Chakdaha Co-operative Colony Vidyayatan -H.S
Nearby public figures
WESTBENGAL741222
741222
kolkata, KOLKATA
Siliguri
Chakdaha
ranaghat, Ranaghat
741222
Nadia, KOLKATA
741222
You may also like
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chakdaha Co-operative Colony Vidyayatan -H.S, Public Figure, Pabnacolony, Chakdaha.
চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:) - এর এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম পাঁচ জন কৃতী ছাত্রছাত্রী। বামদিক থেকে শ্রেয়সী ঘোষ (443), জয় রায় (430), গীতা দেবনাথ (420), ভূমিকা দেবনাথ (413) ও অয়নদীপ পাঠক (406).
আজ ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বিদ্যালয়ের পক্ষ থেকে কবি প্রণাম।
মুসলিম ধর্মাবলম্বী বিদ্যালয়ের সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী এবং তাদের পরিবারের সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক।
বিদ্যালয়ের এবছরের বসন্ত উৎসবের কিছু মুহূর্ত
আজ চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:) ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। পার্শ্ববর্তী কয়েকটি প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল চক্ষু পরীক্ষা করানোর জন্য। খুবই সুষ্ঠু ভাবে এই শিবিরটি করতে পারায় আমরা গর্বিত ও সম্মানিত।
আজ 31.01.2024 বিদ্যালয়ের স্টাফ রীনা খাস্তগীর সোম (দিদি) মহাশয়া তাঁর চাকুরি জীবন থেকে অবসর নিলেন। গতকাল ও আজকের তারই কিছু স্মরণীয় মূহুর্ত।
আজ দাদাগিরি সিজন-10 এর মূল মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:) এর ছাত্র ছাত্রীদের। সাথে ছিলাম আমরা 4 জন স্টাফ।
বিদ্যালয়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদ়়যাপনের কিছু মুহূর্ত।
আজ বিদ্যালয়ে মহা সমারহে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী।
আজকের আনন্দবাজার পত্রিকার নদিয়ার ৪ (চার) নম্বর পাতায় পূণরায় সবার প্রিয় বিদ্যালয়ের নাম....
খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র মন্ডল মহাশয় গতকাল বেলা 11:30 মিনিটে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল 60 তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রচুর ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং বিদ্যালয়ের সকল স্টাফদের ঐকান্তিক সহযোগিতায় আজকের প্রতিযোগিতা এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। তারই কিছু মুহূর্ত ।
গত রবিবার (07.01.2024) বিদ্যালয়ে মহাসারম্বরে উদ়়যাপিত হল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও প্রাক্তনীদের পূণর্মিলন উৎসব। তারই কিছু আবেগঘন মুহূর্ত ।
আজ বিদ্যালয়ে আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে Zee বাংলার "স্কুলে স্কুলে দাদাগিরি, Season-10" এর অডিশন হয়ে গেল। ভীষণ আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা আজকের দিনটি উপভোগ করলো।
আমার আপনার ভাল লাগার বিদ্যানিকেতন 'চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:)' - এ ২০২৪ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ নতুন রূপে নতুন ভাবে পঠনপাঠন শুরু হতে চলেছে এই বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে। সকলের আস্থা ও বিশ্বাস প্রার্থনীয়।
চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:) - এর পক্ষ থেকে সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের, তাদের অভিভাবক-অভিভাবিকাদের এবং এলাকার সকল শুভাকাঙ্খীদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ।
আজ কৃষ্ণনগরে শিক্ষা ভবনে অনুষ্ঠিত নদীয়া জেলা "কলা উৎসব - ২০২৩" প্রতিযোগিতায় ক্লাসিক্যাল ডান্স বিভাগে জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করল দশম শ্রেণির ছাত্র সুজন মন্ডল। বিদ্যালয়ের পক্ষ থেকে ওর সফল ভবিষ্যৎ কামনা করছি।
পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে এবছর শিক্ষক ও ছাত্র ছাত্রীদের যৌথ প্রয়াস গ্রন্থাগারিক গৌরীশংকর দত্তের পরিচালনায় সুন্দর একটি নাটক। তারই কিছু অংশ।
আজ বিদ্যালয়ে মহা সমারহে পালিত হল পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের 203 তম জন্মদিন। তারই কিছু মুহূর্ত ।
বিদ্যালয়ে আজ মহা সমারহে পালিত হল শিক্ষক দিবস। সকল ছাত্র ছাত্রীদের শ্রদ্ধা, ভালবাসা ও আন্তরিকতায় আমরা সকলে মুগ্ধ ও আপ্লুত। MDM এর পাশাপাশি সকল ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের স্টাফদের পক্ষ থেকে বিশেষ আহারের ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
বিদ্যালয়ের নিজস্ব কর্মশালায় নিজেদের হাতে তৈরি রাখি ছাত্র ছাত্রীরা সকল স্টাফদের হাতে পড়িয়ে দিয়ে রাখিবন্ধন উৎসবের শুভ সূচনা করে এবং সবশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের হাতে রাখি পড়িয়ে ও একটু মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রোজেক্টররের মাধ্যমে দেখানো হল কিভাবে চন্দ্রযান -3 চাঁদের মাটিতে ল্যান্ড করল।
বিদ্যালয়ে আজ মহা সমারহে পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস।
বিদ্যালয়ে আজ মহা সমারহে পালিত হল 'কণ্যাশ্রী দিবস'। কণ্যাশ্রী মেয়েদের আঁকা ছবি নিয়ে Exhibition হল। সাথে হল কণ্যাশ্রী মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই কিছু মুহূর্ত।
Kanyashree Day celebration at Chakdaha Co-Operative Colony Vidyayatan (H.S)
চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:) - এ অরণ্য সপ্তাহে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হল।
'Advanced Society for Headmasters and Headmistress - Kalyani Sub-Division এর পক্ষ থেকে আয়োজিত কল্যাণী সাব-ডিভিশনের প্রায় সকল বিদ্যালয়ের 2023 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র /ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত। এই দিন আমাদের বিদ্যালয় থেকে সম্বর্ধিত হল মেঘা মিস্ত্রি (2023 মাধ্যমিক) ও পূর্ণিমা বিশ্বাস (2023 উচ্চ মাধ্যমিক)।
বিশ্ব উষ্ণায়ন এর হাত থেকে সমাজকে বাঁচানোর তাগিদে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তরুণ বিশ্বাস (H.S - 2017) ও জয়দেব রায় (M.P - 2015) এর উদ্যোগে ও সহযোগিতায় কিছু সংখ্যক ছাত্র ছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হল। চারাগাছ গুলোর দেখভাল ঠিক ঠাক হচ্ছে কিনা সেটা বিদ্যালয়ের পক্ষ থেকে দেখা হবে। আগামী দিনে আরও নানারকম উদ্যোগে বিদ্যালয়ের পাশে থাকার জন্য সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে।
চাকদহ কো-অপারেটিভ কলোনী বিদ্যায়তন (উ:মা:) - এ 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আদর্শ পরিবেশে পড়াশোনা করতে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্ট করতে অবশ্যই এই বিদ্যালয়ে ভর্তি হতে হবে। আমাদের শিক্ষক শিক্ষিকাগন সর্বদা ছাত্র ছাত্রীদের পাশে থাকবেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Pabnacolony
Chakdaha
741222
Chakdaha Nadia
Chakdaha, 741222
We are the bike riders of chakdaha.we r the 9 members in the group like 9 planets of galaxy.we have
Chakdaha, 741222
Be honest and be a little gentle for making yourself like an ideal not a follower �
Chakdaha, 722137
Sawnta Aven Hello everyone from page Current news and social news updates.