Icche Bhraman - ইচ্ছে ভ্রমণ
Nearby transport services
Nho Quan, Ho Chi Minh City
Kandahar City, Kandahar
Rajshahi Division
Bagerhat Town
طريق الليث ، العكيشية, Mecca
Rajshahi Division
Gîte Nait Youssef Taghia
Mirzapur Road, Moulvibazar
Vaskorjo Moor, Chaugachha
Dehra Dun 247001
35286
Rajshahi Division
Gossaipur, Silchar
We Conduct Tours and Travels
Kashmir Trip with Icche Bhraman - ইচ্ছে ভ্রমণ 8240032424
Happy Family with friends have enjoyed their Pelling Trip with us...We are Happy to serve them...
♥️বরফের রাজ্যে ♥️
♥️ সিমলা,কুলু, মানালি, কাসোল ♥️
★মাথাপিছু খরচ ৯৯৪৯ টাকা।
★ শুভ যাত্রা: ০৪/০১/২০২৫
★ প্রথম দিন: ০৪/০১/২০২৫
আমরা সবাই হাওড়া থেকে ট্রেনে করে চন্ডিগড়ের উদ্দেশ্যে রওনা হবো।
★ দ্বিতীয় দিন: ০৫/০১/২০২৫
দিনটা আমাদের ট্রেনেই কাটবে নিজেদের মধ্যে হাসি মজা করতে করতে।
★ তৃতীয় দিন: ০৬/০১/২০২৫
চন্ডিগড় পৌঁছে আমরা রওনা দেবো সিমলার উদ্দেশ্যে একটা সুন্দর লং ড্রাইভে রাস্তার চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। এইদিনটা আমরা নিজেদের মতো করে কাটাবো।
★ চতুর্থ দিন: ০৭/০১/২০২৫
এদিন সকালে বেশ সুস্বাদু জলখাবার খেয়ে আমরা যাবো কুফরি, যেখানে শীতকালে নানারকম বরফের খেলার মেলা বসে কিন্তু গরম কালে এখানকার এক অন্য রূপ। এখান থেকে আমরা চলে যাবো মান্ডি, আজকের রাতটা এখানেই কাটাবো।
★ পঞ্চম দিন: ০৮/০১/২০২৫
এদিন দুপুরে খাবার পরে আমরা রওনা দেবো মানালির উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পথে পড়বে কুলু ভ্যালি যেখানে আপনার রক্তচাপকে নিজের আয়ত্তে করতে হবে যখন বিয়াস নদীতে রিভার রাফটিংয়ে
অংশগ্রহণ করবেন ( নিজস্ব খরচে )।
এরপর মানালি পৌঁছে আমরা নিজেদের মতো করে রাতটা কাটাবো।
★ ষষ্ঠ দিন: ০৯/০১/২০২৫
সকাল সকাল আমরা যাবো সোলাং ভ্যালি রাস্তার চারপাশে শ্বেতশুভ্র বরফের অপরুপ সৌন্দর্য দেখতে দেখতে । এখানে আপনারা প্যারাসুটিং,প্যারাগ্লাইডিং, স্কেটিং ছাড়াও বিভিন্ন রকমের খেলায় অংশ গ্রহণ করতে পারেন। এরপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে বিকেলটা নিজেদের মতো করে কাটাবো।
আপনারা চাইলে নিজস্ব খরচে রোটাং পাস অটল ট্যানেল সিসু ঘুরে আসতে পারেন।
★ সপ্তম দিন: ১০/০১/২০২৫
এদিন সকালে আমরা জলখাবার খেয়ে দেখে নেবো মানালির স্থানীয় দর্শনীয় স্থান গুলো।
★ অষ্টম দিন: ১১/০১/২০২৫
এদিন সকালে জলখাবারের পর আমরা রওনা দেবো চন্ডিগড়ের উদ্দেশ্যে পথে দেখে নেবো কাসোল ও মনিকরন।
★ নবম দিন: ১২/০১/২০২৫
এদিনটা আমাদের ট্রেনেই কেটে যাবে হিমাচল ট্যুরের গল্প করতে করতে।
★ দশম দিন: ১৩/০১/২৫
এদিন আমরা হাওড়া পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।
🛑 আমরা যা দেবো।
★ যাতায়াতের জন্য ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের ভাড়া।
★ত্রিশয্যা বিশিষ্ট পারিবারিক রুম।
★ সকাল,দুপুর, রাত্রি খাবার।
★ উল্লেখিত জায়গায় ঘোরার জন্য গাড়ি।
🛑 আমরা যা দেবো না।
★ যাত্রা চলাকালীন ট্রেনের কোন খাবার।
★ ব্যাক্তিগত কোনো খরচ ফোন কল টিপস্ ইত্যাদি।
★ আলাদা কোন সাইট সিয়িং ও গাড়ির খরচ যা উল্লেখ নেই।
★ প্রাকৃতিক কারনে যদি ট্যুর বিলম্বিত হয় তাহলে সেই খরচ যাত্রীদের বহন করতে হবে ততক্ষনাৎ।
📞📞📞
*ইচ্ছে ভ্রমণের* তরফ থেকে আপনাদের সবাইকে জানাই *শুভ অক্ষয় তৃতীয়া*.... অক্ষয় হোক আপনাদের *সমৃদ্ধি*.. অক্ষয় হোক আপনাদের *স্বাস্থ্য*.. অক্ষয় হোক আপনাদের *আনন্দ.*.. মুখে থাকুক *অমলিন হাসি*। ভালো থাকবেন সবাই, 🙏🙏
কবি প্রনাম 🙏🙏
***************
কবিগুরু ও কালিম্পং
অজানা কথা
------------------
শতপ্রতিকূলতা সত্বেও বাঙালীর প্রিয় পাহাড় আর সেই বাঙালীর প্রিয় কবিগুরুরও প্রিয় পাহাড়। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে কবির লেখা দিয়েই শুরু করি -------
" পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে
শূন্যে আর ধরাতলে,
মন বাঁধে ছন্দে আর মিলে।
বনেরে করায় স্নান শরতের সোনালী
মাঝখানে আমি আছি,
চৌদিকে আকাশ তাই নিঃশব্দে দিতেছে করতালি।
আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রঙ
জানে তাকে এ কালিম্পং ।।"
লহ প্রনাম
Book Your Trip
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেপ্টেম্বর মাসে যাবো আমরা রাধা কৃষ্ণের লীলাভূমি দেব ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের হাত ধরে।
🍀বৃন্দাবন মথুরা 🍀
🔴আমাদের যাত্রা শুরু হবে ০৫/০৯/২০২৪
🔵 মাথাপিছু খরচ ৬৪৯৯ টাকা।
🔴 শুভ যাত্রা ০৫/০৯/২০২৪
🍀 প্রথম দিন আমরা সবাই হাওড়া/ কলকাতা স্টেশনে মিলিত হব, তারপর দুপুর ১২:১০ মিনিটে ট্রেনে উঠে বসবো মথুরার উদ্দেশ্যে।
🍀 দ্বিতীয় দিন দুপুর ২:৩৫ মিনিট নাগাদ মথুরা পৌঁছে সেখান থেকে গাড়ি করে বৃন্দাবন যাবো সময় প্রায় ৩০ মিনিট মতো লাগবে। তারপর হোটেল প্রবেশ করে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় প্রেম মন্দির দর্শন করে নেবো। রাতে বৃন্দাবনের হোটেলে থাকবো।
🍀 তৃতীয় দিন সকালে জলখাবারের পর আমরা রাধারানীর জন্মস্থান বর্শনার উদ্দেশ্যে রওনা হবো, সাথে দেখে নেবো গোকুল ও গোবর্ধন,রাধাকুন্ড ইত্যাদি। সব দেখে রাতে বৃন্দাবন ফিরে আসবো।
🍀 চতুর্থ দিন আমরা সকালে জলখাবারের পর বৃন্দাবনের স্থানীয় দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখবো টোটো করে সাথে দেখে নেবো শ্রী কৃষ্ণের জন্মস্থান। আজকের রাতটাও আমাদের বৃন্দাবনের হোটেলেই কাটবে।
🍀 পঞ্চম দিন ভোর ৫টায় মথুরা থেকে ট্রেন ধরবো বাড়ি ফেরার উদ্দেশ্যে আজকের রাতটা আমাদের ট্রেনেই কাটবে।
🍀 ষষ্ঠ দিন সকাল সকাল আমরা হাওড়া পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আর এখানেই আমাদের মথুরা ও বৃন্দাবন ট্যুরের সমাপ্তি ঘটবে।
🔵আমরা যা যা দেবো
★যাতায়াতের জন্য ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট।
★ পরিবার অনুযায়ী হোটেল রুম।
★ সকাল দুপুর বিকেল রাত্রি চারবেলা খাবার।
★ দর্শনীয় স্থান ভ্রমনের জন্য গাড়ি।
🔴 আমরা যা দেবো না।
★ যাত্রা কালীন ট্রেনের খাবার।
★ দর্শনীয় স্থানের টিকিট মূল্য।
★ ব্যক্তিগত কোনো খরচ।
★ বর্শনার স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমনের জন্য গাড়ি।
Proud to serve Hon'ble Guest Swapan Kumar Paul & Family, ... They will go to Silk Route now.. Once again under our Arrangements...
★মরুরাজ্য,কেল্লা,মন্দির★
🛑 এবার আমরা যাবো গোলাপী শহরের রাজ্য রাজস্থান 🛑
★ মাথাপিছু খরচ ১৯৯৭৫ টাকা
★ শুভযাত্রা: ০৭/১০/২০২৪
★ ট্যুরের ব্যবস্থাপনা ও পরিচালনায় ★ *ICCHE BHRAMAN -ইচ্ছে ভ্রমণ* এবং
DEV TOUR &travels Group
★ প্রথম দিন:
আমরা সবাই হাওড়া স্টেশনে মিলিত হয়ে নিজেদের মধ্যে পরিচয় পর্ব সেরে নিয়ে ট্রেনে উঠে নিজেদের সংরক্ষিত আসনে গিয়ে বসবো।
★ দ্বিতীয় দিন:
এদিনটা আমাদের ট্রেনেই কাটবে।
★ তৃতীয় দিন:
আমরা সকালের দিকে বিকানীর পৌঁছে একটু ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে দেখে নেবো লালগড় প্যালেস,জুনাগড় ফোর্ট ও কর্নিমাতার মন্দির এবং এদিনের দুপুরের খাবার আমরা রাস্তাতেই করে নেবো যদি ট্রেন সঠিক সময়ে বিকানীর পৌঁছায়, নাহলে লোকাল সাইট সিয়িং আমরা পরের দিন সকালে করবো।
★ চতুর্থ দিন:
সকালে জলখাবারের পর আমরা বেড়িয়ে পড়বো জয়শালমীরের উদ্দেশ্যে, এদিনের দুপুরের খাবার আমাদের রাস্তাতেই করতে হবে।আমরা বিকেলে জয়শালমীর পৌছাবো ও সন্ধ্যাটা আমাদের কাটবে ক্যামফায়ার ও রাজস্থানী লোকাল ফোক ড্যান্সের সাথে।
★ পঞ্চম দিন:
সকালে জলখাবারের পর আমরা যাবো সোনার কেল্লা, প্রাচীন রাজবাড়ী মন্দির ইত্যাদি দেখে। তারপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাটা নিজেদের মতো করে কাটাবো, আজকের রাতটা জয়শালমীরের হোটেলেই কাটবে।
★ ষষ্ঠ দিন:
সকাল সকাল আমরা যাবো যোধপুর। পৌঁছে হোটেলে প্রবেশ করবো তারপর যদি সম্ভব হয় আমরা দেখে নেবো মেহেরনগড় ফোর্ট উম্মইদ ভবন ও ক্লক টাওয়ার। এদিন রাতটা আমরা যোধপুরের হোটেলে কাটাবো।
★ সপ্তম দিন:
এদিন সকালে আমরা বেড়িয়ে পড়বো মাউন্ট আবুর উদ্দেশ্যে এবং রাতটা আমরা এখানকার হোটেলেই থাকবো।
★ অষ্টম দিন:
সকালে জলখাবারের পর আমরা যাবো মাউন্ট আবুর সাইট সিয়িং করতে, এদিন আমরা দেখবো দেলওয়ারা মন্দির,নাক্কি লেক। আজকের রাতটা কাটবে উদয়পুর অথবা মাউন্ট আবুতে।
★ নবম দিন:
এদিন আমরা দেখবো সিটি প্যালেস,পিছোলা লেক, জগদীশ মন্দির ইত্যাদি।
: দশম দিন:
এদিন আমরা চিত্তরগড় হয়ে যাবো পুস্কর তারপর হোটেলে প্রবেশ করে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো।
★ একাদশতম দিন:
এদিন ভোর চারটের সময় আমরা যাবো এখানকার বিখ্যাত আজমীর দরগা এবং পুস্করে পৃথিবীর একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির তারপর হোটেলে ফিরে এসে রওনা দেবো গোলাপী শহর জয়পুরের উদ্দেশ্যে। এদিনের দুপুরের খাবার আমাদের রাস্তাতেই করতে হবে,যদি সম্ভব হয় তাহলে জয়পুরের সাইট সিয়িং করবো ( আমের ফোর্ট )।
আজকের রাতটা আমাদের জয়পুরের হোটেলে কাটবে।
★ দ্বাদশতম দিন:
দুপুরের খাবার পর আমরা দেখবো জলমহল,সিটি প্যালেস,যন্ত্রর মন্তর, হাওয়া মহল এবং আম্বের ফোর্ট।
হোটেলে ফিরে এসে আমাদের রাতটা হোটেলেই কাটবে।
★ ত্রয়োদশতম দিন:
এদিন সকালে আমরা যাবো এখানকার লোকাল মার্কেট যদি কিছু কেনাকাটা করার থাকে করে নেবো তারপর হোটেলে ফিরে এসে দুপুরের খাবার খেয়ে আমরা বেড়িয়ে পড়বো জয়পুর স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরার ট্রেনে উঠতে। এদিনের রাতের খাবার আমরা দিয়ে দেবো ট্রেনেই।
★ চতুর্দশতম দিন:
আমরা বিকেলে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবো আর এখানেই শেষ হবে আমাদের রাজস্থান ভ্রমণ।
🛑 আমরা যা দেবো।
★ যাতায়াতের জন্য ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের ভাড়া।
★ত্রিশয্যা বিশিষ্ট পারিবারিক রুম।
★ সকাল দুপুর বিকেল রাত্রি চারবেলা খাবার।
★ উল্লেখিত জায়গায় ঘোরার জন্য গাড়ি।
★ সমস্ত জায়গার পার্কিং ও টোল ট্যাক্স।
★ ট্যুরের বিবরণ মতো সমস্ত পারমিট ও হোটেলের ট্যাক্স।
🛑 আমরা যা দেবো না।
★ যাত্রা চলাকালীন ট্রেনের কোন খাবার।
★ ব্যাক্তিগত কোনো খরচ ফোন কল টিপস্ ইত্যাদি।
★ আলাদা কোন সাইট সিয়িং ও গাড়ির খরচ যা উল্লেখ নেই।
★ প্রাকৃতিক কারনে যদি ট্যুর বিলম্বিত হয় তাহলে সেই খরচ যাত্রীদের বহন করতে হবে ততক্ষনাৎ।
আপেল ও দুধ পাথরী নিয়ে পুজোর কাশ্মীর ট্রিপ 18875/- এর পাহেলগাঁও রাত্রি বাসের ঠিকানা...... Icche Bhraman - ইচ্ছে ভ্রমণ 8240032424
*GO GOA GONE...*
কি, যেতে ইচ্ছে করছে তো?? তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন আমরা যাচ্ছি ২৪.০৮.২৪ তারিখ বর্ষায় বর্ষা বরণ করতে শুধু মাত্র ৮৯৯৯/- থেকে শুরু আর মাত্র ৫ টি রুম আছে ৩৫ টা রুম সোল্ড আউট হয়ে গেছে যেতে গেলে কল করুন
8240032424
এ খুশীর ভাগ হবে না.... আমাদের অতিথিরা, কাশ্মীর ট্রিপ এ...
Glimpse of our 3rd Kashmir Group Tour (March-April).... Guests are Happy.... We are Happy....
শেখ এহেসান আলি সাহেব সপরিবারে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন... আপনাদের পরিষেবা দিতে পেরে আমরা আনন্দিত..... আবার আসবেন....আমরা থাকবো আপনাদের অপেক্ষায়.....
Happy Moments are Always a SWEET MEMORIES..... অতিথি দেব ভবঃ.... আমাদের হোমস্টের আতিথেয়তা গ্রহণ করার জন্য ধন্যবাদ....
*ইচ্ছে ভ্রমণের* তরফ থেকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। নতুন বছর সকলের জন্য আনন্দময় হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা রইল।🙏🌹🌹🙏
❤️ কাশ্মীর ও দুধ পাথরী ❤️
🌹🌹 আপেল ফেস্টিভ্যাল 🌹🌹
🚆যাত্রা শুরু ০৮/১০/২৪ ও ২০.১০.২৪
🖌️ মাথাপিছু খরচ ১৮৭৮৫ টাকা।
©️ব্যবস্থাপনা ও পরিচালনায় ©️
★ *ইচ্ছে ভ্রমণ এবং*
★ *দেব ট্যুর এন্ড ট্রাভেলস*
★ প্রথম দিন
আমরা সবাই হাওড়া স্টেশনে মিলিত হয়ে নিজেদের মধ্যে পরিচয় পর্ব সেরে নিয়ে যে যার সংরক্ষিত আসনে গিয়ে বসবো,এই দিনটা ট্রেনেই কাটবে।
★ দ্বিতীয় দিন
এই দিনটাও আমাদের ট্রেনেই কাটবে তবে নিজেদের মধ্যে হাসি গল্প মজা করে।
★ তৃতীয় দিন
আমাদের ট্রেন জম্মু স্টেশনে এসে থামবে আর আমরাও ট্রেন থেকে নিজেদের লাগেজ নিয়ে নেমে হোটেলে যাবো, আজকের রাতটা জম্মুর 🏦 কাটবে।
★চতুর্থ দিন
আমরা সকালের জলখাবার খেয়ে বেড়িয়ে পড়বো কাশ্মীরের উদ্দেশ্যে,
এই রাতটা আমাদের কাটবে শ্রীনগরের🏦
★ পঞ্চম দিন
সকালে জলখাবারের পর আমরা সাইট সিয়িংয়ের জন্য রওনা হবো,এই রাতটাও আমাদের কাটবে শ্রীনগরের 🏦
★ ষষ্ঠ দিন
আমরা যাবো সোনমার্গ এবং সারাদিন সোনমার্গ ঘুরে বিকেলে শ্রীনগর ফিরবো,
এই রাতটাও আমরা শ্রীনগরের 🏦 কাটাবো।
★ সপ্তম দিন
সকালে জলখাবারের পর আমরা যাবো গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, সারাদিন গুলমার্গ থেকে আমরা ফিরে এসে রাতে থাকবো শ্রীনগরের 🏦
★ অষ্টম দিন
সকালে জলখাবারের পর আমরা যাত্রা শুরু করবো দুধ পাথরীর উদেশ্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, সারাদিন দুধ পাথরী থেকে আমরা ফিরে এসে রাতে থাকবো শ্রীনগরের 🏦
★ নবম দিন
সকালে জল খাবার খেয়ে বেরিয়ে পড়বো
পহেলগামের উদ্দেশ্যে এবং দুপুরের খাবার খেয়ে আমরা পহেলগামের সাইট সিয়িং করবো ( নিজস্ব খরচে) আজকের রাতটাও আমরা পহেলগামের 🏦 কাটাবো।
★ দশম দিন
আমরা পহেলগামকে বিদায় জানিয়ে রওনা হব কাটরার দিকে, কাটরা পৌঁছে বিকেলের রওনা হবো মাতা বৈষ্ণদেবী দর্শনের উদ্দেশ্যে।
★ একাদশতম দিনে আমরা কাটরায় বিশ্রাম নেবো।
★ দ্বাদশ দিনে আমরা কাশ্মীর ভ্রমনের স্মৃতি নিয়ে ট্রেনে উঠে বসবো।
★ত্রয়োদশতম দিনটা আমাদের কাটবে ট্রেনে।
★চতূর্দশতম দিন আমরা হাওড়ায় নেমে মে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং আমাদের কাশ্মীর ভ্রমন এখানেই শেষ হবে।🙏🙏🙏
🛑 আমরা দিচ্ছি
হাওড়া থেকে হাওড়া ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া।
পরিবার অনুযায়ী ঘর (ত্রিশয্যা)।
সকাল দুপুর বিকেল রাত্রি চারবেলা খাবার।
ঘোরার জন্য নন এসি গাড়ি।
পার্কিং ও টোল ট্যাক্স ও হোটেল ট্যাক্স।
🛑 আমরা দেবো না
যাত্রাকালীন ট্রেনের কোন খাবার ও ব্যাক্তিগত কোনো খরচ ও গাইড খরচ।
যাত্রা কালীন প্রাকৃতিক কারনে যদি কোন খরচ বেশি হয় তা সেই মুহূর্তে যাত্রীদের বহন করতে হবে..... যোগাযোগ Icche Bhraman - ইচ্ছে ভ্রমণ 8240032424
Kashmir Group Trip..Reached Jammu now
কিছু কথা.…..আমাদের অনুপ্রেরণা... আপনাদের অপেক্ষায় থাকবো আমরা..
কলকাতার শান্তনু বাবু সপরিবারে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন... ওনাদের পরিষেবা দেওয়ার সুযোগ দিয়েছেন.. আগামীতে আরও ভাল পরিষেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ... ভালো থাকবেন সবাই 🙏🙏
কলকাতা থেকে ঘুরতে আসা আমার গেস্ট সুব্রত বাবু এবং তার পরিবার।
আজ শেষ ফিরে গেলেন ডুয়ার্স থেকে বাড়ি উদ্যেশ্যে।
যাওয়ার সময় দিয়ে গেলেন কিছু রঙিন স্মৃতি।দোলের দিনে আবির মেখে বাড়ির পথে রওনা।
আবার আসবেন স্যার। আপনাদের দ্বিতীয় বাড়ি আপনাদের অপেক্ষায় থাকবে।
❤🙏❤
শুভ দোল পূর্ণিমাতে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা| রঙ্গে ও রঙে ভরে উঠুক আপনার সুন্দর জীবন...🎉🎊
Once agai... Guest's Satisfaction is our only Motto... Our inspiration to further betterment..
Today's View from our Homestay
Photo credit Our Hon'ble Guests Mr Uday Bhanu Banerjee
Guests are enjoying Snowfall yesterday on the way to Zuluk & Thambi..... Video Credit, our Hon'ble Guest Mr. Uday Bhanu Banerjee...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Uttarayan
Kolkata
700130
"Premier Court", 4, Chandney Chowk Street, , 1st Floor;, Kolkata/
Kolkata, 700072
Rupal are the leading Tours and Travel service providing Company Providing MICE, Travel package.
PICNIC GARDEN
Kolkata, 700039
We provide cars for City Tours, Outstation Tours, Airport pick and drop services @ affordable rates.
2A, Bertram Street, Grand Hotel Building, Opposite New Market (New Complex)
Kolkata, 700013
Bringing 38 years of expertise, "Alps Tourist Services Private Limited" is a leading travel and tourism company in Kolkata, active across various travel segments including Leisure ...
Bt College More, Near Kolkata Airport
Kolkata
Wish to go on a long bike ride or car drive??? Wheels Nomads is the solution for your hassles.
6th Floor, SLS TOWER F-1, GP Block, Sector V, Bidhannagar, Kolkata. SDF Bus Stop Landmark/Tangerine Banquet/Nalban Waterside
Kolkata, 700091
General duties include: Pre-flight checks of all the instruments, engines, fuel and safety systems a
OM Tower, 32, Chowringhee Road, 7th Floor, Unit No. 706 Park Street
Kolkata, 700071
We are the biggest Road Tripping community in India
148 Diamond Harbour Road
Kolkata, 700060
We are passionately committed to 'Total Quality Travel', with continual delivery of value added services. We uphold the highest ethical standards and believe in creating new benchm...
EA-13, Desh Bandhu Nagar, Baguiati, Kolkata/
Kolkata, 700059
STREET 7 HOLIDAYS specializes in providing the best travel services in KOLKATA. We’ve been in business since 2018, creating customized itineraries for our clients based around thei...