Paste copy solution
Solution all categories
মেয়ে তুমি মন খারাপ করো না,ডিসেম্বর শেষে শীত কমে যাবে, বাতাসে শীতলতার ধার কমে যাবে, জানুয়ারিতে তুমি সংসারের প্রস্তুতি নিতে শিখে যাবে।নতুন করে তোমার মনের শাখাপ্রশাখায় কুশি গজাবে,সবুজ হবে তোমার মনের দিগন্ত।
মেয়ে তুমি আর মন খারাপ করো না,এই ডিসেম্বর একটু ঠোঁট ফাটাই থাকুক,তুমি বরং একটু আয়না কম দেখো.....
কাজলের কৌটোটা আলমারিতে তুলে রাখো। গাছ গুলো দেখো না পুরনো পাতার মায়া ছেড়ে কেমন একলা হয়। ডিসেম্বরের শেষে ঠিক নতুনত্ব খাইয়ে সতেজ হয়,তুমিও জানুয়ারির নির্বাচনে জয়ী হবে।
ততো দিনে আমিও শিখে নিবো শীতের সকালে মুখ ভর্তি ধোয়ার মতো বারোমাসি ধোয়ায় তোমাকে মৌখিক ঘৃণা কৌশল। মেয়ে তুমি চিন্তা করো না মৌখিক ঘৃণায় তোমার প্রচার প্রচারণা করছি কেবল। যদি অভিশাপ মনে চেপে বসে, তবে তুমি অভিশপ্ত হবে সুখী হবার, যে জন্য তোমার ছেড়ে যাওয়া।
অন্ধের মতো বিশ্বাস করে
মানুষ ঠকে যায়।
মিথ্যা মায়ার পিছুনে ছুটে
জীবন হয় ছাই।
আপন ভেবে কাছে টেনে
মনটা নেয় কেড়ে
স্বার্থ ফুরালে হারিয়ে যায়
সময় সুযোগ বুঝে।
থাকেনা সে আপন হয়ে
রেখে যায় স্মৃতি।
সারাজীবন বয়ে বেড়াতে হয়
মরণ যন্ত্রণা।
প্ৰিয় প্রেমিক,
তোমার আমার আর যাই হোক, সংসার না হোক। তুমি থেকো পাশের পাড়ায় কিংবা এমন কোথাও যার ঠিকানা আমার জানা হবে না কোনোদিন। তুমি আমার জীবনের প্রাত্যহিক গ্লানিকে ছুঁয়ে ফেলো না। তোমায় বড় ক্লান্ত দেখাবে। তুমি আমার পাশে এসে বসে আমার চোখের জলে হাত দিও না, তোমার হাত ভিজে যাবে, স্যাঁতসেঁতে হয়ে যাবে তোমার অস্তিত্ব। তোমার নিঃশ্বাসে নোনাগন্ধ পাবো আমি।
তুমি আমার শরীর ছুঁয়ে দেখো না কোনোদিন। কারণ আমিও হয়তো সেই অছিলায় তোমায় ছুঁয়ে ফেলবো। বুঝে ফেলবো তোমার শরীরের জ্যামিতি। দেখে ফেলবো তোমার পিঠের জরুল।
তুমি আর যাই করো, সকালে বাজারের থলে হাতে নিয়ে আলু পটলের দরদাম কোরো না। সে আমিই করে নিতে পারবো।
তুমি আমার মন খারাপের রাতে সান্ত্বনা নিয়ে এসো না যেন! আমি যা শুনতে চাই, তা যদি তুমি বলতে না পারো, কে জানে হয়তো আমি ভেবে ফেলবো তুমি আমার মন পড়তে শেখোনি। তোমার ব্যর্থতা আমারই ব্যর্থতা হয়ে থেকে যাবে আজীবন।
আমি জানতে চাই না তুমি স্নান করতে কত সময় নাও, তুমি নুন কমের তরকারি খেতে বসে কী বলো। আমি জানতে চাই না তুমি কতখানি অগোছালো।
বিশ্বাস করো, এসবকিছুর জন্য আমার সঙ্গী আছে। আমার সঙ্গী আছে যার সাথে আমি পাগল পাগল সময় কাটাতে পারি। আমার সঙ্গী আছে যে আমায় আগলে ধরে অন্ধকার রাতে ভেঙ্গে পড়ার সময়। সে রাগ করে, অভিমান করে, অযৌক্তিক তর্ক করে, আমায় আঘাতও দেয়। আবার আমার আঘাতে মলমও দেয়। আমার সঙ্গী চিৎকার করে, অনিয়ম করে, অগোছালো কিন্তু ভীষণ সংসারী।
কিন্তু তবু তাকে প্রেমিক নাম দিতে পারবো না কোনোদিন, না তার দেওয়া প্রেমিকা নাম ধারণ করতে পারবো এ জীবনে। কারণ আমরা পরস্পরের থেকে প্রত্যাশা রাখি এক মহাকাশ। সে প্রত্যাশা বস্তুগত হোক কিংবা হোক মানসিক, কিন্তু তারা আছে। তারা আছে আমাদের প্রতিদিনের যাপনের পরতে পরতে।
প্রেমিক, তুমি অধরাই থেকো। স্বমহিমায় বিরাজ কোরো। তোমার মাথায় শোভা পাক প্রেমের উজ্জ্বল মুকুট। তোমায় যেন খুঁজে না পাই। তোমায় কেমন দেখতে তা যেন বোঝা না হয়। একজীবনের আশা-প্রত্যাশার চৌষট্টি খোপে তুমি জেতা হারার জন্য হাঁপিয়ে উঠোনা। তুমি অসীমেই থেকো। নিজেকে সসীমে সমর্পন কোরো না, দোহাই তোমার।
আর প্রেম, তুমি বরং ঈশ্বরের মত থেকে যেও জীবনে। প্রকাশ পেয়ো মায়ের সন্তানকে স্নেহদানের মাধ্যমে, বাবার সন্তানকে নিরাপত্তায় ঘিরে রাখার চেষ্টার মাধ্যমে। তোমার প্রকাশ হোক অসহায় অবলাকে বুকে তুলে নিয়ে সন্তানস্নেহে পালনের মাধ্যমে। "কুহেলিকা করি উদ্ঘাটন সূর্য্যর মতন" তুমি প্রকট হয়ো বিপ্লবের মন্ত্রে। তুমি উচ্চারিত হয়ো কবিতায়, গানে। ছন্দিত ও বন্দিত হয়ো নৃত্যের তালে। তুমি গর্জে উঠো যাবতীয় অনাচারের বিরুদ্ধে। তুমি থেকে যেও লড়ে যাওয়ায়, বয়ে যাওয়ায়। তুমি গৃহীর পাকশালে থেকো, থেকো গৃহত্যাগীর পথের বাঁকে।
তোমার বাসস্থান হোক এ ব্রহ্মান্ডের প্রতিটি কণায়। তুমি ঘুরপাক খেতে থেকো প্রতিটি নিলয় অলিন্দে।
শুধু একটি অনুরোধ। অর্বাচীন আমরা যদি তোমায় নির্দিষ্ট নামে ডাকতে চাই, বেঁধে ফেলতে চাই কোনো একটি সম্পর্কে, তোমায় নিয়ে ভণ্ডামিতে মশগুল হই, আচার-উপাচারের গন্ডিতে ধরে রেখে আকাশ বাতাস কাঁপিয়ে তোমায় কেবল নিজের বলে দাবী করি, কিংবা তোমায় নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলি, তবে তুমি আমাদের ছেড়ে চলে যেও ক্ষমাহীনভাবে। শ্রীহীন করে দিয়ো আমাদের। তোমার অনুপস্থিতিতে বুঝিয়ে দিয়ো তোমার উপস্থিতির মর্ম। ঠিক ঈশ্বরের মত।
অপ্রেমিকা
যে অভিমানের ভাষা বোঝে না
সে কখনো ভালোবাসতে পারে না,
যে চোখে জল দেখেও কারণ খুঁজে না
সে কখনো তোমাকে অনুভব করে না।
যে তোমার মন খারাপে বিচলিত হয় না
সে কখনো তোমার মূল্য বোঝে না,
যে তোমার হঠাৎ চুপ হয়ে যাওয়ায় অস্থির হয়ে উঠে না
সে কখনো কোনো অবস্থাতেই তোমাকে মনে রাখে না।
যে তোমাকে ভালোবাসবে
সে সব পরিস্থিতিতে পাশে থাকবে
তোমার ভালো - মন্দ সবটাকে গ্রহণ করেই
তোমাকে তোমার মতো করে আগলে রাখবে।
"যে ভালোবাসে সে সব পরিস্থিতিতে পাশে থাকে"
সেই তুমি আছ বলে
আছি ভাবি আমি।
তুমি হী'না জীবন আমার
শুধুই ম'রু'ভুমি।।
মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি।
জানিনা কে এ হৃদয় আঁকে
বার বার তোমার ছবি।।
মনটা তোমার বুঝতে গিয়ে আমি
বারংবার হই দি'শে'হা'রা
তুমি হী'না এই আমি যেন
সব থেকেও স'র্ব'হা'রা।।
মাঝে মাঝে আকাশে চেয়ে,
উদাসী হয়ে থাকো।
বুঝিনা তো তখন তুমি
কার কথা যে ভাবো।
তোমায় ভেবে ক্ষা'ন্ত হতে
ব্য'র্থ আমার এ মন।
তোমার মাঝেই আছে আমার
প্রাণ ভ্রমরা এখন।।
মনে প্রাণে আছ তুমি
জুঁড়ে সবটা।
তোমায় ছাড়া এ জীবন আমার।
প্রিয় মানুষ ভালো থাকুক!এই কথার গভীরে আমাদের ভালো থাকা হয় না।অথচ ভালো থাকুক!ভালো থাকবো বলে নিজেই নিজের সাথে প্রতারণা করি আমরা। আমার মনে হয় কেউ এমন করে ছাড় দিয়ে ভালো থাকতে পারে না।
আমাকে যে স্বপ্ন দেখালো, এক গাঁদা কথার দরদ দিলো, সে কথার মায়া কোন লেপ্টে থাকা শ্যাওলা নয়, যে ঝামা পাথরে ঘষা দিলে আবার চকচক করবে। এক সাথে সারাজীবন থাকার আশা বুনলো, রঙিন কাঁথায় নিখুঁত বুনুনে ফোড়নে ফোড়নে যে মানুষ আমাকে নিয়ে সংসার পাতলো মনের দুনিয়ায়, আমাকে ছাড়া চলবে না বলে যে আজ হারালো,তার ভালো থাকা কে জড়িয়ে আমি ভাল থাকতে পারবো না, পারি না।
তার তো আমাকে সাথে নিয়ে ভালো থাকার কথা ছিল,সেই ভালো থাকা অন্যের দখলে এটা আমি মানতে পারবো না। অভিশাপ নেই তার খারাপ থাকার কিন্তু আমি তাকে নিয়ে যে সম্পর্কের সংসার পেতেছি, বুকের ভেতর স্মৃতি জমানো মাটির ব্যাংক বানিয়েছি। হুট করে পড়ে গিয়ে সেটা ভেঙে গেছে বলে মানিয়ে নিতে পারবো না। অন্তত এই পাওয়া না পাওয়ার খেলা ঘরে তার সুখই আমার সুখ বলে সুন্দর মনের পরিচয় আমি দিতে পারছি না, পারবো না।
সম্পর্কে ক্ষেত্রে আমি হিংসা পুষি,ক্ষত আমার বুকেও বাসা বাঁধে,আমারও বুক পোড়ে, আমারও ব্যথা হয়। সে আমার হয়েও আমার হলো না বলে তার সুখের রাজ্য চোখ ভরে দেখে বুক ভরে নিশ্বাস নিয়ে তোমার সুখে ভালো আছি বলে জানান দেওয়ার মতো মিথ্যেগুলো সাজিয়ে বলতে পারবো না আমি।
যে আমার সবখানে এখনও উপস্থিত, তার সেখানেও আমার উপস্থিতি থাকার কথা যেখানে ছিল, সেখানে আমি তার কাছে শুরু মাত্র ভালো থেকো অভিশাপ হয়ে দুরের কেউ। সে অভিশাপ আলাপের শেষ আমি ভালো নেই, আমি ভালো থাকতে পারি না।
গোপন কথাটি রবে না গোপনে,
উঠিল ফুটিয়া নীরব নয়নে।
না না না, রবে না গোপনে॥
বিভল হাসিতে
বাজিল বাঁশিতে,
স্ফুরিল অধরে নিভৃত স্বপনে--
না না না, রবে না গোপনে॥
মধুপ গুঞ্জরিল,
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল।
হৃদয়শতদল
করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে।
না না না, রবে না গোপনে॥
পুরুষ মানুষের কোনো কিছু আপন হয় না..!
পুরুষ না হতে পারে বাবা - মায়ের ভালো সন্তান..
পুরুষ না হতে পারে ভাই বোনের, ভালো ভাই.
পুরুষ না হতে পারে কারো ভালো স্বামী.
পুরুষ না হতে পারে কোনো সন্তানের ভালো বাবা..!
পুরুষ মানুষ কে পৃথিবী ও ভালোবাসে না.
পুরুষ মানুষের জীবন পুরোটাই ধোঁকা..
অন্যের সুখের জন্য সারাজীবন পরিশ্রম করেই যায়...
নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন,
তার মধ্যে অন্যতম হলো
"কম কথা বলা!"
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Harirampur
Balurghat
733125