YS MEDIA
এমন কিছু করুন যেটা ক্ষনস্থায়ী পৃথিবী?
গাজাবাসীর জন্য ইন্টারনেট সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।আলহামদুলিল্লাহ
প্রভু
শেষ বিচারের ময়দানে যদি জবাবদিহিই চাও
দ্বীনের পথে কবুল করে শহিদী মরন দাও।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি
আমরাও থামবো না।
আল মাহমুদ।
Everyone has bad days but Don't give up,
Pouse
Rest
Reset and Restart. always pic yourself up and keep going.
Never ever quite.
উচু স্থানে গিয়ে কেউ হয় অহংকারী কেউ বিনয়ী। কেউ সমবেদী কেউ উপহাসী।কেউ অতীত ভুলে ভান করে বাঁচতে চায়, কেউ মনে রেখে এতে ইন্সপিরেশন খুজে নেয়।
বন্ধু হিসেবে চালাক নয় বরং বিশ্বস্থ কাওকে বেছে নিন।
প্রতিটি সূর্যদ্বয় আমাদের দেখিয়ে দেয়,রাজনৈতিক বা মানবাধিকার কর্মীদের "মানবিক অধিকার"নিয়ে আর্তচিৎকার।বাস্তবে অধ্যবদী সেটা পুস্তকেই লিপিবদ্ধ রইল।
What seems to be ending is actually the beginning of something new.(যা শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় তা আসলে নতুন কিছুর শুরুকে বুঝায়)
গণসমাবেশে ঘোষিত বিএনপির দশ দফায় যা আছে,
সংসদ থেকে পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকালে ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশর প্রধান অতিথি ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দশ দফা তুলে ধরেন। সেগুলো হলো-
১. বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে।
২. ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮-খ, গ ও ঘ’র আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন।
৩. বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা।
৪. খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মামলা প্রত্যাহার। রাজনৈতিক কারাবন্দিদের অনতিবিলম্বে মুক্তি, দেশে সভা, সমাবেশ ও মত প্রকাশে কোনো বাধা সৃষ্টি না করা, সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা। স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার না করা।
৫. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ সহ মৌলিক মানবাধিকার হরণকারী আইন বাতিল করা।
৬. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল।
৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করা।
৮. গত ১৫ বছর ধরে বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন। দুর্নীতি চিহ্নিত করে অতি দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯. গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা।
১০. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া।
ড. খন্দকার মোশাররফ তার বক্তব্যে বলেন, গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশ যেনো সফল হতে না পারে সেজন্য মির্জা ফখরুল মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে।
এছাড়া, গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ১৩ ডিসেম্বর সারাদেশে গণমিছিল ও গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশে। ২৪ ডিসেম্বর ঢাকাসহ মহানগর ও জেলা সদরে ১০দফা বাস্তবায়নে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।
আপনি কেবল তাই দেখতে পান যা আপনার চোখ দেখতে চায়। চোখ যা দেখতে পায় তাই গ্রাস করতে যাবেননা,বাঁকি জীবন ঘৃনা আর আপচোছ নিয়ে কাটাতে হবে।
you will never know the power off you
Untill someone hits you badly.
গাছ যত বড় হয় তত মাটির দিকেই ঝুকতে থাকে।
আর মানুষ?!!
সাপ যখন গায়ে লাঠির আঘাত অনুভব করে লাঠির কিছু হবেনা জেনেও লাঠিতে কামড় দেয়,একেই বলে শেষ চেষ্টা।
#রক্তাক্ত পল্টন #
এ কোন যুদ্ধের দামামা নয়
এ যেন এক নতুন সূর্যদ্বয়ের প্রতিচ্ছবি।
জনগণের পয়সায় কেনা গোলাবারুদ, জনগণের শ্রমের টাকায় বেতনভুক্ত পুলিশ এই জনগন মারতে কিভাবে ব্যাবহার করে??
আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিডিও দেখেছি, পড়েছি ২৫ই মার্চের সেই কাল রাতের ইতিহাস,আজ পল্টনের মত এভাবে পুলিশের গুলিবর্ষণ দেখিনি কোথাও!
copy # it’s Leo,,
Copy #চোরের মত পালিয়ে বেড়াচ্ছে ইসরাইলীরা।
Nothing is better
by chance,
it’s gets better
by change.
Do what is right
Not what is easy
Nor what is popular.
এমন কিছু করুন যেটা ক্ষনস্থায়ী পৃথিবীতে আপনাকে চিরস্থায়ী করে রাখে।
কোন কাজের পরিকল্পনা করে সেটা কারো সাথে শেয়ার করতে নেই।
Long wait is over.i hope you enjoy this day and be grateful for Allah's blessings.Eid Mobarak.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Farwaniyah
Al Farwaniyah
85000
Al Farwaniyah, 085406
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ্। আমাদের পেইজটির follow দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আপনাকে।
Rabya Kuwait City
Al Farwaniyah
buhay ofw..in kuwait
Farwaniya
Al Farwaniyah, 080000
I will success in life, not immediately but definitely 😊❤️
Al Farwaniyah
--Guest Posting & Content Writer | Freelancer | Outreach Expert | Off-page SEO Expert | Link-Builder