বঙ্গোস্টিকা - Bongostica
Nearby media companies
KOLKATA 743370
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 711303
KOLKATA 700039
KOLKATA
jahirsekh8617@gmail. com, KOLKATA
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700034
KOLKATA 700011
KOLKATA 700011
শুধু প্রতিভা বিকাশের ক্ষেত্র নয় সাহিত্য ছড়িয়ে পড়ুক,শিল্প ছড়িয়ে পড়ুক,সব শিল্পই পৃথিবীর,নিজের না
শিরোনাম - স্বপ্নের আবেগ
কলমে - প্রতিমা পাল
১৭.১২.২৩
তুমি ছিলে আমার কল্পনায়
আর অনুভবে মনে
ছিলে স্বপ্নলোকে কিছু ভাবনায়
হৃদয়ের এক কোণে।
ভাবতে ভাবতে চেয়ে দেখি
হঠাৎ একদিন সন্মুখে
স্বপ্ন কি তাহলে সত্যিই হলো
আলতো দাঁড়িভরা হাসিমুখে।
চমকে উঠে সাহসে উঠে বলি
আরে - তুমি! এসো বন্ধু
ভাবিনি হঠাৎ এসে চমকে দেবে
অজান্তেই যেন সাগর সিন্ধু।
দুবাহু ডোরে বাড়িতে দিলাম হাত
সহসায় এক নিমেষের মতো
মনের কাকলি ফুটিয়ে তুললে
স্বপ্নে ছিল আমার যত।
তুমি আঁধার ঘরের ছিলে স্বপ্ন
ফোটালে জোৎস্নায় ঝিকিমিকি
তুমি পূর্ণিমার চাঁদ হয়ে এলে
নরম হলো কঠিন মরুভূমি।
বালুকা বেলায় গোধূলি লগ্নে
ফুটে উঠেছে লাল রঙে
তুমি স্বপ্নের আলেয়ার আলাদিন
ঝলসেছে পূর্ণ শশী সঙ্গে।
তুমি কি জানো কভু প্রিয়তম
স্বপ্নে ছিলে রামধনু রঙ এঁকে
কখনো ভেবেছি কখনো গড়েছি
কখনো স্বপ্ন ভেঙ্গেছি এঁকেবেঁকে।
স্বপ্ন আমার সত্যি হলো আজ
তোমাকে খুব কাছে পেয়ে
কি দিয়ে পুজিব কোন মন্ত্রে
কোন রঙের ফুল দিয়ে।
ভারতবর্ষের সর্বকালের সেরা গনিতবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রীনিবাস রামানুজন এর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অসাধারণ একটি তথ্য ভিত্তিক লেখা উপস্থাপন করেছে লেখক সঞ্জয় বৈরাগ্য
ছোট শিশু শিল্পী পুনম পাপড়ি সরকার অসাধারণ একটি কবিতা উপস্থাপন করেছেন যা আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য করবে
বিভাগ - কবিতা
মুনমুন মিত্র
প্রেম ব্যতীত নয় ভালোবাসা
তাং - ২০/১২/২৩
স্থান - হিন্দমোটর
বিস্তীর্ণ পথ ধরে হেঁটেছি একাকী,
সঙ্গী হয়েছে বহু পুরুষ, পুরুষত্বের জালে আবদ্ধ কি?
মায়ায় ঘেরা সংসারে, পাচ্ছে না সাড়া হৃদয়,
আজি রক্তমাংসে নেই প্রাণ,প্রাণ দিয়ে প্রাণ পাবো কি?
এ কোন মাদকতা ছড়িয়েছে মোর নিঃশ্বাসে,
বিষাক্ত বিষ জড়িয়েছে ওষ্ঠে, আঘাত হানছে যে বিশ্বাসে।
লোহিতবর্ণ আজ হয়েছে ফিকে, বেরঙিন জীবনকে রঙিন করতে আধুনিকত্বের ছোঁয়ায় উঠেছে জেগে।
আপন সত্ত্বা মেতেছে উল্লাসে,
জমা ছিল যত ঘন কালো মেঘ, উড়ে চলেছে পিঞ্জরের মুক্ত পক্ষী হয়ে উন্মুক্ত অম্বরে।
ঢাকা ছিল যত তারা দেখা দিল ক্ষণিকের অতিথি হয়ে,বলে গেল না বলা যত কথা অন্তরের উজ্জ্বল মেরু হয়ে।
পরে আছে ঢাকা অব্যক্ত ভালোবাসা,
ধূলিঝড় হয়ে উড়ুক তবে,মুক্তি পাক অন্তরাত্মা।
যে যোগে আনে মানসিক তৃপ্তি,যৌন জ্বালার হয় অবক্ষয়,
বাঁধ সাধে হাজারো যন্ত্রণা,
মিলনের পূর্বে ই মিলিয়ে যায়।
জন্মজন্মান্তর ধরে খোঁজে সেই প্রেম,
আত্মা এক ও অবিনশ্বর,
ঈশ্বরে বিশ্বাস,যুগলমূর্তিতেই রয় অমর।।
"""কতটা সত্যি"""
রাজাকার বলে , তালি দাও রোজ
আমার কথার সুরে,
ল্যাংড়া ঘোড়া দুরন্ত পায়
ছুটে যাবে বহু দূরে।
মিছিলের জয় শুধুই কী জয়
আসে যারা ডাক শুনে,
ঢাক ঢোল বাজে আড়ালে আড়ালে
বোকারা যে,দিন গোনে।
মস্ত খাঁচায় বন্দী জীবন
শুধু করে হাঁসফাঁস,
জয় উলুধ্বনি তোমার কফিনে
করছ রে, উল্লাস।
এক মুঠো চিনি এক মুঠো চাল
ছড়িয়ে দিয়েছে চোখে,
বাড়ি ফিরে যাও বেলা হলো শেষ
আপন করুণ শোকে।
যত অভিনয় তত যেন জয়
বুঝতে পেরেছে ওরা,
পিঁপড়ের দল হদ্দ গোপাল
থাক রে , মাটিতে তোরা ।
মিরাজুল সেখ জঙ্গিপুর মুর্শিদাবাদ
লেখিকা সুরভী চট্টোপাধ্যায় অসাধারণ একটি লেখা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন যা আপনার মনকে ছুঁয়ে যাবে
অনামিকা ভৌমিকের একটি সুন্দর লেখা।
পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই।
কবিতার নাম ডেসিবেল
কবিতাটি লিখেছেন সায়ন সেনগুপ্ত
অসাধারণ একটি কবিতা যা আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য করবে, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত করা হয়েছে
কবিতার নাম আয়রে খোকা আয়রে খুকি
কবিতাটি লিখেছেন কবি মিরাজুল সেখ
শিশু মনস্তত্ত্বের উপর ভিত্তি করে অসাধারণ ভালোলাগার একটি কবিতা উপহার দিলেন কবি যা আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য করবে।
All the painting was painted by Rajanya Bhowmick
ইয়াস ঘোষের একটি সুন্দর লেখা।
পোস্টে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই।
"আজ তোমাকে কি ভীষণ মনে পড়ছে আমার !!!
মনে হচ্ছে,তোমার দেওয়া পুরানো চিঠি,হারানো মধুর স্মৃতি,রঙ ফিকে হওয়া গোলাপ গুলো আজ কি সুন্দর আমার এই ছোট্ট ঘরটিকে ভরিয়ে তুলেছে এক মিষ্টি পুরানো হারিয়ে যাওয়া প্রেমের গন্ধে ॥॥
মনে হলো তুমি যেন এসে,আমার নিভে যাওয়া প্রেমের দীপকে আবার জ্বালিয়ে তুলেছো আজকের এই শুভক্ষণ...
সারা ঘর মাতিয়ে তুলেছো তোমার শরীরের মধুর গন্ধে,আজ যেন মাতাল হয়েছি আমি,তোমার স্পর্শ পাওয়ার নেশায় .
হঠাৎ এক দমকা হাওয়া ...
দেখি উড়ে যাচ্ছে তোমার চিঠি,উড়ছে তোমার ফিকে হওয়া গোলাপের পাপড়ি,উড়ছে পেঁজা তুলোর মতো মধুর স্মৃতি ..
আমি দৌড়ে গেলাম খোলা জানালার কাছে ....
প্রানপন চেষ্টা আমার তোমার সবকিছুকে আমার হৃদয়ে আঁকড়ে ধরার....
হঠাৎ দেখি,দূরে তুমি নীল শাড়ি পরে একটু মৃদু হেসে ডাকছো আমায় ...
আমি হাত বাড়ালাম তোমার দিকে,একটু স্পর্শ পাবো বলে...
কিন্তু দূরে কোথায় যেন হারিয়ে গেলে তুমি ......
হঠাৎ দৃষ্টি গেলো আমার বিছানায়,দেখি,পরে আছে তাজা লাল গোলাপ আর একটি চিঠি ....
আমি চিঠির শেষ লাইনে চোখ রাখলাম ......
শেষের থেকে আবার শুরু কি করতে পারি না আমরা ???
তুমি লিখেছো ...
আমি অবাক হয়ে আবার গেলাম খোলা জানালার কাছে তোমায় দেখবো বলে ...
দূরে তাকিয়ে দেখি তুমি নেই,শুধু শুনতে পেলাম তোমার নুপুরের চেনা সেই ধ্বনি,যেটা বেজে উঠেছিল বহুদিন আগে আমার হৃদয়ে !!!!!!!!!
নিরুদ্দেশে পাড়ি নামক অসাধারণ একটি কবিতা উপস্থাপন করেছেন লেখিকা প্রতিমা পাল
বিভিন্ন রকমের কবিতার ডালি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন শিল্পী সোহিনী ভাঁড়। তার স্বরচিত কবিতা ও কবি সুকুমার রায়ের কবিতা গুলি নিয়ে অসাধারণ উপস্থাপনা করেছেন শিল্পী যা আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য করবে।।
সমুদ্র সৈকতে
মারুফ খাঁন
10-12-2023
সমুদ্র সৈকতে একা কি ভালো লাগে
নিরীহ নিরুপায়
সমুদ্র সৈকতে কত বিচিত্র দৃশ্য চোখের সামনে ভাসে।
তুমি এসো । দুজনে হাতের উপর হাত রেখে
বলবো মনের কত গোপন কথা---!
তুমি তো বহুদূরে, শরীরের উষ্ণতা বাড়াও ;
এই যে আমি , সমুদ্র সৈকতে বসে
তোমায় নিয়ে নীল আকাশের ছবি আঁকি
মনের আশা পূর্ণ হয়--- না না!
এতো বিচিত্র দৃশ্য
তুমি এসো আমার কাছে।
আমার চোখ বন্ধ , তুমি নির্দ্বিধায়
হাতটা চেপে ধরো শক্ত করে।
অসাধারণ একটি হৃদয়স্পর্শী লেখা লিখেছেন লেখিকা অনামিকা (মৌ)ভৌমিক।
লেখক ইয়াস ঘোষের কলমে অসাধারণ একটি রোমান্টিক ভাবধারা আমাদের মনের মনিকোঠায় উপস্থাপিত হয়েছে যেখানে প্রেমিকার হৃদয়ে গেঁথে দেওয়া হয়েছে ভালোবাসার উন্মুক্ত ও আগ্রাসী ছোঁয়া
The painting was painted by Sayan Sengupta
The painting was painted by Sudipto Mukherjee
The painting was painted by Kundan
💐স্বপ্ন 💐
দেবাশীষ ব্যানার্জী ....
তাং ....2.12.23....
..........💐💐............
কোনো এক দিন
লাল রাস্তা ধরে,
চলেছি অনেক দূরে,
পাহাড়ের সব রঙ ছাড়িয়ে॥
কোথায় চলেছি আমি ?
কিসের অন্বেষণে ?
স্বপ্ন গেছে সব হারিয়ে ॥
নীল আকাশে,
কে যেন আঁকছে বসে,
রং তুলির আলপনা॥
বদল হয়েছে রঙ,
বদলেছে কত ঢঙ,
শুধু স্বপ্নের জাল বোনা ॥
একটু একটু করে,
পৌঁছে গেছি ভোরে,
হীরক রাজার সেই দেশে॥
সেখানে রাজাই নেই
রাজার সৈন্য নেই,
কে যেন সিংহাসনে বসে॥
সেই দেশেতে,
উড়ছে টাকার তুলো
ভরছে পকেট গুলো,
যুবক যুবতীর দল
মাখছে পথের ধুলো॥
ক্লান্ত শিশুর দল,
করছে যে কলরব,
যৌবনের স্বপ্ন আজ,
মাখছে যে ধূলি সব॥
আমিও বেঁধেছি বুক,
স্বপ্ন দেখেছি খুব,
রাজা একদিন ফিরে,
আসবে ॥
আবার গাইবো গান
জীবনের জয়গান,
ভরবে আনন্দ আবার
আকাশে বাতাসে ॥॥
শুভ সকাল 💐💐
"""চেতনার ঘ্রাণ""
শুকিয়ে যাচ্ছে শিরা উপশিরা
রক্তের সাদা নল,
কাঠের পুতুল হয়ে ঘোরাফেরা
কুঞ্চিত বাহুবল ।
নেতিয়ে পড়ছে সকালের রোদে
ধর্মের জুজু, দেশে !
শুকিয়ে মরছে পাতার মতন
পুড়ছে বাতাসে ভেসে।
চেতনার রসে তুলেছে শিকল
বেকুব জড়ানো গায় ,
আপন কোমরে লোহার হাতুড়ি
পড়ছে ঘুঘুর পায়।
মেরুদণ্ডের হাড় গুলো সব
খড়ি হয়ে শুধু নড়ে ,
গচ্ছিত ভয়ে জ্ঞানের আলো
পড়ে রয় সাঁঝ ঘরে।
নেই তো যে আর হিতৈষী সাধক
সাজ ছে সাধুর সং,
চেতনার পাকে উই পোকা ঘর
মাখছে পথেই রং ।
ঠুনকো বাতাসে বেঁকে বসে সব
চেতনায় খিল তুলে,
জয়ধ্বনি যত অপরের লাগি
আপন মহিমা ভুলে।
মিরাজুল সেখ জঙ্গিপুর মুর্শিদাবাদ। ।
আমাদের পরবর্তী পোস্ট সাহেব ইসলাম এর একটি সুন্দর লেখা।
পোস্টে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই।
মারুফ খানের একটি সুন্দর লেখা নিরবে অশ্রু ঝরে।
পোস্টে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই।
বিভাগ - কবিতা
প্রেমের হোক জয়
মুনমুন মিত্র
তাং - ৪/১২/২৩
স্থান - হিন্দমোটর
এ কোন নেশায় মত্ত আমি মত্ত উন্মাদন,
ঘিরেছে মোরে সমস্ত শরীর জুড়ে মহাজাগতিক বিশ্লেষণ।
যে চোখে শুধু ভালোবাসার খিদে,মেটায় অন্ধকার,
কোন অজানা পথে হেঁটে চলেছি, জানিনা পাব কিনা সুরাহার।
দুচোখ জুড়ে প্রেমের আগুন,জোয়ার যদি কখনো আসে নেমে হবে ভরাডুবি তোলপাড়।
ঘৃণ্য হব সেও সই,সখিরে পণ্য করোনা,
জীবন যারে বেঁধেছিল,সেই ছিল পণ্যদার
ভালোবাসার মাশুল গুনতে হবে এ কেমন সমাহার?
সমস্ত গগন জুড়ে রয় যেমন দিবাকর,
প্রতিটি জীবনেই প্রেম আসে একবার।
নিজেকে বিলিয়ে বিলীন হয়ে যদি পাই প্রেমের অমৃত সুধা,
অশ্রু দিয়ে ঢাকি তারে,অন্তরের অতলে যে শুধু বাড়ে ক্ষুধা।
যে চাওয়া -পাওয়ার নেইকো হিসেব, নেই কোন দাবিদার,
হৃদসমুদ্রে ভেসে, সাঁতরে পার হতে চায়,যার নেই কোন পাড়।
সকল আগল ভেঙে,করবো দুর্নিবার,দুর্জয়,
যেখানে সুজন সখী প্রাণবন্ধু,
হবে ভালোবাসার ঠাঁই,প্রেম হোক সুজয়।।
The painting was painted by Nabanita Acharya
Amrita Shergil'... Graphite on paper by Nabanita Acharya
মনবিলাসীর বারান্দায়
অয়ন ঘোষ
নদীর স্রোতের ঝাপটার জল
বিবাগী মনের আস্তরণে
দেখেছি আয়নার সমতল
টুকরো প্রতিবিম্বের দর্পণে
বাঁকা হাতের তর্জনীতে
প্রতিঘাত রক্তের চিহ্ন
বিশ্বাসের এক কিস্তিতে
রাজা আজ দিশেহারা অভিন্ন
নকল কথার কালো আঁধারে
সাপ-লাঠির সত্যের অন্বেষণ
ওই চোখের ভাষার চাতুরতায়
ভালোবাসার অভিশাপ বর্ষন
নদীর স্রোতের ঝাপটার জল
বিবাগী মনের আস্তরণে
দেখেছি আয়নার সমতল
টুকরো প্রতিবিম্বের দর্পণে
পাখার ব্লেডের আঘাতে
ছিন্ন ছবির পথচলা
শরৎ-শীতের মাঝে
সে আজ বড়ই একলা
কাঁটা তারের পেরেকে
নিরন্তর একলা শহর
রাতের নিশ্চুপ শব্দে
ঝিঁঝিঁ পোকার গানের বহর
মণিহারের নেভা আলোয়
বিকেলের কালবেলার দর্শন
নূপুরের ঝোড়ো ঝংকারে
ঘুমিয়ে ভবিষ্যতের বিবরণ
নদীর স্রোতের ঝাপটার জল
বিবাগী মনের আস্তরণে
দেখেছি আয়নার সমতল
টুকরো প্রতিবিম্বের দর্পণে।।
দেশটা শাসকের পৈতৃক সম্পত্তি নয়,
জমিদারি করা বৃথা তাই।
তোমার শহরে উচ্চারিত রক্ত মাখানো শ্লোগানে,
ব্যারিকেট ভাঙ্গবো আমরা সবাই।
তোমায় ভালোবাসবো না আর,
কারণ,তোমার প্রেম বুলেটপ্রুফ জ্যাকেটের মতো।
আমি চাই না সেই জ্যাকেটের চুমু,
চাই বুকের ডান দিকেতে স্বৈরাচারী বুলেটের ক্ষত।........ ইয়াস ঘোষ .........
কবিতার নাম আজ তোমাকে
কবিতাটি লিখেছেন কবি প্রতিমা পাল
অসাধারণ রোমান্টিক একটি লেখা যা আপনার মনকে ছুঁয়ে যেতে বাধ্য করবে
চলে যাওয়া মানে প্রস্থান নয়,
বিদায় নামক এই নিবন্ধটির মধ্য দিয়ে কবি হারুন-অল রশিদ ঢালী অসাধারণ একটি অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন যা আপনার মনকে ছুঁয়ে যাবে।
বৃষ্টি নামার পরে....
✒️কৌস্তভ দাস©
এপ্রিলের মাঝামাঝি তখন
বৃষ্টির দেখা নেই
হঠাৎ, সন্ধ্যারাতের লোডশেডিংয়ে
বাইরে যখন বইছে কালবৈশাখী
এক পেয়ালা চায়ের আড্ডায়
দুজোড়া চোখের লুকোচুরি;
এরপর অস্ফুটে হলো পরিচয়,
অবেলার বসন্ত ছুঁয়ে গেলো যখন
প্রথম বৃষ্টির জলে প্রকৃতি ভিজছে তখন.....
বছরের পর বছর ঘুরলো, সময় ছুঁয়েছে ছয়
টানাপোড়েন আর ওঠানামা শতো, মিলিয়ে অবশেষে
একটা মানুষ জানালো তখন, তারা একে-অপরের নয়....
ডিসেম্বরের শহর ছিলো, ঠান্ডা বেশ জোরালো
সেই মানুষই আসলো যেদিন, অপরজনের ঘরে
এক নিমেষে উষ্ণহৃদয় ভিজলো নোনাজলে,
আরেকটুখন থাকতো নাহয় কাছে....
আরেকটুখন থাকতো নাহয় কাছে, বন্ধুত্বের নামে একমুখী ভালোবাসারা যতো-
ধুয়ে গেছিলো যদিও সেদিন, বৃষ্টি নামার পরে।©
কথা থেকে ফুলগুলো ঝরে পড়ছে আগুনে
আসরাফ আলী সেখ
২৬ নভেম্বর রবিবার ২৩
কথা থেকে
ফুলগুলো ঝরে পড়ছে আগুনে আঙ্গুল
আলগা হয়ে পড়ছে আমার কামড়াকামড়ি
হাত
ধরে জীবন থেকে নামিয়ে দিলাম মিশিয়ে দেবার হাত
চাঁদ
উঠেছে পাহাড়ে ছড়িয়ে পড়ছে শিশির
শুকিয়ে থাকা পাহাড়ের উপহার দেওয়া ঝর্ণা
অনেক ঢেউ তুলে দেয় আনন্দ মিছিল
আকাশ নেমে আসে
ঢেউ খেলানো নদীর আশা বাঁকে বাঁকে পৃথিবীগুলো
চাপা আলো
কোনো দিন আকাশে ঘর করিনি মাটি
তাকে জায়গা দিয়ে আসছে
কবিতার নাম মৃত্যুর ক্ষণে
কবিতাটি লিখেছেন কবি মারুফ খান
অসাধারণ একটি কবিতা যা ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত করা হয়েছে
ভারতমাতার বীর, সাহসী পুত্র ক্ষুদিরাম বসুর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি--
কবিতা--বীর সন্তান--ক্ষুদিরাম
কলমে--নীতা কবি মুখার্জী
3/12/2023
ভারত-মাতার বীর সন্তান আমাদের প্রিয় বীর ক্ষুদিরাম
মায়ের শৃঙ্খল মোচন করতে ফাঁসির দড়িতে সঁপেছো প্রাণ।
তোমারই মন্ত্র স্মরণ করেই লক্ষ সন্তান হলো আগুয়ান,
ধন্য করেছো ভারত-মাটিকে, আজ গাই শুধু তোমার গান।
বন্দে মাতরম্ পূণ্য মন্ত্র দিকে দিকে আজ তোলে আওয়াজ,
আয় রে যত মায়ের ছেলেরা দল বেঁধে কর দেশের কাজ।
ইংরেজ তুমি ভারত ছাড়ো বলতে শেখালো যে ছেলে,
এতটা ধৈর্য্য, এতটা সাহস, বলো বীর, তুমি কোথা পেলে?
বাঙালীর মান, বাঙালীর গর্ব আমাদের ছেলে বীর ক্ষুদিরাম!
বাঙালী হৃদয়ে চির-ভাস্বর, চির উজ্জ্বল তোমার নাম।
মায়ের সম্মান রক্ষা করতে করলে তুমি দেশের কাজ,
দেখ্ রে ভীরু! ধর্মান্ধরা! মাতৃভক্তি শিখে নে আজ।
তোমার সদর্প বীর পদক্ষেপে মেরুদণ্ডহীনদের সাহস দাও,
উজ্জীবিত করো মাতৃমন্ত্রে, অনাচার থেকে দেশ বাঁচাও।
বিপন্ন আজ ভারত-ভূমি , বিপন্ন আজ মায়ের মান!
আবার এসো, হে বীর তুমি, রক্ষা করো মাতৃ-সম্মান।
Copyright@nitakabi
1/12/2023
কবিতা নাম মানুষের জয়
কবিতাটি লিখেছেন শব্দ শ্রমিক
মজদুর সমাজের ভিত্তি আরো সংগঠিত হোক, পরস্পর হাত বাড়িয়ে তুলতে হবে, উদ্বৃত্ত ছিনিয়ে নিয়ে গঠন করতে হবে নতুন সূর্য
"মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম"
✍️ কুহেলী বিশ্বাস
"অগ্নিশিশু" সবাই চেনে ক্ষুদিরাম বসু নামে,
জন্মেছিল মেদিনীপুরের ছোট্ট এক গ্রামে।
দরিদ্র পরিবারে এসেছিল সে ৩ ডিসেম্বর,
দেশমাতৃকার চরণে নিবেদন ছিল অন্তর।
মাতৃহারা শিশু ক্ষুদের বিনিময়ে কেনা,
দিদির কাছেই মানুষ এটা সবার জানা।
স্বপ্ন ছিল ভারতমাতার শৃঙ্খল মোচন,
১৯ বছরে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন।
অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার চেষ্টায়,
১৯০৮ সালে ২১ মে ক্ষুদিরাম জেলে যায়।
১১ই আগস্ট সকালবেলা সাহেব এসে ,
দেখেন এক জীবন্ত রক্তগোলাপ বসে।
নিয়মমাফিক জানতে চাইলেন তিনি,
তোমার শেষ ইচ্ছা পূরণ করবো আমি।
নির্ভিক ক্ষুদিরাম স্নানান্তে গীতাপাঠ করে,
বলেন------
"মাগো আমি আবার তোমার কোলে আসবো ফিরে"।
"বন্দেমাতরম্" ধ্বনি দিতে দিতে অবশেষে,
ফাঁসির দড়ি গলায় পরলেন তিনি হেসে।
কবিতার নাম নির্বাক পৃথিবী
কবিতা লিখেছেন কবি মিরাজুল শেখ
একাকীত্ব মনের গভীরতা যে দাগ কেটে যায় তা উপস্থাপিত হয়েছে এই লেখাটির মাধ্যমে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Calcutta Bara Bazar
Calcutta Bara Bazar
This is a Bengali Monthly Family Magazine, which includes Cover Story, Feature, Novel, Story, Poem- means Literature, along with some Regular Topics. Rs 10