PONNO KUTIR

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PONNO KUTIR, Clothing (Brand), Narayanganj.

02/03/2024

আলহামদুলিল্লাহ, ডেলিভারিতে ছিলো ১ কেজি খাটি মধু ও হাফ কেজি খাটি সরের ঘি।
নিলেন রিপিট কাস্টমার, চলে গেলো শিবু মার্কেট।

29/02/2024

আবার চার বছর পর আজকে তারিখটি আসবে,,,

কিন্তু কেনো এই লিপ ইয়ার?
জানেন তো"!!"""

আমাদের বার্ষিক ক্যালেন্ডারগুলো ৩৬৫ দিনের। তার একটাই কারণ প্রতি ৩৬৫ দিনে সৌরজগতে পৃথিবী নামক গ্রহনি সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে। আসলে কী তাই?

সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব বলছে মূলত ৩৬৫.২৪২১৯ দিনে একবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটাই মূলত একটি সৌরবর্ষ।
সে হিসাবে আমাদের ঘরে ঘরে যে বার্ষিক ক্যালেন্ডার দেখতে পাই তাতে প্রতি বছরই এই ০.২৪২১৯ দিনের হিসাবটির উল্লেখ থাকে না। তাতে প্রতি চারবছর পর পুরো একটি দিন পিছিয়ে পড়ে।

সে কারণেই চতূর্থ বছরে এসে একটি দিন ক্যালেন্ডারে যোগ করে নিয়ে সেই ঘাটতি পুষিয়ে দেওয়া হয়।

28/02/2024

পাবলিক বাসে যাওয়ার সময় বল্টুকে পাশের সিটের ছেলেটা বললো;🚌

স্বপ্নের দেশে যাবেন? বল্টু বললো যাবো, মিষ্টি দিলো! খেলো ঘুম থেকে উঠে দেখে মোবাইল, ব্যাগ কিছুই নাই! 😁😁

27/02/2024

প্রতিটা মানুষ স্বতন্ত্র। প্রত্যকের কাজের ধরন আলাদা। কিন্তু সবার উদ্দেশ্য এক আর তা হল নিজের কাজে সফল হওয়া।
তাই অন্যজনকে অনুকরণ নয়, নিজের চেষ্টায় এগিয়ে যেতে হবে।
নিয়মিত কাজ করতে হবে। তবেই একদিন গন্তব্যে পৌঁছানো যাবে।ইনশাআল্লাহ।

22/02/2024

আজকের ডেলিভারি ১কেজি খাটি সরের ঘি,অর্ডার ছিলো রিপিট কাস্টমার এর।

21/02/2024

ভাষার জন্য প্রাণ দিয়ে!🥀

ইংরেজি ভাষার জন্য চাকরি না পাওয়া বাঙালীদের জানাই ভাষা দিবসের শুভেচ্ছা!!

20/02/2024

দুপুরে অর্ডার আর বিকেলের মধ্যেই ডেলিভারি কমপ্লিট।
অর্ডার করেছিলো খালা শাশুড়ি খাঁটি সরের ঘি দুপুরে আর বিকেলের মধ্যে আলহামদুলিল্লাহ ডেলিভারি কমপ্লিট করে ফেললাম।
উনি আমার খাঁটি সরের ঘি এর রেগুলার রিপিট ক্রেতা।

আর রিপিট ক্রেতার কাছ থেকে অর্ডার পেলে অন্যরকম ভালো লাগা কাজ করে ।

13/02/2024

ফটোগ্ৰাফী

আগে দর্শনধারী, পরে গুনবিচারী ।
আপনার ছবি দেখে যদি কাষ্টমারকে মাত্র ০৫ সেকেন্ড ধরে রাখতে পারেন তাহলে আপনার ছবি স্ক্রল করে চলে যাবে না, একটু হলেও আপনার ছবিও পণ্যের দিকে সে আকৃষ্ট হবে।
তাই উদ্যোক্তা হতে চাইলে পণ্যের ফটোগ্রাফীর দিকে নজর দিন, চিন্তা ভাবনা করে ছবি ভালো করে তুলুন। কিভাবে ছবি তুললে ভালো হবে??
ব্যাকগ্ৰাউন্ড কেমন হবে, মেইন পণ্যই যেন ফোকাসে আসে সেভাবে ছবি তুলুন। এককথায় অনলাইনে আগে ছবিটাই আসল কাষ্টমার কে আকৃষ্ট করতে।

12/02/2024

ফেইক আইডি দিয়ে জামাইয়ের পাশে শুয়ে, তার সাথেই চ্যাটিং করছিলাম, জিজ্ঞেসা করলাম তোমার স্ত্রী আছে?

উত্তরে জামাই বলল: দূর! ২ বছর হচ্ছে মারা গেছে!🙄🙄😁😁😁

Photos from PONNO KUTIR's post 11/02/2024

রোজ একটু একটু করে পড়ার অভ্যাস গড়ে তুলুন।
যতটা পড়বেন ঠিক ততটাই জানতেও শিখতে পারবেন।

একবারে যদি সময় না হয় প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের জন্য নিজেকে সময় দিয়ে অভ্যস্ত করুন।

যারা সব শেষ হয়ে যাওয়ার পরও শূন্য থেকে শুরু করতে পারে, তাদের কখনো কেউ হারাতে পারে না!

নিজেকে এমন ভাবে তৈরি করো,, যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে!

অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না! নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে।

আমি যা পাই তাতেই সুখী! আমার আঙ্গুল আমাকে শেখায়, পৃথিবীতে কেউ সমান নয়।

আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারিতে ছিলো হাফ কেজি খাঁটি সরের ঘি যা চলে গেল আমার ছোট খালাম্মার বাসায়, যে কিনা আমার ঘি এর রেগুলার ক্রেতা।

10/02/2024

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারিতে ছিলো ১ কেজি খাটি সরের ঘি ও ১ কেজি খাঁটি মধু।
যা অর্ডার করেছিল আমার স্কুলের বান্ধবী ও আমার বহুবার রিপিট কাস্টমার Farida Parvin.

08/02/2024

শুভ সকাল,

মানুষ 'ঘর ঘর' করে গলা শুকায়।
একখানা ঘর আর কতখানিই বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোকই আপন হয়!

07/02/2024

একটি Messanger Group-এর কথোপকথন!☺️☺️

সালমান: মিনুকে আমাদের গ্রুপে এড করলাম...

ওভি: Hi Minu.
শামিম: Hi Minu, how r you?
লিমন: Hllw Minu, kono help lagle bolo.
ফয়সাল : তুমি কোথায় থাকো মিনু?

Minu: আমি উত্তরা থাকি।

ফয়সাল : মিনু, তুমি কোন ক্লাসে পড়?

Minu: EEE, Ahsanullah

ওভি: Bah! best of da University

লিমন: মিনু, তোমার পুরা নাম কি?

Minu: আলতাফ হোসেন মিনু! [ 😹 ]

Shohag left the conversation!
Jewel left the conversation!
Russel left the conversation!
Pronoy left the conversation!
Reza left the conversation! 😁😁😁

07/02/2024

মানুষের খারাপ সময় সারাজীবন থাকে না।
একসময় না একসময় তা দূর হয়ে যায়।
শুধুমাত্র সেই খারাপ সময়টাতে ধৈর্য ধরে টিকে থাকতে পারলে একদিন ঠিক সফলতা আসে।

06/02/2024

ছেলের মা বলতেছে; "শখ করে ছেলেকে বিয়ে করালাম কিন্তু মনের মত বউ পেলাম না"

এই কথা শুনে ছেলের দাদী তখন বলতেছে; "তোমার আর আমার একই কপাল"😁😁😁

05/02/2024

উদ্যোগে সেল কম হলে করণীয় কি??

শান্ত হয়ে ভাবতে হবে সমস্যা কি। সেটা খুজতে হবে।

কন্টেন্ট এর দিকে আরো নজর দিতে হবে।নিজের অডিয়েন্স ক্রিয়েটের জন্য কন্টেন্ট মোক্ষম অস্ত্র।তাই অডিয়েন্স ক্রিয়েট,তাদের এংগেজ রাখা এদিকে সময় দিতে হবে

এরপর চাইলে স্টকে থাকা প্রডাক্ট গুলো আবার নতুন করে ছবি তুলতে হবে, নতুন সেট আপ এ। এতে করে একঘেয়ে এক ই ছবি দেখে কাস্টমার বিরক্ত হয়ে যায় না।

মার্কেট এ কি চলছে সেদিকে একটু নজর দিতে হবে।দরকারে স্টকের পন্য জমা রেখে অল্প কিছু নতুন পন্য তুলতে হবে যা মার্কেট এ চলছে।

তার ফাকে ফাকেই পুরানো পন্য ও প্রচার করতে হবে

মোট কথা রিসার্চ সবসময় ই করতে হবে বিজনেসে। এক ভাবে কখনো ই সেল হবে না। আর এক পন্য টানা চলবে ও না। তাই আপডেট থাকতে হবে।

সেল এত সহজ হলে যে কেউ সেল করতে পারতো।তাই এদিকে নিয়মিত তদারকি করতে হবে।

01/02/2024

Law of science🙄🙄

1. যে প্রথম ঘড়ি বানিয়ে ছিলো,সে কিভাবে জানলো তখন কয়টা বাজে?

২. আমরা চোখ দিয়ে সব কিছু দেখি,কিন্তু চোখে কিছু পড়লে তা দেখতে পাইনা কেন?

3. বিষের Expiry date পার হয়ে গেলে কি বিষটা নষ্ট হয়ে যায় বা বিষক্রিয়া লোপ পায়?

৪. গন্ধ তো নাকে লাগে,তাহলে মানুষ কেন থুথু ফেলে?

5. পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হয়,তাহলে গাধা কেন বনের রাজা হলো না?

৬. জিলাপি যদি সোজা হত,তাহলে তার নাম কি হতো?

7. পেটে ক্ষুদা পেলে ইঁদুর কেন দৌঁড়ায়,বাকি গুলো কি ঘুমায়?

৮. পানি ফুটালে জীবাণু মারা গেলে,তাদের মৃতদেহ কোথায় যায়?

9. খাসি তো ফাস্ট ফুড খায় না,তাহলে তাদের মাংসে এতো চর্বি থাকে কেন?

১০. মশা নিজের ঝুঁকি নিয়ে আমাদের রক্ত খেতে আসে, কিন্তু ঝুঁকি ছাড়া মাংশের দোকানে পড়ে থাকা রক্ত কেন খায় না?

11. যাদের memory lose হয়,তারা তো সব ভুলে যায় কিন্তু নিজের ভাষা কি ভাবে মনে রাখে?🤔🤔🤔🤔

30/01/2024

স্বামীর স্ট্যাটাসঃ ‌পাখি হয়ে উড়ে যেতে মন চাই মধ্য গগনে!

স্ত্রীর কমেন্টঃ মাটিতে পা পড়লে শাক-সবজি নিয়ে এসো নিজ ভবনে!🤣🤣

30/01/2024

আজকে ছিল রিপিট কাস্টমার এর কাছ থেকে পাওয়া ১ কেজি খাটি সরের ঘি এর ডেলিভারি।

এই মাসে উনি মোট আড়াই কেজি ঘি আমার কাছ থেকে নিলেন।

সবটাই কি ওনার নিজের জন্য তা কিন্তু না!!
আসলে আপনি যখন কোন পণ্য নিয়ে সন্তুষ্ট হবেন তখন আপনি চাইবেন আপনার আত্মীয়স্বজনকেও সেই পণ্যটা সাজেস্ট করার জন্য।
আর এই ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে।

আলহামদুলিল্লাহ একজন উদ্যোক্তার জন্য এরকম ক্রেতা পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার।

29/01/2024

- ওড়না কোনোদিনও কারো ঘড়িতে আটকাবেও না আর "লালা লা লালা" ও বাজবে না

- শুধু রিকশার কোনায় বেধে জাবে আর লোকজন চিল্লাই বলবে আপা ওড়না সামলান!😁😁😁

Photos from PONNO KUTIR's post 29/01/2024

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারিতে ছিলো খাটি মধু, অর্ডার করেছিলো আমার স্কুলের বান্ধবী।
আরও ছিলো ৪ পিস চাবির রিং, যা অর্ডার করেছিলো EKB পরিবারের সদস্য।

28/01/2024

বিয়ে -শাদি শেষ এবার কাজে ফেরার পালা😁😁

23/01/2024

আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারিতে ছিলো ৫ লিটার খেজুরের রস ও হাফ কেজি খাটি স্বরের ঘি।

Photos from PONNO KUTIR's post 22/01/2024

আজকের ডেলিভারিতে ছিলো ৮ কেজি খেজুরের রস, খাটি মধু ও চাবির রিং।

21/01/2024

আলহামদুলিল্লাহ, আরো ৬ লিটার খেজুরের রসের অর্ডার কনফার্ম হলো।
শীতের সময় এক মজাদার রস হলো খেজুরের রস।
যারা খাননি তাদের অবশ্যই টেস্ট করা উচিত।

16/01/2024

শুভ সকাল
আলহামদুলিল্লাহ ৭ লিটার খেজুরের রসের অর্ডার কনফার্ম।
যারা যারা খেজুরের রস নিতে চান, অর্ডার করে ফেলতে পারেন এ সপ্তাহে অর্ডার নেওয়া হবে সামনের সপ্তাহে ডেলিভারি দেওয়া হবে।
ডেলিভারি দেওয়া হবে চাষাড়া থেকে।
হোম ডেলিভারি প্রযোজ্য নয়।

15/01/2024

শুভ সকাল,
খেজুরের রসের অর্ডার নেওয়া হচ্ছে শুধুমাত্র নারায়ণগঞ্জবাসীদের জন্য।
ডেলিভারি দেওয়া হবে চাষাড়াতে কোন হোম ডেলিভারি প্রযোজ্য নয়।
শীতের দিন খেজুরের রস খেতে কি যে মজা একমাত্র যারা খেয়েছেন তারাই জানেন!!
তো যারা টেস্ট নিতে চান দ্রুত এখনই অর্ডার দিয়ে ফেলুন।

14/01/2024

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারিত ছিল ১ কেজি খাটি মিক্সড ফুলের মধু।
চলে গেলো সস্তাপুর।

Photos from PONNO KUTIR's post 13/01/2024

আলহামদুলিল্লাহ,আবারো অর্ডার পেয়ে গেলাম রিপিট কাস্টমারের কাছ থেকে মধু ও খাঁটি স্বরের ঘি এর অর্ডার।
এবার কিন্তু সে নিজের জন্য নিচ্ছে না নিচ্ছে তার রিলেটিভ এর জন্য।

এতেই বুঝা যায়, পন্যের মান কতটা ভালো দিয়ে থাকি!!

Photos from PONNO KUTIR's post 12/01/2024

আলহামদুলিল্লাহ, নিচের চাবির রিং থেকে একটি তরমুজ শেপ ও একটি লাভ শেপ এর চাবির রিং এর অর্ডার কনফার্ম হলো।

Want your business to be the top-listed Clothing Store in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আলহামদুলিল্লাহ, আজকের ডেলিভারিত ছিল ১ কেজি খাটি মিক্সড ফুলের মধু।চলে গেলো সস্তাপুর।
ডেলিভারিতে ছিলো খাঁটি সরের ঘি।   নতুন ক্রেতা, চলে গেলো ঢাকা।
এক আত্নীয়রে জিগাইলাম "আপু আপনার জামাই কি করে?" হেতি মারাত্মক ভাব নিয়া বললো" বাহিরে থাকে"🙂আমিও একটু ভাব নিয়া কইলাম " এই শ...
*****7Seas Creation's*****TOP - *Organza with beautiful embroidery & heavy rainbow sequins work all over*  *Including sl...
স্বামী:কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।স্ত্রী: হোক, সমস্যা কী?স্বামী:আরে বোকা! মূল্যতালিকায় দেখো হট কফি -২০ টা...
- আম্মু, আমাকে তোমরা কোথায় পেয়েছো?- আল্লাহ দিয়েছেন। - আল্লাহ কোথায় দিয়েছেন?- হসপিটাল-এ।- ছোট বাবু হসপিটাল থেকে আনতে হয়? ...
আসসালামু আলাইকুম, শুভ সকাল          "মনে করেন "হঠাৎ যদি সুখ এসে দরজায় কড়া নেড়ে বলে এবার তোমার দুঃখগুলোকে দাও তো ছুটি!...
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। এবার নিয়ে আসলাম মালহার লোন কালেকশন। এ ল...

Website

Address


Narayanganj
481662

Other Clothing (Brands) in Narayanganj (show all)
Dresh shop Dresh shop
Narayanganj, 481662

Ak_Fashion_Point_ Ak_Fashion_Point_
Narayanganj, 481662

Men's Fashion

Hello64BD Hello64BD
Narayanganj
Narayanganj, 481662

ঢাকা

Rufu's collection Rufu's collection
Narayanganj, 481662