Sabuj Haque

Sabuj Haque

মেধা আর মননের হোক বিকাশ প্রগতিশীলতার https://youtube.com/@Sabuj-Haque

10/02/2024
10/01/2024

প্রিয় সূধী,
আসছে ১১অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে উত্তরের জানালায় এর রক্তাক্ত জুলাই আয়োজনটি মঞ্চায়িত হতে যাচ্ছে ৫০৫ নম্বর কক্ষে।

সূর্যসন্তানদের নিয়ে এ আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July" সাদাকে সাদা কালোকে কালো বলি
“প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যুই অযাচিত”
যেখানে ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !

আপনি এবং আপনাদের উপস্থিতি এই আয়োজনকে করে তুলবে আরো অর্থবহ ও স্বার্থক।

09/28/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের উত্তরের জানালায় এর বিশেষ আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
সাদাকে সাদা কালোকে কালো বলি -
প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাচিত-
উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজনের এবারের ১৪ম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে -
২৮ শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা (অটোয়া সময়)
২৮শে সেপ্টেম্বর শনিবার রাত ৮টা (বাংলাদেশ সময়)
এই পর্বে অতিথি হয়ে আসছেন -
জন মার্টিন Probashi Martin
টনি মাইকেল গমেজ টনি মাইকেল গমেজ
সঞ্চালনায়- ফ্লোরা শুচি Flora Shuchie D'Rozario নাহিদা আশরাফি Nahida Ashrafi
এবারের বিষয় -"বৈষম্যহীন আন্দোলনের প্রভাব মানসিক স্বাস্থ্যে এবং বাংলাদেশ ২.০ এর তথ্যপ্রযুক্তির পথচলা"
স্বাগত আপনাদের উত্তরের জানালায়
শুভকামনা আপনাদের সকলের জন্য

09/27/2024

সূর্যসন্তানদের নিয়ে উত্তরের জানালায় "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July" সাদাকে সাদা কালোকে কালো বলি
“প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যুই অযাচিত”নিয়ে আয়োজনের এবারের বিষয়ঃ-“টাইমলাইন-আমাদের সামাজিক যোগাযোগ”

অতিথিঃ-রিফফাত নূয়েরীন॥মোস্তফা হক॥শাহিদা এস জুলেখা॥
অনুষ্ঠানটির সঞ্চালনায় -শিরীণ বেবী॥
সমন্বয়ঃ- শিরীণ বেবী॥কারিগরী সহায়তায়ঃ-তুষি শারমিন॥সার্বিক সহায়তায়ঃ-নাহি���া আশরাফী॥ রেজোয়ান হৃদয়॥পরিকল্পনায়,সার্বিক তত্ত্বাবধানে -ফ্লোরা শুচি॥প্রযোজনায়- সবুজ হক॥

প্রচারিত হবে অটোয়া সময় ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার রাত ১০ টা ও বাংলাদেশ সময় ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টা
যুক্ত হবার অভিপ্রায় জানিয়ে যোগাযোগ করতে পারেন।

��

09/21/2024

আমার গত দুই যুগেরো বেশী সময় সামাজিক মাধ্যমে কাউকেই ব্লক করিনি কিংবা সরিয়ে দিইনি ভিন্ন্যমতাদর্শের কারনে!!

"আমার সাদা কালো তোমার পছন্দ না হোক
আমি তবু বলবো সাদাকে সাদা আর কালোকে কালো !"

"তুমি ভালো থেকো প্রিয় আমার প্রীতি সুভাষ নিও - যতো ইচ্ছে রিপোর্ট করো আমার Live চলবে তবু তুমি এবং তোমরা আমায় ঘৃনা করো!!"

09/16/2024

সকালে উঠেই বুকটা দুমড়ে মুচড়ে গেলো।
ফাইয়াজ -এর মায়ের চিঠি… পড়তে পড়তে চোখে পানি এসে গেল...
প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'
জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।
সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!
আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।
আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।
আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!
আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!
জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।
তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।
অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️।
তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪
If Farhan Faiyaz was alive would have turned 18

09/14/2024

শরৎ বন্দনা ২০২৪
সবুজ হক Sabuj Haque

শব্দ করেই বলতে পারি দেখ্ছি জীবন, জীবন ধারন
তোমার ব্যথা, ব্যথার ধরন ভুল বুঝছো কথায় কথায়
দেখছো শব্দের অনুরণন !

বলছো মানবতার কথা , রাজ্য শাষন হেতা হোতা
পুড়লো নগর ও জনপদ কতো জীবন প্রান হারালো!
বুঝলে না এই মনো ব্যথা!

কবি হলে ছন্দ করে , স্বর মাত্রার বাহু ডোরে
ছন্দ তালের ছত্র ধরে , বন্ধু তোমার মন ভরিয়ে
এই শরতে কাশ ফোটাতাম!

আমি ভীষন এলোমেলো দেখ্ছি শরৎ , রক্ত গুলো
আমায় জানো ভীষ্ন ভাবায়, কেমন করে বুঝায় তোমায়
বুঝতে তুমি চাওনি আমায়!!

নীলাম্বরীর নীল ছলনায়, এই শরতে কানায় কানায়
উঠবে জেগে শিল্পকলায় কাব্য প্রেমের উচ্ছলতায়
হয়তো ডাকবে সম-মনায়!

শুভ্র বসন প্রক্ষেপনে মিতভাষী- সদালাপী বন্ধুজনে
কাঁপবে শহর আকাশ বাতাস শিশির ভেজা কাব্য প্রকাশ
ভীষন ভাবে আমায় ভাবায় !

অশ্রু সজল হয়তো যখন ,বুক চিতিয়ে বলবো তখন
শুভ্র কাশে রক্ত দেখি মেঘমালায় তার প্রতিচ্ছবি
শরত বলে গেলো আমায় !

আমি তোমায় ত্যাগ করিনি, শুভ্র নীলের সাজ করিনি
রক্ত লালভ এই শরতে , বাংলা মায়ের এই ধরাতে
ওঁদের কি আর ভাববে তুমি ?!

09/13/2024

সূর্যসন্তানদের নিয়ে উত্তরের জানালায় "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July" সাদাকে সাদা কালোকে কালো বলি
“প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যুই অযাচিত”নিয়ে আয়োজনের এবারের বিষয় --“নতুন বাংলাদেশ অদম্য বাংলাদেশ”
অতিথিঃ-লাল জুলাই কবিতা আয়োজনের চার সমন্বয়কারীঃ-ফাহমিদা সূচনা॥অনন্যা মাহমুদ॥ আঞ্জুমান লায়লা নওশিন॥আলমগীর ইসলাম শান্ত॥
সমন্বয়ঃ- শিরীণ বেবী॥কারিগরী সহায়তায়ঃ-তুষি শারমিন॥পরিকল্পনায়,সার্বিক তত্ত্বাবধানে -ফ্লোরা শুচি॥প্রযোজনায়- সবুজ হক॥

প্রচারিত হবে অটোয়া সময় ১২ সেপ্টেম্বর বৃহষ্পতিবার রাত ১০ টা - বাংলাদেশ সময় ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টা
যুক্ত হবার অভিপ্রায় জানিয়ে যোগাযোগ করতে পারেন।

09/10/2024

টাইম-লাইন
সবুজ হক

রক্তের ছোপ ছোপ দাগ গুলো আরো কালসিটে হয়ে আসে!
ওজন স্তরে রাবার বুলেট, টিয়ার গ্যাস্‌ , চাইনিজ রাইফেল
আর শব্দ বোমার ধুয়ো গুলো জমা হয়েছে নুতন আবরনে !

খবরের কাগজ গু্লোতে রাজনীতি তেমন করে জমে ওঠেনি !
একদল তরুণ-তরুণী শহীদ মিনার কাঁপিয়া সারাদিনভর বলে গেলো
“আসছে জুলাই দ্বিগুন হবো!” আমাদের জ্ঞ্যান তাপসেরা এখনো
নৈতিকতার স্থান থেকে ঠিক বুঝে উঠতে পারছেন না তাঁদের স্বরব
হওয়াটা সঠিক হবে - কি হবেনা ! কেউ কেউ বলতে চাইছেন
“নিরবতাও এক রকম স্বরবতা” কিছু কিছু “ভিউ শিকারি”
“উড়ে এসে জুড়ে বসা”-দের সহ্য করতে পারছেন না ! কেউ কেউ
নিজেদের লাল কেউ কেউ কালো ভেবে সংগঠিত হচ্ছেন !

বেলা বাড়ছে, উত্তাপ ছড়াচ্ছে, ক্রমশ-
রক্তের ছোপ ছোপ দাগ গুলো আরো কালসিটে হয়ে আসে!
ওজন স্তরে রাবার বুলেট, টিয়ার গ্যাস্‌ , চাইনিজ রাইফেল
আর শব্দ বোমার ধুয়ো গুলো জমা হয়েছে নুতন আবরনে !

হাসপাতালে তরুণদের জ্ঞ্যান ফিরছে ! আহত অঙ্গহানী হওয়া
কেউ বা হতবিহবল, কেউ বা প্রশ্ন করছে
“একটা পা নিয়েতো আমার ক্রিকেট খেলা হবে না!”
মা আঁচলে মুখ ঢেকে হুড়মুড় করে বেরিয়ে আসছেন
হাসপাতালের কেবিন থেকে, ভেঙে পড়ছেন কান্নায়
অক্ষম আস্ফালনে! ঢাকার বিভিন্ন কবরস্থানে শ’য়ে শ’য়ে
নামহীন কবরের সন্ধান পাওয়া যাচ্ছে ! অন্তর্জালে এই শরতে
কাব্য চর্চার আহবান জানাচ্ছেন কেউ, কারোকারোর
অনেক দিনের করে আসা প্রথা ! কেউ কেউ নুতন ও নবীনদের
শুদ্ধ উচ্চারণ শেখাবার প্রয়াসে ব্যস্ত!

রক্তের ছোপ ছোপ দাগ গুলো আরো কালসিটে হয়ে আসে!
ওজন স্তরে রাবার বুলেট, টিয়ার গ্যাস্‌ , চাইনিজ রাইফেল
আর শব্দ বোমার ধুয়ো গুলো জমা হয়েছে নুতন আবরনে !

দেশ স্বাধীন হলো চার যুগেরো বেশী ,একদল মানুষ
এখন পতাকা জাতীয় সঙ্গীত নিয়ে বেশ সংশয়ে! একদল বুদ্ধিজীবি
সকাল সন্ধ্যা রবীন্দ্রনাথ আর নজরুলের অবদান আর ভূমিকা আমাদের
প্রাত্যহিক জীবনে, তার বিভিন্ন আঙ্গিকে ব্যাখা করে চলেছেন !
প্রিয়দর্শীনি আবৃত্তিশিল্পীরা “কূল রাখি না শ্যাম রাখি” অবস্থায় নিমজ্জিত!
ধর্ম নামক জুজুর ভয় দেখিয়ে একদল বোধের পরিবর্ত্নের তাগিদ অনুভব করছেন!
“সুশীল” রা প্রায়ই একত্রিত হচ্ছেন ভার্চুয়ালি WhatsApp বা messenger এ !
বুঝার চেষ্টায় দেশটাকি অতি ডান নাকি বামে ঘেঁষছে চীনপন্থিরা বেশ সরব মার্কিনিরা
আসলে কি চাইছে ! রংপুরে এক মা এখনো মধ্যরাতে জেগে উঠে প্রশ্ন করে
”মারলু ক্যানে ?” এক “মুগ্ধ” র অনুজ বিছানার বাঁ পাশে অবচেতনে হাত রেখে
নিরব কান্নায় ফুঁপিয়ে ওঠে - তার ফিস ফিস মুগ্ধ ...মুগ্ধ
রাতের আকাশ ভারী করে তোলে ! শেষ রাতে হিমেল হাওয়া
ছুঁয়ে যায় পলাশ শিমুল হাস্নুউ হেনা বকুল কিংবা শিউলীর দলে
কোথাও কোথাও অস্থির ক’টা কুকুরও আর্তনাদ করে ফেরে

রক্তের ছোপ ছোপ দাগ গুলো আরো কালসিটে হয়ে আসে!
ওজন স্তরে রাবার বুলেট, টিয়ার গ্যাস্‌ , চাইনিজ রাইফেল
আর শব্দ বোমার ধুয়ো গুলো জমা হয়েছে নুতন আবরনে !

হটকারী একদল জাতির জনকের স্মৃতি জাদুঘর ভস্মিভুত করে
ক্ষান্ত হয়না গুঁড়িয়ে দেয় প্রতিকৃতিও ! ঢাকায় তথাকথিত কবি
আবৃত্তিশিল্পী নৃত্যশিল্পী সামাজিক মাধ্যমে তার পুত্রর আন্দোলনে
ভুমিকা আর তার নিরবতার অকারন ব্যাখ্যা লিখে চলেন পোস্ট
থেকে পোস্টে ! বেলা গড়িয়ে চলে জীবন থেমে থাকেনা !
সাত শতের অধিক জীবনের নৃশংস হত্যা এগারো হাজার আহতের ব্যথা
১৮ কোটির অনুপাতিক হারে দশমিকের পরে ছোট ভগ্নাংশ !!
হয়তো তাই সুশীলদের ভাবিয়ে তোলেনা ! অন্ত্ররজালে কিছু
মানবপন্থি অবিরাম বলে চলে “Every Life Matters”!

আবার সূর্য ওঠে - দূরে কোথাও গির্জায় বেজে ওঠে ঘন্টা ধ্বনি
রক্তের ছোপ ছোপ দাগ গুলো আরো কালসিটে হয়ে আসে !
ওজন স্তরে রাবার বুলেট, টিয়ার গ্যাস, চাইনিজ রাইফেল
আর শব্দ বোমার ধুয়ো গুলো জমা হয়েছে নুতন আবরনে !

Al Mahmud Er Kobita | Pottabortoner Lozza | প্রত্যাবর্তনের লজ্জা | আল মাহমুদের কবিতা | সবুজ হক 09/09/2024

"প্রত্যাবর্তনের লজ্জা"

শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে ষ্টেশনে পৌঁছে দেখি
নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ
দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।
যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ
জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে।

আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই
তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি।
আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক,
কত রাত তো অমনি থাকিস।
আমার ঘুম পেলো। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম।
অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ফরহাদ
আধ ঘণ্টা আগেই ষ্টেশনে পৌঁছে যায়। লাইলী
মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়।
নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।
আর আমি এদের ভাই, সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে
এক অখ্যাত ষ্টেশনে কুয়াশায় কাঁপছি।

কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো।
শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায়
শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতোন হঠাৎ
লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ
নামলে, সামনে দেখবো পরিচিত নদী। ছড়ানো ছিটানো
ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর
দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।
কলার ছোট বাগান।

দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা
একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন,
ফাবি আইয়ে আলা ই-রাব্বিকুমা তুকাজ্বিবান...।
বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন।
ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে
ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ
ধুয়ে আয়। নাস্তা পাঠাই।

আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে
ঘষে ঘষে তুলে ফেলবো।

Al Mahmud Er Kobita | Pottabortoner Lozza | প্রত্যাবর্তনের লজ্জা | আল মাহমুদের কবিতা | সবুজ হক TAG SEARCH: ...

09/07/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
সাদাকে সাদা কালোকে কালো বলি -প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাযিত-
উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজন।
যেখানে ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !

এবারের বিষয় -
"বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনঃ প্রজন্মের শিল্পভাবনা"

প্রচারিত হবে- ৬ই সেপ্টেম্বর রাত ১০টা (অটোয়া সময়)
৭ই সেপ্টেম্বর সকাল ৮টা বাংলাদেশ সময়

অতিথি- রুবানা ফারাহ আদিবা, ইথার আখতারুজ্জামান
সঞ্চালনায়- মারুনা রাহী, রেজা অনিরুদ্ধ

সমন্বয়- শিরিন বেবী
কারিগরী সহায়তায়- তুসি শারমিন
পরিকল্পনায়,সার্বিক তত্বাবধানে-ফ্লোরা শুচি
প্রযোজনায়- সবুজ হক

09/05/2024

ওঁদের তুমি বলে দিও!!

তুমি শোন, শোন আমায় প্রিয় !
এমন করে পোস্টে পোস্টে
ওঁদের পাপের আষ্টেপৃষ্ঠে
আর কতোটা ঘষবে মলম ?
তোমায় পড়ে আমার এখন
নিয়মিত আসছে উঠে কলম !

তুমি নিজের সাফাই রেখো রেডি,
উড়ু উড়ু ছিলে তুমি নির্ভরতায় নও স্ট্যাডি !
আমায় তুমি ভুল বুঝনা
ছন্দ মাত্রায় মিল খুঁজোনা
আমি কৌতূহলী মায়ায় ভরা চোখ
যেমন আমায় ওরা বলে,
আমি উড়ে এসে জুড়ে বসা লোক !

দেশ ছেড়েছি সেইসে কবে,
কয়েকটা যুগ ? সে তো হবে !
আমায় বলো পরবাসী
আমি দেখি আর মিষ্টি হাসি !

তুমি শোন, শোন আমায় প্রিয় !
হাজার প্রানের আত্মাহুতি
তোমার নিরব ইতিউতি,
সব দেখেছি ওঁরাও ছিলো,
নয় বৃক্ষ, হায় ব্রততী !

পারলে তুমি স্থির হয়ো,
আমার প্রীতি সুভাষ নিও
“হন্তারকদের তীব্র ঘৃনা” আমৃত্যূ,
ওঁদের তুমি বলে দিও!!

09/03/2024

তোমার জ্ঞ্যানের কপচা শুনি | আমার মাতৃভূমির সোনার চরণ চুমি | প্রতি বিষয় কথায় কথায় | নিষ্প্রয়োজন হরহামেশাই | সার্চ বাটোনের বোতাম চাপো | বিজ্ঞবোনে নিজের হাঁকো | উড়ো কথার ভাঁড় না বনে | ব্যস্ত থাকি দিন যাপনে, | সারাদিনের শ্রান্তি শেষে প্রানটি খুলে হাসি | কন্ঠ ছেড়ে দ্বিগুণ জোরে গেয়ে উঠি সমস্বরে | আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!! - ৩ সেপ্টেম্বর ২০২৪ . সবুজ হক

08/31/2024

Sabuj Haque

08/31/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
সাদাকে সাদা কালোকে কালো বলি -প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাযিত-
উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজন। যেখানে ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !
এবারের বিষয় - "শিল্প ও শিল্পী"
প্রচারিত হবে- ৩০শে শুক্রবার আগষ্ট রাত ১০টা (অটোয়া সময়)
৩১শে আগস্ট শনিবার সকাল ৮টা বাংলাদেশ সময়
অতিথি- সঙ্গীতা খান এবং জহির রায়হান
সঞ্চালনায়- জিনাত জাহান এবং রিয়াজ রনি
সমন্বয়- শিরিন বেবী
কারিগরী সহায়তায়- তুষি শারমিন
পরিকল্পনায়,সার্বিক তত্ত্বাবধানে-ফ্লোরা শুচি
প্রযোজনায়- সবুজ হক
যুক্ত হবার অভিপ্রায় জানিয়ে যুক্ত হতে পারেন

08/31/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
সাদাকে সাদা কালোকে কালো বলি -প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাযিত-
উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজন। যেখানে ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !
এবারের বিষয় - "শিল্প ও শিল্পী"
প্রচারিত হবে- ৩০শে শুক্রবার আগষ্ট রাত ১০টা (অটোয়া সময়)
৩১শে আগস্ট শনিবার সকাল ৮টা বাংলাদেশ সময়
অতিথি- সঙ্গীতা খান এবং জহির রায়হান
সঞ্চালনায়- জিনাত জাহান এবং রিয়াজ রনি
সমন্বয়- শিরিন বেবী
কারিগরী সহায়তায়- তুষি শারমিন
পরিকল্পনায়,সার্বিক তত্ত্বাবধানে-ফ্লোরা শুচি
প্রযোজনায়- সবুজ হক
যুক্ত হবার অভিপ্রায় জানিয়ে যুক্ত হতে পারেন

08/30/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July" সাদাকে সাদা কালোকে কালো বলি
“প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যুই অযাচিত”

উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজন। যেখানে ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !

এবারের বিষয় -
“প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চিন্তার স্বাধীনতা থাকুক। চিন্তার ব্যাপ্তি ছড়িয়ে পড়ুক অগ্রজ থেকে অনুজে, অনুজ থেকে অগ্রজে। তবেই আমরা পাবো গঠনমূলক ও সৃষ্টিশীল কর্মের সৌকর্য ও স্বাধীনতা। মুক্ত আলোচনা চলুক যুক্তির জোড়ালো আহবানে”

প্রচারিত হবে অটোয়া সময় ২৯ তারিখ বৃহষ্পতিবার রাত ১০ টা-বাংলাদেশ সময় ৩০ তারিখ শুক্রবার সকাল ৮ টা
অতিথিঃ-কাজী বুশরা আহমেদ তিথী॥ঈশরাত জাহান॥ নাফিজ সাদেকীন॥

সঞ্চালনায়-নাহিদা আশরাফী॥
সমন্বয়ঃ- শিরিন বেবী॥কারিগরী সহায়তায়ঃ-তুষি শারমিন॥পরিকল্পনায়,সার্বিক তত্ত্বাবধানে -ফ্লোরা শুচি॥প্রযোজনায়- সবুজ হক॥

যুক্ত হবার অভিপ্রায় জানিয়ে যোগাযোগ করতে পারেন।

08/24/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July" সাদাকে সাদা কালোকে কালো বলি
“প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যুই অযাচিত”
উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজন। যেখানে ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !
এবারের বিষয় - “বিপ্লব ও আমাদের দায়বদ্ধতা”॥অতিথিঃ-মেহবুবা হক রুমা ॥নাহিদ মুন্নী॥সঞ্চালনায়- তুষি শারমীন॥শিরীণ বেবী॥সমন্বয়ঃ- শিরিন বেবী॥কারিগরী সহায়তায়ঃ-তুষি শারমিন॥পরিকল্পনায়,সার্বিক তত্ত্বাবধানে -ফ্লোরা শুচি॥প্রযোজনায়- সবুজ হক॥

08/23/2024

সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
সাদাকে সাদা কালোকে কালো বলি -প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাযিত-
উত্তরের জানালায় সমসাময়িক এই পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক ভাবে লাইভের আয়োজন। যেখানে
ক্রান্তির সে সময়কে ফিরে দেখা ও শোনা সময়ের সাক্ষীদের কাছ থেকে !
সেসাথে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবো।

এবারের বিষয় - সংগঠিত হয়ে "জীবনের জন্য শিল্প" এই বোধে উজ্জীবিত হতে হবে।

প্রচারিত হবে- ২২শে আগষ্ট রাত ১০টা (অটোয়া সময়)
২৩শে আগস্ট সকাল ৮টা বাংলাদেশ সময়

অতিথি- শীলা মোস্তফা, আলমগীর কবীর
সঞ্চালনায়- নাহিদা আশরাফি, রেজা অনিরুদ্ধ

সমন্বয়- শিরিন বেবী
কারিগরী সহায়তায়- তুসি শারমিন
পরিকল্পনায়,সার্বিক তত্বাবধানে-ফ্লোরা শুচি
প্রযোজনায়- সবুজ হক

04/01/2022

Flora Shuchie D'Rozario | Afazuddin Toton Ahmed | Liza Chowdhury | Dewan Sayeedul Hassan | Delara Nahar Babu | Nazmul Ahsan | Maruna Hassan | Sabuj Haque

03/29/2022

শিখণ্ডী -শিমুল মুস্তাফা

"এই যে আমি তোমার জন্য
একশো বছর না ঘুমিয়ে কাটিয়ে দিলাম
কাটিয়ে দিলাম
দুশো বছর অপেক্ষারই প্রহর গুনে
তিনশো বছর উপস থেকে রাত কাটালাম
তাতে তোমার কী বা এমন এলো গেলো
তুমি আছো তোমার মতোই !"

03/28/2022

“নীনা কে দেখি না সেই কবে প্রায় এক যুগ
বৃদ্ধ হরিকেশ বাবুর লাঠির ঠক ঠক বুকে খক খক
গলায় কফডাক গায়ে ল্যান্ডির কোর্ট

জামরুল তলায় একাত্তরে একদিন হাতে হাত চোখে চোখ
বলেছিল নীনা যুদ্ধে যাও
স্বাধীনতা পেলে আমার স্বাধীনতা পুরোটাই তোমাকে
তোমাকে শুধুই তোমাকে দেব!”

অসম্ভব প্রগাঢ় অনুভূতিতে ছেয়ে যায় যতোবারই উচ্চারণ করি কবিতাটি, আমার বিনম্র অতল শ্রদ্ধা স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী সকল সূর্যসন্তানদের, আর স্মরণ করছি হারিয়ে যাওয়া হাজার হাজার নীনাদের যাদের আত্মত্যাগে আমরা একটি স্বাধীন দেশ - লাল সবুজের পতাকা ও সার্বভৌম ভূখণ্ড পেয়েছি !

অনেক বছর বাদ কবিতাটি পড়লাম বিশেষ ধন্যবাদ রেজওয়ান হৃদয়কে (Rezwan Hridoy) সব সময়ের মতো হাতের সামনে তুলে দেবার জন্য ! শোনার আমন্ত্রণ

ইয়াসিনুর রহমান এর
হরিকেশ বাবু

Want your public figure to be the top-listed Public Figure in Ottawa?
Click here to claim your Sponsored Listing.

Sabuj Haque

কবিতা বোধের, কবিতা ক্রোধের, কবিতা জীবনের, কবিতা তোমার কবিতা আমার — জীবনানন্দের কাছে কবিতা ছিল অনেক রকম। বুদ্ধদেব বসু মনে করতেন, ‘‘কবিতা বোঝা কথাটাই অপ্রাসঙ্গিক। কবিতা আমরা বুঝি না, কবিতা আমরা অনুভব করি’’। শামসুর রাহমান বলেছিলেন, ‘কবিতা আসলে বোধের ব্যাপার। একে সংজ্ঞা দিয়ে বোঝানো মুশকিল'। ‘কবিতা বোঝার জিনিস নয়; অনুভবের, উপলব্ধির জিনিস' বলেছেন হুমায়ুন আজাদ। তাই এ প্রশ্নের কোনো সরল একরৈখিক উত্তর নেই'। বোদলেয়ার কবিতাকেই কবিতার শেষকথা বলে মনে করতেন। রবার্ট ফ্রস্ট'র কাছে কবিতা হলো পারফরমেন্স ইন ওয়ার্ডস।

আমার নেই ব্যকরণ, নেই প্রাতিষ্ঠানিক জ্ঞান, নেই পান্ডিত্ব্, নেই স্বীকৃতি — কখনো আবেগী, কখনো উচ্ছাসময়তায়, কখনোবা প্রানের আঁকুতির পাঠ; হৃদয়ের গভীর প্রকোষ্ঠ থেকে উঠে আশা অনুভূতির অনুরনন কবিতায়; কখনো প্রকাশে, কখনোবা উচ্চারণে — শোনার আমন্ত্রন তোমাকেও আমার পাঠ, কবিতার পাঠ, বাংলা কবিতা থেকে পাঠ।

আমাকে শুনতে Like করো Follow করো আমার Page — মেধা আর মননের হোক বিকাশ প্রগতিশীল সৃষ্টিশীলদের অনাগোনায় সমৃদ্ধ হোক অনাগত আগামী ।

Videos (show all)

Gen-Z blood shaded July
Gen-Z blood shaded July
#abritti
Gen-Z Blood Shaded July
"জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
সূর্যসন্তানদের নিয়ে আমাদের আয়োজন "জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
Gen-Z Blood Shaded July
Gen-Z Blood Shaded July
জেন-জি রক্তাক্ত জুলাই -Gen-Z Blood Shaded July
"জেন-জি রক্তাক্ত জুলাই | Gen-Z Blood shaded July"
Gen-Z Blood Shaded July
Gen-Z Blood Shaded July

Category

Address


2570 River Mist Road
Ottawa, ON
K2J6E9

Other Artists in Ottawa (show all)
Craig Cardiff Craig Cardiff
Ottawa

https://linktr.ee/craigcardiff

A. James Brummel A. James Brummel
Ottawa, K1R5N1

A. James is the result of late-twentieth century genetic engineering, and spends his summers on Ceti

BingoRage Studio BingoRage Studio
Ottawa

A place to showcase my artwork, on FB. :) My tumblr is bingorage studio and fishery. twitter @bingorage

Jamie C Music Jamie C Music
Ottawa

Remixer, Producer, Radio MixShow DJ

Paul Trepanier Photography Paul Trepanier Photography
Peterson Place
Ottawa

#paultrepanierphotography

Danny McLeod Danny McLeod
Ottawa

Blames Charlie Murphy for killing his computer!

Sarah Marie Lacy, Artist Sarah Marie Lacy, Artist
Ottawa

http://www.smlacyart.com Painter & draughtswoman who makes art about humanity & grace. Incorrigible

Tick Tock Tom Tick Tock Tom
Ottawa

http://ticktocktom.com

Sarah C O'Neill Illustration Sarah C O'Neill Illustration
Ottawa

Fine art and illustrations Follow me on Instagram @sarahc_oneill www.sarahconeill.com For purchase inquires, [email protected]

Nova Music Nova Music
Ottawa

✨ NOVA • Ⓜ️USIC 🎤 Fka Joetry 📍 Ottawa, CA 📧 Business Inquiries: [email protected]

Derek R. Audette Derek R. Audette
Ottawa

Http://Twitter.Com/DerekAudette

Writing Stories Writing Stories
Ottawa

enlightenment and facts