jangal mahal news
jm breaking
বর্তমানে ৬০-৭০টি দল হাতি গুলো খড়্গপুর ডিভিশনের কেশররেখা রেঞ্জের বালিগাড়িয়া বিটের মুরগাপাহাড়িতে রয়েছে।🙏🙏
মেদিনীপুর রেঞ্জের বাগডুবি তে প্রবেশ করেছে হাতির দল টি ।
বরিয়া কেনাল পাড়ে দল । বীট বাঁন্দরভুলা রেঞ্জ ঝাড়গ্ৰাম।
বেলতলা NH6 পাশে শালবনে দল হাতি।
*রেঞ্জ মানিকপাড়া*।
*রামলাল* কলাইমুড়ির রাস্তায় আপন মনে হেঁটে যাচ্ছে, সবাই সতর্ক থাকবেন । *বিট ও রেঞ্জ - গোয়ালতোড় ।*
20/07/23জুয়াল ভাঙ্গা তে দুটি হাতির মধ্যে একটি হাতি ঘর ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে রান্না ঘরের সব কিছু খেয়ে বেরিয়ে গেল ।।
জঙ্গল মহল অধিবাসী সাবধান । কি ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে একটু ভেবে দেখুন ১০/১৫ মিনিট ধরে ঘরের ভেতর মধ্যে একটি হাতি তান্ডব চালায় । সঙ্গে যে আর একটি হাতি ছিল ওই হাতি টি বাইরে দাঁড়িয়ে সাংঘাতিক আক্রমণ করছিল ।।
01/07/2023 কাজলাতে হাতি ধরার কাজ সম্পন্ন হল বান্দর ভোলা বিট ঝাড়গ্রাম রেঞ্জ.
ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সরাজ মোর্চার পক্ষে বিক্ষোভ হাতি শমস্যা নিয়ে।
ঝিলিমিলি জঙ্গলে ছাড়া হয়েছে এই হাতি #@@
সাতভান্ডারী তে একটি 🐘 কারেন্ট সট খেয়ে মারা গেছে
রেঞ্জ-কলাইকুন্ডা বিট-সাঁকরাইল
১৭.০২.২০২৩.শুক্রবার রাত্রি ৩ টার সময় ৫ থেকে ১০ টি হাতি কাটনীমাড়ো কার্তিক রানা ও হিরক রানার বাড়ি, ১ ঘন্টার ও বেশি সময় ভেঙ্গেছে।
বাকড়া বিট,কলাইকুন্ডা রেঞ্জ।
আমাদের ছেড়ে চলেগেলো নাথুয়া ,মড়াঘাট ও ডায়না এলাকার মাকনা হাতিটি. পা ভেঙেছিল (Tibia Fibula), স্পেটিসেমিয়াতে আক্রান্ত ছিল .এলাকার মানুষজন তার সহায়তায় এগিয়ে এসেছিলো , বনদপ্তর ও তার আধিকারিক ও কর্মীরা দিনরাত এক করে নিজেদের সীমিত সামর্থ দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিল, আমরা ও আমাদের মতন আরো অনেক সংগঠন যারা সরাসরি ভাবে বন্যপ্রাণ নিয়ে কাজ করে ও মিডিয়ার বন্ধুরাও নিজেদের মতন চেষ্টা করেছিল . কিন্তু সব চেষ্টা বার্থ করে সে আমাদের ছেড়ে চলে গেলো . শুধু তুলেদিয়ে গেলো কিছু প্র্রশ্ন. আমি এই পুরো ডিসেম্বর এই মড়াঘাট , ডায়না অঞ্চলেই ছিলাম হাতির একটি প্রজেক্ট এর ফিল্ড ওয়ার্ক এ. এই কদিন নিজে দেখেছি সীমিত সামর্থ , লোকবল এবং পরিকাঠামো নিয়েও জলপাইগুড়ি বনবিভাগ এবং গরুমারা বন্যপ্রাণী বিভাগের প্রতিটা আধিকারিক এবং কর্মী কতটা আন্তরিকতার সঙ্গে হাতিটিকে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছে . বনদপ্তর ও বন্যপ্রাণী নিয়ে কোনো রাজনৈতিক দল বা সরকার ভাবে না কারো বন্যপ্রাণী রা ভোট দেয় না. বনদপ্তর 45% কর্মী নিয়ে কাজ করছে , পর্যাপ্ত গাড়ি নেই , তেল নেই , সরঞ্জাম নেই , একটা ওয়াইল্ডলাইফ হাসপাতাল নেই. এসব প্রতিকূলতা সত্ত্বেও বনদপ্তরের কর্মীও আধিকারিকরা কাজ করে চলেছে আন্তরিকতার সাথে . বনদপ্তর 24/7 দপ্তর হলেও "Essential Services" এর মধ্যে পড়েনা. মানুষ নিয়ে সরকার ও রাজনৈতিদলগুলো যতটা চিন্তিত তার 10% ও যদি বনপ্রান নিয়ে ভাবতো তাহলে পুরো চিত্রটাই বদলে যেত. রাজনৈতিক নেতারা মানুষের জন্য বাড়ি বানিয়ে দেয়, পুজো করার টাকা দেয়, নানান ভাতা দেয় কিন্তু বন্যপ্রাণের সুরক্ষার জন্য কিছু ভাবে না. মানুষ ও জঙ্গল ঘুরতে যায় বন্যপ্রাণ দেখার জন্য টাকা খরচ করে , জঙ্গল এ রিসোর্ট বানায় , পার্টি করে আর বন্যপ্রাণ মারা গেলে শুধু একটু আঃহা উঃউঃ করে এইটুকুই . আমরা সত্যিই স্বার্থপর. তাই আজ আমরা পারলামনা এই অবলা জীবটাকে বাঁচতে. তবে আর নয় এবার সময় এসেছে , সরকার ও রাজনৈতিক দল গুলোকে বাধ্য করতে হবে বন্ ও বন্যপ্রাণ কে রক্ষা করার জন্য বনদপ্তরকে যে কোনো অন্য দপ্তরের মতো গুরুত্ব দিতেই হবে . এই লড়াই আমাদের সবার তাই সবাইকে আওহ্বান জানাই আসুন সবাই মিলে এই লড়াই করি. এই লড়াই লড়তে হবে , এই লড়াই জিততেই হবে কারণ প্রকৃতি, পরিবেশ ও বন্যপ্রাণ না বাঁচলে বাঁচবে না আমাদের আগামী প্রজন্ম .
বাঁকাদহ রেঞ্জ,আমডহরা বীট,আস্তাশোলের জঙ্গলে ৩০_৩৫ টি হাতি প্রবেশ করল. জেলা বাঁকুড়া. হাতি গুলি জয়পুর দিকে যাচ্ছে।
২৭/১২/২০২২
একজন কে হাতি সুড়ে আছড়ে ফেলে দেয় গ্রাম , সগড়ভাঙ্গা নাম কৃষ্ণপদ মাহাতো ,পিতা জগদিশ মাহাতো বিট বাঁরড়াঙ্গা ,রেঞ্জ কলাইকুন্ডা।।
গোলবান্ধি কেনাল ব্রিজের পূর্ব পাশে দল হাতি।
বিট বালিভাষা।
গতকাল রাত ২টার সময় নারদা গ্ৰাম মুড়াকাটি গ্ৰাম হয়ে। ১০.১২টি হাতি ৫.১০Am সময় হাঁড়ি ভাঁঙ্গার গ্ৰামে বীজ ধান ভেজানো ছিল খেয়ে জঙ্গলে ঢুকেছে । সাঁকরাইল বীট কলাইকুন্ডা রেঞ্জ।
21.12. 2022..
আজ সকালে ১৫/১৬ টি হাতি ঢেরাগেড়িয়া জঙ্গলে বড়তলা তে অবস্থান করেছে,,
বারডাঙ্গা বিট,,
কলাইকুন্ডা রেঞ্জ......
কাল রাত্রে চাঁদাবিলা গ্রামে দাঁতাল হাতিটি ঘর ভেঙেছে কালিপদ মাহাতোর বাড়ি।
জঙ্গল ছেড়ে দিনের আলোয় পলাশিয়া, চাঁদড়া রেঞ্জ।।
কুমারির জঙ্গলে যে হাতিগুলি ছিল বেলা 3 টার সময় N H 6 জটিয়ার জঙ্গলের দিকে এগিয়ে চলেছে কলাইকুন্ডা বিট + রেঞ্জ।।
গেলো রাত ১টার সময় ডুমুরিয়া গ্রামে তপন নায়েক এর ঘর ভাঙছে ১ টি হাতি।বিট - সাঁকরাইল , কলাই কুণ্ডা রেঞ্জ।
চন্দন কাঠ।। কছুশো্ল। বড় বাঁধ এর কাছে ধান খাচ্ছে।।
ঝাড়গ্রাম icv ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পলেটেকনিক কলেজ হাতি তে ভেঙ্গে ছে।
০৭.১২.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ৫৭-৬১টি, সকাল-৯.৩০ মিনিট, চাঁদড়া রেঞ্জ-আমগোবরা-১টি,সুকনাখালি-৪০টি, আউসাবান্দী-২০টি, যে জঙ্গলে হাতি আছে সেখানে ছাতু/মাশরুম তুলতে যাবেন না,।জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন।বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
৭.১২.২০২২.
ঝাড়গ্রাম শহরের কাঞ্চনমিলের সামনে হাতির আক্রমণ আহত হলেন এক ব্যক্তি।
বিট ও রেঞ্জ - ঝাড়গ্রাম
**একটি বিশেষ সতর্কবার্তা**
৭.১২.২০২২.
গিধনী রেঞ্জের আমতলিয়া বিটের অন্তর্গত সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে আমতলিয়াসংলগ্ন জঙ্গলে ১২টি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। আপনারা সকলে সতর্কতা অবলম্বন করুন। রাতে রাস্তায় বেরোবেন না। বাঘাখন্দর, আমতলিয়া, চান্দুয়া, জংকা, মহাদান, কোশাফলিয়া, ভালুকখুলিয়া, বড়শোল ও রাঙ্গামাটিয়া পথে যাত্রীদের সাবধান করুন। অযথা কৌতূহলবশত: হাতি পর্যবেক্ষণ করতে যাবেন না। জনসচেতনতার স্বার্থে এই বার্তাটি ছড়িয়ে দিন। মদ খেয়ে বাইরে যাবেন না অথবা বাড়িতে মদ রাখবেন না।
**গিধনী বনক্ষেত্র থেকে জনস্বার্থে প্রচারিত**
এই মুহূর্তে গোলবান্ধি পুকুরের সামনে দুটো হাতি আছে /বীট. বালিভাষা /রেঞ্জ মানিকপাড়া......
০৬/১২/২০২২
৬০/৭০দল হাতি এই মুহূর্তে খেমাশুলি পাম্পের পাশে NH6বম্বে রোডের পাশে এসে গেছে ।
যে কোনো সময় বম্বে রোড পার হবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Medinipur
Hanspukur
Medinipur, 721101
The main goal of Bengalsamachar is to broadcast the news of the backward districts of Jangalmahal through fearless and impartial journalism. The editor, Bishwanath Das has a long ...
Medinipur, 721301
এটি ফেসবুক এ KGP News নিজস্ব পাতা এতে থাকছে পশ্চিম মেদনীপুর ও পূর্ব মেদনীপুরের ও বিদেশের সমস্ত খবর.
Medinipur
DNT NEWS-LIVE, a Digital Media of West Bengal, India, updating people about latest News ie Breaking
Kolkata
Medinipur, 721211
দক্ষিণবঙ্গের এক অপ্রতিদ্বন্দ্বী ডিজিটাল নিউজ পোর্টাল ফলো করুন 👇👇 https://youtube.com/@SangbadBarta
Medinipur, 721101
Welcome to media Unit of Sikhnat Pasnaw Kherwal Association. Fight for Rights.
Medinipur, 721659
AI Global Media and all its publications are proud members of CPD, an independent accreditation cent
Medinipur, 721131
আমাদের গণতন্ত্র মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা ও খবর প্রচারের বস্তুনিষ্ঠতার ওপর অনেকটা নির্ভর করে থাকে। যে রাজনৈতিক নেতারা যদি মিথ্যা খবর প্রচারে নিরুৎসাহিত করেন, জানবেন সেই আপনাদের আস...