দি চেম্বার্স ফিজিওথেরাপি, নরসিংদী
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দি চেম্বার্স ফিজিওথেরাপি, নরসিংদী, Physical therapist, পায়রা চত্বর (নরসিংদী সদর হাসপাতালের পাশে), West Bangla.
আসসালামু আলাইকুম,
দি চেম্বার্স ফিজিওথেরাপি অফিশিয়াল পেজে আপনাকে স্বাগতম ।
বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে পরিচালিত; বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র । আসসালামু আলাইকুম,
দি চেম্বার্স ফিজিওথেরাপি অফিশিয়াল পেজে আপনাকে স্বাগতম । বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্বাবধানে পরিচালিত একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র ।
আমাদের সেবা সমূহ :
🔸বাত,
🔸ব্যথা,
🔸প্যারালাইসিস ও
🔸ফিজিওথেরাপি চিকি
💥 রোগীর নাম - সাবিনা, (নরসিংদী)
মাত্র ১০ দিনে ; মুখ বাঁকা রোগের সফল চিকিৎসা শেষে, রোগীর অনুভূতি প্রকাশ।
✌️ সঠিক সময়ে, সঠিক চিকিৎসা পেলে; মুখ বাঁকা রোগ সম্পূর্ণ ভালো হয়।
📌 আমাদের দেশে বিভিন্ন কুসংস্কারের কারনে,
মুখ বাঁকা রোগীদের আজীবন কষ্ট করতে হয়। সমাজে কিছু প্রচলিত ভুল ধারনা রয়েছে, যেমন - অভিশাপ বা বাতাস লাগার কারনে মুখ বেঁকে গেছে, অতীতে অনেক পাপ কাজ করেছে সেজন্য এমন হয়েছে ইত্যাদি।
অথচ এসব কথার বৈজ্ঞানিক ও যৌক্তিক কোনো ভিত্তি নেই।
🩺ডাঃ মোঃ মশিউর রহমান প্রিন্স
(ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ)
🌐চেম্বার: পায়রা চত্বর, নরসিংদী সদর।
☎️ সঠিক পরামর্শ ও চিকিৎসা পেতে,
সিরিয়ালের জন্য কল করুনঃ
➡️ 01716-211863
👉 নরসিংদী সদরে,
'দি চেম্বার্স ফিজিওথেরাপি'-তে পাচ্ছেন...
বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে;
মানসম্মত ও সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা সেবা।
👉এখানে নিয়মিত রোগী দেখছেন-
ডাঃ মোঃ মশিউর রহমান প্রিন্স
বিপিটি (ডিইউ), এমপিএইচ
📌 চেম্বারের নাম ও ঠিকানা :
দি চেম্বার্স ফিজিওথেরাপি
পায়রা চত্বর, নরসিংদী সদর
☎️ সিরিয়াল পেতে কল করুন -
01716-211863
#নরসিংদী
(দি চেম্বার্স ফিজিওথেরাপি)
পায়রা চত্বর, নরসিংদী সদর।
সিরিয়াল পেতে কল করুনঃ 01716-211863
মাত্র ১ মাসে, জটিল ব্যথার রোগী সম্পূর্ণ সুস্থ।
ব্যথামুক্ত জীবন গড়ুন...
ক্যালেন্ডার ২০২৩...
Happy New Year - 2023.....
মুখ বাঁকা সমস্যার সমাধান পেতে কল করুন :
01962-604070
ব্যথা মুক্ত জীবন গড়ুন........
সিরিয়াল পেতে কল করুনঃ 01962-604070
যারা মুড়ির মতো ব্যথার ঔষধ খাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য....
ব্যথার সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন ;
তাদের জন্য ভিডিওটি.....
We care, Allah cure.
ব্যথা মুক্ত জীবন গড়ুন।
সুস্থ জীবনের জন্য চাই, উন্নত স্বাস্থ্য সেবা
সুস্থ জীবনের জন্য চাই, উন্নত স্বাস্থ্যসেবা...
আলোচ্য বিষয়ঃ
💥💥 ডিস্ক প্রলেপস্ 💥💥
মেরুদণ্ডের হাড় বা কশেরুকাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ভাট্রিব্রা। মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যে ফাঁকা স্থানে এক ধরনের ডিস্ক থাকে, যাকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলে। এই ডিস্ক যখন তার জায়গা থেকে সরে যায় এবং চাপ খায় তখন তাকে ডিস্ক প্রলেপস বলা হয়।
★★ডিস্ক প্রলেপসের কারনঃ
☞ আমাদের মেরুদণ্ডের সঙ্গে যে স্পাইনাল লিগামেন্ট ও মাংসপেশি থাকে এগুলো দুর্বল হয়ে গেলে।
☞ অসচেতনভাবে সামনের দিকে ঝুকে ভারী কিছু উঠাতে গেলে।
☞ আঘাত পেলে বা উঁচু স্থান থেকে পড়ে গেলে।
☞ দীর্ঘক্ষণ নিচে বসে কাজ করলে।
☞ এমনকি সামনের দিকে ঝুঁকে জুতার ফিতা বাঁধতে গেলে অথবা বেসিনে মুখ ধুতে গেলেও ডিস্ক প্রলেপস হতে পারে।
★★ডিস্ক প্রলেপস কোথায় হয়ঃ
সাধরণত ডিস্ক প্রলেপস আমাদের ঘাড়ের স্পাইন এবং কোমড়ের স্পাইনে বেশি হয়।
★★ডিস্ক প্রলেপসের লক্ষণঃ
➤[ঘাড় বা সারভাইক্যাল স্পাইন]
☞ব্যথা ঘাড় থেকে হাতের দিকে ছড়ায় ও হাতে তীব্র ব্যথা হয়।
☞হাত ঝিনঝিন করে বা অবশ অবশ মনে হয়।
☞হাতের শক্তি কমে যায় বা হাত দুর্বল হয়ে আসে
➤[কোমর বা লাম্বার স্পাইন]
☞ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়ায়।
☞পা ঝিন ঝিন করে, অবশ অবশ লাগে।
☞খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাটলে আর হাঁটার ক্ষমতা থাকে না।
☞পা ভারী বা অধিক ওজন মনে হয়।
☞পায়ে জ্বালাপোড়া অনুভূত হয়।
☞অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির প্রস্রাব ও পায়খানায় নিয়ন্ত্রণ থাকে না।
জনসচেতনতায়-
ডাঃ মোঃ মশিউর রহমান প্রিন্স
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন-
৮ ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Address
পায়রা চত্বর (নরসিংদী সদর হাসপাতালের পাশে)
West Bangla