Devotees of Lord Krishna
'নমস্কার' এই পেজে আপনাকে স্বাগতম,
ভগবান সকলের মঙ্গল করুন,জগৎ শান্তিময় করুন তোমার প্রতিটা পদক্ষেপেই যেন সততা আর নিষ্ঠা পরিপূর্ণ থাকে
🌱 🪷যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন,
বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়-সংযম, মনঃসংযম, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ- প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়।
🪷🪷দশম অধ্যায়-বিভূতি-যোগ শ্লোক ,৩/৪ #জয়গীতা
🌱🌱 কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য।
যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনীই মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সেত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। 🙏🏻
চতুর্থ অধ্যায়- জ্ঞানযোগ ,শ্লোক ১৭/১৮ #জয়গীতা
🙏🏻কর্মণ্যকর্ম যঃ পশ্যেদকর্মণি চ কর্ম যঃ।
স বুদ্ধিমানন্মনুষ্যেষু স যুক্তঃ কৃৎস্নকর্মকৃৎ 🌱🌱
অনুবাদঃ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনীই মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সেত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত।
চতুর্থ অধ্যায়- জ্ঞানযোগ ,শ্লোক ১৮
🌸বীতরাগভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ।
বহুবো জ্ঞানতপসা পূতা মদ্ভাবমাগতাঃ 🌱🌱
🙏🏻অনুবাদঃ আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে, সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে, একান্তভাবে আমার আশ্রিত হয়ে, পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে-এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে।
চতুর্থ অধ্যায়- জ্ঞানযোগ, শ্লোক ১০
🙏🏻ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ।
মনসসন্তু পরা বুদ্ধির্যো বুদ্ধেঃ পরতস্তু সঃ 🌱🌱
অনুবাদঃ স্থুল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়; ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়; মন থেকে বুদ্ধি শ্রেয়; আর তিন (আত্মা) সেই বুদ্ধি থেকেও শ্রেয়।
তৃতীয়, অধ্যায়- কর্মযোগ, শ্লোক ৪২ জয় গীতা 🙏🏻
🙏🏻বীতরাগভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ।
বহুবো জ্ঞানতপসা পূতা মদ্ভাবমাগতাঃ 🌸🌱🌱
অনুবাদঃ আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে, সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে, একান্তভাবে আমার আশ্রিত হয়ে, পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে-এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে।
চতুর্থ অধ্যায়- জ্ঞানযোগ ১০
“যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধপুরুষ।”
মৎকর্মকৃন্মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ
নির্বৈরঃ সর্বভূতেষু যঃ স মামেতি পান্ডব।
অনুবাদঃ হে অর্জুন! যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন।
একাদশ-অধ্যায়-বিশ্বরূপ-দর্শন-যোগ ৫৫
মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধয়ে।
মততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ।
অনুবাদঃ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ-স্বরূপকে তত্ত্বত অবগত হন।
সপ্তম অধ্যায়-বিজ্ঞান-যোগ৩
একবার অর্জুন জিজ্ঞাসা করলেন- নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যাঁরা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাঁদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী।
শ্রীভগবান বললেন-যাঁরা তাঁদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করনে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই সর্বশ্রেষ্ঠ যোগী।
দ্বাদশ-অধ্যায়-ভক্তিযোগ ১- ২
মন্যসে যদি তচ্ছক্যং ময়া দ্রষ্টুমিতি প্রভো
যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মনমব্যয়ম্।
অনুবাদঃ হে প্রভু! তুমি যদি মনে কর যে, আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তা হলে তে যোগেশ্বর! আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও।
একাদশ-অধ্যায়-বিশ্বরূপ-দর্শন-যোগ ৪।
🙏🏻Jai Jagannath 🌺🌺
🌸💮Radhe Radhe🌺🙏
Hare Krishna
🙏
🌺Jai Radhe🌺🙏🙏
🙏🌺Jai Gopal🌺🙏
Jai shree Ram🙏
🙏Hare krishna 🌺🙏
Devotees of Lord Krishna
সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা💝🌱🎉
আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন
#হরে_কৃষ্ণ #জয়_রাধে #জয়_গোবিন্দ
Hare krishna🙏
Devotees of Lord Krishna
🙏প্রণাম
🌺Jai Shree krishna 🙏🏻🙏🏻
জয় শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্ব গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🌺জয় জয় জগন্নাথ শচীর নন্দন।
ত্রিভুবন করে যার চরণ বন্দন॥
নীলাচলে শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধর।
নদীয়া নগরে দণ্ড-কমণ্ডলু কর॥
কেহো বলে পুরবেতে রাবণ বধিলা।
গোলোকের বৈভব-লীলা প্রকাশ করিলা॥
শ্রীরাধার ভাবে এবে গোরা অবতার।
হরেকৃষ্ণ নাম গৌর করিলা প্রচার॥
বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত।
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ॥
❤️জয় জগন্নাথ❤️
Jai Shree krishna🙏🏻
🌺🙏🏻Jai Radhe
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী
বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Address
Muscat
At Rameer Al Mawaleh
Muscat, 112
We lifted up the name of our Lord Jesus Christ
Muscat
#جلب #الحبيب #وفك #السحر#�حل #مشاكل� #العائله� #زواج #العوأنس رد #المطلقات��تيسير #الامور��علاج السحر �
Muscat
Our purpose is to establish world peace and order by inspiring the love of Allah and Messenger(S)
Ghala
Muscat, 111
SMOSS aim to provide our children with the very best possible spiritual growth and develop their kno
Al Farahidi Street
Muscat, 112
The Official Fan Page of El Shaddai DWXI-PPFI (Oman Chapter) Family appointment with Ruwi, Ghala & Sa
Ghala Behind Centara Hotel
Muscat
Repositioning the local church for Maximum impact in the nation's (col 2:6-7)