Story of RP

help desk, online service,

18/05/2024

আপনাকে এড়িয়ে যাওয়া স্মাট বন্ধুর চেয়ে, আপনাকে স্মরণ করা কা'মলা বন্ধুটাই উত্তম।

18/05/2024

যাদের ইনকাম কম খরচ বেশি,
আল্লাহ তাদের রিজিকে বরকত দান করুক।
#ছুম্মা_আমিন

18/05/2024

ছোট ছিলাম সবাই বলতো ব্যাঙের গায়ে ঢিল মারিস না,
বিয়ে করলে বউ বোবা হবে!!! মারিনি, ভয় পেতাম।
এখন আফসোস করি কেন মারলাম না।😛🤣😄

18/05/2024

আমি চাইলে ভালো পোশাক পরতে পারি,
কিন্তু পরি না কারন মানুষ তখন আমাকে না
পোশাকের গুনোগান করবে😎

13/05/2024
06/05/2024

পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!

06/05/2024

#জীবন_সুন্দর_এবং_সুস্থ_হোক

আপনি ৫০ হাজার টাকা ইনকাম করে নিজের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন! ঠিক একইভাবে ৫ লক্ষ টাকা ইনকাম করা মানুষটিও তার চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে! কারণ তার চাহিদা আপনার থেকেও বেশি।
তাই জীবনে চাহিদা যত কম হবে, তত সুন্দর জীবন হবে আমাদের।
চাহিদা কম হোক, জীবন সুন্দর এবং সুস্থ হোক।😊

02/03/2024

Miss You

24/01/2024

Story of RP
আজ দীর্ঘ ৩টা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচন্ড ঘামতেছে আর অস্থির হয়ে এ্যাটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন।

৩ বছর পর দেখে একটু থমকেই গিয়েছিলাম আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারি নাই। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম পরক্ষণেই মনে পরলো সে চিনে ফেলবে তো আমায়।

তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম৷

কাছে গিয়ে বলবো আসুন আমার সাথে আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের স'ম'স্ত শ'ক্তি শেষ হয়ে গেলো। আর পারছিলাম না দাড়ায় থাকতে।

তখন সৃতি(আমার অতীত) বলতেছে কি হয়েছে আপনার? কিছু বলবেন? ওর ভয়েস এতদিন পর শুনার পর পা'গ'ল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো চিৎ'কা'র দিয়ে বলি আমি তোমাকে

এখনো ভালোবাসি কিন্ত সেটা তো সম্ভব না।

এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকাচ্ছি তখনি ওর জামাই চলে আসলো।

সত্যিই তো ওর জামাই অনেক সুন্দর আর যাই হোক আমার থেকে শত কোটি গুন সুন্দর🥰।

এরপর ওদের চেম্বারে তখনি ঢুকিয়ে দিলাম কারন ডাক্তার ছিলেন আমার দুলাভাই তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম।

আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম৷ কিছুক্ষণ পর বের হলো বের হয়ে সৃতি বলতেছে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজকে অনেক দেরী হয়ে যেতো।

তারপর চলে গেলো। আমিও একটা রিক্সায় করে বাসায় চলে আসলাম অ'ঝো'রে কা'ন্না শুরু করলাম রুম আ'ট'কি'য়ে। হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করতে গিয়ে দেখি ৩ বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজবাতি জ্ব'লে'ছে একটা ছোট্ট ম্যাসেজ

" কি মনে করেছো মাস্ক পড়লে চিনতে পারবো না?😢💔
©️"
#ভালোবাসা

23/01/2024

Story of RP

পকেট শূন্য বেকার পুরুষের সঙ্গে সব নারী থাকতে চায় না 💔পকেট শূন্য বেকার পুরুষের সঙ্গে সব নারী থাকতে চায় না 💔
যারা থাকে তারা কখনো ছেড়ে যায় না 🥰🥀

27/02/2023

#মূর্খ_যখন_বিত্তবান_হয়

একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে, কোন খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের টুকরো চুরি যাওয়ার কারণে রাজ-প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজা মশাই জ্যোতিষী কে ডেকে পাঠায়, জ্যোতিষী বলে হীরের টুকরো ইদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি, রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে।
একজন শিকারীকে খোঁজ করে, ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সংগে দলবেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে।
শিকারি তখন ওই ইঁদুরটাকে ধরে, আর তার পেট চিরে হীরে বের করে, রাজার হাতে সেটা তুলে দিলেন, রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন,
এবং তাকে জিজ্ঞেস করেন,
-হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে, ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে..?

শিকারি জবাবে বলে,
-খুবই সহজ ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়।
মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল।

বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরন পরিলক্ষিত হচ্ছে!!!

15/09/2022

বুড়ি মরে গেল।😭
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো।
কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে,
কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...

মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়,
বুড়ো একা হয়ে পড়ে,
হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...

সেদিন ছোট নাতনী এসে বলে গেল
"দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে
"দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো।
এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে
"দাদুর অবস্থাও বেশি ভাল না।
কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার,
তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...

বুড়োটা আজ কারো বাবা নয়,
আজ কারো শ্বশুর নয়,
কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...

আজ বুড়োর জন্মদিন।
গত বছর বুড়িটা বেঁচে ছিল,
তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল,
কেউ কিছুই বললো না...

কিই বা বলবে.!
যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে,
কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে,
কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...

বুড়ো ভাবে, কিসের এ জীবন.?
কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়।
কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো
"পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!

-সংগৃহীত

14/05/2022
13/05/2022

আরব আমিরাতের রাষ্ট্রপতি,
আধুনিক আমিরাতের
জনপ্রিয় আবুধাবির শাসক,
মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
আল্লাহ হে রহম,

12/05/2022

*স্বাস্থ্য সম্পর্কে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় :-

1. রক্তচাপ: 120/80
2. পালস: 70 - 100
3. তাপমাত্রা: 36.8 - 37
4. শ্বসন: 12-16
5. হিমোগ্লোবিন: পুরুষ (13.50-18)
মহিলা (11.50 - 16)
6. কোলেস্টেরল: 130 - 200
7. পটাসিয়াম: 3.50 - 5
8. সোডিয়াম: 135 - 145
9. ট্রাইগ্লিসারাইডস: 220
10. শরীরে রক্তের পরিমাণ:
পিসিভি 30-40%
11. চিনি: শিশুদের জন্য (70-130)
প্রাপ্তবয়স্ক: 70 - 115
12. আয়রন: 8-15 মিগ্রা
13. শ্বেত রক্তকণিকা: 4000 - 11000
14. প্লেটলেট: 150,000 - 400,000
15. লোহিত রক্তকণিকা: 4.50 - 6 মিলিয়ন..
16. ক্যালসিয়াম: 8.6 - 10.3 mg/dL
17. ভিটামিন D3: 20 - 50 ng/ml (ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার)
18. ভিটামিন বি 12: 200 - 900 পিজি/মিলি

*যারা ৪০ উর্ধ্ব বয়সে পৌঁছেছেন তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি:*-

*প্রথম পরামর্শ:*
আপনার তৃষ্ণা না লাগলেও বা প্রয়োজন না হলেও সর্বদা জল পান করুন... সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা এবং তার বেশিরভাগই শরীরে পানির অভাব।
প্রতিদিন সর্বনিম্ন 2 লিটার (24 ঘন্টা)।

*দ্বিতীয় পরামর্শ:*
এমনকি আপনি যখন আপনার ব্যস্ততার শীর্ষে থাকেন তখনও খেলাধুলা করুন...শরীরকে অবশ্যই নড়াচড়া করতে হবে, এমনকি যদি শুধুমাত্র হাঁটা...বা সাঁতার কাটা...অথবা যেকোনো ধরনের খেলাধুলা করে।
🚶 হাঁটা শুরুর জন্য ভালো...

*তৃতীয় পরামর্শ:*
খাবার কমিয়ে দিন...

অত্যধিক খাবারের লোভ ত্যাগ করুন... কারণ এটি কখনই ভালো করে না।
নিজেকে বঞ্চিত করবেন না, তবে পরিমাণ কমিয়ে দিন। প্রোটিন বেশি ব্যবহার করুন, কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার কম করুন।

*চতুর্থ বিষয়*
যতটা সম্ভব, একেবারে প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার করবেন না... আপনি যা চান (মুদিখানা, কাউকে দেখা...) বা যে কোনও লক্ষ্যের জন্য আপনার পায়ে হাঁটার চেষ্টা করুন। এলিভেটর, এসকেলেটর ব্যবহার না করে সিঁড়ি দাবি করুন।

*পঞ্চম বিষয়*
রাগ ছেড়ে দাও...
রাগ ছেড়ে দাও...
রাগ ছেড়ে দাও...
দুশ্চিন্তা বাদ দিন....ছোট ছোট বিষয় উপেক্ষা করার চেষ্টা করুন...

ঝামেলার পরিস্থিতিতে নিজেকে জড়াবেন না.. এগুলি সব স্বাস্থ্যকে হ্রাস করে এবং আত্মার জাঁকজমক কেড়ে নেয়। যারা ইতিবাচক তাদের সাথে কথা বলুন। আরও শুনুন।

*ষষ্ঠ পরামর্শ*
যেমন বলা হয়..আপনার টাকা সূর্যের মধ্যে ছেড়ে দিন.. এবং ছায়ায় বসুন.. নিজেকে এবং আপনার আশেপাশের লোকদের সীমাবদ্ধ করবেন না... অর্থ এটি দ্বারা বাঁচার জন্য তৈরি করা হয়েছিল, এটির জন্য বাঁচার জন্য নয়।

*সপ্তম পরামর্শ*
কারো জন্য নিজেকে দুঃখিত করবেন না, এমন কিছুর জন্য যা আপনি অর্জন করতে পারেননি বা এমন কিছুর জন্য যা আপনি নিজের করতে পারেননি।
উপেক্ষা করুন, ভুলে যান।

*অষ্টম বিষয়*
নম্রতা.. তারপর নম্রতা.. অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা এবং প্রভাবের জন্য... এগুলি এমন সব জিনিস যা অহংকার এবং অহংকার দ্বারা কলুষিত হয়..
নম্রতাই মানুষকে ভালোবাসার সাথে আপনার কাছাকাছি নিয়ে আসে।

*নবম বিষয়*
যদি আপনার চুল ধূসর হয়ে যায় তবে এর মানে জীবনের শেষ নয়। এটি প্রমাণ যে একটি উন্নত জীবন শুরু হয়েছে।
আশাবাদী হোন, স্মরণের সাথে বেঁচে থাকুন, ভ্রমণ করুন, নিজেকে উপভোগ করুন।
স্মৃতি তৈরি করুন!
( সংগৃহিত কপি)

18/02/2022

05/02/2022

একাকিত্ব কাটানোর জন্যে যদি লোকটি আত্বহত্যা না করে বিয়ে করতেন তবে আপনারাই বলতেন:

০১। লুচ্চা ব্যাটা

০২। বুড়ো বয়সে ভিমরতি।

এছাড়াও উত্তরাধিকারী যারা সম্পদে ভাগ পাবেন তাঁরা অর্থাৎ প্রথম স্ত্রী দিতেন স্বামীর নামে মামলা।

এখন হাড়ে হাড়ে বুঝতেছি ইসলামে কেন পুরুষদের একাধিক বিয়ের অনুমতি মহান আল্লাহ পাক দান করেছেন।

আল্লাহ পাক সর্বজ্ঞানী, নিশ্চয় তার জ্ঞানের কোন তুলনা হয় না। আলহামদুলিল্লাহ।।

23/01/2022

★মেয়েদের ফেসবুকের আইডির নাম!🙄👇

১. অবুঝ বালিকা - গিয়ে দেখেন ৩ বাচ্চার মা,,😂

২. ড্রিম girl - গিয়ে দেখেন ক্রিম girl,,😆

৩. রাজকুমারী - গিয়ে দেখেন নদীর পাড়ে বাড়ি,,🙂

৪. Angle পরী - গিয়ে দেখেন ডেগের কালি,,🥴

৫. এই চোখে তাকিও না প্রেমে পড়ে যাবে - অথচ চোখ দুইটা দুই জেলা,,🤣

৬. অচেনা মেয়ে - গিয়ে দেখেন সবাই চিনে,,😏

৭. রাজকুমারের অপেক্ষা - অথচ সে গিয়ে প্রেমিকের সাথে দেখা করে,,🤨

৮. তুমি শুধু আমার - গিয়ে দেখেন সে আরো কতে জনের,,😐

৯. আজও তোমায় ভালোবাসি - এটা শুধু দেখানোর জন্য,,😬

১০. মহোসি নারী - এটাই ছলনাময়ী,,👻

১১. বাবার রাজকন্যা - এটা মানা যায়,,😍

১২. মায়ের পাগলী মেয়ে - এটাও মানা যায়,,🤩

১৩. পরিবারের ছোট্ট মেয়ে - এটা ৭০০টা শয়তানের নানী,,🤗

১৪. পিচ্চি মেয়ে - আসলেই ওটা অকালেইপাইকা গেছে ,,🥱

১৫. নবাবজাদি - এরা আসলেই অলসের হাড্ডি,,🧐

১৬. আবেগী মেয়ে - এটা পেট কান্দুরী,,😳

23/01/2022

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন কিছু গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই গুণ বা বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সকল গুণ বা বৈশিষ্ট্য হলো-
০১. #আন্নানা-
এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও।নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না।
০২. #মান্নানা-
এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের।
০৩. #হান্নানা-
হান্নান এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।
০৪. #কান্নানা-
স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো ? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।
০৫. #হাত্তকা্হ-
হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া । স্বামী যদি দুই টাকার জিনিস ও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।
০৬. #শাত্তকা্হ-
এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।
০৭. #বার্রকা্হ-
এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।
এই সকল গুণ বা বৈশিষ্ট্য যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে।
আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন।
- ইমাম গাজ্জালী( রহঃ)
(সংগৃহীত)

22/01/2022

#লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.. "আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?

মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল.. -
আমার সাথে রাত কাটাতে চাও?
এত্ত বড় সাহস!?

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো..

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!

ঘন্টা খানেক পর

মেয়েটা আমার কানে কানে এসে বলল.
'আমি সাইকোলজির স্টুডেন্ট।

কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়,
সেটা খুব ভালো করে জানি?

আমি চিৎকার করে উঠে বললাম..
এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!?
এটা অনেক বেশি।
🙄🙄🙄
লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকাল।
🤔🤔🤔🤔
মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!
😔😔😔😔
আমি তার কানে কানে গিয়ে বললাম.
আমি আইনের ছাত্র!
🤣🤣🤣
কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়,
'সেটা আমি খুব ভালো করে জানি।

22/11/2021

2 টি কাজ কখনো করবেন না,

1. কখনো রাগের মাথায় জব ছাড়বেন না, তাতে আল্টিমেট ক্ষতি আপনার হবে । এমন সিচুয়েশন হলে যে কোন একটা অজুহাতে কাজ থেকে ছুটি নিয়ে বেড় হয়ে যান, নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন, একা থাকুন ।পার্কে বা কোন নিরিবিলি জায়গায় বসে বাদাম বা ঝালমুড়ি খান । আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে । ইভেন এই বাদাম খাওয়াও চলে ।

বন্ধু , বান্ধব যতই থাকুক মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না । আশা করি আপনার মাথা ঠান্ডা হবে । না হলে খুব তিতা সত্যি একটা কথা বলি ? শূন্যস্থান পূরন হয়ে যায় দ্রুত, কারন ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে ।

2. কখনো নিজের সামান্য সুবিধার/লাভের জন্য অন্য কলিগের পিছে লাগবেন না, ক্ষতি করবেন না । মনে রাখবেন আজ যার জন্য আপনি গর্ত খুড়ছেন, কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন ।

এটাই প্রকৃতির নিয়ম 🙏RT🇧🇩

01/11/2021

জীবনের প্রথম প্রেম মানুষ কে অনেক কিছু শিখায়। এই যেমন ধরেন রাতে যেভাবেই হোক রুমে একা ঘুমাতে হবে।অনেকেরই রাতে একা ঘুমানোর অভ্যাসটা জীবনের প্রথম অনুভূতি যে মানুষটার জন্য জন্মায় সেই মানুষটার জন্যই হয় এটা কিন্তু ভালো অভ্যাস। এটা মেয়েদের ক্ষেত্রেই হয়।কারন ছেলেদের একটা সময়ের পর আলাদা রুম দেওয়া হয়।আমারও অভ্যাস টা এভাবেই হইছিল হঠ্যাৎ করেই। আজকে অনেকদিন পর নিজের রুমে এসে পুরানো দিন গুলায় নিয়ে যাচ্ছে মনটা।আলমিরা টা খুলে আমার জীবনের প্রথম ফোনটা আরো স্মৃতি গুলা মনে করাচ্ছে।

দিনটা কি ঝকঝকে মনে আছে আমার শীতের সকাল তার উপর আবার রোমজান মাস আর ৪/৫দিন পর ঈদ।স্কুল ছুটি। সকালে খাওয়া শেষে ফোন টা হাতে নিতেই দেখলাম অনেকগুলা ফ্রেন্ড রিকুয়েষ্ট তখন মাত্রই ফেবু আইডি খুলছি ২০১৭ এর কথা।তার মধ্য থেকে আমার এক আপু আর একটা অপরিচিত ছেলের রিকুয়েষ্ট এক্সেপ্ট করেছিলাম তারপর হুট করে মেসেজ দেয় ফ্রী থাকায় বেশ কথা হয়।তবে ছেলেটা খুব চাপা স্বভাব তার উপর খুব সোজা কথার মানুষ। পরিচিত হয়ে গেলে সে আসে ঈদে তার বোনের বাসায়।আমাদের জেলাতেই।ঈদের ১সপ্তাহ পর হুট করে প্রোপজ করে দেয় ওইটা ছিল জীবনে প্রথম পাওয়া প্রোপজ।খুব ভয় পাইছিলাম ভালো ও লাগছিল।আর ছেলেটা কে ভালো লাগত কয়দিন পর হ্যা বলে দেই তারপর প্রতিদিন কথা হত। আর অপেক্ষা করে থাকতাম আম্মু কাজ শেষ করে কখন ঘুমাতে যাবে।কখন ভাইকে টিফিন দিতে যাবে ফোনে কথা বলতাম। কখনো আমি কল দিলে রিসিভ করত না কেটে সাথে সাথে কল দিত যখন ব্যস্ত থাকত রিসিভ করে বলত ফ্রী হয়ে কল দিচ্ছি।
সেই প্রথম বুঝতে শিখেছিলাম কেউ ফোন না রিসিভ করলে ভীষণ দুশ্চিন্তা হয়।আর সে অসুস্থ ছিল জবের জন্য একা থাকত ফ্রেন্ডের সাথে।ভালোবেসে ফেলছিলাম সেই প্রথম কাউকে খুব আপন ভেবেছিলাম।
মানুষ টা খুব সুন্দর করে পাগলি ডাকত।কী যে ভালো লাগা আজ ও মনে হয়ে আমার অজানা ভালো লাগা কাজ করতেছে।

আলমিরা তে থাকা বক্সে দেখি তার দেওয়া প্রথম উপহার একটা ১০টাকার রবি ফ্লেক্সি কার্ডের নম্বর।এক বৃষ্টির দুপুরে দিয়েছিল।

পরে থাকা সিমটা ফোনে তুলেছিলাম জানেন? নম্বর টা সেভ করা ফোন দেওয়ার সাহস হয় নাই আবার যদি তলিয়ে যাই এই ভয়ে।
অনেকগুলা মেমোরি পাইলাম ল্যাপটপে তুলে তার আর আমার প্রতিদিনের ফোনালাপ রেকর্ড শুনলাম এত বছর পরও কেন জানি চোখের পানি বাধা মানে নাই।আর ও এত রেকর্ড আছে আমি শুনে শেষই করতে পারব না।।

আমি বিশ্বাস করি মানুষটাকে আমি সত্যি ভালোবেসে ফেলছিলাম তা না হলে এত দিন পরও এত তীব্র কষ্ট অনুভব করতাম না।কষ্টগুলা এত তীব্র হত না। ঘরের আনাচে কানাচে অনেক স্মৃতি তার সাথে বসে কোথায় কি কথা বলছিলাম এত স্পষ্ট মনে থাকত না।

তার বোন মামা সবাইকে নিয়ে আমাদের গ্রুপ ছিল সারারাত কথা হত। একদিন আম্মু নানুবাসায় গেছিল বাসায় একা ছিলাম সেদিন ফোনে কথা বলার সময় হঠ্যাৎ তার বোনের সাথে কথা বলায় দেয়।তারপরই গ্রুপটা হয় আমি সোনাপু ডাকতাম।

একটা নাম ভীষণ নিতে ইচ্ছে করতেছে
জয় মামা সে গ্রামের বাসায় যাওয়ার পর তার মামার সাথে আমার কথা বলায় দিছিল।গ্রামের বাসায় গেলে তাকে পাওয়া মুশকিল হত। তার খবর নিতাম মামার থেকে তার প্রায় সম বয়সি।

তার হয়ত এসবের কিছুই মনে নেই।কিন্তু আমার কেন জানি স্পষ্ট মনে আছে। কত পাগলামি কত কিছু।
আমাকে বুচিও ডাকত।তার কাছে আমার প্রিয় ডাক পাগলি।

তার জীবনে আমি হয়ত শুধুই মজা ছিলাম টাইম স্পেন্ড ছিলাম কিন্তু আমার জীবনের অনেকটা জুড়ে নিয়েছিল সে। সে না হয় আমাকে ভালবাসে নাই। সে তো ছিল আমার প্রথম ভালোবাসা আমার কোন খাদ হয়ত ছিল না।

তারপর হঠ্যাৎ একদিন সব তছনছ হয়ে গেছিল। আজ না হয় ভালো স্মৃতিটাই আমার সঙ্গী হয়ে থাক।
এর ঘটনা কম বেশি সকলের জানা।
লেখা টা হয়ত তার চোখেও পড়বে তবে নিজেকে চিনতে পারবে না।বুঝবে না মানুষটা সে।

হঠ্যাৎ মনে হচ্ছে আমি আগের সেই ভয়ংকর দিকে চলে যাচ্ছি। আবার আগের মত অসুস্থ হয়ে যাচ্ছি।
আমার পিছু হয়ত কখনোই ছাড়বেনা।আমিও হয়ত চাই না।

-Nur Ananna

21/10/2021

তোমাকে অসম্ভব ভালোবাসার পর যখন হারালাম...
পায়ের নিচ থেকে মাটি সরে যায়,
আমি ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচব না।
এরপর একটা দিন একটা দিন করে...
কেমন করে জানি বেঁচে গেছি...
তোমার ভালোবাসা না পেতে পেতে...
ভালোবাসার কাঙাল আমি কারনে অকারনে আমার আশপাশকে ভালোবাসতে শিখে নিয়েছি....
একটা সুতার জন্য তোমার উপর নির্ভরশীল থাকা আমি...
তুমি চলে যাওয়ার পর স্বনির্ভরশীলতার প্রচন্ড জ্বরে ভোগা ব্যক্তিতে পরিবর্তি এবং পরিনত আমি...
মানুষ একা থাকতে পারেনা এই তত্ত্বে বড় হওয়া আমি কালের বিবর্তনে মেনে নিয়েছি...
তুমি ছাড়াও একা থাকা যায়...
তোমাকে ছাড়াও হয়তো নিজেকে ভালোবাসা যায়...
তাই আমি জীবনকে আলিংগন করে নিয়েছি
খিল খিল করে দুঃখ ভুলে হাসতে থাকা আমি...
বার বার নিজেকে শুধাই ভালোবাসি, ভালোবাসি...
আমি আমাকে ভালোবাসি! ♥

21/10/2021

-কিরে? এটা কি তোর গফ, নাকি বাচ্চা হাতি?
-দেখলি দোস্ত? আমাকে রিজেক্ট করেছিলো না? কপালে কি জুটেছে দেখ একবার!
-ভাবী জানেন, অমুকের ছেলে কি মোটা আর কালো একটা মেয়েরে নিয়ে ঘুরে!
-তোমার রুচি এতো খারাপ? এই মেয়েটার থেকে তো আমি আরো ১০ গুন সুন্দর!

Now stop this! প্রত্যেকের ভালোবাসার মানুষটা তার চোখে রানীর মতো! আপনার কাছে তাকে কুৎসিত লাগতেই পারে, কারন আপনার মন কুৎসিত! চেহারা যতই সুন্দর হোক না কেনো, আপনি যদি ভেতর থেকে সুন্দর না হতে পারেন তবে আপনার বাহিরের সৌন্দর্য দিয়ে কিছুই হবেনা৷ মনে রাখবেন, ব্যাক্তিত্বের কদর আজীবন। আর মানুষ যদি খালি বাহ্যিক সৌন্দর্যের প্রেমেই পড়তো, তাহলে বুড়ো হওয়ার সাথে সাথে অথবা সে সৌন্দর্য শেষ হয়ে যাবার সাথে সাথেই একজন আরেকজনকে ছেড়ে চলে যেতো! এ পৃথিবীতে সবাই সৌন্দর্যের পূজারী না! যে মন থেকে ভালোবাসে, সে তো প্রতিনিয়ত তার ভালোবাসার মানুষের প্রেমে পড়ে৷ তলপেটে জমা মেদ, শ্যামলা রং কিংবা ডার্ক সার্কেলে ঘেরা চোখ, সবটাই তার কাছে সুন্দর!💙
চরিত্র, ব্যাক্তিত্বের কদর সবার আগে! ভেতরটা সুন্দর করুন, সব সুন্দর লাগবে!❤

লেখাঃ Eshani Rahman Diba

18/10/2021

এতোসব আয়োজন প্রিয়জনের জন্য🖤

Want your business to be the top-listed Shop in Manama?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Website

Address


Manama
608

Other Manama shops (show all)
City Centre Bahrain City Centre Bahrain
City Centre
Manama

Welcome to City Centre Bahrain! Brought to you by Majid Al Futtaim

MODA Mall MODA Mall
World Trade Center
Manama, 0000

Welcome to Bahrain's luxury shopping destination! #MODAMall Open daily 10 am - 10 pm

Seef Mall Seef Mall
Seef Mall
Manama

Shop & win Mercedes-Benz car at Seef Mall - Seef District. 2 days left to enter the raffle 🤩

Lahore Boutique Lahore Boutique
Gudaibiya Avenue
Manama, 00973

Lahore Boutique, new name in the fashion design in Bahrain, it is an unique opportunity to visit this beautiful shop, which has a lot of colorful fashion collection, which not only...

Bahrain101 Bahrain101
Arabian Magazines, P.O. Box 60357, Kingdom Of Bahrain DCR Business Centre, Office 62, 6th Flr., Bldg. 741, Rd. 3616, Blk. 435, Seef District
Manama, PO BOX 60357

Bahrain 101, Best in Bahrain, Events, Dining, Nightlife, entertaining, informing, and never ever boring!

Online shoping Bahrain Online shoping Bahrain
Manama

We are selling all smart items

Thrifty Stuffs BH Thrifty Stuffs BH
Juffair
Manama

Reduce , Reuse , Recycle♻️

Moods city Moods city
Bahrain Financial Harbour, المنامة, البحرين
Manama

trouve.home trouve.home
Manama

A limited collection of handmade and vintage homewares

Al Mandoos General Trading Al Mandoos General Trading
Manama

Mens Boutique

vmaxsallan vmaxsallan
Manama, 263

the most durable chinese products

DK Towels Bahrain DK Towels Bahrain
Manama

Monogrammed towels for all your for all occasions. Other colours available 10 BD or 2 for 18 BD