Fatema’s diary
The beauty of ‘The Quran’ is that you cannot change its message, but its message can change you.😊
ঝাল ঝাল হাস ভূনা 😋
Chiken recipe
ফলি মাছের কোপ্তা রেসিপি
birthday party
Delicious  chicken  roast  Apnera try korte paren 😋😋
My princess 
রোজা আমায় বললো হেসে 😀
বিদায় আমার খুব কাছে 🙂
কষ্ট দিয়েছি অনেক দিন 😕
কিভাবে মিটাবো সেই ঋন 😔
তাইতো দিলাম ঈদের দিন 🌙⭐️
আনন্দ করো সারাদিন 😊
সুখে থাকো প্রতিদিন 🤲
দেখা হবে কেয়ামতের দিন 😌
সবাই বলি আমিন ☺️🤲☪️
ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন মানুষের সজ্ঞ নয় 🖤🥀
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবারই আগামী কালের জন্য একটা প্লান ছিল।আগামী বছরের জন্য একটা প্লান ছিল।
হয়ত তাদের প্লান শুনে ভাগ্য তাদের উপর হাসছিল। হয়ত আমাদের প্লান শুনেও হাসছে।
কতটা অনিশ্চিত এই জীবন !!
মাত্র কিছু সময়ের ব্যবধানের ৪৪ জনের প্রাণ নাই হয়ে গেল।
আমরা চিন্তা করি, ৪ বছর পর কে কই থাকবো।
আমরা জানিই না ৪ সেকেন্ড পর আমরা বেঁচে থাকবো কিনা। আমরা জানি না, আমাদের আর ঘরে ফেরা হবে কিনা, আমাদের কাছের মানুষরা আর ঘরে ফিরবে কিনা।
জীবনের চেয়ে অনিশ্চিত কিছু আর একটাও নাই।
এতো ভয়ংকর ২৯ ফেব্রুয়ারি আর না আসুক ।
আজকে শবেবরাতের রাত ,ভাগ্য পরিবর্তনের আরেকটা রাত । আল্লাহ গো আপনার কাছে কত মানুষ কত কিছু চাইবে ,সকলের মনের আশা পূরণ করিও ❤
আমিন❤
ভালোবাসা কি ?
যখন ফজরের সালাত মিস হয়ে গেল, কষ্টে বুকের বা পাশটা মোচড় দিয়ে ওঠে ! যখন এশার সালাত না পড়ে আপনি ঘুমাতে পারেন না ! তখন বুঝে নিবেন আপনি প্রেমে পড়েছেন !
আপনার রবের প্রেমে !
তওবা
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-
-পড়া হলে আলহামদুলিল্লাহ্🖤
আস্তাগফিরুল্লাহ্-
- ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীছ
- ইয়া-যাল জালালী ওয়াল ইকরাম-
- আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মোহাম্মদ -
- লা-ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুংতুু মিনাজ জোয়ালিমিন-
পড়া শেষে আমিন লিখে দেন অনুরোধ রইল,
হে আল্লাহ আমি সহ যারা কষ্টে আছে তাদের সকলের মনের নেক মাকসাদ পূরণ করে দিন
আমিন।🤲🤲🤲
# সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত
যে ব্যক্তি সকাল বেলা তিন বার “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম” পড়বে। এরপর সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে। আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন; যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯০; আবু দাউদ, হাদিস : ২৯২২; মুসনাদ আহমদ, হাদিস : ১৯৭৯৫; কানজুল উম্মাল, হাদিস :
“নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার”
[সূরা মূলক আয়াত,[১২]
"হঠাৎ করে কখনো কারো কথা মনে পড়লে তার জন্য দো'আ করুন।" হয়তো বা সেই মূহুর্তে আপনার দোয়া তার খুব প্রয়োজন"!🖤
❝যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে
ফেরশতারা তার জন্য দোয়া করেন।❞
[আবু দাউদ-১৫৩৪]🖤
SubhanAllah☺️☺️
রসুলﷺবলেছেন:-যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তা'লা তার দোষ গোপন রাখবেন।
সহিহ মুসলিম-২৫৯০
রাসূল (সাঃ) বলেছেন ! যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তা আলা তার উপর দশবার রহমত নাযিল করবেন 😊💖
সুনানে আন নাসায়ী ১২৯৬
∙──༅༎﷽༎༅──∙
রবের প্রেমে আস'ক্ত হয়ে ফজরের নামাজ পড়া লোকটি'ই হলো সৌভাগ্যবান
♡︎°আলহামদুলিল্লাহ°♡︎
∙──༅༎﷽༎༅──∙
🤲বড় শখ গো মাবুদ😭
মৃত্যু যখন দিবা সিজদাহরত অবস্থায় মৃত্যু দিও
আমিন😭😭🤲
Ameen
ফয়সালা রবের হাতে ছেড়ে দিন, আর আপনি  আশ্রয় নিন জায়নামাজে !দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে ।
ইনশাআল্লাহ 🤍
নতুন বছরের আগমন মানে হলো- একটা বছর হায়াত কমে গেলো , বাধক্যের দিকে এবং মৃত্যুর দিকে আরো এক থাপ এগিয়ে গেলাম , আল্লাহ যেনো আমাদের সবাইকে হেদায়েত দান করে আমিন!
ইসলাম বলে
তুমি একা তোমার ভালোবাসার মানুষকে চাইলেই হবে না , তাঁকেও তো তোমাকে চাইতে হবে , কারন মুনাজাতের মিল থাকলে , তবেই না আল্লাহ তালা মিলায়া দিবে , তবে সেটা যেন হয় হালাল ভাবে ইনশাআল্লাহ !
একটা সুন্দর মোনাজাত!
ইয়া আল্লাহ ! আমি জানি না অতীতে কতটা পাপ করেছি ,কতো ভূল করেছি জেনে না জেনে , কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি , কার কার নামে গীবত করেছি , কার কার নামে সমালোচনা করেছি ,কত কি দেখি হিংসা করেছি ! আসতাগফিরুল্লাহ !🤲ইয়া আল্লাহ!! আপনি আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি ! আমাকে আলোর পথ দেখান , আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন !আমার মনে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা এনে দিন ! ইসালামকে জানার ইচ্ছা বড়িয়ে দিন! ইয়া আল্লাহ !!কোনো বিপদ আসার আগে আমাকে তা থেকে রক্ষা করুন , আমাকে বদনজর থেকে রক্ষা করুন ,আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন , ইয়া আল্লাহ !! আমার ঈমান বৃদ্বি করে দিন ,আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন , আমাকে হেদায়েত দান করুন আমিন 🤲
রাসূল (ﷺ)বলেছেন!
‘নিশ্চয়ই বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দু’কাঁধে রেখে দেয়া হয়।
যতবার রুকু, সিজদা করে ততবার তার গুনাহ ঝরে পড়ে,!
📚"সিলসিলাহ ছহীহাহ- (হাদিস নং ৫৭৫)
সুবহানাল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Uttarati
1230