Khejuri Live-খেজুরী লাইভ
ONLINE NEWS PORTAL
খেজুরী লাইভ হল আপনার কণ্ঠ।
খবর জানান ফোন অথবা হোয়াটসঅ্যাপে 7872144541 এই নাম্বারে।
বিরল প্রজাতির সামুদ্রিক কাঁকড়া।
আজ খেজুরী থানার কটকা শ্যামপুর গ্রামের পবিত্র পাত্র বাবুর বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
এরপর সমাজকর্মী ভোলানাথ পাল এবিষয়ে
প্রাণীবিদ এবং কাঁকড়া বিশেষজ্ঞ ড.অসীম কুমার মান্না এবং বাজকুল বনবিভাগের আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করেন। তাদের সুপরামর্শে কাঁকড়াটিকে পুকুরে ছেড়ে দেওয়া হয়।
রুদ্ধশ্বাস ফাইনাল ২০২৪। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের।
সোনা জয়ী শুভঙ্কর কবি। গর্বিত খেজুরী।
এসপ্ল্যানেড, নিউমার্কেটে নতুন স্টল বানানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর। উচ্ছেদ হওয়া গরীব হকারদের জায়গা খুঁজে দেবে সরকার।
এসপ্ল্যানেড, নিউমার্কেটে নতুন স্টল, উচ্ছেদ হওয়া গরীব হকারদের জায়গা খুঁজে দেবে সরকার এসপ্ল্যানেড, নিউমার্কেটে নতুন স্টল বানানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর। উচ্ছেদ হওয়া গরীব হকারদের জায়গা খুঁজে দেবে র...
স্টেট কালার নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
স্টেট কালার (নীল) নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর স্টেট কালার (নীল) নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
https://youtu.be/rWJBDi-vOlQ?si=d8p0oOoojBLlfdF2
সংবাদমাধ্যমের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
আশাপূর্ণাদেবী রেল স্টেশনে বৃক্ষরোপণ
বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানার উদ্যোগে তমলুক দীঘা রেলপথের আশাপূর্ণা রেল স্টেশনে বৃক্ষরোপণ করা হয়৷ হেঁড়িয়া রেলস্টেশন থেকে ট্রেনেচেপে আশাপূর্ণা রেলস্টেশনে নেমে দুটি চারাবৃক্ষ রোপণ করার পর লোহার তার, বাঁশ ও দড়ি দিয়ে ভালো করে ঘিরে দেওয়া হয়৷ উপস্থিত থেকে সহযোগিতা করেছিলেন শিক্ষক কিংকরপদ জানা, কবি সুনীলকুমার মাইতি, সমরেশ সুবোধ পড়িয়া, জ্যোতির্ময় বারিক ও সংস্কৃত কবি রক্ষিত পাত্র৷ বৃক্ষরোপণের পরে সবাই বসে গল্প, গান, কবিতায় অংশগ্রহণ করেন৷ রেলস্টেশনের কেয়ারটেকার অসিত কুমার মাইতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ আন্তরিক আপ্যায়নের পরে বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷
তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ।
খেজুরী কলেজে আবৃত্তি বিষয়ক কর্মশালা হল
আজ খেজুরী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে একটি আবৃত্তি বিষয়ক কর্মশালা অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হ'ল। কোলকাতার দুই প্রখ্যাত বাচিক শিল্পী শ্রবণা শীল ও দেবাশিস চক্রবর্তী এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলা বিভাগের দেড় শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কবিতার সুর ও ছন্দে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.শুভ্রমা গুপ্ত, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. রঙ্গীত সেনগুপ্ত, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড.গৌতম দন্ডপাট। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই সহমত পোষণ করেন এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এবং ব্যক্তিত্বের বিকাশে সহায়ক হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় অধ্যাপক সৌমিত্র বেরা।
আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৪ সালে ভারতের প্রধান মন্ত্রী মোদীর অনুরোধে রাষ্ট্রসংঘে ২১ জুন ২০১৫ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের নেতাজী পাঠচক্রের বৃদ্ধাশ্রমের আবাসিকবৃন্দ ও সদস্যগণ যোগ দিবস পালন করেন। উপস্থিত ছিলেন পাঠচক্রের যোগ শিক্ষক প্রদীপ করণ, পারিবারিক পরামর্শ কেন্দ্রের কাউন্সিলর তপনকুমার দাস, শ্যামল কুমার মণ্ডল, প্রাক্তন শিক্ষক সর্বেশ্বর সাউ, নিত্যরঞ্জন করণ, শ্রাবণী পাত্র রায় প্রমুখ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাঠচক্রের সম্পাদক স্বপনকুমার মণ্ডল।
দিঘায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হল। উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়াদের নিয়ে অভিনব লোক নৃত্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন ভূপতিনগরে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নৃত্য প্রশিক্ষণ সংস্থা 'কলামেদিনী'র উদ্যোগে সাত দিনের সম্বলপুরী লোকনৃত্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ভূপতিনগরের উদবাদাল সপ্ততীর্থ ময়দানে এই প্রশিক্ষণ শিবিরে এলাকার প্রায় শতাধিক কচিকাঁচা অংশগ্রহন করে। প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় খ্যাতিসম্পন্ন নৃত্য প্রশিক্ষক ও নৃত্য গবেষক শশাঙ্ক শেখর দুবে। বৃহস্পতিবার সকালে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা 'কলামেদিনী'র কর্মকর্তা বিজয় মিশ্র, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ মান্না, সদস্যা রিংকু ওঝা, সুনিতা ওঝা , দেবস্মিতা হুই প্রমুখ। এদিনের নৃত্যকর্মশালায় নৃত্যশিল্পী শশাঙ্ক শেখর দুবে ছোট কচিকাঁচাদের সম্বলপুরী লোকনৃত্যের নৃত্য-তাল-ছন্দের একাধিক বিষয়ে সুনিপুনভাবে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ চলবে ২০শে জুন থেকে ২৬ শে জুন পর্যন্ত। আয়োজক সংস্থা 'কলামেদিনী'র নিত্য প্রশিক্ষক বিপ্লব মিশ্র বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম সম্বলপুরী লোকনৃত্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। নাচের প্রতি উৎসাহী কচিকাচাদের মধ্যে আদিবাসী নৃত্যের নতুন ধারা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এইভাবে নাচ গানের মধ্য দিয়ে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের সৃজনশীল প্রতিভা, শিক্ষা সংস্কৃতি, কৃষ্টি ও মননয়নশীল বিকাশের মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে।
আজ খেজুরিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ।
তথ্য- দেবাঞ্জন গুচ্ছাইত
লক্ষীর ভাণ্ডার, কৃষকবন্ধু, সরকারি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি!
খেজুরী থেকে মন্তব্য তৃণমূল নেত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলী সাহার
বিজেপির সন্ত্রাস ঠেকাতে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূলের, পাল্টা চ্যালেঞ্জ বিধায়কের।
বিজেপির সন্ত্রাস ঠেকাতে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূলের। বিস্তারিত 👇
বিজেপির সন্ত্রাস ঠেকাতে লক্ষীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি তৃণমূলের পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news
রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত তৃণমূল কর্মীরা। শ্যামপুরে প্রতিবাদ সভা মঞ্চ থেকে যা বললেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর আয়োজনে পালিত হল অরণ্যষষ্ঠী
রাজ্যের একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর আয়োজনে অরণ্যষষ্ঠী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ভারতের প্রথম পোস্ট অফিসের সম্মুখে খেজুরী পার্কে এই অনুষ্ঠান হয়।
বাংলা হল উৎসবের দেশ। এখানে বারো মাসে তেরো পার্বণ। আমাদের এই বাংলায় প্রায় সারা বছরব্যাপী উৎসব পার্বণ লেগেই থাকে। এই সমস্ত উৎসবের বেশির ভাগই হলো পরিবেশবান্ধব এবং প্রধানত মহিলারাই সেখানে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। এইসব পরিবেশবান্ধব উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল - অরণ্য ষষ্ঠী। খেয়াল রাখা দরকার, এ সবই হলো গ্রাম বাংলা কেন্দ্রিক উৎসব বা পার্বণ। বাংলার চিরন্তন এই সংস্কৃতির মূল মন্ত্র হলো প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ।
জৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনটিতে পালিত হয় অরণ্য ষষ্ঠী। দিনটি আবার জামাইষষ্ঠী নামেও প্রচলিত। বনবাসি মানুষজন নিজেদের খাদ্য বাসস্থান ঔষধ ইত্যাদির জন্য অরণ্যের উপর নির্ভরশীল। তাই জোনাকি অরণ্যের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানানোর জন্যই অরণ্য ষষ্ঠী নামক এই উৎসবটি পালন করল। অরণ্য প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের চিরন্তন ইতিহাসের নমুনা বহন করে এই উৎসব। আজকের মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী সমুদ্ভব দাশ , খেজুরীর বিশিষ্ট নাট্যকার,গল্পকার, অনু পৃথিবী নামক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ধীরেন্দ্রনাথ প্রধান, নন্দীগ্রামের বিট আধিকারিক সুখলাল হেমব্রম। প্রথমে বৃক্ষমতাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর জোনাকির পরিবেশ বান্ধব উপহারের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ অরণ্য ষষ্ঠীর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন, বলেন পরিবেশকে বাঁচাতে হবে, আর পরিবেশ বাঁচলেই আমরা বাঁচবো। জোনাকির এই স্লোগান সহ এই রকম কাজ প্রতিনিয়ত করে আসছে। পরিবেশ বাঁচাতে জোনাকির এই সংগ্রামকে অতিথিরা কুর্নিশ জানান। তারপরে ছোট ছোট শিশুদের নিয়ে নৃত্য সবার মনকে আকর্ষণ করে। পুনম,শ্রেয়শী, নেহা, স্নেহাদের নৃত্য এই অনুষ্ঠানের এক আলাদা মাত্রা এনে দিয়েছে। জোনাকির সহ-সম্পাদিকা মধুমিতা মন্ডল, নাইমা খাতুন, সানিয়া খাতুন, মনিরা খাতুনের কথা কবিতা অনুষ্ঠানকে সার্থক করেছে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জোনাকির কর্ণধার সেক আসমত |
নন্দীগ্রামে মৃতা বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু অধিকারী, রাজ্য প্রশাসন ও ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্ফোরক তিনি
রাজনীতিতে সৌজন্যবোধ থাকুক। শীর্ষ নেতৃত্বদের মধ্যে রয়েছে ভালো সম্পর্ক। আপনি দলীয় কর্মী হয়ে বিরোধী হিসেবে প্রতিবেশীর সাথে খারাপ ব্যাবহার করছেন কেন? আপনার বিপদে প্রতিবেশীদেরই তো আগে পাশে পাবেন। বিশৃঙ্খল না হয়ে সুশৃঙ্খল হোন। তাতে দেখবেন রাজনৈতিক হিংসাহীন একটি সমাজ গঠিত হবে।
হেঁড়িয়া রেলস্টেশনে পরিবেশ দিবস উদযাপন
হেঁড়িয়া, ৫ই জুন ২০২৪: আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে হেঁড়িয়া রেল স্টেশন এবং কাঁথি রেল স্টেশনে বৃক্ষরোপণ করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ এর প্রচার করা হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গবেষক ড. বিষ্ণুপদ জানা, নাট্টকার ধীরেন্দ্রনাথ প্রধান, সমরেশ সুবোধ পড়িয়া, প্রদীপ কুমার শাসমল, বাবলু শাসমল, সঞ্জয় পড়িয়া, প্রবীন কৃষকরত্ন জলধর নায়ক ও জোনাকির কর্ণধার সেক আসমত, সদস্যবৃন্দ ও রেলযাত্রীগণ৷ উপস্থিত অতিথিগণ পরিবেশ দিবস ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বক্তব্যদান করেন৷ একটি গাছ একটি প্রাণ এই বক্তব্যের সমর্থনে প্রকৃতিকে সবুজ রাখতে পারলে আমরা বিশুদ্ধ অক্সিজেন লাভ করে সুস্থ ও সবল থাকতে পারবো৷ তাই সবাইকে বছরে একটি করে গাছ রোপণ করতে হবে এই আবেদন জানানো হয়৷ অনুষ্ঠান শেষে জোনাকির পক্ষ থেকে সেক আসমত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷
কাঁথি লোকসভা কেন্দ্রে কি কারনে তৃণমূলের বিপর্যয় তা খতিয়ে দেখা হবে,
রি-কাউন্টিং এর জন্য করা হয়েছে আবেদন জানালেন প্রার্থী উত্তম বারিক
মুখোমুখি কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
রাজ্যজুড়ে বড় সাফল্য তৃণমূলের, সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর
কাঁথি বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী
২১রাউন্ড শেষে ৪৭৪৯২ ভোটে এগিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
২১রাউন্ড শেষে কাঁথি লোকসভা কেন্দ্রে ৪৭৪৯২ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
১৯রাউন্ড শেষে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ৪৪৩৪৭ভোটে এগিয়ে।
১৮ রাউন্ডের শেষে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ৪১,১৮৩ ভোটে এগিয়ে
১৭ দফা শেষে কাঁথি লোকসভা কেন্দ্রে ৩৬২৩২ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Khejuri
Contai
721430
Unnamed Road, Padmapukuria
Contai, 721401
সত্যের খোঁজে - আস্থা খবর মানুষের পাশে মানুষের কাছে। 😇
Contai
Contai, 721401
'ANANDA BANGLA' is an compleate Bengali news and infotainment channel,
Dakshin Gopinath Purcontai
Contai, 721401
Great! If your name is Debabrata Das and you want to create a Facebook Creator bio, you can start
Akhankhobor@gmail. Com
Contai, 721401
প্রথম থেকে সব খবর এগিয়ে থাকে এগিয়ে রাখে
Kishorenagar , KGP Bypass , NH 116B
Contai, 721401
✅ Breaking News Updates ▪️Bengali Newspaper & Online News Portal www.samayebongsangbad.com
Kishorenagar, Near Kharagpur Bypass
Contai, 721401
Official page. Bengali Newspaper & Online News Portal. • Published from Contai, Purba Medinipur, WB (RNI No-WBBEN/2007/13243), Since-2005. • Visit Online News Portal : ...