Feri life

I can be poor But I did not learn to cheat anyone. Because love "Mother" Taught.,...

18/05/2024

আমার পরিচিত-অপরিচিত সকল বোনদের জন্য-

দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না আশা রাখি। বর্তমান ফিতনা ফ্যাসাদের যুগে স্মার্টফোনের মাধ্যমে পাপে আসক্ত হওয়া অত্যন্ত সহজ একটি কাজ। অনেক ক্ষেত্রে চাইলেও আমি নিজের চোখের যথাযথ হেফাজত করতে পারি না। তাই,আপনার/আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাকে আনফ্রেন্ড করে দেওয়ার জন্য। আমার সাপেক্ষে আপনারা যেমন বেগানা (বিবাহ জায়েয এমন সম্পর্ক) নারী,আবার আপনার সাপক্ষে আমি একজন বেগানা পুরুষ! এতে আমরা উভয়েই নিজেদের অজ্ঞাতেই অনেক গোনাহের কাজ করে ফেলছি। এ থেকে মুক্তি পাওয়ার জন্যই এই আর্জি!

15/05/2024

যে বিশ্বাস ভঙ্গ করে তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না, কারণ সে তার স্বার্থপরতার জন্য নিজের জীবন থেকে একজন ভালো মানুষকে হারায়!

15/05/2024

আমি যাকে ভালোবেসে ছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,
আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম!'🌸বাস্তব বলে,এই দুজন মানুষ নাকি একজনই,কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে আমি আজও ভালোবাসি ;
আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না!'🖤

10/05/2024

যিনি কষ্ট করে, সৎপথে কিছু অর্জন করেন তিনি কখনোই শোঅফ কিংবা বড়াই করেন না

27/04/2024

যাদের চাওয়ার মাঝে পবিত্রতা খুঁজে পাওয়া যায়।
তারাও সুযোগ পেলে চোখের চাহনি পাল্টে পেলে।
মানুষ সব সময় হাসায় না,যত্ন করেও কাঁদাতে পারে।
যারা মানসিক অশান্তির কারণ হয়।
তারা হ'ত্যা'কা'রী'র চেয়ে কম কিসে?

27/04/2024

হারিয়ে যাচ্ছে মানবতা বেড়ে যাচ্ছে লোভ লালসা! এর কারণটা কি?

26/04/2024

জানিস সুরো,
আমরা চাইলেও নিজেকে বদলে ফেলতে পারি না। ওই যে ভিতরের টান, ওটা এক ই থেকে যায়। নিজেকে বদলে নেওয়ার চেষ্টা চলছে সবসময়, তবুও বদল আসছে না।
সাপের মতো খোলস পরছে সবাই। ঠিক সময়ে আবার সেই রূপ।
তাই তো এত ভয়ানক হচ্ছে সমাজ। সভ্যতাও নাম বদল করে নিজের মধ্যেই সেঁধিয়ে আছে। একদিন বের হয়ে আসবে আবার। তখন সে আবার নতুন। আবার আদিম তার ভাব।।

25/04/2024

যদি ফিরা পাইতাম,
তবে বাবার পায়ে জড়াইয়া ধইরা কইতাম, বাবা আপনারে খুউব ভালোবাসি ।কোনো কিছুর বায়না করতাম না, রাগ-অভিমান করতাম না। বাবা যা বলতো তাই শুনতাম, তার পায়ে জড়াইয়া ধইরা কইতাম, আমার কিচ্ছু লাগবো না বাবা "আপনি শুধু থাইকা যান " আমার মাথার ছায়া হইয়া। আমার শেষ ভরসা হইয়া। কোনোদিন যদি ভাইঙা পড়ি, আমারে উঠাইয়া আপনার বুকে জড়াইয়া নিয়েন। আমার আর কিচ্ছু লাগবো না। 😥

25/04/2024

যেখান থেকে আর কাউকেই মুগ্ধ করার প্রয়োজন পড়ে না সেখান থেকেই আমাদের স্বাধীনতার শুরু।

24/04/2024

শেয়াল অনেক চালাক
হওয়া সত্বেও মানুষ কিন্তু
কুকুর পোষে কারণ
সঙ্গী হিসেবে চালাকের চেয়ে
বিশ্বস্ততা বেশি প্রয়োজন

24/04/2024

নিজেকে শক্ত করে গড়ে নিও এ শহরে খারাপ পরিস্থিতিতে পাশে কেউ থাকে না

23/04/2024

আমি জীবনে কখনো গালফ্রেন্ড কিংবা শুধু প্রেম করার জন্য প্রেমিকা খুঁজিনি...মেয়েদের মধ্যে আমি সবসময় জীবনসঙ্গী হবার মত যোগ্য কাউকে খুঁজেছি। টাইম পাস করা, লাইফ এঞ্জয় করা কিংবা মেয়েদের সঙ্গ উপভোগ করা এগুলো আমাকে কখনো টানেনি। আর আমি কোন মেয়েৱ ,দুঃখের বা কষ্টের কারণও কখনো হতে চাইনি৷ না চাইতে বা মনের অজান্তে যদি কেউ নিজের ব্যবহারে কষ্ট পাই তাতে আমি সরাসরি যুক্ত না ।যেহেতু দীর্ঘস্থায়ী পরিকল্পনা ছিল তাই হুড়াহুড়ি করে কোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপার ছিল না। কাউকে ভাল লাগলে ভাবতে বসতাম, এই মেয়েটার সাথে আজীবনের কোন সম্পর্ক সম্ভব কিনা। নইলে খামোখা সময়, অর্থ, শ্রম আর অনুভূতির অপচয় করে কি লাভ। আর বয়স হতেই জানতাম, আমি ঠিক কি রকম জীবনসঙ্গী চাই।

22/04/2024

মনুষ্যত্ব একটি বস্তু যা হাটেবাজারে কিনতে পাওয়া যায় না। বরং; নিজের ভিতরে গড়ে তুলতে হয়!

22/04/2024

যাদেরকে সবার থেকে আলাদা মনে করবেন, খুব অল্প সময়ের ব্যবধানে তারাও প্রমাণ করে দিবে যে তারা বাকি সবার মতনই। আলাদা মনে হবার যে ব্যপার টা ওটা একটা মু'খোশ মাত্র!

22/04/2024

সারাজীবন পাশে থাকার মতো।
মানুষ কি তোমার life এ আছে..!?
আমার নাই..!💔

22/04/2024

সত্যের পক্ষে
যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায় কারীর পক্ষে তালি বাজাবেন
না...!!

22/04/2024

প্রিয়জন হতে না পারলে প্রয়োজন হয়ে কারো জীবনে থাকতে নেই। প্রয়োজন খুব খারাপ জিনিস মানুষ নিজ স্বা'র্থ ছাড়া মনে করে না।

21/04/2024

কার জন্য কাঁদছো তুমি কার জন্য এতো
মায়া.!!😒💔
এই শহরে আপন বলতে শুধুই তো নিজের
ছাড়া .!!💔😭

20/04/2024

খুব অদ্ভুত লাগে তাইনা?
যখন মনে হয়, এর পর আর কিছুই ভালো হবার নেই।
ভালো বলে কখনো ই কিছু ছিল না 😔

20/04/2024

যারা বংশগত ধনী
তারা ফুটানি দেখায় না।
ফুটানি দেখায় ফকিন্নি
যখন হঠাৎ বড়লোক হয়।.

19/04/2024

কেউ তোমায় সম্মান করলো না বলে-
তাকে তুমি অপমান করো না।
বরং তার সাথে তুমি ভালো ব্যবহার করো,
সে তোমার বিনয়ী দেখে নিজেকে শুধাইবে।

19/04/2024

নারী কখনো শুরুতে চরিত্রহীন হয় না,
খুঁজ নিলেই দেখতে পাওয়া যাবে।
নারী চরিত্রহীন হওয়ার পিছনে পুরুষ দায়ী।
নারী কখনো নিজের চরিত্র কিংবা সতীত্ব
নষ্ট হতে দিতে চায় না।

19/04/2024

মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানো? কারণ, ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, "মুখ দেখে নয়"

19/04/2024

আমরা একদল গল্পপ্রিয় মানুষ।
গল্প শুনতে চাই। বলতেও পারি। তবে শুনতে চাই বেশি। কত মানুষ দেখি, ওরা গল্প করে, গল্প বলে। গল্প শুনতে চায় না। শতাব্দীর পর শতাব্দী ধরে একদল মানুষের একছত্র আধিপত্য। তারা শুধু বলতে চাইছে। শুধু বলবে, চিৎকার করবে। আর বাধ্য করবে, মানুষ তাদের শুনুক। সবাই তাদের গুরুত্ব দিক। একেবারে মধ্যমনি করে রাখুক।
কিন্তু যারা সবসময় শোনে, অবাক হয়ে চেয়ে থাকে, অবাক হয়ে গল্প গিলে খায়, তাদের ও গল্প বলতে ইচ্ছে করে।
সবসময় নয়। তবে ইচ্ছে করে। তাদের ও ইচ্ছে করে,
তাদের আধো আধো কথা গুলো কেউ মন দিয়ে শুনুক।
ভুল হোক, তবুও শুনুক।
আসলে কথা বলতে না পেয়েই অনেক মানুষ কথা বলতে ভুলে যায়। ঠিক কোথায় পূর্ণচ্ছেদ, ঠিক কোথায় কমা, সব ভুলে যায়। একটু বেশি কথা বলতে পেলে এলোমেলো অনেক কথা বলে, অনেক গল্প করে। যেন, এই সবে শিখছে বর্ণমালা, এই সবে রপ্ত হচ্ছে বাক্যগঠন।
তবুও তারা বলতে চায়।
তখন একটু কেউ শুনুক। রাত জেগে তার দিকে অন্তত অনেকটা সময় চেয়ে থাকুক।।

19/04/2024

খুব কাছ থেকে মানুষকে বদলে যেতে দেখেছি আমি।
সবাই কত ভরসা দিয়েছে প্রথমের দিকে।
আমি আছি, কোনো চিন্তা নেই, সব ভালো হবে।
অথচ সবাই সরে গেছে। একদম হঠাৎ করেই। খুব খারাপ সময়ে, তাদের দেওয়া সবটুকু কেড়ে নিতেও দেখেছি।
আজকাল আর ভয় করে না।
যে মানুষ সাহস করতে জানে, তাকে ভয়ের গল্প বলে থামিয়ে রাখা যায় না। আমি থামতে জানি, অপেক্ষা করতে ও জানি।
তবুও, কত মানুষ থাকতে বলেও ফিরে আসেনি।
রাস্তার একপাশে দাঁড়িয়ে থেকেছি, মাঠের একাধারে বসে থেকেছি।
ওরা কেউ ফিরে আসেনি। ফিরে আসতেও চায়নি।
আমাদের মতো মানুষ কাউকে জোর করতে পারে না। ও আমাদের স্বভাব ও নয়। তবুও একটা সময় পর আমরাও জোর করে কিছু বলতে চেয়েছি। বলতে গিয়েও চুপ করে ভেবেছি। আদেও এটা ঠিক করছি তো?
আমার বলা কথাগুলো তাদের আঘাত করবে না তো?
আমরা অনেক কিছু ভাবি, ভাবতে চাই। কিন্তু ঠিক ঠিক বলতে পারি না। আমাদের কাছে গল্প রাখা আছে। প্রকাশ করতে পারি না। হয়তো একদিন পারবো। অথবা কখনোই পারবো না।
সভ্যতা আমাদের জন্য থেমে থাকেনি। থাকবেও না।
হেরে গেলেও কেউ দেখে না। দেখবে ও না।।

19/04/2024

জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো।

07/01/2024

হে আল্লাহ আমাকে এত বেশি ধৈর্য্য দিন যেনো পৃথিবীর কোন মানুষের কোন কথায় আমার অন্তর ব্যতিত না হয় যেনো আমার মন শুধু মাত্র! একমাত্র আপনার কারণে ব্যথিত থাকে নিজের পাপের জন্য অনুশোচনা করতে পারি
কর্মের জন্য চিন্তিত থাকতে পারি রাগ কন্ট্রোল করতে পারি যে আমার রব আমাকে এত বেশি ধৈর্য্য দিন যাতে লোকের কথায় আমার অন্তত পুড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশা হাসতে পারি আমার খারাপ সময় টা যেনো আমার জীবনে ভালো কিছু বয়ে আনে নতুন করে বাঁচতে শেখায় আমি

Want your business to be the top-listed Grocery Store in Cooch Behar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Cooch Behar
736176

Other Food & Grocery in Cooch Behar (show all)
Ruma  . love Ruma . love
Cooch Bhar
Cooch Behar, RAMPRASAD

sathi sathi
Alock Jhari
Cooch Behar, 736145

sathi

kacha badam0001 kacha badam0001
Maghpala
Cooch Behar

RDX  Biswa RDX Biswa
Cooch Behar

sad and f***y and romance videos

mr sajal19 mr sajal19
Cooch Behar

fimel

Neel Akash Tara Neel Akash Tara
Cooch Behar

Mr Subham Mr Subham
Coochbehar
Cooch Behar

Boos Arif Boos Arif
Cooch Behar

J•D     RAVAN J•D RAVAN
Gosaihat
Cooch Behar

JD. RavaN

nasha short nasha short
Coochbehar
Cooch Behar, 736177

please saport

B**g rupam B**g rupam
Cooch Behar