BOOK FARM

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন Unique Quality book

09/12/2023

২০২৪ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আঠেরোই জানুয়ারি থেকে। চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত। বিগত বছরগুলির মতন আগামী বইমেলাতেও বুক ফার্মের পক্ষ থেকে আমরা পাঠক পাঠিকাদের হাতে তুলে দেব বিভিন্ন বিষয়বৈচিত্র‍্যের অনেকগুলি আকর্ষণীয় বই। আশা করি বইগুলি পাঠক পাঠিকাদের আশীর্বাদ পাবে।

২০২৩ কলকাতা বইমেলার পরে এখনো পর্যন্ত বুক ফার্মের পক্ষ থেকে প্রকাশিত বইগুলির তালিকা নিম্নরূপ:

১) কলকাতার ইতিবৃত্ত।
২) ব্লু ফ্লাওয়ার ৩
৩) জগৎ শেঠের রত্নকুঠী।
৪) পরাবাস্তব।
৫) শরশাস্ত্র।
৬) লেখায় শিব্রাম রেখায় শ্রীশৈল ৩
৭) বাজ সিরিজ ১
৮) সব গল্পই প্রেমের নয়।

এছাড়া যে বইগুলির সম্পর্কে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বা প্রি বুকিং শুরু হয়েছে সেগুলি হল:

১) অদ্ভুত বাড়ির রহস্য
২) হাসিতে রক্তের দাগ

এছাড়াও আরো অনেকগুলো বইয়ের কাজ চলছে। ধীরে ধীরে সময়মত বইগুলির সম্পর্কে জানিয়ে দেওয়া হবে BOOK FARM এর অফিশিয়াল ফেসবুক পেজে। আপনি যদি বুক ফার্মের বইয়ের সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে পেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। পেজের লিংক নিচে দেওয়া হল।
👇🏻👇🏾👇🏿

https://www.facebook.com/comicsgraphics

BOOK FARM বাংলা সাহিত্যের সেরা লেখা, সেরা প্রোডাকশন, সেরা প্রচ্ছদ, সেরা মার্কেটিং, সেরা ডিস্ট্রিবিউশন

09/12/2023

চল্লিশ বছর পর আবার ফিরছে হারিয়ে যাওয়া ডিটেকটিভ বই ......

তরুণ লেখকদের পাশাপাশি প্রতিভাবান প্রবীণ লেখকদের বইও 'বুক ফার্ম' আগে প্রকাশ করেছে। সেই ট্রাডিশন বজায় রেখে, এবার আমরা এক হারিয়ে যাওয়া লেখকের দুরন্ত 'ডিটেকটিভ বই' প্রথম প্রকাশের চল্লিশ বছর নবরূপে ফিরিয়ে নিয়ে আসছি।

মূল প্লট অক্ষুন্ন রেখে বইটি আগাগোড়া পরিমার্জনা করা হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। আর সেই সম্পাদনার কাজটি করেছেন একজন প্রতিভাবান সিনিয়র লেখক। আজকের দিনে এমন লেখক-সম্পাদক জুটির বই বিরল! আমরা আশাবাদী, এই হারিয়ে যাওয়া প্রতিভা উদ্ধারের এই প্রয়াস আপনাদের চমকে দেবে। বাংলা ফিরে পাবে এক প্রবীণ কিন্তু গুণী কলমকে।

'বুক ফার্ম' থেকে আসছে এই ডিসেম্বরেই। আরও জানতে নজর রাখুন 'বুকফার্ম' পেজে।

09/12/2023

'এবং হেরুক' খ্যাত সুলেখক সৌমিত্র বিশ্বাসের কলমে আসছে....
নতুন ভৌতিক কাহিনীর সংকলন > 'অদ্ভুত বাড়ির রহস্য'
প্রকাশক ' #বুকফার্ম'
প্রচ্ছদ - অর্ক চক্রবর্তী
অলংকরণ - গৌতম কর্মকার

'দ্যাখো, বাড়িটা কেমন দুহাত বাড়িয়ে আমাদের ডাকছে।’
তারপরেই কানের কাছে ফিসফিস, ‘পালিয়ে যাও, এক্ষুনি পালিয়ে যাও, এই বাড়ি থেকে।’ শুনেই চমকে উঠল সে। কে বলল কথাটা? ঘাড় ঘুরিয়েও কাউকে দেখতে পেল না। কিন্তু টর্চ ফেলার পরে সামনের দৃশ্যটা দেখে অনুভব করল যে ওর পায়ে কোনো জোর নেই। কারিপাতা গাছটার নীচে চার হাতে পায়ে ভর রেখে সে বসে রয়েছে। তাকে দেখেই আকাশের দিকে মুখটা তুলে কেঁদে উঠল, ‘উঁ উঁ উঁ’। ও কে? কে পিছু নিয়েছে? দৌড়োতে দৌড়তে বাড়ির দিকে গেলেও বুঝতে পারছে যে কেউ একটা ওর পিছু নিয়েছে। পেছন ফিরলেই তার ক্রুর লাল লাল চোখ আর সাদা দাঁতের সারি দেখতে পাবে। তারপর গাছের আড়ালে বাড়িখানা দেখেই ওর বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। কেমন একটা থমথমে চেহারা নিয়ে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। ওর মধ্যে একবার ঢুকে পড়লে যেন আর বেরিয়ে আসার ক্ষমতা থাকবে না। ডিয়েগো হাঁউমাউ করে বলে উঠল ‘ওই দরজাটা একদম খুলো না, ফর গড’স সেক।’
বারণ করলেও যদি দরজা খুলে একবার এই বইয়ের কাহিনীগুলোর মধ্যে ঢুকে পড়েন, সত্যি সত্যিই আর বেরিয়ে আসার ক্ষমতা থাকবে না। নিত্যদিনের বসতবাড়ি নিয়েও যে ভয়ের অট্টালিকা তৈরি করা যায়, সেটা সৌমিত্র বিশ্বাস প্রমাণ করলেন এই বইতে। প্রতিটা কাহিনীর সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে একটা বাড়ি। আমি আপনিই সেখানে থাকি। তাও তারা কোথায় আলাদা? সেই উত্তর আপনাকেই খুঁজে বের করতে হবে এই অদ্ভুত বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কক্ষান্তরে গিয়ে।

09/12/2023

*** প্রি-বুকিং চলছে ***
হাসিতে রক্তের দাগ
(চল্লিশ বছর পর আবার ফিরছে হারিয়ে যাওয়া ডিটেকটিভ বই)
লেখক - প্রবোধ সিংহ
সম্পাদনা : সৌমিত্র বিশ্বাস
* প্রকাশক : বুক ফার্ম

🟠 প্রকাশিত হবে ১৩ ডিসেম্বর '২৩ (বুধবার)

🟢 মুদ্রিত মূল্য ২৭৬ টাকা। ২৫% বিশেষ ছাড়ে Boichitro.in এতে প্রি-বুকিং করুন ২o৭ টাকায়।

🔴 ২৫% ছাড়ে WhatsApp Booking করতে পারেন Boichitro.in এর 9674480588 নাম্বারে।

প্রি বুকিং লিংক :
https://boichitro.in/product/hasite-rokter-daag-probodh-singha/

* প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী
* অলংকরণ : শুভম ভট্টাচার্য
* (অফার ছাড়াও ফ্লিপকার্ট ও আমাজনে উপলব্ধ)
******************************************

রসময়, গোকুল, জ্যোতিষ, আলোকনাথ আর নাতনির সঙ্গে বসে নিশিকান্তবাবু ভালুকনাচ দেখছিলেন। দেখতে দেখতে তিনি হাসতে শুরু করলেন এবং হাসির ধাক্কা সামলাতে না পেরে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন।
পরে নিশিকান্তবাবুর ছেলে দেবকান্তর সন্দেহ হল যে মৃত্যুটা হয়তো স্বাভাবিক নয়। তিনি সেক্রেটারি গোকুলকে পাঠিয়ে দিলেন গোয়েন্দাকে ডেকে আনতে। গোকুল তার বন্ধু সত্রাজিৎকে নিয়ে এল। মৃত্যুর পূর্বমুহূর্তে নিশিকান্তবাবু যে কথাটা বলে উঠেছিলেন তার কি কোনো গুরুত্ব আছে নাকি নিছক কথার কথা? নব স্যাকরা প্রায়ই নিশিবাবুর কাছে আসত কেন? দরজা বন্ধ করে গোপনে কী আলোচনা করত? এদিকে আবার পূর্ণিমা আর অমাবস্যায় সাহেব মামার পাগলামিটা এতই বাড়ে যে তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হয়? এর পেছনেও কি কোনো রহস্য আছে?

******************************************

লেখক পরিচিতি :

প্রবোধ কুমার সিংহের জন্ম ১৯৪২ সালে, কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি লাভ করার পরে রাজ্য সরকারের আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। নানা জেলায় নানা দায়িত্ব সামলানোর ফাঁকে ফাঁকে তিনি সাহিত্যচর্চায় মগ্ন থেকেছেন। শারদীয়া ‘নহবত’ পত্রিকা এবং আরও নানা পত্রপত্রিকাতে তাঁর একাধিক গোয়েন্দা কাহিনি প্রকাশিত হয়েছে। আবগারি বিভাগের কালেক্টার হিসেবে অবসর গ্রহণ করার পরে তিনি রামকৃষ্ণ মিশন থেকে মন্ত্রদীক্ষা নেন এবং আধ্যাত্মিক জগতেই বেশি মনোনিবেশ করেন।
প্রবোধবাবু একজন একনিষ্ঠ পাঠক এবং সেইসঙ্গে গোয়েন্দা সাহিত্যের একজন নিরলস গবেষকও বটে। গোয়েন্দা কাহিনির জনক এডগার অ্যালেন পো’কেই তিনি গুরু বলে মান্য করেন। দৌড়ঝাঁপ এবং অ্যাকশনে ভরা গোয়েন্দা কাহিনির চাইতে যেখানে যুক্তি এবং বুদ্ধিবিস্তার প্রক্রিয়ার প্রয়োগ আছে সেরকম কাহিনিই তাঁর পছন্দ। সেই কারণেই তাঁর গোয়েন্দা কাহিনিতেও আমরা দেখি যুক্তি এবং বুদ্ধির বিস্তার। এই গোয়েন্দা কাহিনিটিতেও পাঠকেরা তার পরিচয় পাবেন।

09/12/2023

রাস্তার কোলাহল থেকে দূরে, বুক ফার্ম শো-রুমের নিরিবিলি শান্ত পরিবেশে বসে প্রিয় লেখকের বই দেখে শুনে সংগ্রহ করুন। এক টুকরো পুরানো কলকাতার আবহ পাবেন আমাদের শোরুমে এলে।

*******************************************

* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :

১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,

* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।

* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)

* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040

* 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।

* বুক ফার্ম ক্যাটালগ লিংক :

https://drive.google.com/file/d/1MvjUlwkYTzOA3bZ0n25A-wXr8vcG4cOa/view?usp=sharing

09/12/2023

প্রকাশিত

সুমন দত্ত (গোগোল) লিখিত ভিন্ন স্বাদের ভয়ের কাহিনি সংকলন 'পরাবাস্তব'

* প্রকাশক : বুক ফার্ম
* প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী
* অলংকরণ : শান্তনু মিত্র

*******************************************

ভামসি
°°°°°°°
চকচক করা লোভাতুর চোখে মেয়েটার দিকে তাকিয়ে অমিত বললো,"কত নেবে?"। মেয়েটা নিজের ডানহাতের তর্জনী অমিতের ঠোঁটে রেখে বললো,"পুরো রাত, দশ হাজার। হাফ্ টাকা অ্যাডভান্স্ দিতে হবে গাড়িতে ওঠার আগে।" রঞ্জয় সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে কিছু টাকা বের করে গুনে গুনে দশটা পাঁচশো টাকার নোট মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বললো,"ওঠ।" মেয়েটা টাকাগুলো নিয়ে কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগটায় ঢোকাতে ঢোকাতে গাড়ির পিছনের সিটে উঠতেই অমিত গাড়ি স্টার্ট দিয়ে ফুলস্পিড তুলে জিজ্ঞেস করলো,"কি নাম তোমার?"। অমিতের পাশে বসা রঞ্জয় খেঁকিয়ে উঠলো,"এরা কি আসল নাম বলবে নাকি বে তোকে? ভাটের প্রশ্ন না করে তাড়াতাড়ি আমার ফ্ল্যাটে নিয়ে চল।" পিছনে বসা মেয়েটা খিলখিলিয়ে হেসে সুর করে বলে উঠলো,

"বাবুজি, জ্যরা ধীরে চ্যলো..
ভামসি খ্যড়ি, ইয়াহা ভামসি খ্যড়ি..।

আমার নাম ভামসি।"

কে এই ভামসি? সে প্রতিরাতে নিজের শরীর বিক্রি করে কি শুধুই টাকার লোভে? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তার?

********************************************

এই বইটি সুমন দত্ত (গোগোল)-এর লেখা পঁচিশটি থ্রিলারধর্মী গল্পের সংকলন। সাইকোলজিক্যাল, হরর এবং সুপারন্যাচারাল, এই তিনরকমের বিষয়বস্তু নিয়ে এমন কিছু গল্প যা আপনি আগে বাংলায় খুব বেশি পড়েননি। মূলত বইটি ভয়ের। এ ভয় কখনো স্বাভাবিকের, কখনো অস্বাভাবিকের। কখনো মানুষের, কখনো না-মানুষের। কখনো অজানার, আবার কখনো জানা জিনিসের। সংকলনটিতে ‘গোগোল’ নামটি একটি রূপক। প্রতিটি গল্পের ‘গোগোল’ পৃথক পৃথক ব্যক্তিত্ব। ভিন্ন গল্প, ভিন্ন গোগোল, ভিন্ন ভয়।

********************************************

দাম : ২৫% ছাড় দিয়ে ৩৪৯ টাকার বই পাবেন ২৬২ টাকায়। WhatsApp Booking করতে পারেন Boichitro.in 9674480588 নাম্বারে।

অনলাইন বুকিং লিংক :

https://boichitro.in/product/parabastab-suman-dutta-gogol/

09/12/2023

বুক ফার্মের বই পাওয়া যাচ্ছে :

#ইবুকলিস্ট
৪১তম উত্তরবঙ্গ বইমেলা '২৩
স্থান : কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড, শিলিগুড়ি
সময় ৮ থেকে ১৭ ডিসেম্বর
Ebooklist Stall no 11

09/12/2023

বাজ সিরিজ ১
লেখক - অভীক দত্ত
মূল্য - ২৯৯ টাকা (Rs. 299/-)
প্রকাশক - বুক ফার্ম
***********************
প্রচ্ছদ রূপায়ণ : অর্ক চক্রবর্তী

হার্ড কভার, ভালো কাগজ, ঝকঝকে ছাপা ও আকর্ষণীয় প্রচ্ছদ সমৃদ্ধ।
*********************
গুপ্তচরেরা আসলে কী করে কাজ করে?
সিনেমার হিরোর মতো? তা নয়। তাদের চিনতেপারলে বিপদ। তাদের লুকিয়ে থাকতে হবে সন্তর্পণে,মানুষের ভিড়ে। পাকিস্তানের মতো দেশে ভারতীয় গুপ্তচরেরা ধরা পড়লে তাদের ভয়াবহ অবস্থা হয়। মৃত্যুকেও তখন সহজ বলে মনে হয় এইরকম পরিস্থিতিতে লুকিয়ে থেকে কাজ করার ঝুঁকি বরাবরই আলাদা। গুপ্তচর হওয়া তাই বড়ো সোজা কাজ নয়। তাকে সবাই ‘বাজ’ নামে ডাকে। কেউ কেউ বলে তার মাথায় ছিট আছে। কেউ বলে সে বাজের মতোই ক্ষিপ্র। অদ্ভুত সব মিশনে যায় সে। একা কাজ করে। সিনিয়রদের কথা শোনে না বলে মাঝে মাঝেই বকা খায়। ব্ল্যাকলিস্টেড হবার হুমকিও পেয়েছে বেশ কয়েক বার। তবু সে কারো কথা শোনার লোক না। নিজের মতো চলতে ভালোবাসে। তাকে দায়িত্ব দেওয়া হয় এক রাজকন্যাকে উদ্ধার করার। যেকোনো রাজকন্যা নয়। পাক অধিকৃত গিলগিট বাল্টিস্তানের এক রাজনৈতিক বন্দি। বাজ কীভাবে এ কাজ করবে?বালোচিস্তানেই-বা তার কাজ করার পদ্ধতি ঠিক কেমন হবে?
এ সবই থাকবে এই বইতে।
‘বাজ’ আসলেকি এক ঝড়ের নাম? পড়া যাক...

Photos from BOOK FARM's post 09/12/2023

বুক ফার্মের নতুন বই পাওয়া যাচ্ছে :

************************************

* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :

১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,

* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।

* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)

* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040

********************************************
পাওয়া যাচ্ছে কলেজস্ট্রিটে :

১) দে'জ পাব্লিশিং (033 22197920)
২) দে বুক স্টোর (দীপুদা) (09830791966)
৩) আদি দে বুক স্টোর
৪) দাস বুক স্টল (9903387130)
৫) রায় বুক স্টল
৬) বলাকা
৭) বুক ফ্রেন্ড
৮) রুপায়নী
৯) জানকী বুক ডিপো
১০) সময়
১১) সুপ্রিম
১২) প্লাটফর্ম
১৩) কথা ও কাহিনী
১৪) বর্ণ বইমহল,
১৫) বইবন্ধু,
১৬) অরণ্যমন
১৭) শব্দ
১৮) Bengali Books, সর্দার শঙ্কর রোড (লেক মল-এর পাশে/গড়িয়াহাট)

*************************************
অনলাইনে পাবেন :

1.Boichitro.in 9674480588
2.Readbengalibooks
3.Flipkart
4.Amazon
5. Boiwala Express - বইওয়ালা এক্সপ্রেস 9073884747
6. বুকলুক 8240308693
7. বই টক খানা 8013039886
8. প্রিয়গ্রন্থদীপ 9875442189
9. বইঘর
10. লাইক 7059917558
11. রিটেল মহারাজ

************************************
বাংলাদেশে পাওয়া যাবে :
বাতিঘর, বুকস অফ বেংগল, ইন্দোবাংলা, Vest Pocket, রকমারি

09/12/2023

🐱 বেড়ালের ছবি

‘‘আপনার ছবি মানেই বেড়াল’ এই কথাটা শুনতে শুনতে কান প্রায় ঝালাপালা হয়ে যায়। আমার ছবির সঙ্গে এই বেড়াল নামক বস্তুটি কবে থেকে যে আস্টেপৃষ্টে জড়িয়ে পড়ল সেটা ভেবে আশ্চর্য লাগে। আমি বরাবর ছোটোদের ইলাস্ট্রেশনে কুকুর, বেড়াল, কাঠবেড়ালি কিংবা খরগোশ জাতীয় পোষা জীবজন্তুদের সুযোগ পেলেই ঢুকিয়ে দিই দেখেছি ভিসুয়ালে একটা বাড়তি খুশির মেজাজ চলে আসে। সাধারণত কুকুর আর বেড়াল-ই প্রাধান্য পায় কারণ মানুষের চারপাশে এরাই ঘোরাঘুরি করে বেশি। যেহেতু সাইজে ছোটো আর যত্রতত্র গতিবিধি বলে একটা বেড়ালকে অনায়াসে আলমারির মাথায়, ঝুড়ির নীচে কিংবা ছাদের আলসের ওপর বসিয়ে দেওয়ার সুবিধে আছে। ফলে আমার ছবিতে বেড়াল অন্যদের দিব্যি টেক্কা দিয়ে দিল। তবে বেড়াল রাখতেই হবে_ শুরুতে এমন ভাবনা একেবারেই ছিল না। কখনো রেখেছি কখনো বাদ পড়ে গেছে_ তা সত্ত্বেও দেখলাম পাঠকরা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে আমার ছবিতে বেড়াল দেখতে পাবেই এবং ব্যাপারটা তারা বেশ উপভোগ করছে।’’

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

পাতায় পাতায় ছবি ও লেখায় ঠাসা অন্য রকমের বই দেবাশীষ দেবের সারাজীবনের বৈচিত্র্যময় কর্মজগতের আখ্যান ' আঁকায় লেখায় চার দশক'। এমন বই বাংলায় সহ গোটা দেশে বিরল। বিভিন্ন পত্রপত্রিকা যেমন আনন্দমেলা, সন্দেশ ইত্যাদির পাশাপাশি অসংখ্য লেখকের বইয়ের অলংকরণ ও প্রচ্ছদ করেছেন দেবাশীষ দেব। সেই বর্ণময় জীবনের এক কোলাজ প্রকাশ করতে পেরে বুক ফার্ম গর্বিত। পঞ্চাশের কাছাকাছি পাতার রঙিন প্লেট সহ প্রায় সাড়ে তিনশো পাতার ডবল ক্রাউন সাইজের বই দাম ছাড় দিয়ে ৯৯৯ টাকা। পরিমার্জিত সংস্করণ।

*******************************************
* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :
১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,
* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।
* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)
* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040
* 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।

09/12/2023

আপনার কি মত?

09/12/2023

বুক ফার্মের নিজস্ব স্টল নং ১২

পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা

স্থান : কলেজ কলেজিয়েট ময়দান

১৪ ডিসেম্বর পর্যন্ত

সময় : বেলা ১২.৩০ থেকে রাত ৮.৩০

Photos from BOOK FARM's post 09/12/2023

রাস্তার কোলাহল থেকে দূরে, বুক ফার্ম শো-রুমের নিরিবিলি শান্ত পরিবেশে বসে প্রিয় লেখকের বই দেখে শুনে সংগ্রহ করুন। এক টুকরো পুরানো কলকাতার আবহ পাবেন আমাদের শোরুমে এলে।

*******************************************

* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :

১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,

* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।

* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)

* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040

* 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।

* বুক ফার্ম ক্যাটালগ লিংক :

https://drive.google.com/file/d/1MvjUlwkYTzOA3bZ0n25A-wXr8vcG4cOa/view?usp=sharing

09/12/2023

গা ছমছমে কলকাতা - অলক দাশগুপ্ত
দাম - ১৭৫/- (175/-)
প্রকাশক - বুকফার্ম
***********************
গোটা বই জুড়ে গা ছমছমে ভয়ের দ্রিমি দ্রিমি। চরাচর ধুয়ে যাওয়া জ্যোৎস্নার নিবিড় রাতে পুরনো কলকাতার গা-ছমছমে আলো আঁধারি এক “অপার্থিব” পরিবেশ খেলা করেছে বইটির প্রতিটি পাতায়।
মাঝরাতের কলকাতার কোনো কোনো স্থান আচমকাই বিবর্তিত ঠিক হয়ে যায় ছমছমে কোনও এক অচেনা বিশ্বে। যেখানে রাতবিরেতে বেজে ওঠে অপার্থিব পিয়ানো, বন্ধ লিফট একা একা ওঠানামা করে, কারা কেঁদে ফেলে হু হু আর কারা যেন আচমকাই হেসে ওঠে হো হো। অলৌকিক রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ অচেনা ন্যাশানেল লাইব্রেরি, হেস্টিংস হাউজ, কলকাতা হাইকোর্ট, খিদিরপুর ডক, রেসকোর্স, গোরস্থান, ভুতুড়ে মেট্রো রেল স্টেশন এমন আরো কতো স্থান কতো হন্টেট হাউস, ভৌতিক স্থান। বোঝা যায়, এই অশরীরী হাসিকান্নার সাথে জড়িয়ে আছে কত গুপ্তহত্যা, কুটিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।
কী অভিশাপ এইসব স্থানের? কেন বারবার লোকমুখে উঠে আসে নানা শিহরণ জাগানো কাহিনি? কী ঘটনা রহস্যের মূলে? আদৌ কি এইসব স্থান রহস্যময় নাকি গোটাটাই ভ্রম, সাজানো কাহিনি? কলকাতার কুখ্যাত সব ভুতুড়ে বাড়ি-স্থান, তার ইতিহাস, ঘটনার বিবরণ, নানা অনুসন্ধান নিয়ে এই বই সাধারণ পাঠক এবং প্যারানরমাল ইনভেস্টিগেটরদের কাছে অনেক অজানা তথ্য, ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরবে।
অতিলৌকিক রহস্য আর তার অনুসন্ধানের যুগলবন্দীতে রচিত হয়েছে এই আনখশির বন্দিশ। আসুন, পাতা উল্টাতে থাকি এমন একটি “অপার্থিব” উপহারের ...

*******************************************
* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :
১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,
* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।
* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)
* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040
* 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।

09/12/2023

আর্যভট্ট খানের 'পশ্চিমের হারানো অ্যালবাম' (বুক ফার্ম, ২৪৯ টাকা)

বুকফার্মে সাগৌরবে চলছে ৫২ সপ্তাহ।

প্রধান ভূমিকায় - ঝুমরিতিলাইয়া, কোয়েল নদী ও মহেন্দ্র সিংহ ধোনি।

পার্শ্বচরিত্রে - বেতলার জঙ্গল, হাজারিবাগ, ম্যাকলাক্সিগঞ্জ এবং আরও অনেকে।

09/12/2023

'বুক ফার্ম' থেকে আ স ছে (দাম ২৭৫ টাকা)

প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী

চল্লিশ বছর পর আবার ফিরছে হারিয়ে যাওয়া ডিটেকটিভ বই ......

তরুণ লেখকদের পাশাপাশি প্রতিভাবান প্রবীণ লেখকদের বইও 'বুক ফার্ম' আগে প্রকাশ করেছে। সেই ট্রাডিশন বজায় রেখে, এবার আমরা এক হারিয়ে যাওয়া লেখকের দুরন্ত 'ডিটেকটিভ বই' প্রথম প্রকাশের চল্লিশ বছর নবরূপে ফিরিয়ে নিয়ে আসছি।

মূল প্লট অক্ষুন্ন রেখে বইটি আগাগোড়া পরিমার্জনা করা হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। আর সেই সম্পাদনার কাজটি করেছেন একজন প্রতিভাবান সিনিয়র লেখক। আজকের দিনে এমন লেখক-সম্পাদক জুটির বই বিরল! আমরা আশাবাদী, এই হারিয়ে যাওয়া প্রতিভা উদ্ধারের এই প্রয়াস আপনাদের চমকে দেবে। বাংলা ফিরে পাবে এক প্রবীণ কিন্তু গুণী কলমকে।

'বুক ফার্ম' থেকে আসছে এই ডিসেম্বরেই। আরও জানতে নজর রাখুন 'বুকফার্ম' পেজে।

09/12/2023

হিরন্ময় দাস লিখলেন :

#পাঠপ্রতিক্রিয়া

শর শাস্ত্র
অভিজ্ঞান গাঙ্গুলী
প্রকাশক - বুক ফার্ম
মুদ্রিত মূল্য - ৩৯৬/-

হত্যা শাস্ত্র প্রকাশিত হওয়ার পর সুদীর্ঘ দুই বছর বাদে আচার্য চাণক্যের পুনরায় আবির্ভাব ঘটল শ্রী গাঙ্গুলীর নতুন বই, শর শাস্ত্র-এ; এবং এক কথায় বলা যায়, লেখক সফল। তিনি পেরেছেন তাঁর পাঠককুলের প্রতি justice করতে।

এ এক অদ্ভুত সমস্যা! এমন বই, যার পাঠ প্রতিক্রিয়া ঠিকভাবে লিখতে গেলে spoiler দিয়ে ফেলবো, আবার না লিখলেও চলবে না, কারণ একজন পাঠক হিসেবে নিজের মতামত লেখককে জানানো আমি কর্তব্য হিসেবে দেখি। বিশেষ করে, সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও যখন লেখক পাঠকের মেসেজের উত্তর দিয়ে সাহায্য করেন কোনও জায়গার confusion clear করতে, তখন পাঠক হিসেবে পাঠ প্রতিক্রিয়া লিখে লেখককে উদ্বুদ্ধ করা আমার উচিত।

লেখনী নির্মেদ, দুই বছরের অপেক্ষাও justified । লেখক সম্পূর্ণভাবে সফল পাঠককে তাঁর রচনায় আটকে রাখতে। আগেরবারের মতোই, এবারেও ঘটনাক্রম জুড়ে সাজানো রয়েছে ছোট ছোট সূত্র, যা পাঠককে নিজেকে চাণক্য এবং জীবসিদ্ধির ভূমিকায় বসানোর জায়গা করে দেয়, দেয় রহস্য সমাধানের সূত্র। দুটি উপন্যাস জুড়েই প্রত্যক্ষ করা যায় গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক, যা সময়ের সাথে সাথে হয়ে ওঠে পিতা ও পুত্রের সম্পর্কের সমতুল্য।

প্রথম উপন্যাস সোম শাস্ত্র থেকেই টের পাওয়া যায়, লেখক মাঠে নেমেছেন আটঘাট বেঁধেই, যাতে পাঠক বই ছেড়ে উঠতে না পারেন। একবারে পড়ে ফেলার মতো উপন্যাস। ঝরঝরে সুন্দর লেখা মসৃণ গতিতে এগিয়ে চলে। দ্বিতীয় উপন্যাস শর শাস্ত্র একবারে পড়া সম্ভব না হলেও, ঘটনাক্রম মাথায় রেখে এগিয়ে যেতে কোনও অসুবিধা হয়না। লেখকের নিজের জবানিতেই জানা গেছে, শর শাস্ত্র লিখতে তাঁর সবচেয়ে বেশি সময় লেগেছে। সেই সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে তাঁর আজ পর্যন্ত সবচেয়ে বড় উপন্যাস রচনায় তিনি যথেষ্ট সাফল্য অর্জন করেছেন বলেই আমি মনে করি।

প্রচুর তথ্য দিয়ে ভারাক্রান্ত না হলেও, দুটি উপন্যাসই সেই সময়ের ভারতবর্ষের ছবি আমাদের সামনে তুলে ধরে।

শর শাস্ত্রের শেষ থেকে বোঝা যায়, পরবর্তী পর্ব আসবেই। কাজেই লেখককে অনুরোধ, আবার দুই বছর অপেক্ষা না করতে হলেই ভালো (কালকেই পড়ে ফেলতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম!)।

আরেকটা ব্যাপার, হত্যা শাস্ত্রের পাঠ প্রতিক্রিয়া লেখার সময়ও একই অনুরোধ করেছিলাম -- যদি শব্দার্থ বা annotation গুলি একই পাতার নিচে দেওয়া হয়, প্রতিটি অধ্যায়ের শেষে না দিয়ে, তাহলে পড়তে সুবিধা হয়।

আর বেশি কিছু লেখা সমীচীন হবে না। যাঁরা এখনও পড়েন নি, বলবো শিগগিরই পড়ে ফেলুন। যাঁরা আগের বইটি পড়েননি, তাঁদের বলবো হত্যা শাস্ত্র আগে পড়ে নিন, নাহলে কিছু জায়গায় বুঝতে অসুবিধা হবে।

আর নতুন পাঠকদের বলবো, পড়ে দেখুন। ঠকবেন না।

শ্রী গাঙ্গুলী এবং বুক ফার্মের প্রতি রইলো একরাশ শুভেচ্ছা। মহামতি চাণক্য ও আচার্য্য শকুনির মুখোমুখি হওয়ার অপেক্ষায় রইলাম।

09/12/2023

প্রকাশিত।

দাম ৩৪৯ টাকা (বুক ফার্ম)

প্রি বুকিং করেছেন? (লিংক শেষ লাইনে)

গল্প ও ছবির সংলাপে অন্য এক শিবরাম

‘শিব্রাম যে বইগুলির জন্য প্রবাদপ্রতিম তার অধিকাংশেই চিত্রণের দায়িত্বে ছিলেন শ্রীশৈল, অর্থাৎ শৈল চক্রবর্তী। শ্রীশৈলের একেকটি ছবি যেন স্বয়ংসম্পূর্ণ কমিক স্ট্রিপ। অনেক গল্প হয়তো ওই ইলাস্ট্রেশনের কারণেই মনে গেঁথে থাকে। এই মহান শিল্পীদ্ধয়কে দু-মলাটের মধ্যে মুখোমুখি বসিয়ে রাখার একটি চমৎকার প্রয়াস। এই বইয়ে গল্পের অংশটির মূল আকর্ষণ শৈল চক্রবর্তীর ছবি। এত যত্ন নিয়ে ছাপা হয়েছে যে, ছবির টানেই গল্পগুলি আবার পড়া হয়ে যায়।
শিব্রামের সাতাশটি গল্প ছাপা হয়েছে, সঙ্গে শ্রীশৈলের আঁকা ছবি। প্রায় প্রতিটি ছবি-ই যথাযথ জায়গা এবং গুরুত্ব পেয়েছে লেখার পাশাপাশি। পাতা ও কালির ক্ষেত্রে প্রকাশক কোনো কার্পণ্য
করেননি...’

‘এই সময়’ সংবাদপত্র

(শিব্রাম-শৈল সিরিজের প্রথম খন্ডের প্রকাশিত রিভিউ অংশ ; এতেই সিরিজের মূল ভাবনা ফুটে উঠেছে।)

প্রচ্ছদ রূপায়ণ : অর্ক চক্রবর্তী
অলংকরণ : শৈল চক্রবর্তী

* WhatsApp Booking করতে পারেন Boichitro.in 9674480588 নাম্বারে।

* প্রি বুকিং লিংক

https://boichitro.in/.../lekhay-shibram-ankay-srisaila.../

08/12/2023

গৌতম বিশ্বাস লিখলেন :

✪✪ পাঠ প্রতিক্রিয়া ✪✪
----------------------------------
★ গ্রন্থ : শর শাস্ত্র (চাণক্য সিরিজ ২)
★ লেখক : শ্রদ্ধেয় অভিজ্ঞান গাঙ্গুলী মহাশয়।
★ প্রকাশক : বুক ফার্ম।
★ মুদ্রিত মূল্য : ৩৯৬/- টাকা। (প্রথম প্রকাশ)
--------------------------------------------
★ "চাণক্য" - এমন একটি ঐতিহাসিক চরিত্র , যে চরিত্রের মধ্যে লুকিয়ে আছে বুদ্ধি , ক্ষিপ্রতা , জ্ঞান , বিশ্লেষণী ক্ষমতা , চিকিৎসা বিদ্যা , অর্থনীতি সবকিছু। অর্থাৎ জীবনে চলার পথে এমন কোন বিষয় নেই যে বিষয়ে মহামতি চাণক্যের পারদর্শিতা নেই। এহেন একজন ব্যক্তিকে নিয়ে আমাদের অনেকের মধ্যেই তাঁকে জানবার জন্য আগ্রহ তৈরী হওয়াটাই স্বাভাবিক ! সত্যি বলতে কী - আমি নিজে ইস্কুল জীবনে ইতিহাস বিষয়টিকে ভয় পেলেও "মহামতি চাণক্য" চরিত্রটি কিন্তু আমাকে সবসময়ই আকর্ষণ ক'রত এবং এখনও করে। ভারত তথা বিশ্বের ইতিহাসে আমার প্রিয় চরিত্রদের মধ্যে "চাণক্য" চরিত্রটি অন্যতম একটি চরিত্র। এই চরিত্রের দৃঢ়তা আমাকে আকর্ষণ করেছে , চরিত্রের ব্যক্তিত্ব আমাকে চরিত্রটির প্রতি শ্রদ্ধাশীল করেছে। আর আমার সবথেকে প্রিয় , চরিত্রটির নিজের কাজের প্রতি দায়িত্ববোধ , নিষ্ঠা এবং সততা। নিজের তথা নিজের কাজের প্রতি নিষ্ঠাবান এবং বিচক্ষণ একজন সাধারণ মানুষ যখন তাঁর জেদের দ্বারা একজন কিং মেকার হয়ে ওঠেন , তখন তাঁর পাদপদ্মে নিজের সম্পুর্ন শ্রদ্ধা নিবেদন করে নতমস্তক হওয়া ছাড়াও আর কোন পথ খোলা থাকে বলে আমার মনে হয় না।

✪ 'শর শাস্ত্র' (চাণক্য সিরিজ ২) - বইটি অবশেষে প্রকাশিত হ'ল। নেশাগ্রস্থ ব্যক্তির মতো বুঁদ হয়ে থেকে বইটি শেষ ক'রলাম। এই সিরিজের প্রথম বই 'হত্যা শাস্ত্র' পড়ার পর থেকেই পরবর্তী বইটির অপেক্ষায় ছিলাম। পরবর্তী বইটি পড়ার পর এখন অপেক্ষা করছি এর পরবর্তী অংশ কবে প্রকাশিত হবে !

★ বইটি একটি উপন্যাসিকা এবং একটি উপন্যাসের সমাহারে ঋদ্ধ হয়েছে।
(১) সোম শাস্ত্র
(২) শর শাস্ত্র

★ এই বইতেও মূখ্য চরিত্র মহামতি চাণক্য এবং চাণক্যের সহকারী হিসেবে আমরা পেয়েছি তাঁর প্রিয় ছাত্র জীবসিদ্ধিকে।

➤ 'সোম শাস্ত্র' উপন্যাসিকাটি মূলত লেখা হয়েছে মগধ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু সাজানো ঘটনা পরম্পরাকে নিয়ে। যে ঘটনার সমাধান করতে সক্ষম হয়েছেন স্বয়ং চাণক্য।

➤ ঘটনাবহুল এই উপন্যাসিকাটি একদম টানটান উত্তেজনাপূর্ণ। ঘটনার ঘনঘটায় কখনও বিস্মিত হয়েছি , বিস্মিত হয়েছি মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের আকস্মিকতায় !

➤ ভালো লেগেছে চাণক্যের মুখ নিসৃত - "আমি যা বলি , তার দায় আমার। কিন্তু অন্যে সেটা শুনে কী বুঝল , তার দায় আমার নয় !" উক্তিটি।

➤ এবার আসি 'শর শাস্ত্র' উপন্যাসে।

➤ উপন্যাসের শুরুতে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের একটি উক্তি 'নারীর মন কেই-বা কবে বুঝেছে।' উপন্যাসটিতে একটি আলাদা মাত্রা এনে দিয়েছে বলে আমার মনে হয়েছে।

➤ এরপরে উপন্যাস এগিয়েছে তার নিজের গতিতে , গতি বৃদ্ধি পেয়েছে মাননীয় লেখকের লিখনশৈলীর প্রভাবে। প্রথমতঃ উপন্যাসের সত্যান্বেষী বা সত্য অনুসন্ধান করার জন্য নিয়োজিত চরিত্রটি মহামতি চাণক্য। সারা বিশ্ব সংসার যাঁকে একজন নিরস ব্যক্তি হিসেবে জানে। এহেন একজন ব্যক্তির সাথে তাঁর মূখ্য সহকারী তথা ছাত্রের ছোটখাটো খুনসুটি করা বাক্যগুলো অবশ্যই উপন্যাসের একটি অন্যতম রসাস্বাদনের বিষয় হয়ে গিয়েছে , এবং এরফলে উপন্যাসে সৃষ্ট বিভিন্ন রহস্যের জটিলতা যখন খুলেছে তখন দেখা গেছে যে ঐ ছোটখাটো কিছু মন্তব্য অনেক বড় রহস্যের জট খুলে দিয়েছে।

➤ বইটি যেহেতু রহস্য সংক্রান্ত একটি বই , তাই Spoiler দিলাম না। শুধু এইটুকু বলি যে উপন্যাসিকা এবং উপন্যাস দুটোতেই যে ঘটনাগুলো ঘটেছে , সেই ঘটনার বিশ্লেষণে মহামতি চাণক্যের বিশ্লেষণী ক্ষমতা এবং জ্ঞানের বিচ্ছুরণ দেখতে পাওয়া গেছে।

★ সবশেষে বলি এই চাণক্য সিরিজের এখন পর্যন্ত সৃষ্ট বইদুটি বাংলা সাহিত্যে সম্পুর্ন ভিন্ন স্বাদ এবং ভিন্ন ঘরানার সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

★ পাঠক বন্ধুদের কাছে আমি অবশ্যই অনুরোধ ক'রব আপনারা বইগুলো পড়ে দেখুন। আশাকরি নিরাশ হবেন না।

★★ ধন্যবাদ ★★
--------------------------
BOOK FARM

08/12/2023

প্রি বুকিং করেছেন? (লিংক শেষ লাইনে)

গল্প ও ছবির সংলাপে অন্য এক শিবরাম

‘শিব্রাম যে বইগুলির জন্য প্রবাদপ্রতিম তার অধিকাংশেই চিত্রণের দায়িত্বে ছিলেন শ্রীশৈল, অর্থাৎ শৈল চক্রবর্তী। শ্রীশৈলের একেকটি ছবি যেন স্বয়ংসম্পূর্ণ কমিক স্ট্রিপ। অনেক গল্প হয়তো ওই ইলাস্ট্রেশনের কারণেই মনে গেঁথে থাকে। এই মহান শিল্পীদ্ধয়কে দু-মলাটের মধ্যে মুখোমুখি বসিয়ে রাখার একটি চমৎকার প্রয়াস। এই বইয়ে গল্পের অংশটির মূল আকর্ষণ শৈল চক্রবর্তীর ছবি। এত যত্ন নিয়ে ছাপা হয়েছে যে, ছবির টানেই গল্পগুলি আবার পড়া হয়ে যায়।
শিব্রামের সাতাশটি গল্প ছাপা হয়েছে, সঙ্গে শ্রীশৈলের আঁকা ছবি। প্রায় প্রতিটি ছবি-ই যথাযথ জায়গা এবং গুরুত্ব পেয়েছে লেখার পাশাপাশি। পাতা ও কালির ক্ষেত্রে প্রকাশক কোনো কার্পণ্য
করেননি...’

‘এই সময়’ সংবাদপত্র

(শিব্রাম-শৈল সিরিজের প্রথম খন্ডের প্রকাশিত রিভিউ অংশ ; এতেই সিরিজের মূল ভাবনা ফুটে উঠেছে।)

প্রচ্ছদ রূপায়ণ : অর্ক চক্রবর্তী
অলংকরণ : শৈল চক্রবর্তী

* WhatsApp Booking করতে পারেন Boichitro.in 9674480588 নাম্বারে।

* প্রি বুকিং লিংক

https://boichitro.in/.../lekhay-shibram-ankay-srisaila.../

08/12/2023

বাজ সিরিজ ১
লেখক - অভীক দত্ত
মূল্য - ২৯৯ টাকা (Rs. 299/-)
প্রকাশক - বুক ফার্ম
***********************
প্রচ্ছদ রূপায়ণ : অর্ক চক্রবর্তী
হার্ড কভার, ভালো কাগজ, ঝকঝকে ছাপা ও আকর্ষণীয় প্রচ্ছদ সমৃদ্ধ।
*********************
গুপ্তচরেরা আসলে কী করে কাজ করে?
সিনেমার হিরোর মতো? তা নয়। তাদের চিনতেপারলে বিপদ। তাদের লুকিয়ে থাকতে হবে সন্তর্পণে,মানুষের ভিড়ে। পাকিস্তানের মতো দেশে ভারতীয় গুপ্তচরেরা ধরা পড়লে তাদের ভয়াবহ অবস্থা হয়। মৃত্যুকেও তখন সহজ বলে মনে হয় এইরকম পরিস্থিতিতে লুকিয়ে থেকে কাজ করার ঝুঁকি বরাবরই আলাদা। গুপ্তচর হওয়া তাই বড়ো সোজা কাজ নয়। তাকে সবাই ‘বাজ’ নামে ডাকে। কেউ কেউ বলে তার মাথায় ছিট আছে। কেউ বলে সে বাজের মতোই ক্ষিপ্র। অদ্ভুত সব মিশনে যায় সে। একা কাজ করে। সিনিয়রদের কথা শোনে না বলে মাঝে মাঝেই বকা খায়। ব্ল্যাকলিস্টেড হবার হুমকিও পেয়েছে বেশ কয়েক বার। তবু সে কারো কথা শোনার লোক না। নিজের মতো চলতে ভালোবাসে। তাকে দায়িত্ব দেওয়া হয় এক রাজকন্যাকে উদ্ধার করার। যেকোনো রাজকন্যা নয়। পাক অধিকৃত গিলগিট বাল্টিস্তানের এক রাজনৈতিক বন্দি। বাজ কীভাবে এ কাজ করবে?বালোচিস্তানেই-বা তার কাজ করার পদ্ধতি ঠিক কেমন হবে?
এ সবই থাকবে এই বইতে।
‘বাজ’ আসলেকি এক ঝড়ের নাম? পড়া যাক...

08/12/2023

শিব্রাম ৩
বাজ সিরিজ
শনিবার থেকে পাওয়া যাবে

Photos from BOOK FARM's post 08/12/2023

Releasing tomorrow (Saturday)

08/12/2023

Freemasons এই শব্দটির সাথে প্রথম পরিচয় রবার্ট ল্যাংডন সিরিজের দা ভিঞ্চি কোড এর মাধ্যমে। বলা হয় ফ্রিম্যাসনরা ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে, বহু বহু সংস্থা আছে তাদের, বহু বড় বড় ব্যক্তিত্ব তাদের সদস্য আর তারা নাকি বিভিন্ন ধরনের গূঢ় গোপন সত্য রক্ষা করে বেড়ায় ঠিক যেমন প্রিওরি অফ সিওনস রক্ষা করে যীশুখ্রিস্টের বংশধরকে...

প্রখ্যাত লেখক শ্রী কৌশিক মজুমদারের লেখা "সূর্যতামসী-নিবারসপ্তক-অগ্নিনিরয়" উপন্যাস ত্রয়ী যা ম্যাসন সিরিজ নামেও পরিচিত তার মূল উপজীব্য এই ফ্রিম্যাসনরাই। কাহিনীর মূল কেন্দ্র পশ্চিমবঙ্গ মূলত কলকাতা ব্যান্ডেল চুঁচুড়া, তাছাড়াও লন্ডন এবং ইউরোপের আরও কিছু অঞ্চল। একটি ফ্রিম্যাসন সংস্থা যারা রক্ষা করে একটি গোপন ব্লাডলাইন, যার ইতিহাস ১০০ বছরের ও অধিক প্রাচীন। এই সংস্থার কাজকর্ম তার ইতিহাস ও বর্তমান এবং তার সঙ্গে খুনের রহস্য... তিনটি খণ্ডে প্রকাশিত এই বিশালবপু উপন্যাসটি পড়তে গিয়ে কোথাও কখনো মনে হয়নি যে ইন্টারেস্ট হারিয়ে ফেলছি, বরং টানটান উত্তেজনা অনুভব করেছি সবসময়। এই উপন্যাসে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ঐতিহাসিক চরিত্র ব্যক্তিত্ব যেমন গোয়েন্দা প্রিয়নাথ মুখার্জী, জাদুকর গণপতি চক্রবর্তী, ডাক্তার গোপালচন্দ্র দত্ত, জ্যাক দ্য রিপার এবং মিস্টার সাইগারসন মোহেলস (এনার পরিচয় দেবো না, উপন্যাস পড়লে জানতে পারবেন); এছাড়া উপস্থিত হয়েছেন দুজন প্রাইভেট ডিটেকটিভ শ্রী তারিণীচরণ রায় এবং তাঁর বংশধর শ্রী তুবর্সু রায়।

লেখকের কলমের জাদুতে ১০০ বছরের বেশি সময় ধরে বিস্তৃত এই উপন্যাস আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। ইতিহাস ক্রাইম মিশিয়ে লিখিত এই ডিটেকটিভ থ্রিলার আমার মতে সকলের অবশ্যপাঠ্য। লেখক কৌশিক মজুমদারকে আমার নমস্কার ও ধন্যবাদ জানাই এই অপূর্ব লেখাটির জন্য ❤🙏

বিঃদ্রঃ- কৌশিকবাবু আপনি বেচারা তুবর্সুর বিয়েটা দিয়েই দিতে পারতেন 😛

লিখলেন সৌম্যজিৎ ব্যানার্জী। অনেক ধন্যবাদ তাঁকে।

08/12/2023

্র
লেখক - ই. এফ. বেনসন
ভাষান্তর - #রাজর্ষি_গুপ্ত
দাম - ২৯০/-
প্রকাশক - বুকফার্ম
প্রচ্ছদ - সপ্তদীপ দে সরকার

*********
১৯২০-’৪০-এর দশকে ব্রিটেনের জনপ্রিয়তম লেখকদের একজন ছিলেন এডওয়ার্ড ফ্রেডরিক বেনসন বা ই. এফ. বেনসন। ইংল্যান্ডের নামকরা উচ্চশিক্ষিত পরিবারের সন্তান এই পেশাদার সাহিত্যিক ভদ্রলোকটির রচনায় তাঁর সমকালীন ইংল্যান্ডের উচ্চ-মধ্যবিত্ত সমাজ জীবন্ত হয়ে ওঠে। সাহিত্যের প্রায় সব ধারাতেই তাঁর আনাগোনা থাকলেও বিশেষ করে ভূতের গল্পের জন্যই (তাঁর নিজের ভাষায় ‘spook stories’) তিনি বিখ্যাত। ভূতের গল্পের পটভূমি আর পরিসরকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল বেনসনের ছোটগল্পগুলি। মন্টেগু রোডস জেমসকে গুরু মেনে খাঁটি ‘জেমসিয়ান’ ঘরানার ব্রিটিশ ভূতের গল্প যাঁরা লিখেছেন তাঁদের মধ্যে প্রথম সারির প্রথম আসনটি থাকবে বেনসনের জন্য, এই মত ছিল এইচ. পি. লাভক্রাফটের।
আজ অবধি বাংলাসহ বহু ভাষায় অনূদিত ও রূপান্তরিত হয়েছে বেনসনের গল্পগুলি, ছোট আর বড় রুপোলি পর্দাতেও এসেছে নানান নামে ও রূপে। সে রকম নির্বাচিত কিছু সেরা গল্পের সটীক অনুবাদ #রাজর্ষি_গুপ্ত’র কলমে ধরা রইল এই দুই মলাটের মধ্যে।

*******************************************
* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :
১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,
* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।
* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)
* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040
* 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।

08/12/2023

দেবাশীষ দেবের বেড়ানোর ছবি

‘‘গত কুড়ি বছর ধরে শ্রেফ আঁকার টানেই ঘুরতে গেছি দেশের মধ্যে কত অজস্র জায়গায়... কাশ্মীর, গোয়া কিংবা রাজস্থান থেকে শুরু করে কাছাকাছির মধ্যে পুরী, পুরুলিয়া, গোপালপুর। একের-পর-এক বাঁধানো স্কেচখাতাগুলো ভরে উঠেছে ছবি আর যা কিছু অভিজ্ঞতা হয়েছে সেসব নিয়ে লেখালিখিতে। তৈরি হয়েছে বিভিন্ন জায়গার চমৎকার সব ডকুমেন্টেশন। বেড়ানোর পত্রিকায় নিয়মিত ছাপা হয়েছে এই ধরনের ট্রাভেলগ_ বই হয়ে বেরিয়েছে ক্যাপশন স্টোরি সমেত স্কেচের আ্যালবাম। বেশির ভাগ ক্ষেত্রে সম্পূর্ণ একা কিংবা বড়োজোর গিন্নিকে নিয়ে যেতে পছন্দ করি এবং সেটা অফ সিজন হওয়া চাই। ভিড়ভাট্টা কম থাকে অনেক বেশি নিশ্চিন্তে কাজ করা যায়। ঘুরে ঘুরে ছবি আঁকা প্রায় আ্যডভেঞ্চারের সামিল... পচ্ছন্দ মতো সাবজেক্ট খঁুজে পেতে গেলে অনেক অচেনা-অজানা পরিবেশ আর মানুষজনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়।’’

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

পাতায় পাতায় ছবি ও লেখায় ঠাসা অন্য রকমের বই দেবাশীষ দেবের সারাজীবনের বৈচিত্র্যময় কর্মজগতের আখ্যান ' আঁকায় লেখায় চার দশক'। এমন বই বাংলায় সহ গোটা দেশে বিরল। বিভিন্ন পত্রপত্রিকা যেমন আনন্দমেলা, সন্দেশ ইত্যাদির পাশাপাশি অসংখ্য লেখকের বইয়ের অলংকরণ ও প্রচ্ছদ করেছেন দেবাশীষ দেব। সেই বর্ণময় জীবনের এক কোলাজ প্রকাশ করতে পেরে বুক ফার্ম গর্বিত। পঞ্চাশের কাছাকাছি পাতার রঙিন প্লেট সহ প্রায় সাড়ে তিনশো পাতার ডবল ক্রাউন সাইজের বই দাম ছাড় দিয়ে ৯৯৯ টাকা। পরিমার্জিত সংস্করণ।

*******************************************
* বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :
১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,
* ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের পাশের গলির শেষ বাড়ি।
* সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (ছুটির দিন বাদে)
* বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040
* 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।

Want your business to be the top-listed Media Company in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

প্রি বুকিং এর বাকি আর মাত্র তিন দিন!'হত্যা-শাস্ত্র' খ্যাত লেখক অভিজ্ঞান গাঙ্গুলী লিখিত জনপ্রিয় চানক্য সিরিজের ২য় পর্ব 'শ...
বইমেলার নাম : পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা (তমলুক)বুক ফার্ম স্টল নং : ১৯তারিখ : ৩০ নভেম্বর -৬ ডিসেম্বর সময় : বেলা ১২.৩০- ...
বইমেলার নাম : পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা (তমলুক)বুক ফার্ম স্টল নং : ১৯তারিখ : ৩০ নভেম্বর -৬ ডিসেম্বর সময় : বেলা ১২.৩০- ...
বুক ফার্ম শো-রুম থেকে ফার্স্ট লুক! লেখক বুক ফার্ম শো-রুমে এসেছেন প্রিবুকিং বইয়ের অটোগ্রাফ দিতে।চলছে জমিয়ে প্রিবুকিং। বই ...
বুক ফার্ম শো-রুম থেকে ফার্স্ট লুক! চলছে জমিয়ে প্রিবুকিং। বই এখন কেবলমাত্র প্রিবুকিং কপি পাঠাবার জন্য প্রস্তুতি নেওয়া হচ্...
রি লঞ্চ (নতুন প্রচ্ছদ) । দাম ১৭৫ টাকা মাত্র। চিত্রদীপ চক্রবর্তীর 'অচেনা আন্ডারওয়ার্ল্ড' (বুক ফার্ম)আশি বা নব্বইয়ের দশকে...
পাঠকদের দাবিতে বুক ফার্ম ৩০%-৪৫% ছাড় অফার ১৪ অক্টোবর, শনিবার পর্যন্ত বাড়ানো হল। * অফার প্রযোজ্য কেবলমাত্র বুক ফার্ম কলেজ...

Category

Telephone

Website

Address


16, Surya Sen Street, College Square, College Street, Kolkata (BESIDES PUNTIRAM SWEET SHOP)
Kolkata
700012

Opening Hours

Monday 12am - 7pm
Tuesday 12am - 7pm
Wednesday 12am - 7pm
Thursday 12am - 7pm
Friday 12am - 7pm
Saturday 12am - 7pm

Other Publishers in Kolkata (show all)
Gallery of Literature Gallery of Literature
Kolkata, 700034

Publishing House Based in India © All Rights Reserved Golden Dreams Beauty of Moon A Beautiful Mind

Ranbir Roy Ranbir Roy
Kolkata

Respect Those Friends Who Find Time For You In Their Busy Schedule. But Really Love Those Friends Wh

Collegepara কলেজপাড়া Collegepara কলেজপাড়া
27/6 Ramkanto Mistry Lane, College Street
Kolkata, 700012

একটি বই প্রকাশনা স্টার্ট আপ। কলকাতা বইমেলা ২০২৪ স্টল নম্বর ৬১৮

All Trending videos All Trending videos
Kolkata

All'Trending videos

Katha-O-Kahini Prakashani Pvt. Ltd. Katha-O-Kahini Prakashani Pvt. Ltd.
100 A & B, Kabi Sukanta Sarani
Kolkata, 700085

We started our journey about 30 years ago with the dream of contributing to the educational field. We were a team of a few people with the bold label of Katha-O-Kahini.

Red Polka Books Red Polka Books
Kolkata

Red Polka Publishing is looking to edit, publish and promote books and anthologies of various genres.

Quill Publishing & Media Services Quill Publishing & Media Services
Kolkata

Quill Publishers & Media Services aim to make aspiring authors and professionals in diverse fields atmanirbhar (self-sufficient). We provide optimized content, social media managem...

Team Howrah Team Howrah
Kolkata

Hello friends � Follow me

Karulipi কারুলিপি Karulipi কারুলিপি
Kolkata

'কারুলিপি' সাহিত্য-শিল্প-সংস্কৃতি বিষ?

Md Hossain Blog Md Hossain Blog
Kolkata

আসসালমুআলাইকুম

Lover points Lover points
Mallick Pur
Kolkata, 123

it is love post's page

Bhojon Bahare Bhojon Bahare
Kolkata
Kolkata, 700065

It's a food vlog channel that contains all food-related vlogs. Youtube Channel - https://www.youtube