Combined Groups
Combined Sports Academy
👉রক্তের সম্পর্ক থাকলেই সে আত্মীয় হয়ে যায় না।👈
আজ ইলামবাজার থানার অন্তর্গত মেটেকোনা গ্রামের বাসিন্দা লুৎফা বেগমকে রক্ত দান করা হলো। 35 বছর বয়স্কা লুৎফা বেগম এপেন্ডিক্স অপারেশনের জন্য বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি আছেন। হিমোগ্লোবিন কম থাকায় তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আমরা যত সাধ্য সময়ের মধ্যে আমাদের কাছের মানুষদের উক্ত বিষয়টি জানাই। আমাদের ঘনিষ্ঠ বারুইপুর নিবাসী মফিজুল শেখ ওরফ বাবু এবং কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমির মোহনা গ্রামের ছেলে সেখ নাজির হোসেন সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। যাই হোক একজনকে রক্ত দিতে হয়নি কিন্তু অপর একজনকে রক্তদান করতে হয়েছে। আমাদের কাছে আজ তোমরা দুজনই নায়ক। আগেই বলেছি, রক্তের সম্পর্ক থাকলেই সে আত্মীয় হয়ে যায় না, যে আপনার প্রয়োজনে, বিপদে আপদে আপনার পাশে থাকবে সেই প্রকৃত আত্মীয়।
আমরা বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যাশা তোমার আবার সবার সকল সদস্যগণকে এবং যারা আমাদের সব সময় মনোবল এবং শক্তি বৃদ্ধি করেছে আমাদের কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের।
----- ধন্যবাদ
পারভেজ স্যার
ভারতীয় সেনাবাহিনীর লিখিত পরীক্ষার পাশ ছাত্রদের দৌড়ের প্রশিক্ষণ, Adaptability Test - এর প্রস্তুতির জন্য আজই যোগাযোগ করুন -
👉কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি👈
ইলামবাজার, বীরভূম
Helpline: 9434449407 / 9732389407 / 9434449275
ভারতীয় সেনাবাহিনীর শারিরীক সক্ষমতার পরীক্ষা অন্যান্য শারীরিক সক্ষমতার পরীক্ষার থেকে অনেক গুণ কঠিন এবং দৌড়ে প্রথম গ্রুপে আসতে না পারলে চূড়ান্ত নির্বাচনে আপনার নাম নাও থাকতে পারে।
মাঠে যাওয়ার আগে নিজেকে পরিপূর্ণ একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রস্তুত করার জন্য আজই চলে আসুন -
👉কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি👈
ইলামবাজার, বীরভূম
📞 9732389407/ 9434449407 / 9434449275
✅ মনে রাখবেন, সময় অপচয়ের অর্থ আপনি এখন থেকেই ভবিষ্যতে ব্যর্থতার বীজ বপন করছেন।
আপনি কি ভারতীয় সেনাবাহিনীর লিখিত পরীক্ষা দিয়ে শারিরীক সক্ষমতার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ?
তাহলে আপনার চূড়ান্ত প্রস্তুতির জন্য আজই চলে আসুন -
👉কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি👈
ইলামবাজার, বীরভূম
📞 9732389407 / 9434449407 / 9434449275
এখানে আপনি আমাদের দক্ষ প্রশিক্ষকের অধীনে নিজেকে একজন পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে প্রস্তুত করতে পারবেন।
👉 মনে রাখবেন, সঠিক সময়ের উপযুক্ত সিদ্ধান্ত আপনার স্বপ্ন সার্থক করতে পারে।
নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমিতে ছাত্রদের আর্মি অগ্নিবীরের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে।
🟡 #নতুন_ব্যাচে_ভর্তি_চলছে
👉 নতুন ব্যাচের ক্লাস_শুরু: 20 মে 2024 তারিখ থেকে (2য় ব্যাচ)
🛑এখন সিব্ধান্ত আপনার। নিজের সৈনিক হবার স্বপ্ন পূরণ পূর্ব প্রস্তুতি নিয়ে করবেন ? নাকি প্রস্তুতি ছাড়াই মাঠে যাবেন ?
#আমাদের অফিসের_ঠিকানাঃ ইলামবাজার, বোলপুর রোড, বীরভূম। রিলায়েন্স Trends মার্কেটের বিপরীতে।
📞মোবাইলঃ 9434449407 / 9732389407.
ভারতীয় সেনাবাহিনীর শারিরীক সক্ষমতার পরীক্ষা অন্যান্য শারীরিক সক্ষমতার পরীক্ষার থেকে অনেক গুণ কঠিন এবং দৌড়ে প্রথম গ্রুপে আসতে না পারলে চূড়ান্ত নির্বাচনে আপনার নাম নাও থাকতে পারে।
◼️◾◾মাঠে যাওয়ার আগে নিজেকে পরিপূর্ণ একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রস্তুত করার জন্য আজই চলে আসুন -
👉কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি👈
ইলামবাজার, বীরভূম
📞9434449407 / 9732389407
👇
মনে রাখবেন, সময় অপচয়ের অর্থ আপনি এখন থেকেই ভবিষ্যতে ব্যর্থতার বীজ বপন করছেন।
মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পর থেকেই শুরু হয় ভারতীয় সশস্ত্রবাহিনীতে যোগদানের প্রক্রিয়া। প্রস্তুতির উপযুক্ত বয়স 17 থেকে 23 বছর। এর থেকে বেশী বয়স হলে সুযোগ প্রায় নেই বললেই চলে। এখন অন্যান্য সরকারি চাকুরিতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। তাই বয়স থাকতে উপযুক্ত গাইডেন্সে নিজেকে তৈরি করুন। একাকী প্রস্তুতিতে আপনি প্রতিযোগিতার তীব্রতা অনুভব করতে পারবেন না এবং একটা সময় হতাশাগ্রস্থ হয়ে পড়বেন। তাই আপনার প্রয়োজন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে আপনি নিজেকে একজন আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে পারবেন।
সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য সরকারি সশস্ত্রবাহিনীতে যোগদানের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান----
👉Combined Sports Academy
স্থান: ইলামবাজার, বীরভূম
📞 যোগাযোগ: 9732389407 / 9434449407
➡️ আমাদের সুবিধা সমূহ:
✅ Physical Training & Nutrition Guide,
✅ Written Class,
✅ Multi Gym,
✅ Drill Parade,
✅ Psychometric Guide,
✅ Personality Development Training,
✅ Medical Test,
✅ Interview,
✅ Hostel Facilities
এবং অন্যান্য সুবিধা.
Google: https://g.co/kgs/CksXLqc
Youtube: https://youtube.com/?si=iqQzheKcvJ4DO8Tr
মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পর থেকেই শুরু হয় ভারতীয় সশস্ত্রবাহিনীতে যোগদানের প্রক্রিয়া। প্রস্তুতির উপযুক্ত বয়স 17 থেকে 23 বছর। এর থেকে বেশী বয়স হলে সুযোগ প্রায় নেই বললেই চলে। এখন অন্যান্য সরকারি চাকুরিতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। তাই বয়স থাকতে উপযুক্ত গাইডেন্সে নিজেকে তৈরি করুন। একাকী প্রস্তুতিতে আপনি প্রতিযোগিতার তীব্রতা অনুভব করতে পারবেন না এবং একটা সময় হতাশাগ্রস্থ হয়ে পড়বেন। তাই আপনার প্রয়োজন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে আপনি নিজেকে একজন আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে পারবেন।
সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য সরকারি সশস্ত্রবাহিনীতে যোগদানের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান----
👉Combined Sports Academy
স্থান: ইলামবাজার, বীরভূম।
📞 যোগাযোগ: 9732389407 / 9434449407
➡️ আমাদের সুবিধা সমূহ:
✅ Physical Training & Nutrition Guide,
✅ Written Class,
✅ Multi Gym,
✅ Drill Parade,
✅ Psychometric Guide,
✅ Personality Development Training,
✅ Medical Test,
✅ Interview,
✅ Hostel Facilities
এবং অন্যান্য সুবিধা.
Google: https://g.co/kgs/CksXLqc
Youtube: https://youtube.com/?si=iqQzheKcvJ4DO8Tr
এখন ভারতীয় সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য সরকারী সশস্ত্র বাহিনীতে চাকরির সুযোগ অন্যান্য চাকরি থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাই যদি আপনার স্বপ্ন থাকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করে দেশসেবার কাজে নিজেকে নিয়োজিত করবেন তাহলে আমাদের ফ্রী কাউন্সেলিংয়ে যোগদান করুন।
এই কাউন্সিলিংয়ের মাধ্যমে দেখা হবে আপনার উচ্চতা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন পোস্টের ক্ষেত্রে উপযুক্ত এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনার বয়স সীমার মধ্যে এই দেশ সেবার কাজে যোগ দিতে পারবেন।
এছাড়াও আপনার Pre - Medical, Psychometric Test, Communication Skills, Psychological Openess ইত্যাদি বিষয়গুলিও দেখা হবে।
তাই সময় নষ্ট না করে আজই স্কিনের ওপরে লেখা নম্বরে যোগাযোগ করে আপনার নাম নথিভুক্ত করান।
কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি
ইলামবাজার, বীরভূম
Helpline: 9732389407 / 9434449407
মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পর থেকেই শুরু হয় ভারতীয় সশস্ত্রবাহিনীতে যোগদানের প্রক্রিয়া। প্রস্তুতির উপযুক্ত বয়স 17 থেকে 23 বছর। এর থেকে বেশী বয়স হলে সুযোগ প্রায় নেই বললেই চলে। এখন অন্যান্য সরকারি চাকুরিতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম। তাই বয়স থাকতে উপযুক্ত গাইডেন্সে নিজেকে তৈরি করুন। একাকী প্রস্তুতিতে আপনি প্রতিযোগিতার তীব্রতা অনুভব করতে পারবেন না এবং একটা সময় হতাশাগ্রস্থ হয়ে পড়বেন। তাই আপনার প্রয়োজন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে আপনি নিজেকে একজন আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে পারবেন।
সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য সরকারি সশস্ত্রবাহিনীতে যোগদানের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান----
👉Combined Sports Academy
স্থান: ইলামবাজার, বীরভূম।
📞 যোগাযোগ: 9434449407
➡️ আমাদের সুবিধা সমূহ:
✅ Physical Training & Nutrition Guide,
✅ Written Class,
✅ Multi Gym,
✅ Drill Parade,
✅ Psychometric Guide,
✅ Personality Development Training,
✅ Medical Test,
✅ Interview,
✅ Hostel Facilities
এবং অন্যান্য সুবিধা.
Google: https://g.co/kgs/CksXLqc
Youtube: https://youtube.com/?si=iqQzheKcvJ4DO8Tr
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কয়েক হাজার নিয়োগ। এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা। পরে শারীরিক সক্ষমতার টেস্ট, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট।
উপযুক্ত প্রশিক্ষণের জন্য আজই যোগাযোগ করুন -
👉 কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি 👈
ইলামবাজার, বীরভূম।
📞 9434449407
আমাদের সুবিধা সমূহ: লিখিত পরীক্ষার ক্লাস, শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ, মাল্টি জিম, ইন্টারভিউ গাইড, wifi Internet, হোস্টেল ইত্যাদি।
আমাদের ছাত্র অর্জুন পাথারের মা, প্রতিমা পাথারের 2 টি কিডনি বিকল হয়ে যাওয়ায় ডায়ালাইসিস চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে সে লাবু দা কে কল করে রক্তের জন্য। সে জানায় কাল 3 ইউনিট রক্ত দেওয়া হলেও এখনো 1 ইউনিট অবশ্যই লাগবে। আমরা Burdwan Medical Collage Blood Bank - এ কল করে জানতে পারি স্টকে A+ রক্ত নেই, এমনকি বাফার স্টকেও নেই। আমরা প্রায় 6 জনকে কল করে অনুরোধ করি এই প্রয়োজনে অর্জুনের পাশে থাকার। বেশির ভাগ জন Burdwan যেতে সমস্যা হবে বলে জানায়। এহেন পরিস্থিতিতে আমরা আমাদের ছাত্র সেখ ইমন কে কল করি। সে এক কথায় রাজি হয়ে অর্জুনের সঙ্গে গিয়ে রক্ত দান করে। ইমন তোমাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমির পক্ষ থেকে। অবশ্যই তুমি একজন ভালো মানুষ বলেই ওপর এক জন মানুষের পাশে দাঁড়িয়েছো। অতীতেও এই ইমনের মত অনেক ছাত্র ছাত্রী আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাজে অংশগ্রহণ করেছে, তাদেরও আমরা বার বার স্মরণ করি। এই ভাবেই কম্বাইন্ড - এর সৌভ্রাতৃত্বের সম্পর্ক বেঁচে থাকুক তোমাদের মধ্যে, এটাই আমাদের কাম্য ঈশ্বরের কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলা থেকে বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় সেনাবাহিনীতে কয়েকশো অগ্নিবীর নিয়োগ হতে চলেছে।
বাড়িতে একা প্রস্তুতির দ্বারা আপনি নিজেকে কখনোই প্রতিযোগিতার প্রথম সারিতে আনতে সক্ষম হবেন না। তাই সময় নষ্ট না করে এই কঠিনতম সিলেকশনের তীব্র প্রস্তুতির জন্য আজই যোগাযোগ করুন -
কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি
ইলামবাজার, বীরভূম।
মনে রাখবেন, সঠিক সময়ের উপযুক্ত সিদ্ধান্ত আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।
👉 🇮🇳 কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি 🇮🇳 👈
ইলামবাজার, বীরভূম
Admission Helpline : 9434449407
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Illambazar, Birbhum
Bolpur
731214
Kendradangal Sattore Bolpur Birbhum
Bolpur, 731236
KCYS CLUB KENDRADANGAL
Bolpur, Kalikapur, Annapurna Pally. Post: Bolpur, District: Birbhum (W. B)
Bolpur, 731204
Suitable For : * Self Defence * Skill for life * Strength / Power * Speed / Agility * Flexibility / Injury prevention