Leftism
নিরপেক্ষ নই।
রাজ্যে তথা দেশের কঙ্কালসার দশাটা বেরিয়ে আসছে ইনসাফ যাত্রার পথচলা তে। মুর্শিদাবাদের ধুলিয়নের প্রত্যন্ত এক গ্রামের মধ্য দিয়ে যখন আমারা পথ হেঁটে চলছি, হঠাৎ নজরে আসে কয়েকজন স্কুলছুট ছাত্র পেটের তাগিদে রাজমিস্ত্রী এর জোগাড়ের কাজ করে চলেছে। যে কাঁধে বই -এর ব্যাগ থাকার কথা, সেই হাতে ইঁট, বালি, পাথর সিমেন্ট বয়ে চলেছে। ইনসাফ চাই সকল শিশু শ্রমিকের হয়ে। ইনসাফ যাত্রা এগিয়ে চলবে সকল শিশু শ্রমিককে শিক্ষার আঙিনায় নিয়ে আসার দাবিতেও।
আলোর উৎসবে প্রগতিশীল পুস্তক বিপনী চলছে - দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারের সামনে।
উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও প্রাক্তন ছাত্র - যুব নেতৃত্ব কমরেড তারাসাধন সিংহ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক কমরেড জয়দীপ সরকার, এসএফআই জেলা সম্পাদক কমরেড প্রণয় কার্য্যী,ও প্রাক্তন ছাত্র - যুব নেতৃত্বরা।
কমরেড বাসুদেব আচারিয়া লাল সেলাম✊️✊️✊️
কমরেড বাসুদেব আচারিয়া অমর রহে✊️✊️✊️
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ কমরেড বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন। বাম-গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
#গণকন্ঠ
#গণকন্ঠ
মহান নভেম্বর বিপ্লব জিন্দাবাদ..✊✊
#গ্রেফতার #জ্যোতিপ্রিয়মল্লিক
সামিল হোন..
DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আগামী ৭ ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে ও আগামী ৩ রা নভেম্বর কোচবিহার থেকে শুরু ইনসাফ যাত্রার সমর্থনে দিনহাটা শহরে দেওয়াল লিখন চলছে DYFI দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে।
সুধী নাগরিকগণ,
আমরা ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন সকলের জন্য শিক্ষা ও সকলের জন্য কাজের দাবী সহ দিনহাটার মহকুমার বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করে আসছি। বর্তমানে দিনহাটা মহকুমায় দুজন বিধায়ক ও কোচবিহারের সাংসদ মানুষের জ্বলন্ত সমস্যা সম্পর্কে উদাসীন। তাই দিনহাটা মহকুমা মানুষের দাবি নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে আপনাদের সার্বিক সাহায্য এবং সহযোগিতা কাম্য।
দাবী সমূহ -
১) দিনহাটা-২ নম্বর ব্লক ও সিতাইতে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন-পাঠন চালু করতে হবে।
২) পুঁটিমারীতে অধিগৃহীত জমিতে অবিলম্বে স্টেডিয়াম গড়ে তুলতে হবে ও যুবক-যুবতীদের স্বার্থে দিনহাটাতে একটি ইন্ডোর স্টেডিয়াম চাই ।
৩) দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের সঙ্গে রেল, সড়ক যোগাযোগ সহ ইমিগ্রেশন সেন্টার চালু করতে হবে।
৪) দিনহাটা মহকুমা হাসপাতালে ডায়ালাসিস, অ্যাপেন্ডিক্স ও হাইড্রোসিলের মত অপারেশনগুলো হাসপাতালে করানোর ব্যবস্থা করতে হবে। অবিলম্বে চাইল্ড কেয়ার ইউনিট, বার্ন ইউনিট, CT স্ক্যান, MRI চালুর উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা, আয়া রাজ ও ব্লাড ব্যাংকে কেন্দ্র করে দালাল চক্র নির্মূল করা, অ্যাম্বুলেন্স ভাড়া নির্দিষ্ট করে দেওয়া, সরকারি অ্যাম্বুলেন্স সচল করা, ব্লাড ব্যাংক সহ সর্বত্র সি.সি.টিভি লাগাতে হবে।
৫) তুঁত ফার্মকে সচল করে বেকার যুবক- যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর ও বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্র গড়ে তুলতে হবে। পরিত্যক্ত চুরুট ফ্যাক্টরিতে সরকারি হস্তক্ষেপে পুনরায় নতুন শিল্প চালু করতে হবে।
৬) বেদখল হয়ে যাওয়া সরকারি জায়গা দখলমুক্ত করে ছোট, মাঝারি ও ভারী শিল্প স্থাপন করতে হবে।
৭) কৃষিমেলা সংলগ্ন পাটজাত দ্রব্যের বহুমুখী উৎপাদন কেন্দ্র ও বহুমুখী হিমঘর অবিলম্বে চালু করতে হবে দিনহাটা শহরে পানীয় জল, যানজট, বর্জ্য নিষ্কাশন ও নিকাশি সমস্যা সমাধানে মাস্টার প্ল্যান তৈরি করে, স্থায়ী সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে সাহেবগঞ্জ রোড রেল ক্রসিংয়ে আন্ডার পাসের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহন করা ও সরকারি বাসস্ট্যান্ড চালু করতে হবে।
৮) দিনহাটা ২ নং ব্লক ও সিতাইতে ফাইয়ার ব্রিগেড স্টেশন গড়ে তুলতে হবে।
৯) অবিলম্বে দিনহাটা সংহতি ময়দান সংস্কার ও সুইমিং পু
সুধী নাগরিকগণ,
আমরা ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন সকলের জন্য শিক্ষা ও সকলের জন্য কাজের দাবী সহ দিনহাটার মহকুমার বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করে আসছি। বর্তমানে দিনহাটা মহকুমায় দুজন বিধায়ক ও কোচবিহারের সাংসদ মানুষের জ্বলন্ত সমস্যা সম্পর্কে উদাসীন। তাই দিনহাটা মহকুমা মানুষের দাবি নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে আপনাদের সার্বিক সাহায্য এবং সহযোগিতা কাম্য।
দাবী সমূহ -
১) দিনহাটা-২ নম্বর ব্লক ও সিতাইতে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন-পাঠন চালু করতে হবে।
২) পুঁটিমারীতে অধিগৃহীত জমিতে অবিলম্বে স্টেডিয়াম গড়ে তুলতে হবে ও যুবক-যুবতীদের স্বার্থে দিনহাটাতে একটি ইন্ডোর স্টেডিয়াম চাই ।
৩) দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের সঙ্গে রেল, সড়ক যোগাযোগ সহ ইমিগ্রেশন সেন্টার চালু করতে হবে।
৪) দিনহাটা মহকুমা হাসপাতালে ডায়ালাসিস, অ্যাপেন্ডিক্স ও হাইড্রোসিলের মত অপারেশনগুলো হাসপাতালে করানোর ব্যবস্থা করতে হবে। অবিলম্বে চাইল্ড কেয়ার ইউনিট, বার্ন ইউনিট, CT স্ক্যান, MRI চালুর উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা, আয়া রাজ ও ব্লাড ব্যাংকে কেন্দ্র করে দালাল চক্র নির্মূল করা, অ্যাম্বুলেন্স ভাড়া নির্দিষ্ট করে দেওয়া, সরকারি অ্যাম্বুলেন্স সচল করা, ব্লাড ব্যাংক সহ সর্বত্র সি.সি.টিভি লাগাতে হবে।
৫) তুঁত ফার্মকে সচল করে বেকার যুবক- যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর ও বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্র গড়ে তুলতে হবে। পরিত্যক্ত চুরুট ফ্যাক্টরিতে সরকারি হস্তক্ষেপে পুনরায় নতুন শিল্প চালু করতে হবে।
৬) বেদখল হয়ে যাওয়া সরকারি জায়গা দখলমুক্ত করে ছোট, মাঝারি ও ভারী শিল্প স্থাপন করতে হবে।
৭) কৃষিমেলা সংলগ্ন পাটজাত দ্রব্যের বহুমুখী উৎপাদন কেন্দ্র ও বহুমুখী হিমঘর অবিলম্বে চালু করতে হবে দিনহাটা শহরে পানীয় জল, যানজট, বর্জ্য নিষ্কাশন ও নিকাশি সমস্যা সমাধানে মাস্টার প্ল্যান তৈরি করে, স্থায়ী সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে সাহেবগঞ্জ রোড রেল ক্রসিংয়ে আন্ডার পাসের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহন করা ও সরকারি বাসস্ট্যান্ড চালু করতে হবে।
৮) দিনহাটা ২ নং ব্লক ও সিতাইতে ফাইয়ার ব্রিগেড স্টেশন গড়ে তুলতে হবে।
৯) অবিলম্বে দিনহাটা সংহতি ময়দান সংস্কার ও সুইমিং পুল গড়ে তুলতে হবে।
১০) দিনহাটা আর্ট গ্যালারি গড়ে তুলতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(১১) মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারকে আমূল সংস্কার করে ব্যবহারের উপযোগী করতে হবে।
১২) ব্লক স্বাস্থ্য কেন্দ্র গুলোর পরিকাঠামোর উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর ভবন নির্মানে ব্যাপক অনিয়ম বন্ধ করে, স্বাস্থ্য পরিসেবা নিয়মিত করতে হবে।
(১৩) নির্মাণ কাজ সম্পন্ন হওয়া মর্গ এবং ইলেকট্রিক চুল্লি অবিলম্বে চালু করতে হবে।
১৪) আবাস যোজনায় যে সমস্ত মানুষ প্রাপ্য টাকা পাচ্ছেন না তাঁদের অবিলম্বে নিয়ম অনুসারে নির্দিষ্ট সময়ে মধ্যে অর্থ প্রদান করতে হবে।
১৫) SSK - MSK এর শিক্ষক নিয়োগ করে পরিকাঠামোর উন্নয়ন করে শিশু শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে।
সর্বোপরি দুর্নীতিমুক্ত, স্বচ্ছতার সাথে,মেধার ভিত্তিতে সমস্ত চাকরিতে নিয়োগ করতে হবে। বেকার যুবক-যুবতীদের চাকরি বিক্রির সাথে জড়িত দুর্নীতিগ্রস্থদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দিনহাটার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সমস্ত মানুষ এক হউন।
খাদ্য আন্দোলনের ও গণ আন্দোলনের শহিদ স্মরণে সমাবেশ বামফ্রন্টের। দিনহাটা পাঁচ মাথার মোড়ে।
#অভিনন্দন
আগামীকাল বিকাল ৫ টায় দিনহাটা চওড়া হাট বাজারে - ডাকে প্রতিবাদ সভায় সামিল হোন।
🇮🇳
🇮🇳
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Website
Address
Siliguri
5 No Mandal Mohila Morcha Siliguri Organization
Siliguri, 734004
5 no mahila Morcha BJMM
Siliguri
গর্বিত ভারতীয় সনাতনী 🚩🚩 কট্টর দেশপ্রেমী 🇮🇳🇮🇳 কট্টর হিন্দু 🕉️🕉️ হিন্দু স্বরাজ আসন্ন🚩🚩🙏🙏
Siliguri, 734003
Like & Follow the Page All India Trinamool Congress Soldiers.
Bidhannagar, Post Office Road
Siliguri, 734426
""This Page Will Solve any Problem"""