Rayhan's Diary

Never Dream for Success but Work for It

25/12/2023

🫥

Photos from Rayhan's Diary's post 21/12/2023

🤍🇯🇵

Photos from Rayhan's Diary's post 13/12/2023

Osaka Castle 大阪城 🏯🇯🇵

10/12/2023

Osaka Castle Park 🇯🇵

06/12/2023

Hey there 😎

Photos from Rayhan's Diary's post 03/12/2023

পরিস্থিতি যেমন'ই হোক জীবনে ভালো থাকার প্রচুর অভিনয় করতে হবে। 😊

02/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

22/11/2023

ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। (সূরা যুমার : ১০ আয়াত)

Photos from Rayhan's Diary's post 21/11/2023

Natural Beauty 🇯🇵🍂

20/11/2023

চাকচিক্যময় এই ধুলোর পৃথিবী স্রেফ দুই সেকেন্ডের অনুভূতি মাত্র। কেউ চোখ মেলে তাকাল, অথবা কেউ আধো ঘুমেই আজন্মকালের নিদ্রায় ঢলে পড়ল।

'জীবন' একটি বেনামি ডাকপিয়নের হাতে 'মৃত্যু চিঠি'। আচমকা ক্রিং ক্রিং বেল বাজিয়ে আপনাকে চমকে দিয়ে বলবে-" Your Time's Up " 😑

26/10/2023

Alhamdulillah, Thanks to Almighty Allah. ❤️

Finally, I received the Student Visa from the Embassy of Japan on October 25. 🇯🇵

I'm grateful to everyone who has supported me in this endeavor. I want everyone to pray that I can reach my goal. 😊

12/08/2023

অলস বসে থেকো না নিশ্চয়ই মৃত্যু তোমাকে খুঁজছে।

07/08/2023

তুমি যা চেয়েছো তোমার রব তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন, ইনশাআল্লাহ।

07/08/2023

তুমি আমার ধর্ম না মানতে পারো, তাতে কোন সমস্যা নাই। তার বিচার আল্লাহ করবে। তবে তুমি আমার নবীকে নিয়ে কুটুক্তি করতে পারো না। কোন ভাবেই না।

এটা নিয়ে সবার কথা বলা উচিত । আমি মনে করছি, তাই পোস্ট করলাম। আপনারা দেখেন আপনাদের বিবেক কি বলে।

06/08/2023

আর শীঘ্রই, তোমার রব তোমাকে এতো দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।

05/08/2023

Red ❤️

28/07/2023

কিশোরগঞ্জ 💚

16/07/2023

So true...

08/07/2023

𝓑𝓵𝓪𝓬𝓴 𝓪𝓷𝓭 𝔀𝓱𝓲𝓽𝓮 𝓬𝓻𝓮𝓪𝓽𝓮𝓼 𝓪 𝓼𝓽𝓻𝓪𝓷𝓰𝓮 𝓭𝓻𝓮𝓪𝓶𝓼𝓬𝓪𝓹𝓮 𝓽𝓱𝓪𝓽 𝓬𝓸𝓵𝓸𝓻 𝓷𝓮𝓿𝓮𝓻 𝓬𝓪𝓷. 🖤

06/07/2023

যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও

একদিন ঠিকই এনে দেব হাসিমুখ

29/06/2023

ঈদ মুবারাক 🌙🫂

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! 🖤

28/06/2023

ঈদ মোবারাক 🌙🫂

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🖤

আল্লাহ আমার এবং আপনাদের ভালো কাজগুলো কবুল করুক।

28/06/2023

হে আল্লাহ তুমি আমাদের অতীতের সব পাপ ক্ষমা কর এবং ভবিষ্যতে সব পাপ থেকে বিরত রেখ 😓

27/06/2023

তওবা করে ফিরে আসলে, পূর্বের গুনাহ গুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন।

[সূরা, ফুরকান-৭০]

26/06/2023

রাসূল সা. বলেন, ইয়াওমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গুনাহ মাফ করবেন। [সহীহ মুসলিম, হাদীস-১১৬২]

আল্লাহ তা'আলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের মনোনীত দ্বীনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। [সূরা আল মায়িদা আয়াত-৩]

24/06/2023

সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে রয়েছে, কিন্তু তারা নয়, যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে আর পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং উপদেশ দিয়েছে ধৈর্যের। [সূরা আসর, আয়াত ১-৩]

19/06/2023

আল্লাহ তা'আলা বলেন, দুর্ভোগ তাদের জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, মানুষের ত্রুটি খুঁজে বেড়ায় ও প্রচার করে। অবশ্যই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি থেকেও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ হলো গিবত।

রাসুল (সা.) কে সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! গিবত কি জেনা-ব্যভিচারের চেয়েও মারাত্মক? জবাবে তিনি বললেন, হ্যাঁ। কারণ, কোনো ব্যক্তি জেনার পর তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু গিবতকারীকে যার গিবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না।

আপনার সম্মুখে কেউ যখন অন্যের গিবত করেন, তখন তাঁকে থামতে বলুন, তা যদি করতে না পারেন, তবে সেখান থেকে সরে আসুন।

রাসুল (সা.) বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। (বুখারি ও মুসলিম)

গিবত বা পরনিন্দা ইসলামি শরিয়তে সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গিবত করা ও গিবত শোনা সমান অপরাধ।

11/06/2023

একদিন সব ইচ্ছা পূরণ হবে ইনশা-আল্লাহ।

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল।

09/06/2023

আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে৷ [ সূরা আদ্ব-দ্বোহা : ৫ ]

ধৈর্যশীলরা শান্তিতে থাকে কেননা তারা জানে যে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন, ইনশা-আল্লাহ।

02/06/2023

যখন গরম বেশি পড়বে‚ তখন তোমরা বেশি করে নামায আদায় করো। কারণ‚ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস।

[মিসকাতুল মাসাবীহ্ঃ–৫৯১]

19/05/2023

🖤

14/05/2023

আমরা বড্ড একা 😓

13/05/2023

বিধ্বংসী শক্তি নিয়ে যে পথে এগুচ্ছে ঘূর্ণিঝড় "মোখা"

03/05/2023

আগামীকালকের একটি রোযায় ট্রিপল সুুন্নাহ পালন করা সম্ভব। এক. সপ্তাহিক সুন্নাহ-বৃহস্পতিবারের রোযা, দুই, আইয়ামে বীয বা উজ্জ্বল দিনসমূহ (চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫) এর রোযা, তিন. শাওয়ালের ৬রোযা (যদি কেউ সেই নিয়ত করতে চান)।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শাওয়াল মাসের আইয়ামে বীয।পাশাপাশি প্রতি বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। আবার যাদের শাওয়ালের ছয় রোজা বাকি আছে, তারাও এই তিনদিনে শাওয়ালের রোজা রাখতে পারেন।

ফলে, কাল থেকে টানা তিন দিন রোযা রেখে একই সাথে একাধিক সিয়ামের ছওয়াব লাভ করা যেতে পারে। অভাবনীয় সুযোগ হাতাছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং যাদের সুযোগ আছে তারা চেষ্টা করি।

30/04/2023

হে পথভ্রষ্ট ও অবিশ্বাসকারী লোকেরা! তোমরা যাক্কুম গাছের খাদ্য অবশ্যই খাবে। তা দ্বারা তোমরা পেট ভর্তি করবে। আর ফুটন্ত টগবগে পানি পিপাসায় কাতর উটের ন্যায় পান করবে। এটাই হচ্ছে অপরাধীদের জন্য শেষ বিচারের দিনে মেহমানের খাদ্য।

[সূরা ওয়াক্বিয়াহ : ৫৩-৫৬]

29/04/2023

হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

[সূরা ইনশিকাক-০৬]

আয়াতের অর্থ'টা অনুধাবন করুন অন্তর শিউড়ে উঠবে।

28/04/2023

যে ব্যক্তি রমাজানের রোজা রাখলো, এরপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখলো।

[সহিহ মুসলিম : ১১৬৪]

23/04/2023

রামাদান আমাদের অনেক কিছু শিখিয়ে যায়৷

চেষ্টা করলেই সালাতগুলো যে জামা’আতে আদায় করা যায়, একটু চেষ্টা করলেই নিয়মিত তিলাওয়াত করা যায় কুরআন, চাইলেই আমরা ছাড়তে পারি মিথ্যা, পরনিন্দা, পরশ্রীকাতরতা।

রামাদান শিখিয়ে যায়— রাতের সময়গুলোতে চেষ্টা করলে সালাতে দাঁড়ানো যায়, প্রাণভরে করা যায় দুআ, দিলভরে চাওয়া যায় রবের কাছে।

রামাদান শেখায়— সিনেমা, গান আর নাটক ছাড়াও আমরা বাঁচতে পারি। অশ্লীলতার নাগপাশে না ঘেঁষেও দিব্যি কাটানো যায় সময়।

জগত থেকে নিজেকে বিচ্ছিন্ন না করেও যে আখিরাতের পথে দৌঁড়ানো যায়— মাস-ব্যাপী সেই শিক্ষা রামাদান আমাদের দেয়।

জীবনের সত্যিকার স্বরূপ রামাদান সামনে নিয়ে আসে, কিন্তু সেই স্বরূপ আমরা ধরে রাখছি নাকি পাপাচারে ডুবে গিয়ে আবার তা ঢেকে দিচ্ছি সেটাই হলো রামাদান-পরবর্তী সময়ের পরীক্ষা৷

© আরিফ আজাদ

21/04/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️

ঈদ মোবারক 🌙

আলহামদুলিল্লাহ্‌! আজ বিশেষ বরকতময় দিনে আল্লাহর পক্ষ থেকে রহমতেন বৃষ্টি।

রাসুল (সাঃ) বলেন, দুইটি দোয়া প্রত্যাখ্যান করা হয় না। আজানের সময়ের দোয়া ও বৃষ্টির সময়ের দোয়া।
(মুস্তাদরাক, হাদিস : ২৫৩৪)

আমাদের উচিৎ বৃষ্টির সময়টা কাজে লাগানো।

20/04/2023

Beautiful Mt. Fuji & Cherry Blossom ✨🤍

📍 J A P A N 🇯🇵

あなたの公人を公人のトップリストKobe-shiにしたいですか?
ここをクリックしてあなたのスポンサー付きリスティングを獲得。

ビデオ (すべて表示)

Nara Park 🇯🇵................#nara #naraparkjapan #narapark #narajapan #naratravel #fbreels23 #reelsviralシ #japantravel20...
জাপানের ট্রেডিশনাল তাইকো মিউজিক 🇯🇵❤️......#traditionaljapanese #traditionaljapan #osakajapan #osaka #osakacastle #osakat...
চাকচিক্যময় এই ধুলোর পৃথিবী স্রেফ দুই সেকেন্ডের অনুভূতি মাত্র। কেউ চোখ মেলে তাকাল, অথবা কেউ আধো ঘুমেই আজন্মকালের নিদ্রায়...

カテゴリー

ウェブサイト

住所


Sannomiya
Kobe-shi, Hyogo

公人・著名人のその他Kobe-shi (すべて表示)
善竹忠亮 善竹忠亮
Kobe-shi

能楽師 狂言方 大蔵流 善竹忠亮公式Facebookページです 記事は主にスタッフが更新(時々忠亮先生)

Bayzid From Japan Bayzid From Japan
Mizuki-Dori, Hyogo, Kobe
Kobe-shi, 652-0802

Keep an eye out to learn about higher education, living, regulations in Japan. 🇯🇵🇧🇩 💝

Legit japan products Legit japan products
Kobe-shi, 655-0872

Chinatsu Ichikawa Chinatsu Ichikawa
Kobe-shi

This page is the CEO and founder of “ Super Nihongo Sodan” also the pretty agent of Online Casino.

NikkoVenture NikkoVenture
Kobe-shi

Hi, I’m Nikko! I’m from the Philippines but currently call Japan home. I’ve been living here f

Sekhan シ Sekhan シ
Kobe-shi, 6510067

অবসরে আমি "নীল আকাশ" আর "ফুল ও প্রকৃতির" প্রেমে পরে গেছি🩵🌸🌼 #BanglaMusic #Travel #Japan #Reels

有末やよい(Arisue Yayoi) 有末やよい(Arisue Yayoi)
Kobe-shi, 658-0072

神戸市在住 

CA Secondary School CA Secondary School
Canadian Academy
Kobe-shi

This site, created originally by CA Publications students, is open to parents, students and teachers

Step up Senpai Step up Senpai
Kobe-shi

I am Step up Senpai. Please do try to compete with me! For you will surely lose.

腹話術師 柳井篤子 腹話術師 柳井篤子
Kobe-shi

腹話術師 やないあつ子 http://ohvent.com/

Da’wah in Japan Da’wah in Japan
Kobe-shi

Connecting hearts in Japan through the beauty of Islam and the spirit of understanding.