MONER ASA

MONER ASA

মনের কিছু জমানো অনুভূতি, ভাষায় প্রকাশ

14/10/2022

Tourist guide..... Murshidabad

14/08/2022
11/07/2022

Good night ,,,,,,,

26/04/2022
09/04/2022
08/04/2022

Motijhil murshidabad history

08/04/2022
15/08/2021
12/08/2021

,,,❤️💔❤️,,,

11/06/2021
23/05/2021

কবিতা:- আদর্শ নারী
কলমে:- আকবর
২৩/০৫/২০২১

হে নারী,
মিছে কেন এত ভাব রুপ নিয়ে,
রূপ তো তোমার নিজস্ব নয় !
সময়ের ভারে একদিন ঝলসে যাবে রূপ।
সেদিন করবে কি,তুমি?
নারী তুমি ,তোমার নারীত্ব নিয়ে বাঁচতে শেখো ‌।
তোমার নারীত্ব তোমাকে নারীর মর্যাদা দেবে, তোমার রূপ নয়।।
তোমার নারীত্ব দেখে শিক্ষা নেবে,
তোমার বোন ও মেয়ে।
ভালবাসবে তোমাকে বাবা ও ছেলে।।
মনে রাখবে‌ তোমাকে সমাজ ,
তোমার রূপ নয় ,তোমার নারীত্ব দেখে।
তুমি হয়ে উঠবে সবার কাছে আদর্শ নারী ।।

23/05/2021

❤️ সুপ্রভাত ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,

কোন সম্প্রদায়কে বড় নয়;
নিজের ণীতি-আদর্শকে মহান কর।।

কারণ তোমার ণীতি-আদর্শকে দেখে পরের প্রজম্ন শিক্ষানেবে সমাজকে পরিবর্তন করতে;
কোন সম্প্রদায়কে দেখে নয়।।

13/05/2021

❤️ মনের কথা ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

একান্ত যদি হাত পাততে হয়
তবে কখনো অনুদানের জন্য নয়,
শিক্ষার জন্য।
অন্নর জন্য নয়, কর্মের জন্য।
কারণ শিক্ষা ও কর্ম বিনা মানুষ পঙ্গু
এই সমাজ।।
❤️ সুপ্রভাত ❤️
,,,,,,,,,,, আকবর,,,,,,,,,,,

11/05/2021

বাস্তবকে জানতে হলে সমাজের কাছে শিক্ষা নাও,,,
মানুষকে চিনতে হলে সময়ের কাছে শিক্ষা নয়,,,
❤️ সুপ্রভাত ❤️
,,, আকবর,,,

30/04/2021

❤️ এজীবন বৃথা তোমার সঙ্গ ছাড়া ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

একান্ত আপনে নির্জনে আমি,
যখনই ভাবছিলাম আমার প্রিয়তমার কথা,
হঠাৎ যেন কে বলে উঠলো কি ভাবছ তুমি এত?
আমি বললাম আমার প্রিয় তোমার কথা।
তখন সে বলল, তোমার প্রিয়তমা কোথায়?
আমি বললাম ,আমার থেকে আজ সে শত শত কোশ দূরে।
সে, বলল কেন?
আমি বললাম, আমার ভুলে।
সে ,জিজ্ঞেস করল, তুমি কি ভুল করেছিলে?
আমি বললাম ,তার গুরুত্ব আমি তখন বুঝিনি, ক্ষণিকের আনন্দের জন্য।
সে, জিজ্ঞেস করল, কি করে বুঝলে তার গুরুত্ব তুমি?
তখন আমি বললাম ,তাকে হারানোর ফলে।
সে বলল,সে কি আসবে না তোমার জীবনে ফিরে কখনোই?
আমি বললাম , আসবে ।
সে বলল , কবে?
আমি বললাম ,যেদিন আমি তার গুরুত্ব বুঝবো।
তোমার প্রিয়তমার নামটা কি? বললে না তো!
আমি বললাম , সময়,,,,,,,,,,,,।।
সে বলল, সময়!
আমি বললাম, হ্যাঁ।
সে বলল ,সময় থাকতে যে সময়ের গুরুত্ব বুঝে, সময়কে নিজের করতে পারল না, তার এই জীবন বৃথা। মানুষরূপে জন্ম পেয়েও।।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Akbar,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

29/04/2021

❤️ মনের কথা ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

যেদিন তুমি ,এই বস্তু জগতের মোহ ত্যাগ করতে পারবে‌, সেদিন এই বিশ্বব্রহ্মাণ্ড তোমার হবে।
তোমাকে কারো পথ অনুসরণ করতে হবে না,
তোমার দেখানো পথ সকলে অনুসরণ করবে। পৃথিবীর সকল জীব তোমাকেও ভালোবাসবে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Akbar,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

28/04/2021

❤️ মনের কথা ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

যেদিন তুমি ,এই বস্তু জগতের মোহ ত্যাগ করতে পারবে‌। সেদিন এই বিশ্বব্রহ্মাণ্ড তোমার হবে।
তোমাকে কারো আরাধনা করতে হবে না, পৃথিবীর সকল জীব তোমার আরধনা করবে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Akbar,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

27/04/2021

❤️ মনের কথা ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পৃথিবীতে সবার কাছে হেরে যাও তুমি ,
কখনো নিজের কাছে হার মানবে না।
যেদিন নিজের কাছে হারবে,
এই পৃথিবীতে তোমার,
বলতে কিছু থাকবে না।।
,,,,,,,,,,,,,,,,Akbar,,,,,,,,,,,,,,

25/04/2021

❤️ আবেগ মন ❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,

ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসা,
সেটা ছিল না জানা।
তাই তো বেসেছিলাম ভালো, আমি তোমায়।
আপন করে পাবার আশায়।।

সেদিন পাইনি পূর্ণতা আমার ভালোবাসা।
কারণটা খুঁজতে গিয়ে দেখি,
মানুষ মানুষকে নয়, জাতকে ভালোবাসে।
ভুলে গেছিলাম সেদিন,
আমি মুসলিম, তুমি হিন্দু।।

মানুষ ভুলে যায় , জাত - ধর্ম মানুষের তৈরি।
শ্রষ্ঠার শ্রেষ্ঠ তৈরি মানুষ।।
প্রতিটি ধর্ম শেখায় ,
মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে।।

মুমূর্ষু রোগী দেখেনা ,
রক্তটা রামের না রহিমের।
তৃষ্ণার্ত পথিক ,তৃষ্ণা নিবারণের সময়,
জাত কি! সে ভুলে যায়।
জ্ঞান অর্জনের সময় আমরা মানুষ,
গুরুর পরিচয় জানতে চাই না।।

সময়ের কি পরিহাস দেখো আজ,
আমরা সবাই মানুষ!
জাত গেছে ঘুচে,
করোনা নামক ভাইরাসের কারণে।।
করোনা তুমি শিখিয়েছো মোদের মানুষ হতে।
তাই মানুষ ,মানুষকে ভালবাসবো জাতকে নয়।।

যাও করোনা যাও ,
আমরা শিখেছি তোমার কাছে মানুষ হতে।
নয়তো মানুষ থাকবে না, এই ভুবনে।
তুমি শেখাবে কাকে??

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Akbar,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Murshidabad?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নবাবী শহর মুর্শিদাবাদ,,,,,,
Radha Madhav mandir
Hazarduari
Murshidabad Chandni chowk masjid
Murshidabad Chandni chowk masjid
🇮🇳 Happy independence day 🇮🇳
শহীদদের জন্য মোমবাতি মিছিল....

Telephone

Website

Address


Murshidabad
742149

Other Arts & Entertainment in Murshidabad (show all)
Purple  BTS Boni Purple BTS Boni
Murshidabad

WELCOME TO OUR PAGE ��

MS Fact Team MS Fact Team
Murshidabad, 742184

please Follow my page

Wali Baba Wali Baba
Murshidabad, 742202

this is my official page Wali baba

It's Rimi It's Rimi
Murshidabad, 742304

����� �����

The Roasting Life The Roasting Life
Murshidabad

This page for personal Blog, Writting, Entertainment & art...🤗

Pritam Nandi Pritam Nandi
Murshidabad

� Follow the page ��

Bengali Audio Story by Lokkotha Bengali Audio Story by Lokkotha
Murshidabad, 742101

Tune to Bengali Audio Story Youtube Channel

Aniruddha and FAB Followers Aniruddha and FAB Followers
Murshidabad, 742132

Memes and many more with super heros of story books..

Arijit's Crazy Page Arijit's Crazy Page
Murshidabad

Unboxing, Education & Entertainment

Ôñly Yõü Ôñly Yõü
Murshidabad

Positive mind

M Rahaman M Rahaman
Murshidabad

Entertainment

Total Dream Total Dream
Murshidabad, 742149

ASSALAMUALAIKUM 💫 ❤️‍🩹 please follow my page 💫