প্রবাসীর মনের কথা
Nearby public figures
Mabela Junobiya
116
1952
Oman Muscat
Oman Muscat
Cumarnolosha@gmali. com
There are no sad endings for a believer who truly trusts Allah and rely upon Him. Keep supporting me always
ঢাবির সাবেক ভিসি বলেছিলেন ভাঙ্গা রুম ঠিক করতে ৫ কোটি টাকা লাগবে।
বিনা পয়সা খরচে ছেলেমেয়ে রুমে উঠে গেল,যে ক্ষতি তাতে ২০ লাখ টাকাও লাগবে না।
মেট্রোরেলের কর্তৃপক্ষ বলেছিল ক্ষতি মেরামত করতে ৩০০ কোটি টাকা লাগবে,১ বছর পর ঠিক হবে।এখন দেখতেছি ১ সপ্তাহ পরই মেট্রোরেল চলবে,ক্ষতি মেরামতে ৫০ কোটিও লাগবে না।
এমনেই দেশের ১২ টা বাজানো হতো 🙂
পেটের তাগিদে ফিরে আসলাম নিজের কর্মস্থল ওমান শহরে,
এই কয়েকদিন বাংলাদেশে ছিলাম বাংলাদেশের কি অবস্থা তা নিজের চোখে দেখেছি, তাই ভাবছি বাংলাদেশ নিয়ে কিছু কথা যদি না বলি তাহলে নিজের সাথে এবং দেশের সাথে বেঈমানি করা হবে।
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
"পবিত্র মহান আল্লাহ, যিনি আমাদের জন্য এটিকে (যানবাহন) বাধ্য করেছেন এবং আমরা একে বাধ্য করতে সক্ষম ছিলাম না। এবং নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব।"
**প্রবাসীর মনের কথা**
আপনারা যারা মনের কথা পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন না, তাদের জন্য আমাদের এই উদ্যোগ। যদি আপনি আপনার পরিবারের কাছে মনের কথা পৌঁছে দিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার মনের কথা আপনার পরিবারের কাছে পৌঁছে দিব।
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও জানতে এবং আমাদের সেবা সম্পর্কে আপডেট থাকতে পারেন।
**ইউটিউব চ্যানেল:** https://youtube.com/?si=4DMLtmF9u2HoC_OR
#প্রবাসী
#প্রবাসীরমনেরকথা
প্রবাসীর মনের কথা On a mission to inspire and empower through creative storytelling and incredible journeys.
বৃদ্ধাশ্রম থেকে শাশুড়িমাকে চিঠি....এক পুত্রবধূর
পূজনীয় মা,
এই "মা" কথাটা আমি কোনদিন আপনাকে মন থেকে বলিনি। আজ আপনাকে খুব ইচ্ছে হল একটা চিঠি লেখার। তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম। জানিনা এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা! আমি সেই বৃদ্ধাশ্রমের আছি যে বৃদ্ধাশ্রমের আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে। তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে। ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি। তাও এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন।
বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন। এটা আমার সহ্য হতো না, মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন-"বৌমা যতটা খাবে ততটা নাও, লোকসান করো না"এই কথাটা যেন আমার অসহ্য লাগত কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোন খারাপ কথা বলেননি তো!
আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেন নি। , লোকসান করতে মানা করছিলেন। আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগতো, মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায়! আপনার কাছ থেকে মুক্তি পাবার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথেই যাবো তার কর্মস্থলে। আপনার ছেলের প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নিই কান্নাকাটি করে। বেশ ভালোই ছিলাম দুজনে, কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই , ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে। তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে। আপনি বাড়ির সব কাজ করতেন, আমাকে সেবা করতেন, তাও যেন আপনাকে আমার অসহ্য লাগত। আমারও একটি পুত্র সন্তান হয়। আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে। সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে, আমার এই ঠাম্মা শব্দটা শুনে অসহ্য লাগত। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি। কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা, গল্প শোনাতে থাকেন। ছেলে জেদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল, একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম, অপরটিতে আমার ছেলেও আপনি। ছেলে বড় হচ্ছে তাই আরেকটা রুমের প্রয়োজন ছিল। আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না, এটা বলে ওটা আপনার শ্বশুরের ভিটা, ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শেষ পর্যন্ত আপনি সই করলেন। আপনার সাথে আমার কোনমতেই বনিবনা হতো না। তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে, তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি।
আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম। একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই, আমি মনে মনে বললাম যাক বাঁচা গেছে। এরপর ছেলে বড় হল, বিয়ে দিলাম। প্রথম প্রথম ভেবেছিলাম আমিতো আর আপনার মতন গেঁয়ো ভূত নই, তাই আমার সাথে আমার বউ মার বেশ মিল হবে। কিন্তু তা হয়নি, আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল, যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বউমার হত। হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয়, আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে। আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না , আমার বউমা থাকতে চাই ফ্ল্যাটে। তাই বাড়ি ভেঙ্গে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে। আমাকে আমার ছেলে ও বৌমা বোঝায় যে ফ্লাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে বাদবাকি ভাড়া দিবে, তাতে অনেক টাকা আসবে। আপনার মতই আমি কিছুতেই সই করতে চাইনি। কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট। সেই ফ্লাটে ছিল দুটো রুম, আর একটা কিচেন। আমি আমার ছেলেকে বললাম- কিরে আমার রুম কোথায়? ছেলে বলল-মা তোমার রুমের কি দরকার? তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমে থাকবে। নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম, নাতনি যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে, আসলে ওর চাই একটা নিজস্ব রুম। তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমের রাখার।
আমি আজ বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমের আপনি ছিলেন। ভাগ্যের কি পরিহাস, আমি কোনদিনই ভাবিনি আমার সাথে এইরকম ঘটনা ঘটবে, রক্তের গরম , টাকার গরম, আর যৌবনের গরমে আমরা সবকিছু ভুলে যাই। ভুলে যাই পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়। যদি এটা আমি আগে বুঝতাম তাহলে হয়তো এইদিন আমাকে দেখতে হতো না। আমি আকাশের দিকে মিট মিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি-"মা পারলে আমায় ক্ষমা করে দেন"।
লেখা - তনুশ্রী পাল
"Empowering the future, one student at a time in Bangladesh.
Asif Mahtab Utsha -কে রিমান্ডে নেয়া হয়েছে সেতু ভবনে হামলা আর অগ্নিসংযোগের মামলায়! আসিফ মাহতাব একজন হ্যান্ডিক্যাপড মানুষ। স্পাইনে সমস্যা।,লাঠি নিয়ে হাটেন।
ফিলোসফিতে মাস্টার্স করা এই লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেতু ভবনে আগুন জ্বালাতে যাচ্ছে। লাঠি নিয়ে, খোড়াতে খোড়াতে - ব্যাপারটা একবার কল্পনা করার চেষ্টা করুন৷
এটা কি কোন পাগলেও বিশ্বাস করবে?
এই মিথ্যা অভিযোগে একজন অসুস্থ মানুষকে ছয়দিনের রিমান্ড দেয়া হল। এরকম যুলুম আজ হাজার হাজার মানুষের সাথে হচ্ছে। এই যুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া আর কোন পথ এই যমীনের মানুষের সামনে খোলা নেই।
দৌড় শুরু করার পর ইউসুফ (আ.) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আ.) জানতেন না সাগর চি-রে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, এবং সাহায্যকারী হিসেবে তিনিই যথেষ্ট।
STAY FOCUSED। ভিডিও নিয়ে হাসাহাসি পরেও করা যাবে।
একইদিনে দুইটা ভিডিও ভাইরাল হওয়াটা সন্দেহজনক। সরকার এখনও ক্ষমতায়। বেশ ভালোভাবেই ক্ষমতায়। গণহারে তারা সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে যাদের কাছে এই ভিডিও থাকার কথা, তাদের সেই ভিডিও ভাইরাল করার মতো সাহস হওয়ারই কথা না। যদি না সেই "তারা" আরও উপরের দিকের কেউ হয়ে থাকে, যাদের কাজ ডিবি-মন্ত্রীদের উপরেও গোয়েন্দাগিরি করা।
দেশ সরকারের প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল। ২৬৬+ (প্রকৃত সংখ্যা সম্ভবত আরও কয়েকগুণ) ছাত্র-জনতাকে হত্যা করে, কার্ফিউ দিয়ে, হাজার দশেক মানুষকে গ্রেপ্তার-গুম করেও পরিস্থিতি পুরোপুরি শান্ত করা যায়নি। মানুষ এখনও প্রচণ্ড ক্ষুব্ধ। ছাত্ররা এখনও রাস্তায় নামার ডাক দিচ্ছে।
এরকম পরিস্থিতিতে আমি যদি ক্ষমতায় থাকতাম, তাহলে ঠিক এই কাজটাই করতাম। টপ দুই-তিন জনের সিরিয়াস কোনো স্ক্যান্ডাল বাজারে ছেড়ে দিয়ে তাদেরকে স্যাক্রিফাইস করতাম। মানুষ আদি-রসাত্মক উপাদান পেত, হাসাহাসি করত, এবং যে পুঞ্জীভূত ক্ষোভ তাদের মধ্যে এই কয়দিন ধরে ছিল, সেটা অনেকটাই প্রশমিত হয়ে যেত।
কয়দিন ধরে অনেকে রাতে ঘুমাতে পারছিল না, হাসতে পারছিল না, স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না, চোখ বন্ধ করলেই নৃশংস ভিডিওগুলো, সন্তানহারা মায়েদের আহাজারির ভিডিওগুলো চোখের সামনে ভাসছিল। তাদের ক্ষোভ প্রশমিত করার জন্য, তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য, তাদেরকে জেনুইন বিনোদন দেওয়ার জন্য এর চেয়ে বেটার কোনো উপায় ছিল না।
রিমেম্বার, এই ভিডিওতে তাদের যে অপরাধ, তাতে আধুনিক "সভ্য" দেশে তাদেরকে পদত্যাগ করতে হতে পারে, কয়েকমাস জেল খাটতে হতে পারে। কিন্তু তাদের মূল যে অপরাধ, যেটা নিয়ে আমাদের ফোকাসড থাকা উচিত, সেটাে জন্য তাদের একেবারে কম করে হলেও যাবজ্জীবন হওয়ার কথা।
সো, অ্যাগেইন, ইগনর দ্য ভিডিও, অ্যান্ড স্টে ফোকাসড।
- TOHA
গতকাল সময় টিভি নিউজ করেছেন, যাত্রীবাহী ট্রেন বন্ধে প্রতিদিন ট্রেনের লোকসান ৪ কোটি টাকা..!!
এতে হিসাব করে দেখা যাচ্ছে, সারা বছর ট্রেন বন্ধ থাকলে লোকসান হবে ৩৬৫×৪=১৪৬০ কোটি টাকা..!!
অথচ গত ২০২২-২০২৩ অর্থবছর সারাবছর ট্রেন চালু থাকার পরও লোকসান হয়েছে ১৫২৪ কোটি টাকা..!!
( সূত্রঃ ইত্তেফাকঃ- ১৫/০২/২০২৪ )
অর্থাৎ সারাবছর চালু থাকলেই ট্রেনের লোকসান ১৫২৪-১৪৬০= ৬৪ কোটি টাকা বেশি হয়..!!
এদের কনটেন্ট আশা মাত্রই আমি ব্লক রিপোর্ট মারার জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত তো?
-We need to understand the people's circumstances, not everyone is the same.
ডিবি প্রধানের খাবারের টেবিলে কোটা আন্দোলনের সমন্বয়কদের এই ছবি দেখে কিছু মানুষ বলবে যে ছাত্ররা কি বিক্রি হয়ে গেলো?
আর যারা বোঝে, তারা তো বাস্তবতা বুঝতে সক্ষম।
৭ দিনের রিমান্ডে শেষে সাজ্জাদ হোসেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল।
শ্রীলঙ্কার প্রবাসী রা যা করছিল
ঐ রকম কি করতে পারবে বাংলাদেশী প্রবাসীরা।
তারা তিন মাস টাকা পাঠানো বন্ধ রাখছে, সবাই ভাবছে শ্রীলঙ্ক দেউলিয়া হয়ে গেছে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার ২ মাসের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দারিয়েছ, সবাই ভাবছে ম্যাজিক, আসলে দুই মাসে তাদের প্রবাসী রা রেমিট্যান্স পাঠিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি শক্তিশালী করেছে, এটাই প্রবাসী দের শক্তি,
আওয়ামী লীগ করা প্রবাসীরা সরকারের পাসে দাড়ালে,আর বিদেশে টাকা প্রাচার কারীরা টকা ফেরত আনলে বর্তমান সংকট কেটে যাবে!!
ঘুম আসছে না এগুলো দেখে হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো।
দেশি খাওয়া দাওয়া এর মজাই আলাদা।
সফরের দু‘আ
اللهُ أَكْبَرُ ، اللهُ أَكْبَرُ ، اللهُ أَكْبَرُ ،
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ،
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى ، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى ،
اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ ، وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ ،
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ ، وَكَآبَةِ الْمَنْظَرِ ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ.
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সুবহানাল্লাযী সাখ্খারা লানা হা-যা অমা কুন্না লাহু মুক্বরিনীন। অইন্না ইলা রাবিবনা লামুনক্বালিবূন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা হা-যাল বির্রা অত্তাক্বওয়া, অমিনাল আমালি মা তারদ্বা। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হা-যা অত্বওয়ি আন্না বুদাহ। আল্লাহুম্মা আন্তাস সা-হিবু ফিস সাফারি অলখালীফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন অসাইস সাফার, অকাআবাতিল মানযার, অসূইল মুনক্কালাবি ফিল মা-লি অল আহল।
আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান।
পবিত্র ও মহান যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন যদিও আমরা একে বশীভূত করতে সমর্থ ছিলাম না। অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তনকারী। ওগো আল্লাহ! নিশ্চয় আমরা তোমার কাছে প্রার্থনা করছি আমাদের এই যাত্রায় পুণ্যকর্ম, সংযমশীলতা এবং তোমার সন্তোষজনক কার্যকলাপ। হে আল্লাহ! আমাদের এ যাত্রাকে আমাদের জন্য সহজ করে দাও। আমাদের থেকে ওর দূরত্ব গুটিয়ে নাও। হে আল্লাহ! তুমিই সফরের সঙ্গী। আর পরিবার পরিজনের জন্য (আমাদের) প্রতিনিধি। হে আল্লাহ! সফরের কষ্ট ও ক্লান্তি থেকে, ভয়ংকর দৃশ্য থেকে এবং বাড়ি ফিরে ধন-সম্পদ, পরিবার ও সন্তান-সন্ততির মধ্যে কোন অপ্রীতিকর দৃশ্য থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।
[মুসলিম ১৩৪২, তিরমিযি ৩৪৪৭, আবু দাউদ ২৫৯৯, আহমদ ৬৩৩৮, দারেমি ২৬৭৩]
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجاً إِلَى سَفَرٍ، كَبَّرَ ثَلاثاً، ثُمَّ قَالَ: « سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلبُونَ . اَللّهُمَّ إِنَّا نَسأَلُكَ فِي سَفَرِنَا هَذَا البِرَّ وَالتَّقوَى، وَمِنَ العَمَلِ مَا تَرضَى، اَللهم هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ . اَللهم أنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالخَلِيفَةُ فِي الأَهْلِ . اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ المَنْظَرِ، وَسُوءِ المُنْقَلَبِ فِي الماَلِ وَالأَهْلِ وَالوَلَدِ » وَإِذَا رَجَعَ قَالَهُنَّ وَزَادَ فِيهِنَّ: « آيِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ ». رواه مسلم
বাংলা হাদিস
ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরিয়ে উটের পিঠে স্থির হয়ে বসতেন, তখন তিনবার আল্লাহু আকবার’ পড়ে এই দোআ পড়তেন, সুবহানাল্লাযী সাখ্খারা লানা হা-যা অমা কুন্না লাহু মুক্বরিনীন। অইন্না ইলা রাবিবনা লামুনক্বালিবূন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফী সাফারিনা হা-যাল বির্রা অত্তাক্বওয়া, অমিনাল আমালি মা তারদ্বা। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হা-যা অত্বওয়ি আন্না বুদাহ। আল্লাহুম্মা আন্তাস সা-হিবু ফিস সাফারি অলখালীফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন অসাইস সাফার, অকাআবাতিল মানযার, অসূইল মুনক্কালাবি ফিল মা-লি অল আহলি অল অলাদ।’
অর্থাৎ পবিত্র ও মহান যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন যদিও আমরা একে বশীভূত করতে সমর্থ ছিলাম না। অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তনকারী। ওগো আল্লাহ! নিশ্চয় আমরা তোমার কাছে প্রার্থনা করছি আমাদের এই যাত্রায় পুণ্যকর্ম, সংযমশীলতা এবং তোমার সন্তোষজনক কার্যকলাপ। হে আল্লাহ! আমাদের এ যাত্রাকে আমাদের জন্য সহজ করে দাও। আমাদের থেকে ওর দূরত্ব গুটিয়ে নাও। হে আল্লাহ! তুমিই সফরের সঙ্গী। আর পরিবার পরিজনের জন্য (আমাদের) প্রতিনিধি। হে আল্লাহ! সফরের কষ্ট ও ক্লান্তি থেকে, ভয়ংকর দৃশ্য থেকে এবং বাড়ি ফিরে ধন-সম্পদ, পরিবার ও সন্তান-সন্ততির মধ্যে কোন অপ্রীতিকর দৃশ্য থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।
[মুসলিম ১৩৪২, তিরমিযি ৩৪৪৭, আবু দাউদ ২৫৯৯, আহমদ ৬৩৩৮, দারেমি ২৬৭৩]
ঈদের বাজেট ৫০০০ টাকা। জুতার দাম ৪৯৯০ টাকা। বাকি ১০ টাকায় কী কিনবে? নিউজফিডে এই অতি হাই আইরনিটা আর ভালো লাগতেছে না। আচ্ছা, জুতা ৪৯৯০ টাকা দিয়েই কিনতে হবে কেনো?. আমি তো ৩০০ টাকা দিয়েও সুন্দর জুতা কিনতে পারি। ৩০০ টাকা কেনো ৬০০/৭০০ টাকা দিয়েও ভালো জুতা কেনা যায়। আর বাকি টা দিয়ে খুব ভালোভাবেই একটা ড্রেস কেনা যায়..... কোথায় যেনো শুনেছিলাম ১০০০ টাকায় মানিব্যাগ না কিনে ১০০ টাকায় কিনো বাকি ৯০০ টাকা মানিব্যাগে রাখো। কথাটা আসলেই যৌক্তিক। আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যায় করা উচিৎ। অতিবড়লোকী তকমা সরিয়ে নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আয় অনুযায়ী হিসেব করে ব্যায় করা উচিৎ.!!💚
বাংলাদেশ ক্রিকেটে এক বছর ভালো ক্রিকেট খেললে পরের বছর বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক হওয়া যায়, আর অধিনায়ক হওয়ার পরে নিজের পারফরমেন্স এবং দলের দুইটারই পারফরম্যান্স জিরো করে ফেলে আমাদের তথাকথিত অধিনায়করা, আমি বুঝিনা বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের বুদ্ধিমত্তা কি তাদের নেই..?তারা কি বাইরের দেশের খেলা তাদের ক্যাপ্টেন এবং তার পারফরম্যান্স ক্যাপ্টেন সিলেক্টের দক্ষতা এগুলো তারা দেখেনা..? আসলে কি বলবো এদেশে তো চামচামীর জায়গা বেশি তাই এই দেশের থেকে বেশি কিছু আশা করা যায় না।
আমার হিসেবে বাংলাদেশ থেকে টেস্ট স্ট্যাটাস নিয়ে নেওয়া সবচাইতে ভালো হবে এটা আইসিসির কাছে একজন ক্রিকেটপ্রেমী হিসেবে এটা আমার দাবি।
Relevent Sports (formerly ICC)
ICC Cricket World Cup
ICC T20 World Cup
Comilla Victorians congratulations 🎉 and thank you so much ❤️ Karon Chittagong amr sosur Bari Ti😁😁 sorry sosur barir lokera kichu mone korben na Amra aktu arokomi 🫣🫣😊
I wish Indian and Bangladeshi voters were as brave as Pakistani voters!
"Unforgettable memories at the stunning Sultan Qaboos Grand Mosque in Sohar.
কাঁদছে সমর্থক ।
হাসছে শুধু রিয়াসাদ আজিম, নট আউট নোমান এবং খান পরিবার 🙃🙃
People will usually show their true colours when you’re in need of help or facing some crisis. Remember, fair-weather friends are aplenty. The hang around you in good times. Their true nature is never shown or disclosed until times of trouble. You’ll know your true friends then.
"Immerse yourself in the breathtaking beauty of Muscat's majestic Amearat mountain range. The stunning vistas are a testament to nature's artistry. 🏔️🌄✨
Some pictures of Ramadan Kareem decorated in Oman.
Watch it on my YouTube channel.
https://youtu.be/FnWRRxw-nm4
One of my favorite place Mutrah cor
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Muscat
Oman , Arab Gulf
Muscat, 00968
Muscat (Arabic: مسقط, Masqaṭ) is the capital and largest city of Oman. It is also the seat of government and largest city in the Governorate of Muscat.
Al-khoud Muscat
Muscat
To travel is to discover that everyone is wrong about other countries...
Muscat
Journey Of My Imperfections Where Serendipity Turned Into Passion and Eventually Into Profession. I Want To Grow Old Learning Something Everyday. Blessed & Gratitude Every Moment!