Tahifa Media
এসো আল্লাহর পথে, আলোকিত জীবন গড়ি
জুমুয়া মোবারক,
জুমুয়া দিনের গুরুত্বপূর্ণ আমল, শেখ আহমাদুল্লাহ
Mashallah
মাশাআল্লাহ, প্রতিটা স্কুলে এইভাবে বাচ্চাদের যদি শিক্ষা দেওয়া হতো
ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে ক্রয়কৃত কোরবানির পশুর ছবি পোস্ট করা হলো "রিয়া"এর অন্তর্ভুক্ত।"
(রিয়া অর্থ হলো-লোক দেখানো ইবাদাত। যা শিরকের অন্তর্ভুক্ত)
ফেসবুকে একমাত্র মানুষকে দেখানোর জন্য, আর নিজের বড়ত্ব জাহির করার জন্যই পোস্ট করা হয়, এছাড়া আর কোনো যৌক্তিক কারন নাই..!!
অথচ কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক ও হেদায়েত দান করুক। (আমিন🤲)
কুরবানীর গরু সঠিক ভাবে শোয়ানোর নিয়ম
তাকবির,
ইনশাআল্লাহ
আরাফার দিনে শ্রেষ্ট দোয়া,
Ya makkah, Ya makkah
হত্যা করে গরু কুরবানী করছেন না তো?
""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।
★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।
★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
এতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।
ইনশাআল্লাহ,
আরাফার দিনের একটি রোজা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়ার হাতিয়ার ,, তাই দয়া করে এই রোজাটা কেউ মিস করবেন না । বছরে 365 দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হল আরাফার দিন ,, আরাফার দিনে আল্লাহ এত সংখ্যক মানুষকে মাফ করে এবং জাহান্নাম থেকে মুক্তি দেয় যে আর কোন দিনে তা করেনা
আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তোফিক দান করুন
আল্লাহ আমাদেরকে পবিত্র যিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিনের আমল গুলো করার তোফিক দান করুন...(আমিন)
জুম্মা মোবারক
Jummah Day Sunnah
জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল
"ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে।
জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে।
জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে।
আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।
রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।
এক হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)
মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে , কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)
জুমার দিনের বিশেষ আমল
রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।
এমনিতেই তিরমিজি শরিফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাযিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে।
জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো।
সকাল-সন্ধ্যার দোয়া
আগামীকাল সন্ধার আগেই চুল,নখ কেটে ফেলুন। কারণ জিলহজ্জের ১থেকে ১০ তারিখ পর্যন্ত নখ , চুল না কাটা সুন্নত।
ব্যারিস্টার সুমন ৭০ লক্ষ টাকা
তাসরিফ খান ১৬ লক্ষ টাকা
অনন্ত জলিল ৩০ লক্ষ টাকা
ফারাজ করিম চৌধুরী ২০ লক্ষ টাকা
তৌহিদ আফ্রিদি নগদ ১০ লক্ষ + ১৫ হাজার পরিবারের খাবার।
হাসান আল আযহারী ১৩ লক্ষ টাকা
মোস্তফা রহিম আযহারী ও মহিউদ্দিন তানভীর ১৩ লক্ষ টাকা।
মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ হাসান ভাই
শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ আরো অনেকেই আছেন
তারা নিজ উদ্যোগে মোট ২কোটি ২২লক্ষ টাকার ত্রান সহযোগিতা দিচ্ছেন। সিলেটবাসী আজীবন উনাদের কাছে চির ঋণী হয়ে থাকবেন।
মানুষের পাশে দাঁড়াতে হলে এমপি মন্ত্রী হতে হয়না তা আবারও দেখিয়ে দিলেন তারা
জান্নাত পাওয়ার আমল
Todays is the Best photo
আলহামদুলিল্লাহ,
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক
কোন সময়ে কি বলা সুন্নত
সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ,
লা-ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার,
আস্তাগফিরুল্লাহ,
beautiful Quran recitation
দিন টা শুরু হউক ফজরের নামাজ দিয়ে,
ইয়া রাহমানুর রাহীম আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন... (আমীন)
আমরা যে কেউ এই বাড়িটার মালিক হইতে পারি,
ওগো দয়াময় আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার বিপদ-আপদ ভালা-মসিবত থেকে রক্ষা করুন,
হে "আল্লাহ" আপনি আমাদের পিতা-মাতাকে দীর্ঘ হায়াত দান করুন,
যাদের পিতা-মাতা জীবিত নাই তাদেরকে জান্নাতবাসী করুন... আমীন
বেহেস্তের পাথর হাজরে আসওয়াদ,
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখুন,
জুমার দিনে ১১টি বিশেষ আমল,
শাইখ আহমাদুল্লাহ
আলহামদুলিল্লাহ,
"আল্লাহ" আপনি আমাদেরকে আমল গুলো করার তোফিক দান করুন... (আমীন)
পেইজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন,
যতই কাজ থাকুক না কেনো,
"আজান" হবে আমি "আল্লাহ" ডাকে সারা দিবো, "ইনশাআল্লাহ"
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
611
Oman , Arab Gulf
Muscat, 00968
Muscat (Arabic: مسقط, Masqaṭ) is the capital and largest city of Oman. It is also the seat of government and largest city in the Governorate of Muscat.
Al-khoud Muscat
Muscat
To travel is to discover that everyone is wrong about other countries...
Muscat
Journey Of My Imperfections Where Serendipity Turned Into Passion and Eventually Into Profession. I Want To Grow Old Learning Something Everyday. Blessed & Gratitude Every Moment!