আমাদের খবর

সব ধরনের মন্তব্য/বক্তব্য/গান/আড্ডা /ইত্যাদি।

25/08/2024

আন্দোলন করার জন্যে উপযুক্ত সময় প্রয়োজন। বিগত ১৫ বছর কোন আন্দোলন করেন্নাই,এর মানে আপনারা যারা এখন আন্দোলন করছেন আপনারা আওয়ামী লীগ এর সন্ত্রাসী আনসার/ না না আওয়ামী লীগ এর কেন্সার।

16/08/2024
16/08/2024
16/08/2024

সার্কাস।

21/08/2022

#পাসপোর্ট_ভুক্তভোগী_প্রবাসী।
বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধানমন্ত্রী কার্যালয়, ঢাকা, বাংলাদেশ।
মাধ্যমঃ মোঃ শামীম আহসান
রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস ইতালি।

বিষয়ঃ ইতালি প্রবাসী কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট এম আর পি জটিলতায়
আটকে আছে, তাদের এই জটিলতা নিরসন করে পাসপোর্ট প্রদান করার আবেদন।

মাননীয় প্রধানমন্ত্রী

আমাদের সালাম গ্রহণ করবেন। বিনীত নিবেদন এই আমরা পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ইউরোপে আসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করি। মধ্যস্থতাকারীরা আমাদের পাসপোর্টের তথ্য পরিবর্তন করে আমাদের ঠিক ই ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করে।আমরা বন জঙ্গল,সাগর পথে মৃত্যুর হাতছানিকে উপেক্ষা করে অবশেষে কাঙ্খিত স্থানে এসে পৌঁছাতে পেরেছি ঠিকই কিন্তু এম আর পি পাসপোর্ট জটিলতার কারণে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিরা তাদের ডকুমেন্টস থাকা স্বত্তেও তারা বৈধতা হারাচ্ছে। ফলে আমরা অবৈধ হয়ে যাচ্ছি।

এই পাসপোর্ট থাকলে আমরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারি যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমানে আমরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারছিনা। পাশাপাশি আমরা কাজ কর্ম হারিয়ে দিন দিন বেকার হয়ে পড়ছি এর কুফল গিয়ে পড়ছে আমাদের দেশে আমাদের পরিবারের উপর, দারিদ্র্যতা বাড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে ছোট ভাই ও বোনদের লেখাপড়া।

তাই আমরা আজ বিশেষ আর্জি নিয়ে এসেছি আপনার কাছে যদি এই কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের এম আর পি পাসপোর্ট জটিলতায় নিরসন না করা হয় তবে আগামী ১৫ দিনের মধ্যে আমরা এই ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে এসে স্বেচ্ছায় মৃত্যু বরণ করার পথ বেছে নিতে বাধ্য হব।

ধন্যবাদান্তে-
ভুক্তভোগী ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

20/02/2021

#নওগাঁর_আত্রাই_উপজেলা_আওয়ামী_লীগের_বর্ধিত_সভা_অনুষ্ঠিত।
কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলা আ’ওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(20 ফেব্রুয়ারী) সকাল
10 টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভা শুরু হয়। সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।বর্ধিত সভায় যোগ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা আব্দুল মালেক,নওগাঁ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল,সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার গোপাল নওগাঁ জেলা স্বেচ্ছালীগ সেবক লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন। আত্রাই- রাণী নগর সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তি যোদ্ধা ও সাবেক সাংসদ সদস্য আব্দুল মালেক বলেন, বর্ধিত সভায় মেয়াদোত্তীণ ইউনিয়ন কমিটি গঠনের সন্মেলন আয়োজনের পাশাপাশী ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলে গ্রুপিং না রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল বলেন,‘ রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় নিদেশর্না অনুযায়ী সভার এজেন্ডা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী জেলা নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েতার বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, সভায় অন্যান্যের মধ্যে বক্ত্য রাখেন উপজেলা আযামী লীগ কমিটির সাংঘঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, উপজেলা আযামী লীগ কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবু, আলমগীর হোসেন বাবর, আবুল কালাম ফৌজদার, মোঃ শখিমুদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আলা উদ্দিন , ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্যা,্ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজিমুল হক নাদিম, কৃষক লীগের সভাপতি আব্দুল আজিম বিশ্বাস, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লগি দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, আবুল হাসান, উপজেলা যুব লীগের সভাপতি ও উপজেলা ভােইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী মমতাজ বেগম, মাধারণ সম্পাদিকা জাহেদা বেগম,যুব লীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকমীদের নামেতোরন দিয়ে ফেস্টুন ও তোরন দিয়ে সাজানো হয়েছে উপজেলা শহর কে। বদ্ধিত সভাতে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেওসরব দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য,2010 সালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সবশেষ সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলালকে সভাপতি ও চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে সাধারণ সম্পাদক করা হয়। বতর্মানে ওই কমিটির মেয়াদ উত্তিন হয়ে পড়েছে। সবগুলো কমিটির মেয়াদ উত্তীণ হওয়ায় সাংগঠনিক কমকার্ন্ড ঝিমিয়ে পড়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের বতমান কমিটি এগার বছর দায়িত্ব পালন করে চলেছে। #
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-01749567314

15/02/2021
16/01/2021

ঃপতন_
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় bipঅ্যাপস নিয়ে তুমুল ঝড় উঠেছে আর এই ঝড় ওঠার কারণ হচ্ছে ইমো, ইমো বিজ্ঞাপনের কারণে এবং গোপনীয়তা রক্ষা না করার কারণে, ইমো ব্যবহার কারি সবাই অতিষ্ঠ। তাই অনেকে অনেক রকম স্ট্যাটাস দিচ্ছেন। ইমো খ্রিস্টানদের তৈরি , খ্রিস্টানদের তৈরি অ্যাপস ব্যবহার করব না।

ইমো গোপনীয়তা রক্ষা না করার কারণে আমরা ইমো ব্যবহার থেকে বিরত থাকতে পারি। আমরা ইমো ব্যবহার না করলেও খ্রিস্টানদের তৈরি অনেক জিনিস ব্যবহার করি যেমন।

১৯৭৩ সালে,ড:মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলক প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন।

১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর ল্যারি ও সের্গেই ব্রিন গুগল আবিষ্কার করেন (মার্কিন যুক্তরাষ্ট্র)

২০০৪ সালের ৪ফেব্রুয়ারি ফেসবুক আবিষ্কার করেন মার্ক জাকারবার্গ (মার্কিন যুক্তরাষ্ট্র)

২০০৫ সালের ফেব্রুয়ারীতে ইউটিউব আবিষ্কার করেন চড হার্লি,স্টিভ চেন ও যাওয়েদ করিম(মার্কিন যুক্তরাষ্ট্র)

২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি তে হোয়াটসঅ্যাপ আবিষ্কার করেন জ্যান কউম ও ব্রায়ান একটন(মার্কিন যুক্তরাষ্ট্র)

২০১০ সালের ২ ডিসেম্বর ভাইবার আবিষ্কার করেন রাকুতেন ইনক।

কথায় কথায় অন্য ধর্মাবলম্বীদের গালি না দিয়ে আমাদের সচেতন হতে হবে। তুরস্কbip নামের অডিও-ভিডিও মেসেজিং অ্যাপস চালু করেছেন, হয়তো আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে, আমরা চাই আমাদের প্রাইভেসি। আমাদের মোবাইল থেকে যাতে আমাদের তথ্য অন্যের কাছে চলে না যায়। তাই আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।

14/12/2020

#আসসালামুয়ালাইকুম।
দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই পেইজটি ফলো করছেন‌।‌‌ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই পেজটিতে কিছু সমস্যা হয়েছিল যার কারণে অনেকদিন যাবত আমি কোন পোস্ট করতে পারিনি। আলহামদুলিল্লাহ সকল জটিলতা কাটিয়ে আবারো আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছে। এখন থেকে আপনারা আবার নিয়মিত দেশ এবং দেশের বাহিরের সব ধরনের সত্য নিউজ পাবেন।

28/08/2020

একই মঞ্চে ভিপি নুরুল হক নুর ও চরমোনাই। ভারতকে কঠিন হুঁশিয়ারি।

05/08/2020

#ব্রেকিং_নিউজ।
রিপোর্ট, আব্দুর রাজ্জাক মন্ডল।
স্থানীয় সুত্রে জানা গেছে, মিজু ও তার পরিবার ইয়াবা, মাদক, গাঁজা, মদসহ সব ধরণের নেশা জাতীয় ব্যবসার সাথে জড়িত । এর আগে গত ১৯ জুলাই/১৭ ইং তারিখে সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে থানা পুলিশ মিজুর বড় ভাই আমিনুরকে ১০ পিচ ইয়াবাসহ আটক করে যার মামলা নং-১৯/২০১৭।

মাদকের ব্যবসা করে ছিচকে চোর থেকে কোটিপতি হওয়া মিজু ভূমিদস্যু হিসেবেও খ্যাত । ভূমি দখল,চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে খুব অল্প সময়ে ৫ তলা ভবনসহ বিলাস বহুল তিনটি বাড়ি ও টাকার পাহাড় গড়েছে সে। মিজুর অকর্মের
ফিরিস্তি নিয়ে এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য কারণে এতদিন মিজু ধরাছোঁয়ার বাইরে ছিল।

এপর্যন্ত মিজুর নামে জমিদখল সহ প্রায় ৫টি মামলা হয়েছে, যা কিছু চলমান যার মামলা নং ০৮ তারিখ ১৭ মে/২০২০ জি,আর-০৪ /১৬০(ভূরুঙ্গা) তাং-৯ ডিসেম্বর/১৩ ইং, সি আর ১৪৯/১৩(ভূরুঙ্গা) তাং-১৯ডিসেম্বর/১৩ইং, সি আর ১৪৮/১৩ (ভূরুঙ্গা) তাং-১৯ ডিসেম্বর/ ১৩ইং, জি,আর-৮৬/১৭ (ভূরুঙ্গা)তাং-২ মে/১৭ ইং, জি,আর-১৬/১৮

গত ৩ জুন/২০ ইং তারিখে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগরের নিকট মিজুকে গ্রেফতারের দাবিতে ভুক্তভোগীরা মিজুর অপকর্মের তথ্য বর্ননা করেন এবং দ্রুত বিচারের দাবি জানান। তিনি মিজুকে গ্রেফতারের আশ্বাস দেন।

>> উল্লেখ্য, উপরোক্ত দূষ্কৃতিকারী মুর্খ মিজানুর রহমান মিজু অনুপ্রবেশের মাধ্যমে সোনাহাট ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে উক্ত পদের ক্ষমতার অপঃব্যবহারের মাধ্যমে এই সব দূষ্কর্ম করে বেড়াচ্ছে!

>> আরো উল্লেখ্য থাকে যে, সে সোনাহাট স্থলবন্দরের ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি!

>> এই পদ গুলোর ক্ষমতার অপঃব্যবহারের মাধ্যমে চাঁদাবাজী, মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা সহ সকল ধরনের অপঃকর্মের মাধ্যমে ছিঁচকে চোর থেকে রাতারাতি কয়েক শত কোটি টাকার মালিক বনে গেছে!

>> উক্ত দূষ্কৃতিকারী মিজানুর রহমান মিজু ও তার সন্ত্রাসী বাহিনীর অপঃকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে হুমকি-ধামকি, মারপিট, মিথ্যা মামলা, মাদক ও ভ্রষ্টা নারী দিয়ে ফাঁসানো, হলুদ সাংবাদিক দিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার, গুজব ও অপঃপ্রচারের মাধ্যমে প্রতিবাদকারীদের নানাভাবে হেনস্থা করে!

>> ফলশ্রতিঃ
আওয়ামীগ ও তাঁর অঙ্গ সংগঠন এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন!!

>> সঙ্গত কারনে উক্ত রাষ্ট্র ও মানবতা বিরোধী দূষ্কৃতিকারী মিজানুর রহমান মিজুকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ- সোনাহাট ইউনিয়ন শাখা ও কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন- রেজিঃ নং-২৪৮৬; হতে বহিষ্কার এবং মিজুকে দ্রত গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি পূনরুদ্ধার করা জরুরী প্রয়োজন।।

05/08/2020

🙏

05/08/2020

#ভাঙ্গা_মন।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য।

তুমি এসে ভেঙ্গে দিলি আমার হৃদয়,
গাছের পাখিও উড়ে গেল বিকেল বেলায়।
একটু-একটু করে জন্মে ছিলো যে প্রেম,
তুমি কত সহজেই ভেঙ্গে দিলি পূর্বপ্রেম।

বুকের নিভৃত কোণে ছিলে তুমি,
বেলায়-অবেলায় আমি করেছি কতই দুষ্টুমি।
তুমি কেন মন ভেঙ্গে দিয়ে গেলি?
এখন চুরমার শব্দে কৃষ্ণকেলি।

পাখিও উড়ে গেল সবুজ অরণ্য ছেড়ে,
তাহলে আমি কোথায় বসবো খুঁটিগেড়ে?
দিনের আলো মুখ লুকালো গোধূলির কাছে,
তাহলে এখন কি করবো আগে-পাছে?

এত কেন কথা কাটাকাটি?
এত কেন রাগারাগি?
এত টুকরো-টুকরো কেন স্বপ্ন বুঁনা,
তুমি কি কুড়াতে চাও আমার রক্তকণা।

30/07/2020

#নাসির_আহমদ_এর_ঈদ_শুভেচ্ছা_বিনিময়।
রাত পোহালেই ত্যাগের ঈদ, আনন্দের ঈদ। সবাই এখন ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের গোছগাছ সেরে নেয়ার জন্য। ঈদুল আযহার বিশেষত্ব কোরবানি। এর মাঝেই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিতেও ভুলছেন না কেউ।

যেমনটা ভোলেননি সিলেটের কৃতি সন্তান, বাহুবল প্রবাসী যুব ঐক্য ফোরামের,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, গ্রিস ফ্রেন্ডস এক্টিভ ফেডারেশনের সভাপতি। গ্রিস প্রবাসী জনাব, মোঃ নাসির আহমদ। মহান ঈদুল আযহার অন্তর্নিহিত তাৎপর্যের দিকে গুরুত্ব দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

30/07/2020

া।
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে,পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

এই দিনে হযরত ইব্রাহীম (আ:) আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাঈল (আ:)কে কোরবানি দেয়ার জন্য প্রস্তুত করেন,আর এতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা হযরত ইব্রাহীম (আ:)এর প্রতি রাজি আর খুশি হয়ে যান।

ইসলামের মতে ঈদুল আযহার দিনে যার যাকাত দেয়ার সামর্থ্য আছে অর্থাৎ যার কাছে ঈদের দিন প্রত্যূষে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা সমপরিমাণ সম্পদ (যেমন জমানো টাকা) আছে তার ওপর ঈদুল আযহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজীব। ঈদুল আযহার দিন থেকে শুরু করে পরবর্তী দুইদিন পশু কুরবানির জন্য নির্ধারিত।

মুসাফির বা ভ্রমণকারির ওপর কুরবানি করা ওয়াজিব নয়| ঈদুল আযহার নামাজ শেষে কুরবানী করতে হয়। ঈদুল আযহার নামাজের আগে কুরবানি করা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন আমাদেরকে ইসলামের রুকন মেনে চলার তৌফিক দান করেন আমিন।

22/07/2020

#মা_একটি_শব্দ"
কিন্তু মা শব্দটি তুলনাহীন,যার কোন তুলনা হয় না। একটি শিশু যখন জন্ম-গ্রহণ করে তখন ঐ"মা" কত কষ্ট করেন! গর্ব ধারণের সুরু থেকে ১০মাস১০দিন কত কষ্ট করেন। ঘুমাতে কষ্ট, খেতে কষ্ট,চলা ফেরায় কষ্ট তার পর যখন প্রসব ব্যাথা উঠে আহ! কি যে কষ্ট শুধু মা জানে ন, ধীরে ধীরে যখন সন্তান বড় হতে থাকে তখন মা নিজে না খেয়ে,ভালো ভালো জিনিস সন্তানকে খাওয়ান, কিন্তু সন্তান যখন বড় হয় তখন ঐ সন্তান মাকে ভুলে যায়।

হাদীস শরীফে বর্ণিত;
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন:
তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা'আলা তাকাবেন না। তাদের মধ্যে একজন হলো, পিতা মাতার অবাধ্য সন্তান।

এবং তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের মধ্যে একজন হলো, পিতা-মাতার অবাধ্য সন্তান।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
ইরশাদ করেন:
পিতা-মাতার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্টি। এবং পিতা-মাতার অসন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি।

আল্লাহ তায়ালা বলেনঃ
“আমার কৃতজ্ঞতা এবং তোমার পিতা-মাতার কৃতজ্ঞতা আদায় কর।” (সূরা লোকমানঃ ১৪)

কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কিন্তু পিতা-মাতার কৃতজ্ঞতা আদায় না করে তবে তা আল্লাহর নিকট প্রত্যাখ্যাত।
সে কারণেই মহাগ্রন্থ আল কুরআনে একাধিকবার আল্লাহর আনুগত্যের নির্দেশের সাথে সাথে পিতা-মাতার আনুগত্য করার প্রতি নির্দেশ এসেছে। ধ্বনীত হয়েছে তাদের সাথে খারাপ আচরণ করার প্রতি কঠিন হুশিয়ারী। তা যে কোন কারণেই হোক না কেন।

আমরা ইঁদুরের ছোট্ট একটি ভিডিও স্ক্রিপ্ট দেখলেই বুঝতে পারি।
"মা"আপনি আমার জন্য কত কষ্ট করেছেন।

বৃষ্টির পানিতে যখন ইঁদুরের গর্তে পানি ঢুকে যায় তখন সেই গর্তে ইঁদুরের কয়েকটি বাচ্চা অবস্থান করছিল।
"মা" ইঁদুরটি মৃত্যুর ভয় উপেক্ষা করে গর্তে ঢুকে তার ছোট ছোট বাচ্চাগুলোকে গর্ত থেকে বের করে নিয়ে আসে।

আমরা আশরাফুল মাখলুকাত (সৃষ্টির সেরা জীব)হয়ে।
আমরা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করি তাদের এই ইঁদুর থেকে শিক্ষা নেয়া উচিৎ।
আল্লাহ সবাইকে জানার,বুঝার, এবং পিতা-মাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন আমীন।

17/07/2020

বর্ণবাদী পুলিশের হয়রানি বন্ধ করুন।
এই স্লোগান নিয়ে মনাসতিরাকি, ওমনিয়া হয়ে মিছিলটি ভিক্টোরিয়া পৌঁছে।

10/07/2020

#ব্রেকিং_নিউজ।
০৮/০৭/২০ইং
রাত ১টার সময়।
ম্যাসোডোনিয়া থেকে সার্বিয়া যাবার পথে পাকিস্তানি/আফগানি৫০যাত্রী বাহি একটি লরি এক্সিডেন্ট হয়। এতে একটি ২/৩বছরের শিশু মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

10/07/2020

#সর্তরকতা

সবাই সাবধানে থাকুন। অাবারও করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে গ্রীস এ। সবাই নিরাপদে চলাচল করুন। 🙏🙏

03/07/2020

#ব্রেকিং_নিউজ।
গতকাল ০২/৭/২০ইং
সেলনিকা থেকে লোক তুরস্কে ডিপুর্ট করেছে।তাই আপনারা যারা সার্বিয়া যেতে চান সবাই সাবধান।

02/07/2020

এথেন্স টু সেলনিকা।

গ্রিসে অবস্থানরত সকল বাংলাদেশী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সেলনিকা যেতে চান।যাদের কাগজ পত্র নেই তারা দলবদ্ধ হয়ে লারিছা স্টেশনে যাবেন না। স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে।যাদের কাগজ পত্র নেই তাদেরকে যেতে দিচ্ছে না। ধন্যবাদ সবাইকে।

29/06/2020

#গ্রিস_থেকে_সার্বিয়া_যাবার_পথে__লরি___দুর্ঘটনা।
২৭/০৬/২০ইং
গ্রিস থেকে ম্যাসোডোনিয়া হয়ে সার্বিয়া যাবার পথে,ম্যাসোডোনিয়ার মধ্যবর্তী স্থানে স্টিলের লরির ভেতর গ্যাস চলাচল বন্ধ হয়ে যায়, বিশ্বস্ত সূত্রে জানা যায়।ঐ লরিতে থাকা ২০০/২৫০জন লোক তখন হাউ মাউ লরিতে লাথি ঘুষি মারা শুরু করলে,লরির ড্রাইভারের পাশে থাকা একজন এসে লরি চলতি অবস্থায় পেছনের দরজা খুলে দেয়,আর তখনি লরিতে থাকা লোকজন লাফিয়ে লরির বাহিরে পরে,এতে অনেকের হাত পা ভেঙ্গে যায়,তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে হেফাজত করুন আমীন।

28/06/2020

আহমেদ রিয়াজ ভাইর লাইভে এসে ক্ষমা চাইলো #চট্টগ্রামের_তুফান।ক্ষমা মহত্ত্বের লক্ষণ।তাই আমরাও তাকে ক্ষমা করে দেই। কিন্তু আরো দুই জন লাইভে এসে সিলেটকে নিয়ে গালা গাল করেছে,এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, একজন ওমান থেকে আরেকজন সৌদি থেকে।

26/06/2020

অভিবাসীদের বৈধ করণ।

26/06/2020

অভিবাসীদের বৈধতা দিতে হবে, অযথা পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।

26/06/2020

রিফিউজিদের পক্ষে কথা বলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ।

26/06/2020

#আজকের_আন্দোলনে_দলে_দলে_যোগ_দিন।
সময়:সন্ধ্যা ৬:৩০মিনিট।
স্থান:পার্লামেন্ট ভাঙ্গন।

আমাদের_দাবীসমূহঃ
অনিয়মিতদের বিনাশর্তে বৈধকরণ।
রিফিউজি ও এ্যাসাইলাম আইন সহজীকরণ।
সকল ডিটেনশন সেন্টার ও ক্যাম্প বন্ধকরণ।
পুলিশী ধরপাকড় ও নির্যাতন বন্ধকরণ।
সংসদে পাশকৃত ফ্যাসিস্ট অভিবাসী আইনসমূহ বিলুপ্তি করণ।
রিফিউজিদের জীবনযাত্রার মান উন্নয়ন।
সীমান্তে কাঁটাতারের বেড়া উম্মুক্ত করণ।
ডিপোর্টেশন ও পুশব্যাক বন্ধ করণ।

24/06/2020

#ব্রেকিং_নিউজ।
বাঙালি বাজারে পুলিশের অভিযান।
আজ বেলা ১২ টা হতে অভিযান চলমান,গলিতে বিভিন্ন দোকানে ডুকে কাগজ পত্র চেক করে এবং যাদের কাগজ নেই তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। বাঙালি ভাই যাদের কাগজ পত্র নেই, আপনারা সতর্ক থাকার চেষ্টা করুন।

Vuoi che la tua figura pubblica sia il Figura Pubblica più quotato a Noventa padovana ?
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.

Video (vedi tutte)

গ্রিস।
করোনা কি কোথা থেকে এলো।

Digitare

Sito Web

Indirizzo


Noventa Padovana

Altro Blogger Noventa Padovana (vedi tutte)
Culobomba media Culobomba media
Noventa Padovana

entertainment

Yungboxx’s BLOG Yungboxx’s BLOG
Via Carli 4
Noventa Padovana, 35100

Get served with the best gist in Nigeria 😃