Bolpur Golden Cultural Welfare Society-A House of Humanity
Bolpur Golden Cultural Welfare Society-A House of Humanity
Registration No- S0027750 OF 2022-2023
Bolpur Golden Cultural Welfare Society-A House of Humanity (GCS)
কার্বন সাফ করা হলো
সোসাইটিতে কাজ হচ্ছে
'Celebrate the Spirit of Freedom and Honor the Sacrifices of our Brave Heroes'
15/08/2023
Sundorbon tour
সোসাইটিতে রং করা হচ্ছে
💧💧💧 জলের লাইন রেডি
নতুন বাংলা বর্ষ ১৪২৮
কাজ চলছে
🇮🇳🇮🇳🇮🇳
নেতাজী সুভাষ চন্দ্র বসু🧡🤍💚
নে তা জী মানে
এক যোদ্ধা এক আবেগ একজন রিয়েল হিরো.🥰
যার জন্ম আছে মৃত্যু নেই.
যিনি সারাজীবন অমর সমস্ত ভারতবাসীর হৃদয়ে❤️❤️
আজ বীর বিপ্লবী ,ভারতের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন 🥳❤️🇮🇳
তার জন্মদিনে জানাই সশ্রদ্ধ প্রণাম❤️🤗🙏🏻🙏🏻
জয় হিন্দ ❤️🇮🇳
"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব " - শ্রদ্ধেয় নেতাজীর এক অমূল্য কথা।
দেশের গর্ব, বাঙালির অহংকার, দেশনায়ক
নেতাজী সুভাষচন্দ্র বসু, ভারতের বীর সন্তানের ১২৬ তম জন্মবার্ষিকীতে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রনাম।
প্রায় সাতাত্তর বছর আগেকার কথা উনিশশো তেতাল্লিশের শেষাশেষি। নেতাজী তখন সিঙ্গাপুরে দিবারাত্র পরিশ্রম করছেন। দিনে চার ঘন্টা নিদ্রা দেন কি দেন না। এমন সময় একদিন সকালে নেতাজী ডিটেকশন দিচ্ছে এমন সময় অ্যাডজুটেন্ট এসে বলল ব্রিজলালজি দেখা করতে এসেছেন ওনাকে কি অপেক্ষা করতে বলব ?
ব্রিজলাল জয়সোয়াল হচ্ছেন সিঙ্গাপুরের ধনিকশ্রেষ্ঠ, গুজরাটি চেট্টিয়ার। তিনপুরুষ ধরে বর্মামূলূকে ওনাদের পারিবারিক ব্যবসা। শহরের অন্যতম মাথা তিনি।
নেতাজী অ্যাডজুটেন্টকে বলল ওনাকে ভিতরে নিয়ে আসতে।
ভিতরে এলেন ব্রিজলাল জয়সোয়াল, ভারতীয় পোশাক। সিল্কের চোগা চাপকান। ভিতরে এসে যুক্তকরে নেতাজীকে নমস্কার করলেন। নেতাজীও প্রতিনমস্কার করে ওনাকে বসতে বলে প্রথমেই বললেন সুপ্রভাত জয়সোয়ালজি। আপনি নিজে থেকেই আমার সাথে দেখা করতে এসেছেন দেখে ভালোই লাগল। এই তো আমি চাই। আপনারা আজাদ হিন্দ ফান্ডে এসে যা দান করবেন তা নিজে থেকে এসেই দান করে যাবেন। আপনি সিঙ্গাপুরের ধনীশ্রেষ্ঠ - আপনিই তো আদর্শ স্হাপন করবেন। দানটা কি আপনি করবেন না চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে।
ব্রিজলাল জয়সোয়াল প্রত্যুত্তরে বললেন যে দানটা চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে কিন্তু একটা ছোট আবদার আছে আমাদের। আপনি যদি অনুগ্রহ করে ট্যাঙ্ক রোডে আমাদের মন্দিরে পদধূলি দেন তাহলে সেখানেই আমরা চেকটা হস্তান্তরিত করে ধন্য হই।
নেতাজী তৎক্ষণাত বললেন, ভুল বলছেন ব্রিজলালজি। মন্দিরে আমি পদধূলি দেব কেমন করে ?? ভক্তদের পদধূলি তো মাথায় তুলে নিতে যাব। আপনি শুনে থাকবেন আমি মাঝেমাঝেই রামকৃষ্ণ মিশনে যাই। কিন্তু সেটা ব্যক্তিগতভাবে - সুভাষ বোস হিসাবে। কিন্তু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মন্দিরে যাওয়া তো সম্ভব নয়।
-- কেন নয়, নেতাজী? আপনি তো হিন্দু?
-- না। 'সুভাষ বোস' হিন্দু। 'নেতাজী' শুধুমাত্র ভারতীয়।
-- তাহলে সুভাষ বোস হিসাবেই আসুন আপনি।
-- যাব তবে ফৌজি পোশাকে নয়। আর তখন টাকাটাও নিতে পারব না আমি।
নেতাজীর সাফ কথা - না হয় মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে পরে আমাকে জানাবেন। আজ আসুন।
মাথা নিচু করে উঠে গিয়েছিলেন ব্রিজলাল জয়সোয়াল।
ব্রিজলাল জয়সোয়াল চলে যাওয়ার পর ফাঁকা দেখে অ্যাডজুটেন্ট নেতাজীকে বলেছিল -- এ শর্তে ওরা কিছুতেই রাজী হব না নেতাজী। তার মানে কয়েক লক্ষ টাকা ফস্কে গেল।
শুনে নেতাজী বলেছিল 'তোমাদের নেতাজীর বিবেকের দাম কয়েক লক্ষ টাকার অনেক বেশী।
পরদিনই আবার ফিরে এলেন ব্রিজলালজি। সঙ্গে মন্দির কমিটির আরো পাঁচ ছজন কর্মকর্তা। ওদের সকলের তরফে ব্রিজলাল জয়সোয়াল বললেন আমরা আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি নেতাজী। বলুন কবে আপনারা আসবেন?
-- আমার মুসলমান আর খ্রিস্টান বন্ধুরাও আমার সঙ্গে যাবে তো?
-- নিশ্চয়ই, আমরা বিবেচনা করে দেখেছি নেতাজী । ওরা মায়ের চোখে মুসলমান নন, খ্রিস্টানও নন -- ওরা বন্দিনী মায়ের মুক্তিযোদ্ধা। আমরা ফুল দিয়ে অর্ঘ্য দি, ওনারা বুকের রক্ত দিয়ে অর্ঘ্য দেন। ওঁরা আরও বড় জাতের ভক্ত।
নেতাজীর আদর্শে দুশ'বছরের পুরনো সংস্কারকে ছিন্নভিন্ন করে সেদিন সিঙ্গাপুরের চেট্টিয়ার মন্দিরের দ্বার সাধারণ ভারতবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।
সিঁড়ির ধাপের পাশে নেতাজী খুলে রাখলেন তার মিলিটারি টপবুট। দেখাদেখি নগ্নপদ হলেন নিষ্ঠাবান খ্রিস্টান আইয়ার, ধার্মিক মুসলমান কিয়ানি আর হবিবুর রহমান। মন্দিরের পুরোহিত প্রত্যেকের কপালে একে দিলেন হোমশিখার জয়তিলক। নেতাজীর দেখাদেখি ওরা যুক্ত করে দেবীপ্রণাম করলেন। সমবেত কণ্ঠে ধ্বনি উঠল -- হর হর মহাদেও না, আল্লাহ উ আকবর না -- ধ্বনি উঠল জয় হিন্দ।
নেতাজীকে অনেকেই ব্যবহার করতে চেয়েছেন কিন্তু নেতাজীর আদর্শে কতজন উদ্বুদ্ধ হতে পেরেছেন? প্রাকস্বাধীনতা যুগে নেতাজী যে অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন বর্তমান সময়ে কেন সেটা সম্ভব হচ্ছে না।
স্বাধীনতা দিবস ২০২১
গীতাঞ্জলি কালচারাল সোসাইটি
সরকারের Lock Down নীতি মেনে চলুন।।
26th January
গীতাঞ্জলি কালচারাল সোসাইটি
সবারে করি আহ্বান
গীতাঞ্জলি কালচারাল সোসাইটির(GCS) পক্ষ থেকে আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন ও মাক্স বিতরণ করা হলো।।
গীতাঞ্জলি কালচারাল সোসাইটির(GCS) পক্ষ থেকে আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন ও মাক্স বিতরণ করা হলো।। পতাকা উত্তোলন করলেন- Jamsed Ali Khan
Gitanjali cultural society
আমাদের সোসাইটি পক্ষ থেকে গরিব মানুষ দের কিছু সাহায্য করা
Challenger trophy final match 2020
Man of the match
Click here to claim your Sponsored Listing.
Gitanjali Cultural Society
Society For All
Videos (show all)
Contact the organization
Telephone
Website
Address
Bolpur Bus Stand Road
Bolpur
731204
Bolpur, 731235
Bolpur Nabajiban Drug Deaddiction and Rehabilitation Centre.
Bolpur, 731204
The Youth Wing of the Rotary Club of Bolpur-Santiniketan
Bolpur, 731204
|| Official page of ABVP Bolpur, Birbhum district, Paschimbanga (West Bengal) — World larges
Bolpur, 731302
Parota Dramatic Club established in the year of 1925 . It was associated with the bengali revolutionary activities .