Doctor Basudeb Hajra Memorial Trust
This Trust has been built up in the memory of Dr. Basudeb Hajra. He was a generous human being. He d
25 ও26শে জুন বর্ধমান এর ফুটিসাঁকো ও আমগড়িয়া গ্রামে আমরা চোখ পরীক্ষা শিবির করলাম।দুদিনে প্রায় চারশো মানুষের চোখ পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হল।ক্যাম্পের ছবি নীচে দিলাম।
আজ রবিবার,14 ই নভেম্বর 2021,আমাদের স্বাস্থ্যকেন্দ্রের কাজ চলছে।
10ই অক্টোবর।আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কাজ চলছে পুরোদমে।
আজ ১৫ই অগাস্ট 2021 স্বাস্থ্যকেন্দ্রে চোখের চিকিৎসা চলছে।
হাওড়া থেকে লোকাল ট্রেনে কাটোয়া হয়ে আমরা গেছিলাম আমগড়িয়া গ্রামে। লকডাউনের পর অনেকদিন বাদে লোকাল ট্রেনে একের পর এক পেরিয়ে যাচ্ছিলাম নানা জনপদ, বিস্তীর্ণ ধান জমি, সরষের ক্ষেত। ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে আমাদের বাংলা, দেখে ভালো লাগছিল। হকাররা উঠছিলেন নানা স্টেশন থেকে কিন্তু চা নিয়ে কেউ-ই আসলেন না। পরে জানলাম জ্বলন্ত স্টোভ নিয়ে ট্রেনে ওঠার ওপর নিষেধাজ্ঞা। ফলে চা/ কফি বিক্রি অনেকটাই কমে গেছে। কাটোয়া থেকে অটো করে আমরা রওনা হলাম আমগড়িয়ার উদ্দেশ্যে। রাস্তার দু-ধারে সবুজ ধান ক্ষেত। এই তো সবে মাস খানেক হল বোরো ধান লাগানো হয়েছে। এখানে জমি বেশ উর্বর, অধিকাংশই তিন ফসলী জমি। যেতে যেতে শুনলাম মায়াপুর থেকে বর্ধমান ঢুকছে নাড্ডার রথ। গেরুয়া পোশাক পরা, মাথায় ফেট্টি বাঁধা কিছু মানুষ জনকে কয়েকটা জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
যাইহোক প্রায় সূর্য ডোবার সময়ে গিয়ে পৌঁছলাম আমগড়িয়া গ্রামে। পরের দিন সকাল সকাল শুরু হওয়ার কথা স্বাস্থ্য শিবির। সন্ধ্যেবেলা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে নানান কথা হল। ওনারা গুপ্তিপাড়ার গল্প করছিলেন। সেখানে বছরে তিনবার বাউল গান, ফকিরি গানের আসর বসে। আবার মুর্শিদাবাদে সুলতানপীরের মাজারের গল্প শোনালেন ওনারা। সেখানে ফাল্গুন মাসে বিরাট অনুষ্ঠান হয় প্রতি বছর। তিন দিন ধরে চলে ফকিরি গান।
গোপালপুর গ্রামে শোনা একটি গল্প অসাধারণ সম্প্রীতির ছবি তুলে ধরল। সেখানে গ্রামের মানুষই আমাদের নিয়ে গিয়ে দেখাল কষ্টিপাথরের একটি মূর্তি। মূর্তির চারপাশের কারুকার্য দেখে বোঝা যায় বহু প্রাচীন এই মূর্তি। শুনলাম পাশের গ্রামেই একটি পুকুর খোঁড়ার সময়ে পাওয়া যায় এই মূর্তিটি। পুকুর খুঁড়ছিলেন মুসলমান কর্মচারীরা। তাঁরাই মূর্তিটি তুলে এনে হিন্দু পাড়ায় মন্দিরে স্থাপন করতে সাহায্য করেন। এরকম কত গল্প ছড়িয়ে আছে গ্রাম বাংলার আনাচে কানাচে। একটু রাতে ফিরে এলাম আমগড়িয়া-গোপালপুর হাইস্কুলে। সেখানেই আমাদের রাতে থাকার কথা। রাতের দিকে আড্ডা জমলো স্থানীয় মাস্টারমশাই এবং আরও সকলের সঙ্গে। তাঁরা বলছিলেন সাম্প্রদায়িক রাজনীতির কোনও জায়গাই নেই এখানে। ওদের আত্মবিশ্বাস মুগ্ধ করল আমাদের। পরেরদিন সকালে শুরু হল স্বাস্থ্যশিবির। আশেপাশের প্রায় আট-নটা গ্রাম থেকে এসেছিলেন প্রায় দুশো মানুষ।
স্বাস্থ্যশিবির নিয়ে আগেই আমরা রিপোর্ট পোস্ট করেছি। এই লেখাটির সঙ্গে থাকল সেই কৃষ্ণ মূর্তিটির ছবি। গ্রামবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন।
গতকাল ১৪ ফেব্রুয়ারী ২০২১ আমরা বর্ধমান কেতুগ্রাম ব্লকের আমগড়িয়া গ্রামে "আমগড়িয়া গোপালপুর আর জি এম আই হাইস্কুল"-এ একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম স্থানীয় মানুষের সহায়তায়। চারপাশের প্রায় ৮-৯টা গ্রাম থেকে হাজির হয়েছিলেন মোট ১৭৬ জন রোগী। আরও অনেকের প্রয়োজনীয়তা ছিল কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য এবার তাঁদের পরীক্ষা করা সম্ভব হয়নি। সকলকে বিনামুল্যে চিকিৎসা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। মানুষের অনুরোধে আমরা আবার যাব; এবার বেশী সময় নিয়ে যাব কথা দিয়েছি।
4th October, Eye check-up চলছে।
13ই সেপ্টেম্বর দীর্ঘ লকডাউনের পর স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু হল।
৮ মার্চ স্বাস্থ্য কেন্দ্রের কিছু ছবি
ডাঃ বাসুদেব হাজরা মেমোরিয়াল ট্রাস্ট-এর পরিচালনায় গত ১৬ ফেব্রুয়ারী ,শিবপুর কাউস ঘাট রোড-এ অনুষ্ঠিত হল একটি বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এলাকার মানুষের সক্রিয় সহযোগীতায় প্রায় ৮০ জন মানুষের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে।
ডাঃ বাসুদেব হাজরা মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হচ্ছে।
প্রতি রবিবার সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত এবং প্রতি মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকে এই স্বাস্থ্যকেন্দ্র।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
Howrah
711102
Opening Hours
Tuesday | 5pm - 8pm |
Sunday | 10am - 2pm |
Howrah
I'm a Wellness - Lifestyle Coach. We Are a NYSE Listed Multinational Company. We Work Wish The Missi
Bally
Howrah, 711205
Welcome to Healthy Habits Hub, your go-to resource for cultivating a vibrant and balanced lifestyle! Our page is dedicated to empowering individuals to adopt and sustain healthy ha...
Shree Apartment
Howrah, 711102
Vast experience in helping people to transform their health.
Joyville Shapoorji Housing Private Limited Salap Junction, Howrah Amta Road And Bombay Crossing
Howrah, 711403
Providing Healthy Nutrition Guidelines to our clients is our motto.