বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা - অফিসিয়াল পেইজ
An Organization of Tagore's Song Artists - a platform to perform his songs to spread the ideology and philosophy of Rabindranath Tagore all over the world!
শুভ জন্মদিন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সবার প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধিকার অর্জনের যুদ্ধে অংশগ্রহণকারী সেই বীর কণ্ঠযোদ্ধা - শিল্পী তপন মাহমুদ। এ দেশের রবীন্দ্রাঙ্গনে রয়েছে আপনার দীপ্ত পদচারণা। তারি মাইলফলক হিসেবে আপনি গঠন করেছেন আরেক বরেণ্য শিল্পী, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিল্পী কলিম শরাফিকে সাথে নিয়ে 'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা'।
সেই ধারাবাহিকতায় এখনো বহমান সেই সুরের ধারা আপনার বলিষ্ঠ নেতৃত্বে। এভাবে অনন্তকাল আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার প্রজ্ঞা, মেধার ছত্রছায়ায় আমরা যেন সকল অশুভ, অসুন্দর, কলুষতা এবং কাপুরুষতাকে জয় ক'রে রবীন্দ্রনাথের সার্বজনীন আদর্শকে, সৃষ্টিকে আরো অধিকতর ধারণ ক'রে সবার মঙ্গলার্থে চর্চা করতে পারি - সে আশীর্বাদ করবেন আমাদের। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এই শুভ দিনে। বাংলাদেশের সকল রবীন্দ্রপ্রেমীর মণিকোঠায় আপনার বাস। তাঁদের সবার প্রার্থনায় আরো ঐশ্বর্যমণ্ডিত হোক আপনার আগামী!
আমাদের সকলের অফুরান শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করুন! 🙏 ♥️
https://youtu.be/WlK9gk9_xZU?si=fuuUzsMIpnc5fliy
উপমহাদেশের বরেণ্য-বহুমুখী সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা- সভাপতি শ্রদ্ধেয় শিল্পী কলিম শরাফীর ত্রয়োদশ প্রয়াণ বার্ষিকী আজ ২ নভেম্বর/২০২৩ (জন্ম- ৮মে, ১৯২৪/মৃত্যু ২ নভেম্বর,২০১০)। প্রয়াণ বার্ষিকীতে তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়-
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, দেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করছে।
সংস্থার নির্বাহী সভাপতি শিল্পী আমিনা আহমেদের স্বামী কাজী শাহেদ আহমেদ ৮৩ বছর বয়সে, সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সংস্থা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
এটি অবশ্যই অত্যন্ত আনন্দের একটি অর্জন যে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সুদীর্ঘ ৩৫ বছর ধ'রে রবীন্দ্রআদর্শে উজ্জীবিত হ'য়ে তাঁকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মরণ করে। তেমনি একটি সফল আয়োজন ছিল ৪ঠা এবং ৫ই আগস্টে তাঁর ৮২ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে দু'দিনের অনুষ্ঠান। সংস্থার শ্রদ্ধেয় সভাপতি শিল্পী তপন মাহমুদ এবং শ্রদ্ধেয় নির্বাহী সভাপতি শিল্পী আমিনা আহমেদের প্রচ্ছন্ন নির্দেশনায় দুটি দিন পুরো মিলনায়তনে যেন রবীন্দ্র-সুরের প্লাবন ডেকেছিল।
দুই শতাধিক শিল্পীর মধ্যে এবার ৬০জন শিল্পী সঙ্গীত পরিবেশন করেছে। অন্য শিল্পীদেরও সুযোগ দে'য়ার জন্য নানান বিষয় ভিত্তিক অনুষ্ঠানের পরিকল্পনা নে'য়া হয়েছে। আশা করি সে অনুষ্ঠানগুলি আরো সুন্দর হবে। সবাই চর্চা অব্যাহত রাখুন।
বিভিন্ন সংবাদ মাধ্যম এত বিপুল ভাবে আমাদের অনুষ্ঠানের খবর প্রচার করেছেন - প্রত্যেকের কাছে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি!
সবার জন্য শুভ কামনা!
সবার সাদর আমন্ত্রণ-
গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, সংস্থার নির্বাহী সদস্য শিল্পী মায়া আকতারীর প্রিয়তম স্বামী তারিক ভাই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ২৫ জুন, ২০২৩ রাত ৯টার পর মৃত্যুবরণ করেন।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। একই সাথে শিল্পী মায়া আকতারী ও তার পরিবারের সদস্যদের প্রতিও গভীর সহমর্মিতা জানাই।
‘পথে পথে দিলাম ছড়াইয়া’ - Bhorer Kagoj Online Latest Bangla News/Article - Sports, Crime, Entertainment, , Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World
শ্রদ্ধেয় শিল্পী কলিম শরাফী'র ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন-অনুষ্ঠানে আপনারা সবান্ধব আমন্ত্রিত।
২জুন, ২০২৩, শুক্রবার, সন্ধ্যা ছ'টা, ইউল্যাব মিলনায়তন, ধানমন্ডি ক্যাম্পাস, বাড়ি -৫৬, রোড-৪/এ, সাতমসজিদ রোড, ঢাকা
অত্যন্ত ব্যথিত চিত্তে জানাচ্ছি যে, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শিল্পী অনিকেত আচার্যের স্নেহময় পিতা শ্রী অরবিন্দ আচার্য আজ সকাল ১১-৪৫ মিনিটে ঢাকায় চিকিৎসারত অবস্থায় অনন্তলোকে যাত্রা করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা ও অনিকেতসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি!
৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের সমাপনী আয়োজন
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার ৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের ২দিন ব্যাপী অনুষ্ঠানের ১ম দিনের দুটি অধিবেশন-ই অনেক আনন্দ এবং সুর-মূর্ছনায় কাটলো। আজ শেষ দিন। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আবারো! শুভেচ্ছা রইলো!
সব অনুষ্ঠান আমাদের সংস্থার official page-এ সরাসরি সম্প্রসারিত হচ্ছে। নীচে link:
https://www.facebook.com/profile.php?id=100047494788147&mibextid=ZbWKwL
৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের দ্বিতীয় অধিবেশন
৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব
১৬২তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আগামী ১২ ও ১৩ মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত '৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব'- অনুষ্ঠানে আপনাদের সবার সাদর আমন্ত্রণ-
শুভ জন্মদিনে অশেষ শ্রদ্ধা আপা। আরও দীর্ঘ বছর শিল্পীদের মাথার উপর ছায়া হয়ে বিরাজ করুন - এ শুভ কামনা।
আজ ৩রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৪দিন ব্যাপী সংস্থার অনুষ্ঠান মালা। ফেব্রুয়ারি ৩, ৪, ১৭ এবং ১৮। সবাই সবান্ধব আমন্ত্রিত!
বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার পক্ষ হতে একটি সংবিধিবদ্ধ বার্তা :
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস্ এর অধীনে Registration of societies (under act XXI of 1860) দ্বারা নিবন্ধিত একটি সংগঠন। যার নম্বর S - 13681/2021।
'বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা' - এই নাম বাংলাদেশে বা বিদেশে ব্যবহারে ইচ্ছুক সকলের জ্ঞাতার্থে সরকার নির্দেশিত সংঘ স্মারকের 'ঘ' অনুচ্ছেদটি প্রকাশ করা হ'ল -
ঘ) কার্যক্রমের আওতাভুক্ত এলাকাঃ সমগ্র বাংলাদেশ ব্যাপী ফাউন্ডেশনের মূল কার্যক্রম বিস্তৃত থাকবে। এই ফাউন্ডেশন - রবীন্দ্র সংগীত শিল্পীদের সক্রিয় অংশগ্রহণে "বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা-র" ব্যানারে রাজধানী ঢাকায় (মূল সংগঠন / শাখা) এবং বাংলাদেশের প্রতি বিভাগ ও জেলার একটি করে বিভাগীয় / জেলা শাখা গঠন, ঢাকা মহানগরের জন্য একটি আলাদা মহানগর শাখা গঠন এবং দেশের বাইরে কোন দেশ বা সে দেশের রাজধানী বা যে কোন শহর ভিত্তিক শাখা গঠন করতে পারবে যা ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।
অতএব, সংঘ স্মারকের 'ঘ' অনুচ্ছেদ অনুুযায়ী 'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা' এ নামটি [বাংলাদেশে বা বিদেশে] যাঁরাই ব্যবহার করতে চান/চাইবেন তাঁদের মূল সংগঠনের গঠনতন্ত্রের আওতায় এসে তা করতে হবে। এখানে মূল সংগঠন বলতে সরকারী নিবন্ধন অনুুযায়ী কেবলমাত্র সভাপতি- তপন মাহমুদ, নির্বাহী সভাপতি- আমিনা আহমেদ ও সাধারন সম্পাদক - পীযূষ বড়ুয়া'র নেতৃত্বাধীন সংগঠনকেই বোঝাবে।
আশা করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল রবীন্দ্র দর্শন চর্চ্চারত সকলে এ আইনি বাধ্যবাধকতার বিষয়টি অনুধাবন করবেন এবং এ বিষয়ে সবার ঐকান্তিক সহযোগিতা পাওয়া যাবে। সবার জন্যে আন্তরিক শুভেচ্ছা। ভাল থাকবেন সবাই।
একটি সংগঠনের (?) নৈতিক দীনতা কতখানি নিম্নগামী হ'লে অন্যের ছবি নিজেদের ব'লে গণমাধ্যমে প্রচার করতে পারে? করুণা হয়!
ছবিগুলো নীচে দিলাম!
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার শ্রদ্ধেয় সভাপতি শিল্পী তপন মাহমুদ, শ্রদ্ধেয় নির্বাহী সভাপতি শিল্পী আমিনা আহমেদ এবং সাধারণ সম্পাদক শিল্পী পীযূষ বড়ুয়ার নেতৃত্বে রবীন্দ্র চর্চারত সব সদস্যকে এসব অনাচারের ব্যাপারে সজাগ থাকার অনুরোধ করছি।
ধন্যবাদ!
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কার্যনির্বাহী সদস্য, ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাশমী আজ গাজীপুরের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা প্রিয় শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছি।
'সবারে করি আহ্বান' - ৩৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব আসছে শুক্রবার এবং শনিবার, ২৫ এবং ২৬শে নভেম্বর, ২০২২, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। শুক্রবার সকাল ১০টায় এবং বিকেল ৫টায় আর শনিবার বিকেল ৫টায়। বহুদিন পর আবার শতাধিক শিল্পী গাইবেন রবীন্দ্রনাথের গান। আপনি সবান্ধব আসবেন!
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fepaper.dailyjanakantha.com%2Fshow_news.php%3Fnews_id%3D961125%26fbclid%3DIwAR1GPgTvHAXRyytkrI2oQW6cyOrGm7ACIaLjLpS4-aTHdxeQTlWgYvmar2Y&h=AT01gVVj1Y7lPPcnH7WlwfqOpLqFiDFdsmMJkyyKFjly6v4P0PnyOA_lYlyZn7S76B_TLDpb3R6G7YqPhkVdXsEAP4O0CH-j7TZGOxMBq5RqejbHc9lvn0jiQ0n84eqVLqjoBg
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে আগামী ২৫ ও ২৬ নভেম্বর, ২০২২, শুক্র ও শনিবার, সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউট মিলনায়তনে '৩৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব' অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে, এম, খালিদ ২৫ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বরেণ্য বাচিক শিল্পী জনাব আশরাফুল আলম ও বীর মুক্তিযোদ্ধা বরেণ্য শিল্পী মো রফিকুল আলমকে। বিকেলের অধিবেশন শুক্র ও শনিবার দু'দিনই বিকেল ৫টায় আরম্ভ হবে। অনুষ্ঠান সবার জন্যে উন্মুক্ত। সবার সাদর আমন্ত্রণ-
সুপ্রিয় সুধী, আগামী ২৮ অক্টোবর, ২০২২, শুক্রবার, সন্ধ্যা ৬ টায়, ভিআইপি লাউঞ্জ , ধানমন্ডি ক্লাব লিমিটেড মেট্রো শপিং মল, লেভেল -৬, রোড নম্বর -৩১, ধানমন্ডিতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে সংস্থার প্রতিষ্ঠাতা- সভাপতি শ্রদ্ধেয় শিল্পী কলিম শরাফীর ১২তম প্রয়াণবার্ষিকী স্মরণে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে তিনি ২০১০ খ্রিষ্টাব্দের ২ নভেম্বর প্রয়াত হন।
সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
বিনীত-
পীযূষ বড়ুয়া
সাধারণ সম্পাদক
বাংলাদেশ রবীন্দ্রসংঙ্গীত শিল্পী সংস্থা
কার্যনির্বাহী পরিষদঃ ২০২২-২০২৪
সভাপতি : তপন মাহমুদ
নির্বাহী সভাপতি: আমিনা আহমেদ
সহ-সভাপতি : খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম
সহ-সভাপতি: বুলা মাহমুদ
সহ-সভাপতি: কাজল মুখার্জী
সাধারন সম্পাদক : পীযূষ বড়ুয়া
জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক: (সাধারন) : তানজিনা তমা জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক (সাংগঠনিক) :অনিকেত আচার্য জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক: (পরিকল্পনা) :সাগরিকা জামালী
যুগ্ম সম্পাদক : ডলি চৌধুরী
বিষ্ণু মন্ডল
অর্থ সম্পাদক : কনক খান
দপ্তর সম্পাদক : সীমা সরকার
সাংগঠনিক সম্পাদক : আবদুর রশীদ
: রিফাত জামাল মিতু প্রচার সম্পাদক : খোকন দাস
জয়ন্ত আচার্য
নির্বাহী সদস্য: আজিজুর রহমান তুহিন
শর্মিলা চক্রবর্তী
শিমু দে
আহমেদ শাকিল হাসমী
আহমাদ মায়া আখতারী
সাজ্জাদ হোসেন
জাফর আহমেদ
রাবিতা সাবাহ
ছন্দা রায়
বর্ষীয়ান রাজনীতিজ্ঞ, জাতীয় সংসদের উপনেতা, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী'র মৃত্যুতে বাংলাদেশ রবীন্দ্রসংঙ্গীত শিল্পী সংস্থা গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছে।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় সাগর, শিল্পী সাগরিকা জামালীর প্রাণপ্রিয় মা শুক্রবার রাত সোয়া এগারটায় পৃথিবীর মায়া ছেড়ে পরপারে গমন করেছেন। মায়ের অন্তিম যাত্রা শান্তিময় হোক! সাগরিকার হ'য়ে সবার কাছে বিনীত অনুরোধ, সবাই মায়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন! 🙏
রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ফাউন্ডেশনের বিশেষ আয়োজন ‘চির বন্ধু, চির নির্ভর’।
বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার নিয়মিত শুক্রবাসরীয় নিবেদন 'চির বন্ধু, চির নির্ভর'-এর পরবর্তী পর্ব ১৭ই জুন, ২২, সন্ধ্যা ৭:৩০মিনিটে। নব বর্ষার সন্ধ্যাটি আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশায় সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি! যুক্ত হউন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন - অফিসিয়াল পেইজে। সবার মঙ্গল কামনায় - সাধারণ সম্পাদক
রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ফাউন্ডেশনের বিশেষ আয়োজন ‘চির বন্ধু, চির নির্ভর’।
আগামী ১০জুন, বাংলাদেশ রবীন্দ্রসংঙ্গীত শিল্পী সংস্থার নিয়মিত শুক্রবাসরীয় অনুষ্ঠান 'চির বন্ধু, চির নির্ভর' অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০মিনিটে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন - অফিসিয়াল পেইজ-এ লাইভ প্রচার হবে।
আপনাদের সবার আমন্ত্রণ।
আজ শুক্রবার, আবার 'চির বন্ধু, চির নির্ভর'-এর দিন। সন্ধ্যা ৭:৩০মিনিটে এক ডালা রবীন্দ্রনাথের গান নিয়ে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন - অফিসিয়াল পেইজ-এ। সাথে থাকার বিনীত অনুরোধ রইলো! - সাধারণ সম্পাদক
Link:https://www.facebook.com/profile.php?id=100047494788147
'সবারে করি আহ্বান - এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ' - আবার শুরু হচ্ছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন-এর শুক্রবাসরীয় নিবেদন 'চির বন্ধু, চির নির্ভর' অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার থেকে। এবারের পরিবেশনায় থাকবে কবি গুরু রবীন্দ্রনাথের ১৬১তম জন্মজয়ন্তীকে উৎসর্গ ক'রে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাই! চোখ রাখুন 'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ফাউন্ডেশন - অফিসিয়াল পেইজ' এবং সংস্থার শ্রদ্ধেয় সভাপতি শিল্পী Tapan Mahmud-এর profile-এ। 🙏
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Vidéos (voir toutes)
Type
Contacter la personnalité publique
Site Web
Adresse
Ammi Moussa