️
❤️বাদাম একটি স্বাস্থ্যকর খাবার। প্রতিদিন একমুঠ বাদাম খেলে শরীরের অনেক উপকার হয়। এবিপি আনন্দের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই উপকারের কথা। চলুন দেখে নেই।
🌿 বাদাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা উপকারী উপাদান স্বাস্থ্যের নানা ঘাটতি পূরণে সাহায্য করে। ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করা, প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধ সমস্তই করতে পারে বাদাম।
🌿 প্রতিদিন যদি একমুঠ করে বাদাম খাওয়া যায়, তাহলে ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকটাই কম হয়। এতে থাকা উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে সাহায্য করে।
🌿 ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও কম করতে সাহায্য করে বাদাম। এতে থাকা ফলিক অ্যাসিড ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে বাদামের জুড়ি মেলা ভার।
♥️ আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
♥️আস্থার আরেক নাম ♥️ সদাই ♥️
আজ জানবো চিয়া সীড এর পুষ্টি গুণ সম্পর্কে।আসুন জেনে নেই --
👍চিয়া সিডের পুষ্টিগুন
চিয়া সিডে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে,ক্যালসিয়াম,ম্যাঙ্গানিজ,
ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, তামা, আয়রন,ফসফরাস ইত্যাদি থাকে। চিয়া বীজ আলফা-লিনোলিক অ্যাসিড (ALA) এর একটিঅনন্য উৎস, এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।
১-আউন্স বা ২৮ গ্রাম চিয়া সিডে রয়েছে
ক্যালোরি: ১৩৮
প্রোটিন: ৪.৭ গ্রাম
চর্বি: ৮.৭ গ্রাম
কার্বোহাইড্রেট: ১২ গ্রাম
ফাইবার: ৯.৮ গ্রাম
চিনি:.০ গ্রাম
👉বীজ জাতীয় যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারি। চিয়া সিডকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।
তাই স্বাস্থ্য যত্নটা শুদ্ধতার সাথে সযতনেই হোক।
👉 আপনার পছন্দের পন্যটি অর্ডার করতে ইনবক্স যোগাযোগ করুন।
👉ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
1230
House 40, Road 12, Sector 10
Uttarati, UTTARA1230
আমরা সকল ধরনের অর্গানিক ফুড আইটেম নিয়ে কাজ করছি ।
Uttarati, DHAKA1230
Seamartbd is an online grocery selling platform. Order groceries from the app and receive them on you
Ak Plaza 5th Floor, Sonargaon Janapath Road, Uttara R/A , Sector# 9
Uttarati, 1230
Always by your side to be a partner in meeting your daily needs with the assurance of safe, adultera
House-Q/9, Nurjahan Road, Mohammadpur, Dhaka
Uttarati, 1207
সরাসরি কৃষকের পন্য আপনার জন্য