Arcanedoor

Arcanedoor

ArcaneDoor does not just sell lifestyle products, ArcaneDoor is here to become a lifestyle! Daily lives, occasions, needs and necessities, celebration desires.

Be it simple, casual or luxurious; trendy, unique or traditional, ArcaneDoor presents you all.

27/12/2023
23/10/2021

Vaccines can’t stop COVID-19 alone, but by doing it all, we can make a difference.

Vaccines can’t stop COVID-19 alone, but by doing it all we can make a difference.

29/08/2021

Getting vaccinated against COVID-19 helps protect you from getting sick.

29/08/2021

বলুনতো,
'পই পই' শব্দের অর্থ কী?

14/08/2021

আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। আজকের এই দিনে শহীদ জাতির পিতা ও তাঁর পরিবারের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

Timeline photos 06/08/2021

Congratulation Bangladesh Cricket Team for winning first-ever bilateral series against Australia.

Timeline photos 04/08/2021

Congratulations Bangladesh Cricket Team 🇧🇩 🐅

Timeline photos 03/08/2021

২৩ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

Timeline photos 20/07/2021

May the teachings of Allah and his prophet be your companion throughout your life. May this Eid ul Adha bring peace, prosperity, and happiness to you and your family!

13/05/2021

Arcanedoor.com এর পক্ষ থেকে সবাই কে জানাই ঈদ উল ফিতর মোবারাক

08/05/2021

Happy Mothers Day
ভালোবাসায় বেঁচে থাকুক মায়েরা, আপন শক্তিতে...

08/05/2021

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশে। শনিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

30/04/2021

Labour is the ladder through which human dignity and creative excellence are expressed. Happy Labour Day.

29/04/2021

অভিনেতা আবুল খায়েরের একটা বিজ্ঞাপনের কথা কারো মনে আছে?
বিটিভিতে প্রচারিত অতি-জনপ্রিয় একটি বিজ্ঞাপন!
—সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া ?
* কি গো কবিরাজ, কি খোঁজতাসেন ?
-- আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?
*আছিলো, কাইট্টা ফালাইছে।
-- এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ।
* আছিলো , কাইট্টা ফালাইছি।
-- আপনের গাছ ?
* হ । টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।
-- গাছ লাগাইছিলো কে?
* আমার বাবায়।
-- আপনি কী লাগাইছেন ?
-- আমি কী লাগাইছি ?
* হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে....
আবুল খায়েরের শেষ কথাটি ছিল: "এক একটা গাছ, এক একটা অক্সিজেনের ফ্যাক্টরী। "
জনস্বার্থে বিজ্ঞাপনটি আবারো প্রচার করা হোক।
সামনে গাছ লাগানোর মৌসুম শুরু হবে। সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারি। আসুন গাছ লাগাই, অক্সিজেনের ফাক্টরী গড়ে তুলি।
সংগৃহীত।

19/04/2021
14/04/2021

সবাইকে বৈশাখের শুভেচ্ছা। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
করোনা কালে ঘরে বসে কেনাকাটা করুন আরকেনডোর থেকে।

13/04/2021

নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে নিচের লিঙ্কে ক্লিক করুন

https://arcanedoor.com/

09/04/2021

১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন।
জরুরি সেবা ছাড়া সব অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে।
লকডাউনে কোনো ধরনের যানবাহন চলবে না। লকডাউন বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে রোববার।




নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি আইটেম কিনতে নিচের লিংকে ক্লিক করুন

https://arcanedoor.com/product-category/grocery/

06/04/2021

সিলিকা জেল কি? এর ব্যবহার কি?

চামড়ার যাবতীয় ব্যাগ, কাপড় বা গয়নার বাক্স ও পানির বোতল ইত্যাদি পণ্য কেনার পর লক্ষ্য করে দেখবে যে ছোট ছোট দু’একটি প্যাকেট দেখা যায়। এসব প্যাকেট কিছু কিছু ওষুধের জারের মধ্যেও দেখতে পাওয়া যায়। প্যাকেটের গায়ে লেখা থাকে, "Do Not Eat, Throw Away"। এ ছোট ছোট ব্যাগগুলো রাখা হয় পণ্যকে ভেজাভাব বা বাতাসের আর্দ্রতা থেকে রক্ষা করার জন্য। অনেকেরই এ বিষয়ে ধারণা নেই যে সিলিকা ব্যগগুলোর অনেক উপকারিতা রয়েছে। তবে জেনে নিন কোন কোন কাজে তা ব্যবহার করতে পারবেন।

সিলিকা ব্যাগের উপকারিতা: সিলিকা হচ্ছে সিলিকন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি খনিজ। সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে কৃত্তিমভাবে প্রস্তুতকৃত সিলিকন অক্সাইডের একটি রুপ। যা ভঙ্গুর, কাচের মতো স্বচ্ছ ও ছিদ্রযুক্ত একটি পদার্থ। এটি একটি নিরাপদ রাসায়নিক, যা পণ্যকে শুকনো রাখতে সাহায্য করে। তবে এটি নিরাপদ হলেও খাওয়া উচিত নয়। এগুলো সব সময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিত।

১. কাগজপত্র সংরক্ষণে সিলিকা জেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে দরকারি কাগজপত্র রাখবেন সেখানে প্রচুর পরিমাণে সিলিকা ব্যাগ রেখে দিতে পারেন। এতে কাগজপত্রগুলো নষ্ট হবে না। কারণ কাগজপত্রে দীর্ঘদিন পর স্যাঁতস্যাঁতেভাব হয়ে থাকে এবং এতে কাগজের লেখা ছড়িয়ে অস্পষ্ট বা কালি কালি হয়ে যায়। এসব সমস্যা সমাধানে অবশ্যই সিলিকা প্যাকেট রাখতে হবে। আর সেগুলোকে নিরাপদ রাখতে হবে।

২. রুপার গহনা ভীষণ ভালো থাকে সিলিকা জেলে। আর্দ্রতার কারণে রুপোর গহনার রঙ ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য কিছু পরিমাণ সিলিকা প্যাকেট গহনার বাক্সের মধ্যে রেখে দিতে পারেন। এতে গহনা একই রকম চকচকে থাকবে। এছাড়াও ভেজা মোবাইল ফোনকে রক্ষা করতে পারে সিলিকা। মাঝে মাঝেই অসাবধানতাবশত হাত থেকে মোবাইল ফোন পানিতে পড়ে যায়। এক্ষত্রে দেরি না করে এর ব্যাটারি ও মেমোরি কার্ড ফোন থেকে খুলে পর্যাপ্ত পরিমাণে সিলিকা ব্যাগ নিয়ে একটি পাত্রে ৭ থেকে ৮ ঘন্টা রেখে দিন। আর হাতের কাছে সিলিকা জেল না পাওয়া গেলে শুকনো চালের মধ্যেও ফোনটি রেখে দিতে পারেন।

৩. পুরনো ছবিগুলো অনেক সময় অস্বচ্ছ হয়ে যায়। খুব সহজেই এসব ছবিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এজন্য ছবির বাক্সের মধ্যে কিছু সিলিকা জেল রেখে দিতে পারেন। এটি ছবিগুলো শুষ্ক রেখে এর অস্বচ্ছতা দূর করতে সাহায্য করবে। আর ছবিগুলো আগের মতোই থাকবে।

৪. তোয়ালে শুষ্ক রাখতেও সাহায্য করে সিলিকা জেল। তোয়ালে ব্যবহার করার পর সেটা যদি রেখে দেয়া হয় তবে সেখান থেকে একটা বাজে গন্ধ বের হয়। এ বাজে গন্ধ থেকে রেহাই পেতে হলে তোয়ালের মধ্যে কিছু সিলিকা জেলের প্যাকেট রেখে দিতে পারেন। এতে সিলিকা জেল তোয়ালে শুষ্ক রাখতে সাহায্য করবে আর তোয়ালের বাজে গন্ধও দূর করবে।

৫. মেকাপ সংরক্ষণেও করতেও সাহায্য করে সিলিকা জেল। যদি মেকাপ, পাউডার ও ব্লাসারের মধ্যে কিছুদিন পর একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায় তবে এর মধ্যে কিছু সিলিকা প্যাকেট রেখে দিন তবে আগের মতোই সুন্দর মেকাপ পাওয়া যাবে।

৬. ক্যামেরা ভালো রাখতে চাইলে সিলিকা জেল ব্যবহার করতেই হবে। যারা ক্যামেরা ব্যবহার করেন তারা প্রায়ই খেয়াল করে দেখবেন যে, ক্যামেরার কাচ স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আর বাইরের ঠান্ডার মধ্যে ক্যামেরা নিয়ে গেলে এটা খুব দ্রুত জমে যাবে। এ জন্য বাইরে থেকে এসে ক্যামেরার ব্যাটারি, লেন্স ও মেমরী কার্ড তাড়াতাড়ি বের করে নিন। তারপর এক গামলা ভর্তি সিলিকা জেলের মধ্যে ক্যামেরা রেখে দিতে হবে। সিলিকা জেল ক্যামেরা থেকে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে শুষ্ক ও সুরক্ষিত রাখতে সাহায্য করে।

৭. ট্রাভেল ব্যাগে কাপড় সংরক্ষণের জন্যও সিলিকা ব্যাগ ব্যবহার করতে পারেন। কোথাও বেড়াতে গেলে অনেক সময় ভেজা কাপড় ব্যাগে রেখে দিতে হয়। এতে কাপড়ে বিশ্রী গন্ধ হয় ও অন্যান্য কাপড়ও ক্ষতিগ্রস্থ হয়। সেক্ষেত্রে ভ্রমণ ব্যাগের মধ্যে পর্যপ্ত পরিমাণে সিলিকা ব্যাগ রাখলে তা ব্যাগ শুষ্ক রেখে দূর্গন্ধ দূর করতে সাহায্য করবে।

01/04/2021

জানেন কি? windows xp Desktop image.

29/03/2021

যে যেখানে আছেন দেশে ফিরে আসেন!!!
সন্ধ্যা থেকে ফেসবুক আবার আগের মত চলছে।

ভিপিএনফ্যাক্ট

26/03/2021

Arcanedoor.com Click & Enjoy

26/03/2021

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা

24/03/2021

যারা প্রফাইল লক করে রেখেছেন তাদের পোস্ট বা কমেন্ট এ কিন্তু রিপ্লাই করা যাচ্ছে না। সকাল থেকেই দেখলাম😑

17/03/2021

100TH BIRTHDAY CELEBRATION "Father of the Nation" Bangabandhu Sheikh Mujibur Rahman

27/11/2020

ফেসবুক মার্কেটিং এর বেসিক ধারনা, প্রয়োজনীয়তা এবং......

একটা প্রশ্ন উত্তর পোস্ট দেয়ার পর কিছু প্রশ্ন আসলো যে ফেসবুক মার্কেটিং টা আসলে কি? ভাবি নাই এতো বেসিক লেভেলের প্রশ্ন আসবে, তবে ভাবা উচিত ছিলো আমার। কারন বেশির ভাগ ই নতুন আর "ফেসবুক মার্কেটিং" কি সেটা জানে না এরকম ই চিন্তা করতে হবে।

ফেসবুক মার্কেটিং কি সহজ করে যদি বলি তাহলে তুলনা দিবো নরমাল মার্কেটিং এর সাথে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিভিন্ন জায়গায় আপনারা পোস্টার দেখেন, লিফটলেট বিলি করতে দেখেন, বিভিন্ন প্রোডাক্ট অথবা সার্ভিস এর উপর মাইকিং হয়, বিভিন্ন অফিসে অন্য অফিস থেকে কেউ এসে তাদের সার্ভিস অথবা প্রোডাক্ট অফার করে ইত্যাদি। এগুলি সব ই তো মার্কেটিং তাই না অথবা প্রচার, নিজের কোম্পানির। কিন্তু এগুলিকে আমরা বলছি অফলাইন মার্কেটিং, যেটা সরাসরি একজন মানুষ দেখছে।

এখন সেটাই যদি এমন ভাবে করা যায় যেটা মানুষ আরো সহজে দেখবে অথবা জানবে তাহলে কেমন হয়? এখান থেকে ই শুরু হয়ে গেলো অনলাইন মার্কেটিং এর কাজ। ফেসবুক মার্কেটিং এর কাজ। পোস্টার লাগাতে আপনার যে পরিমান টাকা কষ্ট ইত্যাদি সমস্যা হচ্ছে সেটার থেকে অনেক কম টাকায়, অনেক কম কস্টে আপনি ফেসবুক এ সেটা করতে পারছেন। ৫০০০ টাকা দিয়ে পোস্টার লাগিয়ে আপনি যতজন মানুষকে আপনার অ্যাড দেখাতে পারছেন সেই এক ই পরিমান টাকা খরচ করে ফেসবুক অ্যাড দিলে তার থেকে অনেক বেশি মানুষ দেখতে পারছে।

আমরা মূলত মার্কেটিং করে এমন জায়গায় যেখানে মানুষের যাতায়াত বেশি থাকে তাই নয় কি? একদম নির্জন একটা জায়গায় ১০টা পোস্টার লাগালে খুব লাভ হবে কি? তাই দেখবেন পোস্টার, লিফলেট ইত্যাদি এমন জায়গায় লাগানো হয় অথবা দেয়া হয় যেখানে মানুষ অনেক থাকে। এখন আপনি অনলাইন এর কথা চিন্তা করেন। ফেসবুক এর কথা চিন্তা করেন। কোথায় আপনি বেশি মানুষ পাবেন একটা রাস্তার মোড়ে নাকি ফেসবুক এ। একটা রাস্তার মোড়ে কি আপনার পছন্দ মত বয়সের, দেশের, এলাকার মানুষ পাবেন? মনে হয় না পাবেন কিন্তু ফেসবুক এ পাবেন। আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই ফেসবুক মার্কেটিং এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে।

এটা আমার লেখা বই "ফেসবুক মার্কেটিং" এর প্রথম চ্যাপ্টার। যারা বইটি নিতে আগ্রহী তারা আমাকে ইনবক্স করতে পারেন

ফেসবুক মার্কেটিং কত প্রকার ও কি কি
১. অরগানিক মার্কেটিং
২. পেইড মার্কেটিং

অরগানিক মার্কেটিং কি
অরগানিক মার্কেটিং অথবা ফ্রি মার্কেটিং, চিন্তা করেন আপনি যখন কোন পোস্ট আপনার নিজের টাইমলাইনে পোস্ট করেন সেখানে লাইক পড়ে, কমেন্ট পড়ে, শেয়ার হয় সেখানে কি আপনাকে টাকা দিয়ে অ্যাড দিতে হয়? না সেখানে টাকা লাগছে না। এটাকে আমরা বলছি অরগানিক মার্কেটিং।
আপনি যখন একটা পোস্ট আপনার ফেসবুকের পেজে অথবা গ্রুপে দিলেন সেই পেজের ফ্যান অথবা গ্রুপের অনেক মেম্বার এমনিতেই আপনার পোস্ট দেখবে, লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে এভাবে আপনার পোস্ট রিচড হবে।

পেইড মার্কেটিং কি
এখন কথা হচ্ছে যদি অরগানিক মার্কেটিং দিয়ে ই সবাই দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে তাহলে পেইড মার্কেটিং করার কি দরকার? দরকার দুই জায়গায় একটা হচ্ছে আপনি যখন একটা পোস্ট পেজে অথবা গ্রুপে দিচ্ছেন এমন না কিন্তু যে সেই পেজের সবাই আপনার পোস্ট দেখছে। ৮-৯ % ফ্যান অথবা মেম্বার হয়তো আপনার পোস্টটা দেখতে পাবে।

আর একটা কারন পেইড মার্কেটিং এর সেটা হচ্ছে আপনার পেজের ফ্যান অথবা গ্রুপের মেম্বার অনেক কম থাকতে পারে সে ক্ষেত্রে আপনি যদি পেইড মার্কেটিং না করেন তাহলে কিভাবে মানুষ দেখবে আপনার পোস্ট

তাই পেইড মার্কেটিং এর গুরুত্ব সব থেকে বেশি, ফেসবুক ও এটাকেই বেশি গুরুত্ব দেয় যেমন
- আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বয়স, ছেলে নাকি মেয়ে, অবস্থান, ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি সেট করে ফেসবুক এ অ্যাড দিতে পারবেন।
-আপনি কোন কোন দেশে আপনার অ্যাড পৌছাতে পারবেন সেটার সুবিধা ও এখানে আছে
- আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অনুযায়ী ফেসবুক এর বড় বড় পেজকে টার্গেট করা যাবে তাতে শুধু সেই সব পেজের ফ্যানদের কাছে আপনার অ্যাড যাবে
- আপনার ওয়েবসাইট থাকলে সেখানে পিক্সেল এর সিস্টেম করে রাখলে আপনার ওয়েব সাইট ভিজিটররা নিয়মিত আপনার ফেসবুক এর অ্যাড তাদের টাইমলাইনে দেখতে পাবে।
বুঝতেই পারছেন পেইড মার্কেটিং এর কত সুবিধা, সাথে অরগানিক মার্কেটিং ও করে যেতে হবে।

কি কি লাগবে ফেসবুক মার্কেটিং করতে

- ফেসবুক আইডি মানে হচ্ছে পারসোনাল আইডি
- ফেসবুক পেজ
- ফেসবুক গ্রুপ
ফেসবুক আইডি- ফেসবুক আইডি তো লাগবেই আপনার কারন সেটা দিয়ে ই আপনি পেজ, গ্রুপ ওপেন করবেন। পেজ, থেকে গ্রুপ থেকে অন্য কোন পেজ অথবা গ্রুপে শেয়ার করতে চাইলে ও আপনার পারসোনাল একাউন্ট থেকে করতে হবে

আবার আপনি যদি মনে করেন আপনি নিজের কোন পোস্ট দিয়ে আপনার ব্রান্ড কে তুলে ধরবেন সেটা ও আপনি আপনার পারসোনাল পেজ থেকে করবেন

ফেসবুক পেজ- ফেসবুক পেজকে মূলত অফিসিয়াল পেজ বলা যেতে পারে, যেমন ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে জামা কাপড় ইত্যাদি তাহলে আপনাকে একটা পেজ করতে হবে একটা নাম দিয়ে, এরপর আপনি সেই পেজের মাধ্যমে আপনার প্রোডাক্ট এর মার্কেটিং করবেন যেমন

- আপনার প্রোডাক্ট এর ছবি আপলোড দিলেন
- বিভিন্ন রকম উপকারি পোস্ট দিলেন
- আপনার প্রোডাক্ট এর পোস্টে পেইড অ্যাড দিলেন
- কন্টেস্ট এর আয়োজন করলেন ইত্যাদি
তবে এখানে যে পোস্টগুলা যাবে সব আপনার পেজের নামে যাবে, কোন পারসোনাল আইডির নামে যাবে না।

ফেসবুক গ্রুপ-
ফেসবুক গ্রুপ বিভিন্ন রকম হয়ে থাকে, পাবলিক, ক্লোজ, সিক্রেট, তবে পাবলিক গ্রুপ টা হচ্ছে বেশি জনপ্রিয়, সবাই যে এটা মার্কেটিং এর জন্য করে সেটা ও না। পেজ আর গ্রুপের পার্থক্য হলো পেজে শুধু পেজের নামে পোস্ট হয়, গ্রুপে অ্যাডমিন, মডারেটর সহ গ্রুপের যে কোন মেম্বার পোস্ট করতে পারে। তবে গ্রুপের অ্যাডমিন, মডারেটরের এপ্রুভালের দরকার হয় বেশির ভাগ ক্ষেত্রে। এপ্রুভাল সিস্টেম না থাকলে অনেকে উল্টা পাল্টা পোস্ট দিয়ে গ্রুপের পরিবেশ নষ্ট করতে পারে। আপনি গ্রুপের মাধ্যমে বড় একটা কমিউনিটি করতে পারেন, এরপর আপনার প্রোডাক্ট এর মার্কেটিং সেখানে ও করতে পারেন।

মনে রাখবেন মার্কেটিং মানেই হচ্ছে আপনাকে এমন জায়গায় যেতে হবে যেখানে মানুষের ভিড় আছে। আর আপনার ফেসবুক এর আইডি, পেজ, গ্রুপে যদি মানুষের ভিড় থাকে তাহলে মার্কেটিং কেন করবেন না।

Want your business to be the top-listed Beauty Salon in Uttarati?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Arcanedoor.com এর পক্ষ থেকে সবাই কে জানাই ঈদ উল ফিতর মোবারাক
Happy Mothers Dayভালোবাসায় বেঁচে থাকুক মায়েরা, আপন শক্তিতে...
Happy Labour Day.
Health awareness
সবাইকে বৈশাখের শুভেচ্ছা। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন

Category

Website

Address


Uttarati

Other Health/Beauty in Uttarati (show all)
Ghore Bose Kini Ghore Bose Kini
Dhaka
Uttarati, 1230

Welcome to our page. Scroll down you'll see amazing stuff. Thank you and have a good day.

Maral gel Maral gel
Uttarati, 1230

online business

𝙂𝙧𝙚𝙚𝙣 𝙕𝙤𝙣𝙚𝙨 𝙂𝙧𝙚𝙚𝙣 𝙕𝙤𝙣𝙚𝙨
Uttarati

𝑾𝒐𝒎𝒆𝒏'𝒔 𝒄𝒍𝒐𝒕𝒉

Sylvia's Beauty & Extension Sylvia's Beauty & Extension
Tropical Shormi Centre, Plot No: 30, Lift/5 , Garibe Newaz Avenue, Sector/13, Uttara, Dhaka Division
Uttarati

Sylvia's Beauty & Extension Best Beauty Care Service in Bangladesh

স্বপ্নরঙ-SwapnoRang স্বপ্নরঙ-SwapnoRang
House#24, Road#12, Sector#12, Uttara
Uttarati

An innovative online shop for exclusive collections.

amena_marjan_jui amena_marjan_jui
Uttarati, 1230

Nahreen & Adnan Nahreen & Adnan
Dhaka
Uttarati

Blogging

Forever living products Bangladesh Forever living products Bangladesh
Uttara Dhaka
Uttarati

Zhinuk Kabir

Style Icon Style Icon
Uttarati

Original indian antique jewellery, dresses

Wasfia Fashion Wasfia Fashion
Uttarati

Women Product Service (BD)

Eye Candy cosmetics Eye Candy cosmetics
Sector:14 , Uttara/Dhaka
Uttarati, 1230

#eyecandycosmetics This is a #makeup brand... All the Makeups are imported from USA/china.... Here you will find Chinese cosmetics such as #eyeshadowpalate #lipstick #lipstickset #...