ZERO Traveller

ZERO Traveller

IF YOU BECOME A HERO, START WITH ZERO.

22/10/2024

SCENIC VIEW IN ITALY.

19/10/2024

GOOD LUCK FOR BANGLADESH ROYAL ENFIELD

14/10/2024

এরকম ভিউয়ে আপনি এক রেস্তোরাঁয় বসে আছেন।

আপনি কি খেতে চাইবেন?

23/04/2024

HUGE TRAFFIC ON SYLHET HIGHWAY AT NIGHT

05/03/2024

সবার আগ্রহেই আজই বসে গেলাম একেবারে আমার প্রথম ইতালিতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে তবে এটুকু বলতে পারবো এখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা আমার মনে হয় খুব কম যাত্রীরই হয়েছে, যেটা বুঝতে আপনাদের পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে।

।।। ।।।আমার প্রথম ইতালিতে যাত্রা ।।। ।।।

দীর্ঘ ৬ বছর ধরে চেষ্টার পর যার মধ্যে ২ বার কাগজ রিজেক্ট হওয়ার পর তৃতীয়বারের মতো শেষমেষে কাঙ্খিত ইতালির ভিসা ২০০৬ হাতে পেলাম।

তবে হাতে পাবার আগে শুরু থেকেই, যারা আমার খুব কাছের বন্ধু মহল ছিল তারা জানতো আমি কত বছর ধরে চেষ্টা করছি।

এই বন্ধু মহলের মধ্যে আমার ব্যাডমিন্টন জগতের চার চার বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া রাসেল কবির সুমন ভাইয়ের সাথে তখন বলতে গেলে প্রতিদিনই ব্যাডমিন্টন ডাবলস খেলতাম, মিরপুর ১৩ এর অপজিটের মাহিন গার্মেন্টসের পার্সোনাল উডেন ফ্লোরে যার মালিকানা বাপ ছেলেদের সাথে একটা চমৎকার সময় কাটতো ও ব্যাডমিন্টন খেলা হত।

পাঠক সবাই আবার এটা ভেবে বইসেননা যে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নের সাথে ডাবলস খেলছি না জেনি আমি কত বড় খেলোয়াড়, তবে ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের দু একটা ব্যাডমিন্টনের সফলতা ছিল যা কিনা পুরোটাই ছিল এলাকা ভিত্তিক।

কিভাবে আমি একজন ন্যাশনাল চ্যাম্পিয়নের এর সাথে খেলছি এই গল্প না হয় আরেকদিন বলবো।

তবে এইটুকু এখনই বলা জরুরি যে আমার খেলার অবস্থান আমি যতটুকু নিজেকে ভেবেছিলাম ন্যাশনাল মানের খেলোয়াড়ের সাথে খেলে বুঝতে পেরেছিলাম আমি আসলেই শিশু। খেলা শিখার আমার এখনও অনেক বাকি।

এখন আসি প্রসঙ্গে, আসলে সুমন ভাইয়ের সাথে অনেক বছর খেলার পর একটা পর্যায়ে তার সাথে আমার সখ্যতা গড়ে উঠে।

উনি আমাকে মাঝে মাঝেই বলতেন হিরো ভাই, আপনি যদি কখনো ইতালির ভিসা পেয়ে যান তাহলে অবশ্যই বাংলাদেশ বিমানে করে যাবেন। আপনি কোন চিন্তা করবেন না আমার অনেক পরিচিত লোকজন আছে, তারা আপনাকে সব ধরনের হেল্প করবে।

আমি অবশ্য কাতার এয়ারলাইন্স এ টিকেট কেটেছিলাম।

যাই হোক ইটালি যাওয়ার প্রসঙ্গে যখন ভিসা হাতে পেলাম সুমন ভাই আমাকে বলেছিল, ভাই কোন টেনশন নিবেন না এয়ারপোর্টে আমার পরিচিত লোক আছে তারা আপনাকে একেবারে প্লেনে উঠিয়ে দিয়ে আসবে।

তবে আমি বিশ্বাস করতাম এবং জানতাম তার বাংলাদেশ বিমানের অনেক পরিচিত লোকজন আছে আর থাকবেই না বা কেন তিনি তখন বাংলাদেশ বিমান ব্যাডমিন্টন টিমের ক্যাপ্টেন ছিলেন।

যেই কথা সেই কাজ, তখন আমার সনি এরিকসনের T28 মোবাইল ফোনটি ছিল এবং nokia 6600 ছিল। তবে কেন যে দুইটা ছিল তা মনে করতে পারছিনা। দুই ফোনের দুই নাম্বারি আমি তাকে দিয়েছিলাম তার একটি নম্বর 01711731310 (এই নম্বরটি এখন মৃত)আর একটি ছিল টেলিটকের।

এয়ারপোর্টে যেতে না যেতেই দেখি এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলল, সুমন ভাই আমাকে আপনার কথা বলেছে আপনি এখন কোথায়? আমি বললাম এয়ারপোর্টে চলে এসেছি। খুব অল্প সময়ের মধ্যে তার সাথে দেখা হয়ে গেল।দেখলাম বেশ স্মার্ট এবং গলায় তার বেশ ভারি ডেজিগনেশন ঝুলছিল আর একটু পরপর সবাই তাকে সালাম দিচ্ছিলো। সাথে সাথে নিজেকে খুব রিলাক্স মনে হল এই ভেবে যে আর কোন টেনশন নেই, সবকিছু অটো পাইলটের মতো হয়ে যাবে।

যেই কথা সেই কাজ বোর্ডিং থেকে শুরু করে ইমিগ্রেশন এবং ফাইনাল চেকিং সবই হয়েছে লাইনে দাড়ানো ছাড়া। তবে একটা জিনিস খেয়াল করলাম যে ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর থেকে আমাকে একেবারে প্লেনে উঠার আগ পর্যন্ত সব কর্মকর্তারাই তাকে স্যার বলে সম্মোধন করেছিল।

এই যে এত বড় রেফারেন্স নিয়ে যে আমি প্লেনে বসলাম এর একটা অনেক বড় খেসারত দিতে হয়েছিল যা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কারো হয়েছে কিনা আমি জানিনা।

আসছি শীগ্রই সেই প্যারাময় অভিজ্ঞতা নিয়ে।

Photos from ZERO Traveller's post 17/02/2024

মৈত্রী এক্সপ্রেসে করে ট্রেন যোগে কোলকাতা থেকে ঢাকা পর্যন্ত প্রথমবারের মত ব্রডগেজ লাইনের অভিজ্ঞতা নিলাম।

এবার যথারীতি আমার GARMIN FORERUNNER 965 মোটরসাইকেলের পাশাপাশি ট্রেনেরও লোকেশন সহ সর্বোচ্চ স্পীড সহ সব প্রয়োজনীয় ডাটা সরবরাহ করে।

শেষের ছবিটিতে কারেন্ট কত কিমি জার্নি হয়েছে তা দেখাচ্ছে।

30/01/2024

এই চারজন হইলে দুনিয়া জয় করা সময়ের ব্যাপার।

শুধু একজনকে ৩ মাসের জন্য জীমে ফিট করতে হবে।

বলতে হবে কে সে?

26/01/2024

Keokradong 2018 Behind the scene Part 2

16/01/2024

Pls be attention.

14/01/2024

FLASH BACK KEOKRADONG WITH Adventure Biker Rohit

তখন কেওক্রাডং ও ওঠাটা এখনকার মত এত সহজ ছিলনা।

সাথে গাইড থাকতো, তাকেও সঙ্গে নিতে হত।

দুর্ভাগ্যবশত আমাদের কো রাইডার এর ব্রেক লিভার ভেন্গে গিয়েছিল। তাকেও সঙ্গে করে কেওক্রাডংয়ের উপরে উঠতে হয়েছিল।

খুব শীঘ্রই আবারও তখনকার পুরো আনকাট ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ।

Youtube link below.

https://youtu.be/gwzcyYBOB60

13/01/2024

KEOKRADONG WITH ROHITVHAI 2018 BEHIND THE SCENE PART 1

এইসময়ের আমরা যে ট্যুর টি করেছিলাম তা প্রতিটি মুহূর্তেই বিনোদনে ভরপুর ছিল। আমরা শুধু কেওক্রাডংয়ে ই যাইনি, জুমঘরেও একরাত যাপন করেছিলাম তাছাড়া আলির গুহা থেকে আরো চমৎকার কিছু জায়গা আমরা গিয়েছিলাম যা সবই ছিল এডভেঞ্চারে ভরপুর।

ট্যুর তো সবই ভালো হয় তবে ট্যুরের আসল মজাটা কোথায় তা বোঝানোর জন্যই সামান্য এই প্রচেষ্টা।

চেষ্টা চালিয়ে যাবো আরো কিছু ট্যুরের মাজাদার মুহূর্ত নিয়ে হাজির হতে।

07/01/2024

MY KAWASAKI VERSYS FALLEN STORY.

01/01/2024

TINDU RETURN 2023
FULL UNCUT VIDEO.

31/12/2023

TINDU 2023

26/12/2023

২৫ মিনিটে কেওক্রাডং থেকে একেবারে বগা লেকের শেষের ডাউনহীলে। আনকাট ভিডিও ক্লীপ।

আসলে উপরে উঠার চেয়ে নীচে নামাটা একটু কঠিন শুধু এই কারনে প্রচুর স্লীপ খাওয়ার সম্ভাবনা থাকে, তবে আমাদের বাংলাদেশের সবারই মোটরসাইকেলের স্কীল মাশাল্লাহ ভালো।

কিছু দূর্ঘটনা হয়েছে শুনেছি বা জেনেছি তা শুধু ওভার এক্সাইটেড হওয়ার কারনে।

তবে আমি মনে করি বর্তমান কেওক্রাডং রাস্তার যে কন্ডিশন আছে তাতে আপনি যদি একবার আসা যাওয়া করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যেমন:

১. নুড়ি পাথরের উপর হঠাৎ পরলে কিভাবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন.

২. সারা বাংলাদেশের যত ধরনের টুইস্ট রোড আছে তার ৮০% পেয়ে যাবেন।

৩. গাড়ি না চলার কারনে রাস্তায় প্রচুর বালি এ অবস্থায় কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন সেটা জেনে যাবেন।

আরো কিছু জানার থাকলে বলতে পারেন, চেস্টা করবো উত্তর দেওয়ার।

আর সবার কাছে বিনীত অনুরোধ যারা যাবেন একটু সাবধানতার সাথে যাবেন এমন কিছু যেন না হয় যা পরবর্তীতে যারা যাবে তাদের জন্যে সেটা বাধা হয়ে দাড়ায়।

আর সত্যিকারের ট্রাভেলাররা তো পরিবেশ কখনোই নস্ট করেনা।

ধন্যবাদ সবাইকে।

25/12/2023

KEOKRADONG PEAK POINT

25/12/2023

এই যদি হয় রাস্তার কন্ডিশন আপনি কি মনে করেন সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া উচিৎ। আপনার কি অভিমত?

25/12/2023

এখনো কিছুটা বাজে কন্ডিশন শেষের আপহিল। আমার মনে হয় সর্বসাধারণের জন্য না খুলে দেওয়াও এটা একটা বড় কারণ।

কেন যে এত দেরি করছে আমার মাথায় আসে না।

আপনাদের কি কারণ মনে হতে পারে?

01/12/2023

LAKE MOLVENO
SMALL PARADISE IN ITALY.

28/11/2023

TIMES TO DISCOVER ANOTHER PLACE.

23/11/2023

ZONTES AICMA MILAN 2023.

02/11/2023
27/10/2023

CROSSING CLOUD TUNNEL IN GROSSGLOCKNER

20/10/2023
20/10/2023

যত কাজই থাকুক, এরকম ভিউ হলে আমার মাথা ঠিক থাকেনা, এটা আমার কলিগেরা সবাই জানে। তাই নিজেও উপভোগ করলাম আর আপনাদের জন্যও সামান্য একটু ভিউ শেয়ার করলাম।

৩টা ভিউয়ের মধ্যে কোনটি ভালো।

Vuoi che la tua azienda sia il Servizio Di Trasporto più quotato a Verona?
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.

Video (vedi tutte)

SCENIC VIEW IN ITALY.
GOOD LUCK FOR BANGLADESH ROYAL ENFIELD
HUGE TRAFFIC ON SYLHET HIGHWAY AT NIGHT
Keokradong 2018 Behind the scene Part 2
Beware of this
FLASH BACK KEOKRADONG WITH Adventure Biker Rohitতখন কেওক্রাডং ও ওঠাটা এখনকার মত এত সহজ ছিলনা। সাথে গাইড থাকতো, তাকেও সঙ্...
KEOKRADONG WITH ROHITVHAI 2018 BEHIND THE SCENE PART 1এইসময়ের আমরা যে ট্যুর টি করেছিলাম তা প্রতিটি মুহূর্তেই বিনোদনে ভরপ...
MY KAWASAKI VERSYS FALLEN STORY.
#keokradong
TINDU RETURN 2023FULL UNCUT VIDEO.
TINDU 2023

Indirizzo


Localita Ca Di Sopra 4
Verona
37010

Altro Viaggi e trasporti Verona (vedi tutte)
Todeschini N.C.C Todeschini N.C.C
Verona, 37142

Trasporto Noleggio Con Conducente

easyPet easyPet
Verona

Progetto universitario Servizio (FAKE) di trasporto aereo per il tuo amico a 4 zampe. Gli animali non sono bagagli Non abbandoniamoli!

Spostiamo Veicoli Con Targa Prova Spostiamo Veicoli Con Targa Prova
Via SCIMMIA
Verona, 37036

Spostiamo Veicoli di qualsiasi tipologia nuovi ed usati non assicurati o ancora da immatricolare co

due.zaini.viaggiatori due.zaini.viaggiatori
Verona, 37064

Giulia & Michael | ᴛʀᴇᴋᴋɪɴɢ ᴇ ᴇꜱᴄᴜʀꜱɪᴏɴɪ Alla ricerca di percorsi insoliti e luoghi particolari

Class Verona Ncc Class Verona Ncc
Verona

Offriamo un servizio di noleggio auto con conducente rivolto a privati e ad aziende.Disponibilità del servizio H24,sette giorni su sette,365 giorni all’anno.

Cita Transfer Cita Transfer
Verona

Noleggio con conducente

ciao ciao ciao ciao
Verona

Schwarzbull srl Spedition & Logistik Schwarzbull srl Spedition & Logistik
Via Vigasio, 89
Verona, 37135

Trasporti e logistica a Verona

SOFER Italia SOFER Italia
Verona, 37059

Cautam Sofer categ.C+E pentru transport marfa in nordul Italiei.

Renbel Travel Group Renbel Travel Group
Via Valpolicella, 1
Verona, 37124

Dal 1985 organizziamo viaggi su misura, convegni e corsi di formazione, meeting aziendali, progetti di incentivazione e viaggi di gruppo secondo le formule più originali ed in line...