Saheed Shib Sankar Seba Samity, Burdwan
A NGO to serve the human community
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য সেবামূলক প্রতিষ্ঠান বর্ধমানের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারকে আরও উন্নত মানের করার জন্য অর্থের প্রয়োজন, এই উদ্যোগকে সফল করতে পরিচালক মন্ডলীর প্রাক্তন সদস্য প্রয়াত মৃদুল সেনের জন্মদিনে তার স্মৃতিতে ওনার স্ত্রী অধ্যাপিকা স্বপ্না সেন ২৫ হাজার টাকার চেক তুলে দিলেন সেবা সমিতির অছি পরিষদের সদস্য শ্রী জনার্দন রায়ের হাতে, উপস্থিত ছিলেন সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক, যুগ্মসম্পাদক ডাঃ গীস্পতি চক্রবর্তী, শ্রী দেবমাল্য ঘোষ, সন্দীপ মান্না সহ সমিতির অন্যান্য কর্মীবৃন্দ। উল্লেখ্য এর আগেও উনি আর্থিক সহযোগিতা করছেন।
সেবা সমিতির পক্ষ থেকে সম্পাদক ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
* আমাদের আবেদন আগামীদিনে সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই উদ্যোগকে আরো উন্নত করার জন্য।
তীব্র গরমে রক্তের সংকট চলছে সারা রাজ্যে।
আজ শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারে ইন হাউস ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়। ৩ জন মহিলা সহ মোট ১৪ জন রক্ত দিয়ে সাহায্য করেন। সেবা সমিতির কর্মী অক্ষয় দাস উদ্যোগ নেন। সম্পাদক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে আরো ইন হাউস ব্লাড ক্যাম্পের আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ ৬ই এপ্রিল ২০২৪, শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে স্বাস্থ্য ও মানুষ পত্রিকা প্রকাশনার পক্ষ থেকে একটি গ্ৰন্থ প্রকাশ করা হয় আজকের অনুষ্ঠানে - "শিবশঙ্কর সেবা সমিতি ও বর্ধমান মেডিক্যাল কলেজের জনস্বাস্থ্য প্রসার কর্মসূচির ২৫বছরের ইতিহাস" নামে এই গ্ৰন্থটির লেখক প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিজয় মুখার্জি। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল। আজকের এই গ্ৰন্থপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ স্বপন বণিক, ডাঃ সুধাকর মন্ডল, ডাঃ নিতাই প্রামানিক, ডাঃ অরিন্দম চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য ডঃ অরবিন্দ দাস, শিক্ষাবিদ অরিন্দম কোঙার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই গ্ৰন্থ প্রকাশের জন্য শহীদ শিবশঙ্কর সেবা সমিতির অছি পরিষদের সভাপতি মাননীয় ধীরেন্দ্রনাথ সুর মহাশয় ১৫০০০/ টাকা দান করেন। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে না পারার জন্য একটি চিঠি পাঠান সম্পাদক ডঃ সম্বরন প্রামানিককে, উনি সভায় চিঠিটি পাঠ করেন।
এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু: "এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা - আমার স্বাস্থ্য আমার অধিকার" - আলোচক ছিলেন ডাঃ সুবর্ণ গোস্বামী, উপমুখ্যস্বাস্থ্য আধিকারিক,পূর্ব বর্ধমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় তিনি বলেন আমাদের স্বাস্থ্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হচ্ছে। বেসরকারি সংস্থা গুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান কার্ড ইত্যাদি মোড়কে বেসরকারি বিমাকোম্পানিগুলিকে ব্যবসা করার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনের তুলনায় হাসপাতাল, চিকিৎসক, বেড, উপস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা কম। মানুষকে বাধ্য করা হচ্ছে বেসরকারি সংস্থায় চিকিৎসা নিতে। মানুষের স্বাস্থ্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে।
এই বইটির বিনিময় মূল্য ২০টাকা। উপস্থিত শ্রোতাদের অনেকেই এই গ্ৰন্থ সংগ্ৰহ করেন।
স্বাস্থ্য ও মানুষ পত্রিকার শ্রীবৃদ্ধিকল্পে অধ্যাপক সুব্রত মন্ডল শহীদ শিবশংকর সেবা সমিতির সম্পাদক ড. সম্বরণ প্রামানিকের হাতে ৫০০০/- টাকার চেক তুলে দিলেন। উপস্থিত ছিলেন সহ সম্পাদক সমীর তরফদার এবং দেবমাল্য ঘোষ।
সম্পাদক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে আরো সহায়তা পাবেন এই আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য ও মানুষ পত্রিকার মার্চ সংখ্যার প্রকাশ
২৯.৩.২০২৪ বিকেল ৪টায় শহিদ শিবশঙ্কর সেবা সমিতিতে স্বাস্থ্য ও মানুষ পত্রিকার বর্ষ ৩৯ সংখ্যা ২, জানুয়ারি - মার্চ ২০২৪, আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল। এই সংখ্যার মূল ভাবনা 'স্বাধীনতা - পরবর্তী জনস্বাস্থ্য চিত্র'। এই সংখ্যায় লিখেছেন ডাঃ বিজয় মুখার্জী, ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ ফুয়াদ হালিম, ডাঃ মৃণাল ঘোষ, ডাঃ অরিন্দম চক্রবর্তী, ডাঃ তুষার কান্তি বটব্যাল, ড. সুবিমল চ্যাটার্জি, ডাঃ পবিত্র গোস্বামী, ড. সুব্রত মন্ডল, ডাঃ শংকর নাথ, ডাঃ দিব্যেন্দু রায়, ডাঃ মৌমিতা চ্যাটার্জি, ডাঃ গৌতম সাহা, ডাঃ গীস্পতি চক্রবর্তী।
আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ তুষার কান্তি বটব্যাল, ড. অরবিন্দ দাশ, ডাঃ গীস্পতি চক্রবর্তী, ডাঃ স্বপন বনিক, ড. সম্বরণ প্রামাণিক , ধীরেন্দ্রনাথ সুর, অরূপ হালদার, সমীর তরফদার এবং সেবা সমিতির কর্মীবৃন্দ।
বিশ্ব গ্লুকোমা সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ ১২.০৩.২০২৪ শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ডাঃ দিব্যেন্দু রায়ের সহায়তায় এই চক্ষু পরীক্ষা শিবিরে রেটিনা পরীক্ষা, গ্লুকোমা পরীক্ষার ব্যবস্থা করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এই চক্ষু পরীক্ষা শিবিরে ৯২ জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয় হয়। বিকাল ৫-৩০ মিঃ পর্যন্ত এই শিবির চলে। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি জন্মলগ্ন থেকে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এই ধরনের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে আসছে এবং মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। আগামী দিনে আরো শিবিরের আয়োজন করা হবে।
শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে ০৩.০৩.২০২৪ (রবিবার) বর্ধমান শহরের ৩৫নং ওয়ার্ড কোড়া পাড়ায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সহসম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী ও ডাঃ আসিফের সহায়তায় এই স্বাস্থ্য শিবির পরিচালিত হয়। শ্রমজীবী পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই শিবিরে খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকে ন্যূনতম ৫ দিনের ওষুধ দেওয়া হয়। ৩৫ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষে অছি পরিষদ সদস্য অরুপ হালদার, তপোব্রত মন্ডল, অক্ষয় দাস, পার্থ গোস্বামী এই শিবিরে সহায়তা করেন। স্থানীয় প্রগতিশীল মানুষের উপস্থিতিতে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রানবন্ত হয়ে উঠে।
আজ বর্ধমানের All India Postal Employees'Union এর ভবনে পূর্ব বর্ধমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমিতি সমুহের কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারের সহায়তায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে মোট 61 জন রক্ত দান করেন। তার মধ্যে চারজন মহিলা কর্মচারী ছিলেন। উদ্যোক্তা দের পক্ষে অভিষেক দে, শিবশঙ্কর দাস সামসুদ্দিন মিদ্দ্যা পোস্টাল ইউনিয়ন এর তরফে উপস্থিত ছিলেন। RMS এর পক্ষে সত্য সরকার, অভিষেক ঘোষ, আয়কর দপ্তরের পক্ষে নির্মাল্য যশ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবা সমিতির পক্ষে সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক, সহসম্পাদক সমীর তরফদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে আরো সহায়তা পাবেন এই আশা প্রকাশ করেন।
৭৫ তম প্রজাতন্ত্র দিবসে কুকুরা ডি.ওয়াই.এফ.আই শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন রশ্মি ব্লাড সেন্টারের এডভাইসর ডাঃ তপন কুমার ঘোষ, উপস্থিত ছিলেন শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্টজন। সম্পাদক আয়োজকদের পক্ষে সুকান্ত পালের হাতে শংসাপত্র তুলে দেন এবং গ্রীষ্মকালে রক্ত দান শিবিরের জন্য অনুরোধ করেন। মোট ৬৪ জন রক্ত দান করেন, সকল রক্তদাতাদের শংসাপত্র ও মেহগনি গাছের চারা দেওয়া হয়।
এছাড়াও এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি ও গান অনুষ্ঠিত হয় এবং দুঃস্থদের কম্বল বিতরণ করা হয়। সম্পাদক শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।
আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হয় শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে। পতাকা উত্তোলন করেন অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী মহাশয়। তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন ও সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। উপস্থিত ASHA কর্মীদের পক্ষ থেকে সমবেত সংগীত, আবৃত্তি, একক সংগীত ও আঞ্চলিক ভাষায় (সাঁওতালি) সংগীত পরিবেশন করেন। অত্যন্ত মনোরম পরিবেশে আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ত্রৈমাসিক পত্রিকা "স্বাস্থ্য ও মানুষ" এর বিশেষ সংখ্যা "আন্তর্জাতিক কন্যা শিশু দিবস " প্রকাশ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ৩০.১২.২৩ সেবা সদনে। সভাপতিত্ব করেন ডাঃ তুষার কান্তি বটব্যাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ডাঃ গৌতম সাহা।পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক রত্না রশীদ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ পল্লবী মাজি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী। আলোচনার বিষয়বস্তু ছিল "ঐতিহাসিক ও বস্তুগত বিশ্লেষণে কন্যা ভ্রূণ হত্যা"। ডাঃ সুবর্ণ গোস্বামী এবং ডাঃ পল্লবী মাজি আমাদের দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কন্যা ভ্রূণ হত্যার ঐতিহাসিক প্রেক্ষাপট ও তার বস্তুগত বিশ্লেষণ করেন। আমাদের দেশে এই বিষয়ে কন্যা সন্তান রক্ষার জন্য আইনি দিকগুলি আলোচনা করেন। পুরুষতান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কন্যা ভ্রূণ হত্যার জন্য দায়ী বলে তাঁরা বস্তুবাদী বিশ্লেষণ করেন।
আগামী একবছর কন্যা সন্তান রক্ষার জন্য সামাজিক
সচেতনতা বৃদ্ধির জন্য শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে বিশেষ করে ছাত্রী স্কুলে কর্মসূচি পালন করবে বলে সভায় সিদ্ধান্ত গ্ৰহন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় ধীরেন্দ্রনাথ সুর, সাইদুল হক, অধ্যাপক অরবিন্দ দাস, অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী, জনার্দন রায়, অধ্যাপক সুকৃতি ঘোষাল,ডাঃ প্রিয়াঙ্কা দেবনাথ, অরুপ হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় শতাধিক মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। পত্রিকার সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী এই আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান ভূমিকা পালন করেন। ডঃ সম্বরন প্রামানিক সকলকে ধন্যবাদ জানান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল।
শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে আজ ২৮শে ডিসেম্বর ২০২৩, বিনামূল্যে চোখের রেটিনা পরীক্ষা, গ্লুকোমা পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বর্ধমান শহরের বিভিন্ন এলাকার ১২৬ জন দুস্থ মানুষের উক্ত পরীক্ষাগুলো করা হয় ও বিনামূল্যে ওসুধ দেওয়া হয়। চিকিৎসা পরিষেবা যখন পন্যে পরিণত করার চেষ্টা হচ্ছে, তার বিপরীতে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসক দের সহায়তায় মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে দীর্ঘ ৪৫বছর ধরে। আমরা এই কাজ করতে পেরে আনন্দিত ও গর্বিত। আগামী দিনে আরো এই ধরনের ক্যাম্প করা হবে।
ডাঃ দিব্যেন্দু রায় ও তার সহযোগী বন্ধুদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই।
"নতুন চিঠিপত্রিকা" প্রকাশনার পক্ষ থেকে অধ্যাপক শান্তনু কুমার ঘোষ প্রণীত "প্রকৃতি, মানুষ ও বিবর্তিত বাজার ব্যবস্থা" গ্ৰন্থটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমিত মল্লিক মহাশয়। এই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক রত্না রশীদ ব্যানার্জী ওনার মা লক্ষ্মী ব্যানার্জী ও বাবা অনুপম ব্যানার্জীর স্মৃতির উদ্দেশ্যে রশ্মি ব্লাড সেন্টারের আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক ও সংস্থার অছি পরিষদের সদস্য জনার্দন রায়ের হাতে কুড়ি হাজার টাকার চেক প্রদান করেন। আজকের এই গ্ৰন্থপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন চিঠি পত্রিকার সম্পাদক অধ্যাপক জ্যোর্তিময় ভট্টাচার্য্য,ডাঃ গীষ্পতি চক্রবর্তী, অধ্যাপক সাইদুল হক, অধ্যাপক শান্তনু ঘোষ, অধ্যাপক সুকৃতি ঘোষাল, অধ্যাপক অরিন্দম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্ৰ গ্ৰন্থপ্রকাশ অনুষ্ঠানটি নতুন চিঠি'পত্রিকার পক্ষ থেকে পরিচালনা করা হয়।
শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে সাহিত্যিক রত্না রশীদ ব্যানার্জী মহাশয়াকে ধন্যবাদ জানাই।
আজ প্রয়াত অধ্যাপক কল্যান ভট্টাচার্যের স্মরণে তাঁর সহধর্মিণী অধ্যাপিকা কল্যানী ভট্টাচার্য শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারের উন্নয়ন কল্পে তাঁর বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেন সেবা সমিতির সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যালের হাতে। উপস্থিত ছিলেন সংস্থার অছি পরিষদের সভাপতি মাননীয় ধীরেন্দ্রনাথ সুর ও সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক, সহ সম্পাদক সমীর তরফদার, পার্থ গোস্বামী এবং অধ্যাপক জ্যোর্তিময় ভট্টাচার্য সহ পরিবারের সদস্যরা। উল্লেখ্য গত বছর(২০২২সালে) শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উন্নয়নের জন্য আধ্যাপিকা কল্যানী ভট্টাচার্য্য তিরিশ হাজার টাকা দান করেছিলেন।
আজ একই অনুষ্ঠানে ডাঃ তুষার কান্তি বটব্যাল 'নতুন চিঠি' পত্রিকার উন্নয়নে কুড়ি হাজার টাকা তুলে দেন পত্রিকার সম্পাদক অধ্যাপক জ্যোর্তিময় ভট্টাচার্য্যের হাতে।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য সেবামূলক প্রতিষ্ঠান বর্ধমানের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারকে আরও উন্নত মানের করা হয়েছে। কম্পোনেন্ট সেপারেশন ইউনিট এর জন্য যে বিপুল পরিমাণ অর্থ দরকার সেই কাজে এগিয়ে এলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মী শ্রী অরুণ মজুমদার এবং শ্রীমতী কৃষ্ণা মজুমদার। আজ তাঁরা 50 হাজার টাকার চেক্ সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক এর হাতে তুলে দিলেন, উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক ডাঃ গীস্পতি চক্রবর্তী, সহসম্পাদক ডাঃ সুধাকর মন্ডল, ডাঃ দিবেন্দু রায়।
* আমাদের আবেদন আগামী দিনে আরো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই উদ্যোগ কে সফল করতে।
Sambaran Pramanik , Halder
ফকির চন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্ৰন্থাগারের উদ্যোগে শিশু দিবস উপলক্ষে আজ ২৬.১১.২৩ বিকাল ৩টায় শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় শতাধিক শিশু ও কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিশিষ্ট চিত্রশিল্পী বিশ্বনাথ দে বিচারকের দায়িত্ব পালন করেন।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রারম্ভে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ মন্টু সাহা রশ্মি ব্লাড সেন্টারের উন্নয়ন কল্পে দশ হাজার টাকা দান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল, সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক, শিক্ষাবিদ অরিন্দম কোনার, অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী,ডাঃ গীষ্পতি চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাকিরুল ইসলাম।
শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারের ব্লাড কম্পোনেন্ট ও সেপারেশন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এতে এক ইউনিট রক্ত প্রয়োজনে চারজন রোগীকে দেওয়া সম্ভব হবে। উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ ফুয়াদ হালিম। কম্পোনেন্ট ও সেপারেশন সংশ্লিষ্ট যন্ত্র ও তার ব্যবহার পদ্ধতি বিষয়ে বিশদে আলোকপাত করেন ডাঃ তপন কুমার ঘোষ।এছাড়া উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ভুষসী প্রশংসা করে বলেন জনস্বাস্থ্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সংস্থা। অনুষ্ঠানের উদ্বোধক ডাঃ ফুয়াদ হালিম রক্তদান আন্দোলনের ইতিহাস আলোচনা করেন।ব্যাবসায়িক স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি যে ভূমিকা পালন করছে তা দৃষ্টান্তস্বরুপ।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার শ্রী সঞ্জয় কুমার সিং তার বক্তব্যে শহীদ শিবশঙ্কর সেবা সমিতিকে সর্বোতভাবে সাহায্য করার আশ্বাস দেন। জনসেবার কাজে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ভূমিকার প্রশংসা করেন। সংস্থার সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল সকলকে অভিনন্দন জানিয়ে বলেন অনেকদিনের ইচ্ছা আজ সকলের সহযোগিতায় পূরন করা সম্ভব হয়েছে। সেবা সমিতির কাজ ই হলো By the People, For the People,Of the People , সেবা সমিতির সকল কর্মীবৃন্দ, বন্ধু দের তিনি অভিনন্দন জানান। সংস্থার সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন। যারা অর্থ সাহায্য করে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংস্থার অছি পরিষদের সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ সুর, অমল হালদার, তাপস সরকার,যুগ্ম সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ সুবোধ ভট্টাচার্য,ডাঃ সুধাকর মন্ডল, ডাঃ মৃনাল কান্তি ঘোষ, ডাঃ শুভাশীষ কুমার, অধ্যাপক অরবিন্দ দাস, অধ্যাপক ষোড়শী মোহন দাঁ, অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী,অধ্যাপক দেব নারায়ন চ্যাটার্জী, সৈয়দ হোসেন, অপূর্ব চ্যাটার্জী সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডাঃ গৌতম সাহা।
স্বাস্থ্য ও মানুষ পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকলের সহযোগিতায় রশ্মি ব্লাড সেন্টারের কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভ উদ্বোধন। সবারে করি আহ্বান।
People's Relief Committee র ৮০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলায় শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে এক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় আজ ২৪.০৯.২০২৩ তারিখে বেলা ১০.০০টায়। বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে ৪২জন স্বেচ্ছাসেবক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের রাজনীতি ও অর্থনীতি এবং ওষুধের দাম - এই বিষয়ে আলোচনা করেন ডাঃ ফুয়াদ হালিম, ডাঃ নির্মাল্য দাস,শ্রী চন্দ্রনাথ ব্যানার্জী ও ডাঃ সত্যজিৎ চক্রবর্তী। চারটি গ্ৰুপে বিভক্ত হয়ে প্রতিনিধি রা তাদের বক্তব্য/ মতামত ব্যক্ত করেন। শহীদ শিবশঙ্কর সেবা সমিতির অছি পরিষদের সদস্য মাননীয় অমল হালদার, তাপস সরকার, শ্রী ধীরেন্দ্রনাথ সুর, সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল, সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক,যুগ্ম সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ মৃণাল কান্তি ঘোষ, ডাঃ স্বপন বনিক, ডাঃ সুধাকর মন্ডল , ডাঃ অর্চনা সাহা, জনার্দন রায়, অপূর্ব চ্যাটার্জী, অরুপ হালদার, সমীর তরফদার সহ সেবা সমিতির সকল কর্মীবৃন্দ এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন।
Rashmi Blood Centre এর উন্নয়ন কল্পে আজ বড়নীলপুরের বাসিন্দা ও প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী দেবাশীষ সেন ও শিক্ষিকা অরুন্ধতী সেন অছি পরিশষদের সদস্য শ্রী অমল হালদার মহাশয়ের হাতে ২৫০০০/-টাকার চেক্ তুলে দেন। আমরা শ্রী দেবাশীষ সেন ও অরুন্ধতী সেন কে অসংখ্য ধন্যবাদ জানাই।
শহীদ কমল গায়েনের সহধর্মিনী কাকলি গায়েনের স্মৃতিতে People's Releif Committee, কলকাতা;৮০ বছর পূর্তি উপলক্ষে উজ্জ্বল রায়(কাকলি গায়েনের ভাই) ১৫০০০/-টাকা দান করেন। আজ শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে এক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় People's Releif Committee র সম্পাদক ডক্টর ফুয়াদ হালিমের হাতে এই অর্থ তুলে দেন ।
শহীদ শিবশংকর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারে এর উন্নয়ন কল্পে আজ বড়নীলপুরের বাসিন্দা ও প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী দেবাশীষ সেন ও শিক্ষিকা অরুন্ধতী সেন অছি পরিশষদের সদস্য শ্রী অমল হালদার মহাশয়ের হাতে ২৫০০০/-টাকার চেক্ তুলে দেন। উপস্থিত ছিলেন সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক, ডাঃ গীস্পতি চক্রবর্তী, শ্রী তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী ও জনার্দন রায়। আমরা শ্রী দেবাশীষ সেন ও অরুন্ধতী সেন কে অসংখ্য ধন্যবাদ জানাই।
আজ শহীদ শিবশঙ্কর সেবা সমিতির অনুরাগী, বর্ধমান উইলবাড়ী এলাকার বাসিন্দা ও অভিরামপুর বি এড কলেজের অধ্যক্ষা মাননীয়া ছায়া আশ মহাশয়া, রশ্মি ব্লাড সেন্টারের উন্নয়নের জন্য ১০,০০০/- টাকার চেক সংস্থার সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিকের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন সংস্থার সহ সম্পাদক সমীর তরফদার, পার্থ গোস্বামী, শুভাশীষ রুদ্র এবং সমিতির অন্যান্য কর্মীবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি বিষয়ক একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৯.৮.২৩ তারিখে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে সমিতি ভবনে বিকাল ৪টায়। শহরের রেড ভলেন্টিয়ার্সদের নিয়ে এবং উৎসাহী নাগরিক সমাজের উপস্থিতিতে এই আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন ডেপুটি CMOH-ll পূর্ববর্ধমান, ডাঃ সুবর্ণ গোস্বামী। ডেঙ্গু রোগের লক্ষণ, বিস্তার, চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে অত্যন্ত সহজ ভাষায় মনোজ্ঞ আলোচনা করেন ডাঃ সুবর্ণ গোস্বামী। জ্বর হলে কিছু লক্ষণের কথা তিনি উল্লেখ করে বলেন চিকিৎসার জন্য রক্ত পরীক্ষা ও প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। মুখ্যত স্ত্রী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এরজন্য মানুষের সচেতনতা ও রাষ্ট্রের সৎ ইচ্ছা থাকা দরকার। নিছক গাপ্পি মাছ পুকুরে বা নর্দমায় ফেলে অথবা উপযুক্ত ট্রেনিং না দিয়ে কিছু বেকার ছেলেকে যথাযথ পারিশ্রমিক না দিয়ে বাড়ী বাড়ী সার্ভে করিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। বিজ্ঞান সন্মত উপায়ে চিকিৎসা বিজ্ঞান কে অবলম্বন করে এবং অবশ্যই শ্রেনীদৃষ্টিতে ডেঙ্গু প্রতিরোধে সরকার কে কাজ করতে হবে বলে তিনি জানান।
ডাঃ গোস্বামীর আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে বেশ কয়েকটি বিষয় আলোচিত হয়।
আলোচনা সভার শুরুতে যুগ্ম সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী জনস্বাস্থ্য আন্দোলনে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ভূমিকার কথা আলোচনা করেন।
এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন অছি পরিষদের সদস্য মাননীয় ধীরেন্দ্রনাথ সুর, তাপস সরকার, পরিচালন সমিতির সদস্য ডাঃ সুবোধ ভট্টাচার্য, ডাঃ সুধাকর মন্ডল, অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী, অধ্যাপক সাইদুল হক,সমীর তরফদার, জনার্দন রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব।
প্রশ্নোত্তর পর্ব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল।
যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতার ৭৭ তম দিবস পালিত হয় শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত ASHA কর্মীবৃন্দ। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাঃ তুষার কান্তি বটব্যাল। এরপর সকলকে মিষ্টি মুখ করিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সম্পাদক ডঃ সম্বরন প্রামানিক। উপস্থিত ছিলেন অধ্যাপক অরবিন্দ দাস, অধ্যাপক সাইদুল হক, অধ্যাপক বিশ্বদেব চক্রবর্তী এবং সেবা সমিতির কর্মীবৃন্দ।
চারিদিকে যখন রক্তের জন্য হাহাকার, প্রত্যেকটি ব্লাড সেন্টার রক্ত শূন্য। সেই সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আজ ২৪ জুলাই, ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে ৭০ এর দশকের শহিদ বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্র ও sfi কর্মী শহিদ কমরেড নিত্য পালের ৫২ তম শহিদ দিবসে বর্ধমান জেলা দপ্তরে রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়। ৪৫ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দেন তার মধ্যে ১৯ জন ছাত্রী । রক্তদান শিবিরে রক্তদাতাদের পরিবেশ বাঁচানোর অঙ্গীকারে একটি করে গাছ দেওয়া হয়, এদিন এই কর্মসূচিতে sfi এর বর্তমান কর্মী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বহু প্রাক্তনী, এদিন এই কর্মসূচিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন sfi এর প্রাক্তন নেতৃত্ব অপূর্ব চ্যাটার্জি , অমল হালদার , তাপস সরকার সহ অন্যান্য প্রাক্তন নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী, সভাপতি প্রবীর ভৌমিক ও সংগঠনের একাধিক প্রাক্তনীরা।
শহীদ শিবশংকর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টার এই রক্ত দান কর্মসূচিতে সহযোগিতা করে।
১৬জুলাই সন্ধ্যায় ফকিরচন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে শহীদ শিবশংকর সেবা সমিতিতে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আবৃত্তি পরিবেশন করছেন শ্রী দেবেশ ঠাকুর মহাশয়
আজ ১৬জুলাই সন্ধ্যায় ফকিরচন্দ্র রায় স্মৃতি সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে শহীদ শিবশংকর সেবা সমিতিতে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Address
Burdwan
713104
104 No. Dhokra Sahid , P. O/Nutanganj
Burdwan, 713102
Provide best Diet Tips to reach your personal fitness goals. Provide Customized Diet Chart for every
49, BB Ghosh Road Parkasa Road More, Opp Sacred Heart Church, Khosbagan
Burdwan, 713103
Dr. Piles Free is an effective ayurvedic medicine for piles that specializes to cure bleeding as well
Astha Medical Centre, Khoshbagan
Burdwan, 713101
an attempt to make people aware of the best in health and common mis-conceptions in health issues.
Shyam Sayar (East), Khosbagan, Purba Bardhaman
Burdwan, 713101
“Equalize” - Know your Status : Be Smart, Get Tested & Let's Stop HIV together
Nababhat Beside 108 Shiva Mandir
Burdwan, 713104
Slim Strong Salubrious is a Healthcare, Wellness care Brand, helps you to Lose Weight and Inches through Diet, Exercise, Genetics, Slimming Appliances & Therapeutic Massages.
ASANSOL DURGAPUR
Burdwan
Alcohol de addiction G***a de addiction and anything de addiction centre
Raniganj
Burdwan, 713347
Join Health and wellness community with fitcoachshubhlaxmi enjoy healthy lifestyle.
Jamalpur
Burdwan, 713408
The Information of this Page will must help to Revive/Survive the life of Parkinson Patients.