TAMAL KANTI BANIK
Official page
ভাষিক আধিপত্যবাদ নিপাত যাক্।
বেঁচে থাকুক বিশ্বজনের মাতৃভাষা।
মাতৃ ভাষা বাঁচিয়ে রাখার লড়াই তীব্র হোক্।
২১, ১৯ শের বলিদান সার্থক হোক্।
রাত পোহালেই ২৩ শে জানুয়ারী। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।
১৯৪৩ সনে সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী ব্রীজলাল জয়সোয়ালের মন্দিরে গিয়ে দান গ্রহণ করার প্রস্তাব প্রসঙ্গে নেতাজীর উত্তর ছিল, “আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে কোনও ধর্মীয় সম্প্রদায়ের মন্দিরে যাওয়া তো সম্ভব নয়।”
ব্যবসায়ী জিজ্ঞাসা করেছিলেন, “ কেন নয়, নেতাজী? আপনি তো হিন্দু?।”
নেতাজীর সাফ উত্তর, “না। ‘সুভাষ বোস’ হিন্দু। ‘নেতাজী’ শুধুমাত্র ভারতীয়।”
আসলে ভারতবর্ষের অন্তরাত্মা যে অসাম্প্রদায়িক সেটার উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি নেতাজী , তিনি আজও প্রাত:স্মরণীয়।
একথা উপলব্ধি করেছিলেন মহাত্মা গান্ধীও। তাই তিনি জাতির জনক। তাঁর প্রিয় রামধূণের সাথে জুড়ে ছিলেন ঈশ্বর- আল্লাহ্র নাম যা দেশের অন্তরাত্মার সংলাপ ..।
যতই একে মুছেফেলে ঘৃণার চাষ করার চতুর চেষ্টা হোক্ না কেন , ধর্ম বলে আত্মার মৃত্যু নেই , আত্মা অজর - অমর।
ধর্মের জয় হোক্ , ধর্মের কারবারীরা ধ্বংশ হোক্।
আজ ৩১শে ডিসেম্বর ২০২৩। বৎসরের শেষ দিন।
আজকের দিনে দাঁড়িয়ে যদি পিছন ফিরে গোটা বৎসরটাকে দেখি তখন দেখতে পাই যে, কী সাংঘাতিক রকমের স্নেহ, ভালবাসা, মমতা , বিশ্বাস ও সাহচর্য দিয়ে আপনারা আমাকে আগলে রেখেছেন গোটা বৎসর।
আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে।
পরম করুণাময় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন , আপনাদের সবার ভালো হোক্।
আসছে নুতন বৎসর আপনাদের সবার জন্য নিয়ে আসুক সুখ ও সম্বৃদ্ধির বার্তা।আর আমার প্রিয় জন্মভূমির গণতন্ত্রের উপর যে কালো ছায়া প্রলম্বিত হচ্ছে, সেটা অচিরেই দুর হোক , সুস্থ গণতন্ত্রের বাতাস প্রবাহিত হোক আমার প্রিয় স্বদেশে।
নুতন বৎসরের আগাম শুভেচ্ছা সবাইকে 🌹
HAPPY NEW YEAR # # 2024 🎉🎉🎉🎉🎉
ইতিহাসের ছাত্র আমি, বুঝি একটি স্থাপত্যের গুরুত্ব ও গরিমা। প্রত্যেক স্থাপত্যই এক একটি শিল্পকর্ম। সময়কে সে বুকে আগলে রাখে।
নৃশংস হিটলারও প্যারিসে বোম ফেলার সময় আদেশ দিয়ে রেখেছিলেন যাতে কোনোও শিল্প / স্থাপত্য ধ্বংস না হয়।
ভারতবর্ষের ধর্মান্ধরা সব নৃশংসতাকে ছাড়িয়ে গিয়ে জন্মদিলো এক অন্ধকার দিনের। ১৫২৮-২৯ সনে নির্মিত স্থাপত্যকে ধ্বংস করেছিলো কিছু ধর্মান্ধ বর্বর।
ধিক্কার ঐ ধর্মান্ধদের।
৬ই ডিসেম্বর বাবরি ধ্বংসের দিন।৬ই ডিসেম্বর কলঙ্কময় দিন। ৬ই ডিসেম্বর সভ্যতার লজ্জ্বা।
আসামের নঁগাও ও বিশ্বনাথে, শারদউৎসবে যারা বাংলায় লেখা ব্যানার ছিঁড়ে ফেলে হিংসার বাণী দিলো তারা ভাষা সন্ত্রাসী, ভাষা জঙ্গী , তারা অসুর।
অসুর দলনী মা দূর্গার আশীর্বাদে ঐসব অসুরদের প্রতিহত করবেন মানুষ। সম্প্রীতির বন্ধন হবে অটুঁট।আসাম রাজ্যের বহুভাষিক চরিত্র নষ্টকরার জন্য সচেষ্ট কায়েমী ধান্ধাবাজ দালালদের প্রতিহত করবেন , দেবী দুর্গার আশীর্বাদে বলিয়ান সাধারণ মানুষই।
দশপ্রহরণ ধারিনী দেবীর আশির্বাদ বর্ষিত হোক আপামোর সবার উপরে।
শুভ বিজয়া ❤️🙏🏻
যারা মানুষের বেঁচে থাকার পথকে সুগম করার কাজে নিয়োজিত তাঁরাই সুর। আর যারা প্রতিদিন শাসনের মুগুড় মেরে সাধারণ মানুষের জীবনকে করে তোলে দুর্বিসহ তারাই অসুর।
আজ অসুর দলনী দেবীর বোধন।
দেবীর আশীর্বাদে সব অশুভ শক্তিকে পরাভূত করে শুভদিনের হবে সূচনা , শুভ শক্তির হবে জয়।
এই উৎসব মুখর সময়ে প্রত্যেকজন মানুষ যারা শুভদিনের মুখ দেখতে উদগ্রীব অপেক্ষায় আছেন , তাঁদের সবাইকে জানাই আমার হিয়া ভরা উষ্ণ ভালবাসা।
ধর্ম যার যার উৎসব সবার।
সব মানুষকে জানাই শারদোৎসবের অফুরাণ শুভেচ্ছা । উৎসবের দিনগুলি খুব আনন্দে কাটুক সবার ।
সচ্ গ্যয়ে তেল বেঁচনে .. মুখে যা আসছে তাই বলছে।
আসলে “ ওরা ভয় পেয়েছে রোবসন্ …..”
গতকাল ছত্তিসগড়ে নির্বাচনী ভাষনে অমিত শাহ বলেছেন AIIMS NIT IIM IIT সব বিজেপি তৈরী করেছে।
এখন স্বাধীনতার লড়াইটা বিজেপিই লড়েছে সেটাই শুনার বাকী।😃
তবে এই ভয় গণতন্ত্রের জন্য মঙ্গল দায়ক।
ডর আচ্ছা হ্যায় 😃
, Honourable CM, Assam
, Government of India
Bihara railtrack manufacturing company (Cachar) is owned by a private businessman of Bengal and is run as a contractor company for supply to department of Railway. This company has a checkered history of super-exploiting the local labourers by violating minimum wage act. Workers then became unionised and struck an agreement with the management to ensure minimum wage.
Management then started violating the agreement and workers demanded its implementation. But without following any norms, the management suspended 96 local workers who have been working since long and started bringing workers from outside Assam to ensure their strategy of super-exploitation.
The conspicuous dillydallying attitude of ALC, Silchar indirectly favours the management. Even the local administration has not submitted the enquiry report sought by the state human rights commission (SHRC) though almost two months have already been elapsed.
Since last almost three months, workers have been living in hand to mouth condition finding it difficult to ensure two square meals a day for their family members. They can't bear anymore dillydallying tactics for getting justice. It's not only a violation of workers' rights, but also a humanitarian crisis.
Your immediate needful instruction is highly solicited for withdrawal of suspension order on the local workers.
প্রত্যেক ভারতবাসীর কাছে আজ বড় আনন্দের দিন , আজ বড় গর্বের দিন।
বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারাবাহিক বিজ্ঞান চর্চার একটি সুফল পেতে চলেছে দেশ।
দেশে বিজ্ঞান চর্চার সাথে জড়িত প্রত্যেকজনকে জানাই অভিনন্দন 🌹
যারা দেশের প্রথম প্রধান মন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুকে গালি দিয়ে আত্মরতি লাভকরে তৃপ্ত হ’ন , তাঁরাও অন্তত আজ ঐ স্বপ্ন দ্রস্টা মানুষটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
উনি স্বপ্ন দেখেছিলেন দেশের মাটিতে বিজ্ঞান চর্চার প্রকৃত বিকাশের। উনার উদ্যোগেই ১৯৬২ সালে দেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিলো National Committee for Space Research (INCOSPAR), পরে ১৯৬৯ সনে ঐ প্রতিষ্ঠানের নাম হয় Indian Space Research Organisation(ISRO)’।
পরিতাপের বিষয় এই যে In 2021, India's gross expenditure on research and development (R&D) as a share of GDP stood at 0.8 percent, this was a significant decrease compared to the previous year. The gross expenditure on R&D was forecast to reach 65.2 billion U.S. dollars, a share of 0.65 percent of the total GDP in 2022.
তারপরেও বিশ্বাস করি যে সব বাধা কাটিয়ে অন্ধ কুসংস্কারের বিপরীতে সর্বত্র ঘোষিত হবে বিজ্ঞানের জয় যাত্রা।
কংগ্রেসের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ছিলো। সেটা বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী চিৎকার করে জনসভায় আগেও বলেছেন, এখনও বলে চলেছেন।
পূর্বতন সরকার বর্তমান সরকারের মতো ডাকাত ছিলোনা , সেটাই কী উনার দু:খ !!!
এই দু:খেই কী উনি প্রলাপ বকছেন ??
🤔🤔🤔🤔🤔
যে দেশের সংবিধানের প্রস্তাবনাতে (preambles) জ্বল জ্বল করে লেখা থাকে নীচের ছবির কথাগুলি সেই দেশে জন্মগ্রহণ করাই এক অতীব পূণ্যের ফল।
আজ ১৫ই আগষ্ট , সেই ঐতিহাসিক দিন যেদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই, ইংরাজদের বাধ্য করেছিলো আমাদের ভারত মা’কে শৃঙ্খল মুক্ত করতে।
বর্তমানে স্বৈরাচারী ভাবনার অধীন সরকারের আমলে, আমাদের গর্বের সংবিধান, আমাদের ঐক্য ও বৈচিত্র ভালো নেই। দেশবাসী সঙ্কটে।
আপামোর সবাইকে অনুরোধ করে বলছি যে , দেশের সংবিধানের মর্জাদা ও গুরুত্ব রক্ষার প্রয়োজনে সবাই এগিয়ে আসুন।
সবাইকে দেশের সংবিধানের মর্জাদা রক্ষা করার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে প্রাণপ্রিয় জন্মভূমির স্বাধীনতা দিবসে জানাই আন্তরিক অভিনন্দন 💚💙
আসামে ডিলিমিটেশন ড্রাফ্ট যা প্রকাশ করা হয়েছে , সেটা শুধু ত্রুটিপূর্ণ নয় , অসাংবিধানিক ও।
গতকাল ইলেকশন কমিশনের কাছে মেমোরেন্ডাম পেশ করে ভারতের অন্যান্য রাজ্যের সাথে আসামেও ডিলিমিটেশন কমিটির মাধ্যমে ২০২৬ সালেই ডিলিমিটেযন করানোর দাবি জানিয়েছি।
সম্পূর্ণ খসড়াটিই অসঙ্গতি পূর্ণ ও বরাক উপত্যকার সাথে বৈষম্যের এক জীবন্ত দলিল। তাই ইলেকশন কমিশনকে বরাক উপত্যকায় এসে গণ-শুনানির আয়োজন করে বঞ্চনার শিকার বরাকের মানুষদের কথা শুনার দাবি জোড়ালো ভাবে উত্থাপন করেছি।
এই বঞ্চনা আমরা বরাকের মানুষেরা কোনো ভাবেই মেনে নেবো না।
এ কোন শহরে আছি আমরা !!
যে শহরকে শান্তির দ্বীপ বলা হতো সেই শহরে আক্রান্ত ষাটোর্দ্ধ মহিলা সহ শিশু । এই বর্বোরোচিত ঘটনাকে ধিক্কার জানানোরও ভাষা নেই 😡
সাম্প্রদায়িক রাজনীতি সরকারের প্রশ্রয়ে লালিত হচ্ছে। সাধারণ শান্তিপ্রিয় মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। অপদার্থ এবং নিষ্কৃয় সরকারের বোধোদয় না হলে পরিস্তিতি অগ্নিগর্ভ হবে অচিরেই।
দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক স্বাস্তির দাবি জানাচ্ছি।
ইসলাম ধর্মাবিলম্বী সকল বন্ধু, অনুজ ও গুরুজনদের জানাই পবিত্র ঈদের হিয়াভরা শুভেচ্ছা 🌹
May this beautiful occasion of eid gives you all the reasons to make your life even more beautiful. Wishing you a happy Eid day!
Eid Mubarak!
শহরের কোথাও কোনোও জমা জল নেই।
India Meteorological Department (IMD) এর রিপোর্টেও প্রবল বৃষ্টিপাতের কোনোও সতর্ক বার্তা নেই।
শহরে ফ্লাড হয়েছে বলে কোনোও ঘোষনা নেই জেলা প্রশাসনের।
তাহলে ‘Silchar DSA’ এর BGM (Biennial General Meeting) পিছিয়ে দেবার অনুরোধ কেন ??
DSA এর বিভিন্ন পদে সয়ং বিধায়ক ও তাঁর পছন্দের প্রার্থীরা ২৫ জুনের DSA এর নির্বাচনে নিশ্চিত হারবেন জেনেই BGM পিছিয়ে দেওয়ার এই চেষ্টা , সেটা বোঝার জন্য রকেট সাইন্স জানার প্রয়োজন পড়ে না।
আসাম অলিম্পিকের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় খেলোয়াররা। এই অবস্তায় Sports ও স্থানীয় Sportsmanদের স্বার্থে সুষ্ট ভাবে BGM করিয়ে আসাম অলিম্পিক সংস্থার নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর উদ্যোগ সর্বাগ্রে নেওয়া জরুরী।
খেলার মাঠ নিয়েও রুচিহীন রাজনীতি করছে শাসক দল বিজেপি। ধিক্কার ….😡
আর শহর শিলচরে জমা জলের কথা !!
‘ আস্তে কইয়েন কত্তা , শুনলে গাধায়ও হাসবো’ 😃😃🤣🤣🤣
Photo of First Day in Indian Parliament Bhawan after independence (1st photo).
Photo of First Day in New Parliament Bhawan on 28/05/2023. (second photo).
Education speaks itself.
Dignity is rolling on the ground.
অমর ভাষা শহিদ লহ প্রণাম 🙏🏻
উনিশ আমাদের অর্জন , উনিশ আমাদের অহঙ্কার ,
উনিশ আমাদের আত্মপরিচয়ের ঠিকানা।
আমাদের সাথে ঘটেচলা সব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে উনিশ হোক্ আমাদের পথপ্রদর্শক।
উনিশে মে অমর রহে।
শিলচর অম্বিকাপট্টির বাসিন্দারা বৃষ্টির পুরো সিজনটাই জমা জলের দুর্ভোগ পোহানোর আতঙ্কে কাটান।
অম্বিকাপট্টিতে নালা নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা চরম কষ্ট স্বীকার করেও নির্মাণ কাজে সহযোগীতা করে চলেছেন সুফল ও স্বস্তি পাবার আশায়।
কাজ যদি এরকম হয় যে নালার বেড ঢালাইয়ের জন্য সিমেন্ট কংক্রিট মিক্সচার (ঢালাই দ্রব্য) সরাসরি ফেলা হচ্ছে জলে ভরপুর নালার জলের মধ্যেই , তবে এই কাজকে কী কাজ বলবো ??
সরকারী টাকার কাজ আর সরকারী টাকা মানেতো জনগণের দেওয়া ট্যাক্সের টাকা। তাহলে ??
নদী ব্রীজের পিলার নির্মানের ও তো নির্দ্দিস্ট টেকনোলজি আছে। সেখানেও ইঞ্জিনিয়ারিং বিদ্যা অনুযায়ীই কাজ হয়।
বিভাগীয় ইঞ্জিনিয়ার স্পষ্ট করুন ইঞ্জিনিয়ারিং শাস্ত্রের কোন বিধি মেনে নালার বেড ঢালাইয়ের সি সি মিক্সচার জলের মধ্যে ফেলাহচ্ছে ?????
অম্বিকাপট্টির মানুষদের , উণ্ণয়নের কাজে সহযোগীতা করার ইচ্ছাকে উপহাস করবেন না।
বিভাগীয় ইঞ্জিনিয়ার, এস ডি ও , ঐ কাজ যিনি করাচ্ছেন সেই কন্ট্রাক্টরকে জবাব দিতেই হবে।
জন প্রতিনিধিরাও কোনোও ভাবেই উত্তর দেয়ার দায় এড়িয়ে যেতে পারেন না।
আগামী কাল অর্থাৎ 17 মে , (বুধবার) বিকাল চারটায় উনিশের পথ চলায় সামিল হোন্।
উনিশ আমাদের আত্ম পরিচয়ের ঠিকানা।
ঘৃণা, বিভাজন, মেরুকরণ এর রাজনীতি কে নস্যাৎ করে কর্নাটক বাসী সত্যের পক্ষে নির্ণায়ক মত দিলেন। আজ ঘোষিত কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল ভারতের প্রাচীনতম ঐতিহ্য বিবিধ তার মধ্যে একতাকে প্রতিষ্ঠিত করলো। সর্বভারতীয় কংগ্রেস দলের মাননীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খারগে মহাশয় ও কংগ্রেস দলের সর্বমান্য নেতৃ শ্রীমতী সোনিয়া গান্ধী মহোদয়ার পদ প্রদশর্নে প্রাক্তন সভাপতি শ্রী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী মহোদয়ার নেতৃত্বে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব ও কর্মীবৃন্দের ইতিবাচক প্রচারের মাধ্যমে কংগ্রেস দল এই ঐতিহাসিক জয় লাভ করতে সক্ষম হয়। এই জয় কর্নাটক বাসীর জয়। এই জয় আগামী দিনে দেশকে নতুন রাস্তা দেখাবে। সব ধরনের নেতিবাচক প্রচার, মিথ্যা প্রতিশ্রুতি কে কর্নাটকের জনতা প্রত্যাখ্যান করছেন। আমি সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির লড়াকু নেতৃত্ব সহ কর্নাটক রাজ্যের সকল স্তরের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ কে অভিনন্দন জ্ঞাপন করছি। রাহুল গান্ধীজি ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রার মাধ্যমে সমগ্র ভারতবাসীকে যে প্রেম ভালোবাসার বার্তা দিয়েছিলেন, তাহার স্পষ্ট উপলব্ধি এই ঐতিহাসিক জয়। আমরা আশাবাদী সত্যের পথে এই লড়াইয়ে আমরা আরো দৃঢ়তার সাথে এগিয়ে যাবো। ইহা শুধু আরম্ভ মাত্র, আমাদের কে আরো অনেক দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। অবশ্যই সত্যের জয় হবে। এই জয় দেশের প্রতিটি কোনায় কোনায় কংগ্রেস কর্মীদের হৃদয়ে শক্তির সঞ্চার করবে। আবারও সবাইকে অভিনন্দন।
ধন্যবাদ।
ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।
ভারত জোড়ো।
"সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।"
রবীন্দ্রনাথ ঠাকুর।
জন্মদিনে লহ প্রণাম 🙏🏻
“ রমজানের ঐ রোজার শেষে ,
এলো খুশির ইদ …”
খুশির ছোঁয়া লাগুক সবার জীবনে।
সবাই সুস্থ থাকুন , আনন্দে থাকুন , ভালো থাকুন , একে অপরের পাশে থাকুন , দিন বদলের লড়াইয়ে থাকুন।
সবাইকে জানাই পবিত্র ইদের অন্তহীন শুভেচ্ছা 🌹
সব টাকা আদানিকে দিয়ে দেশের প্রধান মন্ত্রী মৌনব্রত পালন করছেন।
দেশের জন্য এই রকম বিপজ্জনক প্রধানমন্ত্রী আগে দেখেননি ভারতবর্ষের মানুষ।
সাধারণ মানুষের টাকার হিসাব কিন্তু মানুষকে দিতে হবে , মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী, জবাব দেওয়ার দায় আপনার, আপনি জবাব দিন।
এই বৈশাখ জ্বলন্ত অরুণ ,
এই বৈশাখ জ্বলন্ত তরুণ ।
আজ পয়লা বৈশাখ। বাঙ্গালীর উত্সবে মেতে উঠার দিন।
হেমাঙ্গ বিশ্বাস কে সঙ্গীকরে , ষাটের দশকের শুরুতে আসামে বাঙ্গালীর চরম দুর্দিনে অসমীয়া - বাঙ্গালীর ভ্রাতৃত্ব যাতে অটুঁট থাকে তার জন্য তৎকালীন আসামের আনাচে কানাচে গান গেয়ে ঘুরেছিলেন সুধাকন্ঠ ড. ভূপেণ হাজারিকা এবং সরকারী কোষাগারের একটাকাও খরচ না করেই তাঁরা এই কাজটুকু করেছিলেন।
তাঁর অবিস্মরণীয় গানকে সঙ্গীকরেই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অন্তহীন শুভেচ্ছা।
বর্তমানের কালো শাসনের অন্ধকার সময় অচিরেই কেটে যাবে , সেই স্বপ্ন বুকে আগলে রেখে এবং স্বপ্নের বাস্তবায়ণে যুথবদ্ধ হয়ে সবাই ভালো থাকুন।
ভালো থাকুন , সুস্থ থাকুন, আপোষ নয় লড়াইয়ে থাকুন।
শুভ নববর্ষে এই কামনা যে , পরম করুণাময় ঈশ্বর সবার মঙ্গল করুণ।
সবার ভালো হোক্ 🙏🏻
(১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ)
Bhupen Hazarika EI BOISHAKH JOLONTO ARUN এই বৈশাখ জলন্ত অরুণ
ভারতবর্ষের পবিত্র সংবিধানের রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আজ জন্মদিবস।
ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের তথা বিভিন্ন রাজ্যের সাংবিধানিক পদে আসীন হয়েও বর্তমানে দেশের শাষক গোষ্ঠির নেতা মন্ত্রীরা যে ভাবে অন্য ধর্মাল্ম্বীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন , তখন বুঝেনিতে অসুবিধা হয়না যে বর্তমান শাষক গোষ্ঠির হাতে দেশের পবিত্র সংবিধান যা আমাদের গর্ব ও অহঙ্কার, সেটার ভবিষ্যত সুরক্ষিত নয়।
দেশের সংবিধানের স্বাভিমান ও গরিমা রক্ষার যেকোনো লড়াইয়ের অগ্রনী সৈনিক হিসাবে কাজ করে যাব আজীবন , শ্রদ্ধেয় বাবা সাহেবের জন্মদিনে এই হোক্ আমাদের সবার সঙ্কল্প।
লহ প্রণাম হে মহান 🙇🏻♂️ 🙏🏻
আসামে এপিডিসিএল দ্বারা বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে যেভাবে প্রিপেড সিস্টেম বাধ্যতামূলকভাবে চালুকরা হচ্ছে তা নাগরিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী বলেই সম্পূর্ণ বেআইনী।
রাজ্যের মানুষ যখন বিপাকে , সরকারী তুঘলকী সিদ্ধান্তে হতবিহ্বল তখন মুখ্যমন্ত্রীর দায়সারা বক্তব্য শুধু দুর্ভাগ্যজনকই নয় , অপদার্থতার পরিচায়ক।
মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে ব্যর্থ সরকার যে উন্নয়নের শুধুমাত্র কাগুজে প্রতীক এবং বাস্তবে অশ্বডিম্ব , বিদ্যুৎ পরিসেবার মতো নিত্য প্রয়োজনীয় পরিসেবার মাধ্যমে শুধুই একতরফা মুনাফা কামানো এবং পুরো বিষয়টির মধ্যে সচ্ছতা না থাকায় সেটা আজ দিনের আলোর মতো প্রমাণিত সত্য।
সরকারী বিদ্যুৎ বিভাগীয় মন্ত্রী যদি জনগণের হিতাহীত চিন্তা করতেই সক্ষম না হয়ে থাকেন, জনগণের টাকায় ঐ বিভাগীয় মন্ত্রীদের কেনো পোষাহচ্ছে সেটারও জবাব জনগণকে দিতেহবে সরকারের।
শিলচর জেলা কংগ্রেসের অস্থায়ী সভাপতি হিসাবে ১০ মাসের কার্যকালে যে কাজগুলো করতে পেরেছি , তাঁর কৃতিত্ব অবশ্যই জেলা কংগ্রেস দলের কর্মকর্তা, সদস্য সহ অসংখ্য আপামোর মানুষের যারা আমার পাশে থেকে আমাকে ভরসা , সাহস জুগিয়েছেন।তাঁদের প্রত্যেকেই জানাই আমার শত সহস্র নমন 🙇🏻♂️
আমার সভাপতিত্বে গণতান্ত্রিক ভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মসূচী রূপায়িত হয়েছে সেসব কিছুর পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন বিভিন্ন সময়ে প্রকাশ করে বৈত্যুতিন মাধ্যম , ছাপা মাধ্যম সহ সকল সংবাদ কর্মী বন্ধুরা যে দায়িত্বের পরিচয় দিয়েছেন তারজন্য সংবাদ মাধ্যমের সকল শ্রেণীর কর্মীদের কাছে আমি আমার ঐকান্তিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 🙏🏻
সবার কাছে এই আর্জিটুকু বিনীত ভাবে রাখছি যে , বিগত দিনগুলোতে দলীয় কাজকর্মে আপনারা যেভাবে সহৃদয় সহযোগীতা আমাকে করেছেন ভবিষ্যতেও এভাবেই করবেন। আপনাদের স্নেহধন্য পরশ থেকে আমি কোনোওদিন বঞ্চিত হবোনা এই আশা।
আজকের এই অন্ধকার সময়ের অবসান অচিরেই হবে, আর সেই নুতন ভোরের সাক্ষী আমরা সবাই হবো সে বিষয়ে আমি নিশ্চিত।
সাধারণ মানুষের জয় হোক্ ,
ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় হোক্,
জয়হিন্দ।
সমুদ্রতটে অপুর্ব বালু ভাষ্কর্য …
Though this will be marked as Shameful Black Day in the history of Indian politics; But indeed it is the proof of popularity of Rahul Gandhi and fear of ruling party.
Rahul Gandhi is the leader of commons, of the mass, of the suppressed.
Ruling party proved it.
৭ বৎসরের একটি শিশু প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যাওয়া শুধু মর্মান্তিকই নয় , দু:সহনীয়।
যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং কারা ঘটাবে সে খবর বিস্তারিত ভাবে অনেকদিন আগেই জানানো হয়েছিলো প্রশাসনকে।FIR ও করা হয়েছিলো ।
তারপরেও ঘটলো দুর্ঘটনা কারন প্রশাসন কোনোও পদক্ষেপ নেয়নি।
প্রশাসন , পুলিশ , থানা ইত্যাদি সবকিছু থাকার পরও যদি মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন তবে বুঝেনিতে হয় যে বর্তমানে সরকারী ব্যবস্থা সম্পূর্ণটাই ঢিলেঢালা।
উন্নয়ণের মিথ্যাকথা বলা বন্ধকরে , প্রশাসনিক পরিকাঠামোর উন্নতিতে সচেষ্ট হোক্ সরকার।
প্রত্যেকটি জীবনের দাম অনেক। আর সরকারী বিভাগের উদাসীনতায় হারানো প্রত্যেকটি প্রাণের হিসাব দিতেহবে, সরকারকে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
House No. 146C, Nag Naha Lane, Hospital Road
Silchar
788004
Silchar
"Empowering Health through Knowledge 🩺 | Sharing Expert Insights and Wellness Tips for a Healthier"
Silchar
Silchar, 788003
Think globally... Perform locally... Act Individually... भ्रष्टाचारियो
Ujan Tarapur
Silchar
https://www.facebook.com/profile.php?id=100083236253497&mibextid=ZbWKwL
Banskandi, Chandrapur Part I
Silchar, 788101
Welcome habibi This page will be upload the best photos and Islamic videos reels and islamic song.
Motinogor Road
Silchar
Islam teaches that Allah's word was revealed to the prophet Muhammad through the angel Gabriel