𝗣 𝗨 𝗝 𝗔 ツ
Facebook এ তে একটাই আসা,
চায় তোমাদের ভালোবাসা !! 💝🙂❤️
শিক্ষা যদি হয় জাতির
মেরুদণ্ড,
তবে গীতা হলো সনাতন ধর্মের হৃদপিণ্ড,
⋆⃝𝐇𝐚𝐫𝐞➰𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚⋆⃝🙏
🙏জয় গীতা 🙏
🤔ভেবেই পচ্ছি না -
একটা ব্যক্তি কতটা ভাগ্যবান হলে,
🤗বলতে পারে -
😌 𝗛𝗮𝗿𝗲 𝗞𝗿𝗶𝘀𝗵𝗻𝗮 🙏
I Wlsh...
এখন যে আমার post টা পড়ছে..!!😊
ভগবান যেন তার মা-বাবাকে সুস্থ রাখুক।🙏
𝐻𝑎𝑟𝑒 𝑘𝑟𝑖𝑠ℎ𝑛𝑎♥️😇
—ব্যস্ত থাকলে ছেড়ে দিন বিরক্ত করব না 🥹
—Free থাকলে অনুরোধ করলাম কৃষ্ণনাম নেওয়ার
🦚 হরে কৃষ্ণ 🙏
"_ফোনের চার্জ অনুযায়ী যে কোনো একটা প্রশ্ন করতে পারো 😶😶
21%- কোথায় থাকো?
22%- প্রেম করো?
23%- বয়স কত?
24%- প্রিয় খাবার কি?
25%- তোমার স্বপ্ন কী?
26%- কোনো মেয়েকে কোনো দিন কষ্ট দিসো?
27%- বাড়ির কয় নাম্বার মেয়ে ?
28%- gf আছে?
29%- সবচেয়ে বেশি ভয় পাও কাকে?
30%- গ্রীষ্মকাল নাকি শীতকাল ভালো লাগে?
31%- পড়াশুনা কোন বিষয় ভালো লাগে?
32%- পছন্দের রং?
33%- স্কুল Student নাকি কলেজ Student?
34%- তুমি কি রিলেশনে আছো?
35%- নামাজ পড়ো?
36%- বাবার থেকে পাওয়া সেরা শিক্ষা ?
37%- তুমি কি কাউকে কোনো দিন কষ্ট দিসো?
38%- কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
39%- রান্না করতে পারো ?
40%- বয়স কতো?
41%- বাংলদেশের কোথায় থাকো?
42%- Friend হতে পারি?
43%- তোমার কেমন মেয়ে পছন্দ?
44%- জীবনে স্বপ্ন কি ?
45%- এ পযর্ন্ত কয়টা রিলেশন করছো?
46%- প্রিয় জায়গা?
47%- শখ কি ?
48%- তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিবা?
49%- কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
50%- লেখা পড়া করো?
51%কোন ক্লাস এ পড়ো?
52%- কয় ভাই বোন ?
53%- বিয়ে কবে করবা?
54%- কেমন মেয়ে বিয়ে করবা
55%- Best Friend এর নাম কি?
56%- পছন্দের জায়গার নাম কি?
57%- দেশের নাম?
58%- প্রথম ভালবাসা?
59%- রিলেশন করো নাই কোনো দিন?
60%- ঝাল/মিষ্টি পছন্দ ?
61% - প্রিয় তারিখ?
62%- ক্রাশ এর নাম?
63%- আমাকে তোমার কি মনে করো?
64%- খারাপ তারিখ?
65% - ঠান্ডা নাকি রাগী?
66%- প্রিয় বিষয়?
67%- প্রিয় বছর?
68%- জন্মদিন কবে?
69%- তুমি কি Single?
70%- তুমি Single কেন?
71%- টিকটক আইডি আছে?
72%- প্রিয় গান?
73%- প্রিয় খাবার?
74%- কিসে পড়ো?
75%- ১ লক্ষ ₹ বিনিময়ে কি gf/bf কে থাপ্পড় দিতে পারবে?
76%- bf আছে?
77% - তোমার কোন কাজ টা তোমার ভালো লাগে?
78-%-তোমার আসল নাম কি?
79%- তুমি কি কাওকে মিস করতেছো?
80%- কোথায় থাকো?
81%- পছন্দের জেলা?
82%- তুমি কি অনেক রাগী?
83%- তুমি কি প্রেম করো?
84%- দুষ্টু নাকি রাগী?
85%- বাসায় মাইর খাও কার হাতে?
86%- প্রিয় মানুষটার নাম?
87%- কি সিম ব্যবহার করো?
88%- কোন গ্রুপে পড়ো?
89%- প্রিয় সেলিব্রিটি ?
90%- I love You বললে কি করবা?
91%- রোদ না বৃষ্টি ?
92%- সবচেয়ে বড় দূর্ঘটনা?
93%- মায়ের থেকে পাওয়া সেরা শিক্ষা ?
94%- ফোনটা কার টাকায় কেনা?
95%- জীবনে বড় ভুল?
96%- কেমন আছো?
97%- ওজন কতো?
98%- বিয়ে করোনা কেন?
99%- বাড়িতে কি নামে ডাকে?"
100%-আমার সাথে প্রেম করবা?
🙂🙂
😁
সনাতন ধর্মে জম্মগ্রহণ করে যারা খুশি
শুধুমাত্র তারাই একবার বলি... 🙏🥹🙏
হরে কৃষ্ণ
- বাবার পরিশ্রমী শরীর টা দেখলে..!🥹
আবদার গুলো কেমন যেনো হারিয়ে যা..। 🥹💝😓
🌿🌿🌿🌿🌿🌿🌿🍁🌿🌿🌿🌿🌿🌿🌿
যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা ,
সেদিন টি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা ?
বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা-বলা,
সারাটি দিন কাটতো আমার জড়িয়ে তার গলা ।
বাবার হাতেই হাতে খড়ি, প্রথম পড়া লেখা,
বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা ।
আজকে বাবার চুল পেকেছে গ্রাস করেছে জড়া,
তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা ।
বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি-
আজো তাকে আগের মতোই অনেক ভালোবাসি ।
#বাবা ❤️
-বাবা ইতিহাসের পাতায় এক মহানায়ক..!🖤🌸
-ভালো থাকুক পৃথিবীর সকল বাবা 🤲🥰🥀
🌼☘️যেখানে প্রেম সেখানেই শক্তি☘️🌼
❤️☘️যেখানে শিব সেখানেই মুক্তি☘️❤️
🙏🔱ওম নমঃ শিবায়🔱🙏
🙏❣️🙏হর হর মহাদেব 🙏❣️🙏
📸----👇----📸
𝗣 𝗨 𝗝 𝗔 ツ
Please Support -🔴
😂😂😂😂😂😂
#মশা -
Choose One Colour -
⬇️
💜🤎💛❤️💙🤍💚🧡
আমি :- পরীক্ষায় পাস করে দাও মা -- 🥴🙏🥴
মা : -- ↪️😣 ⬇️ 😣↩️
14 February নয়, 18 February অপেক্ষায় আছি ..😍😘
Valentine 🌹 এর জন্য না , মহা শিবরাত্রির অপেক্ষা করছি !!
Har Har Mahadev 🙏❣️🙏
এই অমবস্যা মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য তর্পণ করা হয়। এই বিশেষ দিনে পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তি ও পাওয়া যায়।
১. জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই দিন যদি কেউ উপবাস করেন তাহলে তার জীবনে সর্বদাই সাফল্য লেগে থাকে। শনি অমাবস্যা বা মৌনী শনিশ্চর অমাবস্যা নামেও পরিচিত। এই মৌনী অমাবস্যার দিন খুবই গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে মা গঙ্গার ত্রিবেণী সঙ্গম উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই দিন গঙ্গাস্নান করা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।
২. ২১ জানুয়ারি মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, সেদিনই শনিবার পূর্বাষাঢ়া নক্ষত্রের পর উত্তরষাড়া নক্ষত্র, চতুর্দশ নক্ষত্র ও ধনু রাশির পর মকরে চন্দ্রের উপস্থিতি সকল রাশির সমস্ত ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলবে। এই উত্তরায়নের কারণে এই মৌনী অমাবস্যা খুব শুভ হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে।
৩. জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই বিশেষ দিনে উপাসনা ও ধর্মীয় কাজ করা খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনি তীর্থযাত্রাতেও যেতে পারেন। ত্রিবেণীতে অবস্থিত প্রাচীন নবগ্রহ শনি মন্দিরে গিয়ে ত্রিবেণী সঙ্গমের পুজো দিয়ে যদি আপনি মনোবাসনা করেন সেই মনোবাসনা আপনার অবশ্যই পূরণ হবে এবং শনিদেবের বিশেষ কৃপা পাবেন আপনি।
৪.এই বছর মৌনী অমাবস্যা বিশেষ কাকতালীয় হতে চলেছে। তার কারণ আড়াই বছর পর শনি তার ঘর পরিবর্তন করছে ও বাঁকা অবস্থায় বা কখনও সরল পথেই তিনি হাটা চলা করবেন। এই কারণে এই মৌনী অমাবস্যা অত্যন্ত শুভ হবে।
৫. ত্রিশ বছর এই রাশিতে প্রবেশ করবে শনি সূর্য শুক্র মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি বিশেষ যোগের সৃষ্টি হবে। এই যোগের প্রভাব কিন্তু সকল রাশির উপরে পড়বে।
৬.কুম্ভ রাশিতে শনির প্রবেশ করবে প্রায় ৩০ বছর পর। আর তৈরি হবে মৌনী হবে। তাই মৌনী অমাবস্যা খুব বিশেষ হতে চলেছে। এ সময় যদি আপনি তীর্থযাত্রায় যান বা কাউকে কোন কিছু দান করেন তার শুভ ফলই পাবেন আপনি।
৭. আপনি গরু, পিঁপড়া বা পাখিকেও খাবার দিতে পারেন। যার ফলে মানুষ মৃত্যুর পর মোক্ষ লাভ করে।
এই বছরের মৌনী অমাবস্যা ২১ জানুয়ারি হবে। এবারের অমাবস্যা খুবই বিশেষ হতে চলেছে। আসলে সেই দিনটি শনিবার অর্থাৎ ন্যায়ের দেবতা শনিদেবের দিন। শনিদেব ৩০ বছর পর কুম্ভ রাশিতে গমন করেছেন, যার কারণে এবার মৌনী অমাবস্যায় একটি বিশেষ কাকতালীয় যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, শুক্র ও শনির মকর রাশিতে যুক্ত হওয়ার কারণে খপ্পর যোগ তৈরি হচ্ছে। কথিত আছে যে মৌনী অমাবস্যার দিনে দান, স্নান, পূজা পাঠ এবং ভগবত গীতা পাঠ বিশেষ পুণ্য লাভ করে।
____________________________________________
Follow Me Everyone Please 🙏❣️🙏
💥👉👉👉 @𝗣 𝗨 𝗝 𝗔 ツ
Please Support -- 💖🙏💖
🙂🤭😍😅
😌🥀❤️
💖💖💖💖💖💖🙈🙈🙈🙈🙈🙈
❤️❤️❤️❤️😌❤️❤️❤️❤️❤️
My Dream Life 😌🪴❤️
😩😣💔😔😔
😣😩😣😖
💖বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে
😌 দেখাশোনা !🥀💫
তারে আমার আমার
মনে করি ❤️
আমার হয়ে
আর হয়লো না !!🥀💫🙂
🥀💫💖
স্বপ্নের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা।
আজ গান বেধেছি তোমার দেয়া সূরে।
তবুও তুমি আছো আমার অন্তর জুড়ে।
আর, ভালোবাসি মেঘলা নদীর কুল। 🙂🥀🌻
- - --- 🙂- - - -
ভূত চতুর্দশীর (bhoot chaturdashi) পর দিন দীপান্বিতা অমাবস্যা (dipanwita amavasya)। মহাশক্তি মা কালীর পূজার (kali puja) দিন ।
আমাদের এই দেহ পঞ্চভূতের সমষ্টি। আকাশ, ভূমি, জল, অনল, পবন । দেহান্তে শ্মশানে দেহ দাহ হলে এই শরীর পঞ্চভূতে বিলীন হয় । সুতরাং এই পঞ্চভূতের শরীর কে নশ্বর জ্ঞানে এই দিনটি পবিত্র ভাবে থেকে চৌদ্দ শাক ভক্ষণ করে, সন্ধ্যায় ধর্মরাজের নামে প্রদীপ উৎসর্গ করে পরের দিন মা কালীর উপাসনায় ব্রতী হবার শিক্ষা দেয়।
মা কালীর পূজায় বাংলার ঘরে ঘরে জ্বলে উঠে মাটির প্রদীপ। যেনো সমস্ত অন্ধকার ভেদ করে সকলে মগ্ন হয় আলোর তপস্যায়।
💛❤️🧡💙💚💜🤎
এই শুভক্ষণে সবাইকে জানাই শুভ দীপাবলীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা !!
যে যা বলবে বলুক --😁😁
আজকে যত কষ্টই হোক না কেন খাবোই ফুচকা --😍😍😍😍😍😍😍😍😍😍
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা--😉
Happy Diwali🕯🥰 Happy Diwali🕯
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Bolpur
731302
Boro Simulia To Bolpur
Bolpur, 731240
Hi I'm Amit Biswas from bolpur.welcome to my page. Here you can see a different types of video that I
Sahalampur, Labpur, Birbhum
Bolpur, 731303
hlo dosto. es page par apko facebook se paise kamane ke bare me bataunga.. keep follow..