Md Nozrul

Digital Marketer
Social Media Optimizer
Lead Generation Expert

19/11/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

17/09/2023

যারা মার্কেটপ্লেসে কাজ শুরু করছেন বা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার হতে পারে স্কিন শর্ট টি,

কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না।
নিজের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে
#ফ্রিল্যান্সিং

06/08/2023

চলুন দেখে আসি ৪১ তম (BCS) বিসিএস:

আবেদন করেন ৪ লক্ষের বেশি শিক্ষার্থী
এর মধ্যে প্রিলি উত্তীর্ণ হয়ে রিটেনে বসেন ২১০৫৬ জন
ভাইভা ফেইস করেন ১৩০০০+
ভাইভা পাশ করেন ১২০০০+
-টেকনিক্যালসহ মোট সুপারিশপ্রাপ্ত ক্যাডার ২৫২০ জন
-শুধু জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৮১৬+

সফলতার হার কত পার্সেন্ট, আসুন নিজ দায়িত্বে বের করে নিই। ডাক্তার, ইঞ্জিনিয়ার সব নিয়ে মোট সুপারিশপ্রাপ্ত ধরলে ওপরের তথ্য অনুযায়ী সফলতার হার ১.২৪%
আর ডাক্তার, ইঞ্জিনিয়ার মোটকথা টেকনিক্যাল পোস্ট বাদ দিলে সফলতার হার ০.৪%

যারা সুপারিশ প্রাপ্ত হতে পারেননি, তাদের শ্রম সময় আর মেধাকে তথাকথিতরা মূল্যায়ন করেনা। অথচ এক একজন মানুষ লাইব্রেরির চেয়ারে বসতে বসতে পার্মানেন্ট ব্যাক পেইনে অতিষ্ঠ হয়ে উঠছেন!

© সংগৃহীত

07/07/2023
Photos from Md Nozrul's post 05/06/2023

আপনি একটি স্বপ্ন দেখুন সেই স্বপ্ন পূরণের জন্য একটি লক্ষ্য স্থির করুন
এবং স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকুন ।
ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে ।

20/05/2023

২২-২৮ বছর এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়।

এই সময়ে দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে।

কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হত সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে।

আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হত, স্কুল কলেজ সবজায়গায় সেরাদের কাতারে থাকত তারা অনেকের ভীরে হারিয়ে যাচ্ছে।

আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোন দামই দিতেন না। সে এখন খুব ভালো পজিশনে আছে। অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে। অথচ তার থেকে আপনার যোগ্যতা কোন অংশেই কম ছিল না।

খুব আজব এক সময় এই ২২-২৮ বছর বয়সটা।🥲

Golden time of Your Life

10/05/2023

আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে।

01/05/2023

নতুনদের জন্য কাজ পাওয়া অনেকাংশেই কঠিন হয়ে যায়। কাজ পেতে হলে আপনাকে কাজের প্রমাণ দেখাতে হবে। কিন্তু আপনি কিভাবে সেটা করবেন?

**কিভাবে নিজেকে যোগ্য প্রমাণিত করবেন?**

১। প্রথমত কাজ শিখুন, দ্বিতীয়ত কাজ শিখুন এবং তৃতীয়ত কাজ শিখুন।
২। পরিচিত ও দক্ষ বা সিনিয়রদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করুন। তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন এবং আপনার সমস্যার কথা তাদের জানান।
৩। কিছুটা বিনিয়োগ করে কাজ অনুশীলন করুন। আপনি যে কাজ পারেন, তার প্রমাণ রাখার জন্য নিজের একটি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করুন।
৪। বিনিয়োগ করা সম্ভব না হলে কোনো কোম্পানি বা সিনিয়রদের অধীনে ইন্টার্নশিপ (কাজ) করুন। ফ্রি তে হলেও কাজ করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন।
৫। অনলাইন মার্কেটপ্লেস, জবসাইট, সিনিয়রদের টাইমলাইন এবং বিভিন্ন ফেসবুক গ্রুগুলোতে নিয়মত আপডেট থাকার চেষ্টা করুন।
৬। ধৈর্য ধারণ করুন। এটি সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ, ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে একটু বেশিই পরিশ্রম করতে হবে। কোন ক্ষেত্রেই অধৈর্য হওয়া যাবে না ।

Photos from Md Nozrul's post 03/04/2023

⚜️🥰আগামী ০৬/০৪/২০২৩ তারিখ এ
হোটেল ভিক্টোরিতে ১৫০+ ভাই বোনকে নিয়ে যাওয়া হচ্ছে ।
Golden Touch Community এর পক্ষ থেকে ইনশাআল্লাহ।

Fact: Day Long Program🥰💖
Hotel victory

💠ইফতার পার্টি,বেস্ট ট্রেনিং, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সামনে অনেক ভালো কিছু হবে।💠

সবার কাছে দোয়া প্রার্থী ইনশাআল্লাহ আমি যাবো এক দিন।🤲🤲

01/04/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

21/03/2023

সফলতার কোন শর্টকাট নেই,সফলতার একটাই সূত্র দেরি না,করে শুরু করে দেয়া।

অনেক অনেক বেশি অভিনন্দন MiM💖💖

🔰সুযোগের অপেক্ষায় বসে থেকে কখনো আপনার জীবনের পরিবর্তন আসবে না কিন্তু নিজেকে প্রতিদিন সুযোগের জন্য তৈরি করার মাধ্যমে অবশ্যই পরিবর্তন আসবে🔰

নিজের স্বপ্ন পূরনের লক্ষ্যে নিজেকে ছুটে চলতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে।💖
শুভকামনা রইল আপনার জন্য।পশে আছি সবসময় থাকব💖🥰

15/03/2023

🙋নিচের বিষয়গুলো আপনাদের সকলের জানা আবশ্যক ।
💥Google Family
সাধারণত গুগলকে আমরা অনুসন্ধান(সার্চ) এর কাজেই ব্যবহার করে থাকি। তবে এই গুগলের নিজস্ব কিছু বৈশিষ্ট্যও আছে যেগুলো আমাদের যেকোনো প্রয়োজনে অতীব গূরুত্বপূর্ণ। এদেরকে একত্রে গুগল ফ্যামিলি বলা হয়।
💁‍চলুন এই বিষয়ে একটু বিষদভাবে জেনে নেওয়া যাক।
গুগলের সবচেয়ে প্রয়োজনীয় টুলস গুলো হলো-
👇👇👇
1.Google Translate
2.Google Contacts
3.Google Calendar
4.G-mail
5.Google Drive.
6.Google Forms
এই জিনিসগুলো যেমন দৈনন্দিন কাজে ব্যবহার্য তেমনি ফ্রিল্যান্সিং-এ এর বিকল্প নেই। 🥰😍🙂
😶কিভাবে?🤔
আসুন জেনে নেওয়া যাক-
👇👇👇
✔আমরা বায়ারদের সাথে যখন কনভারসেশন করব তখন তাদের ভাষা আমার অথবা আমার ভাষা তাদের না-ই জানা থাকতে পারে। এজন্য কি থেমে যাবো?-না। এজন্য একমাত্র ভরসা “Google Translate “ আমাদের কথা তাদেরকে অথবা তাদের কথা আমাদের Google Translate -এর মাধ্যমে ট্রান্সলেট করে কথোপকথন করা যাবে।
✔আমরা প্রয়োজনীয় কন্ট্যাক্টস হারিয়ে ফেলতে পারি যেকোনো কারনে। তবে গুগল এমনটি নয়-সে স্মার্ট। Google Contacts এ সেভ করলে তা যেকোনো সময় খুজে পাওয়া যাবে।
✔ক্যালেন্ডারের ডেট ওয়াইজ শিডিউল তৈরি করতে Google Calendar ব্যবহার করা যেতে পারে।
✔G-mail- এর কাজ আসলে আমার বুঝানোর কিছু নেই। এটার প্রয়োজনীয়তা আমরা সবাই জানি। এই একাউন্ট একমাত্র গুগল ছাড়া ওপেন করা সম্ভব নয়।
✔Google Drive- হলো গুগল ফ্যামিলির অন্যতম গূরুত্বপূর্ণ টুল। এখানে আমাদের যাবতীয় সব ইনফরমেশন আমরা জমা করতে পারি যেটা অটোসেভ হয়ে থাকে। ফলে যেকোনো অবস্থায় আবার এগুলো হাতেও পেয়ে যেতে পারি।
✔Google Forms- এর মাধ্যমে কোন বায়ার কি কাজ দিয়েছিলো এবং বায়ার ডিটেইলস আমরা সংরক্ষণ করতে পারি।বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্যই মূলত Google Forms ব্যবহার করা হয়।
😊😊😊

09/03/2023

🟩 Digital Marketing কি?📱💻
বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যম।

⬛ ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
এর জবাব হতে পারে এমন- খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পন্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন। আপনার পণ্য টি যে সকল কাস্টমারের কাছে ব্যপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে।
ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে ইনবক্স করুন।

06/03/2023

♦️সফল ব্যক্তিরা নিজের সঙ্গেই প্রতিযোগিতা করে।
তারা তাদের নিজেদের কাজের মান ক্রমাগত উন্নততর করার চেষ্টা করে চলে।
♦️জীবনে কত উপরে ওঠা গেছে সাফল্য তাই দিয়ে বিচার করা যায় না বরং কতবার বিফলতা সত্ত্বেও হতাশা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে গেছে সেই ক্ষমতা দিয়েই সাফল্য নির্ধারিত হয়।

05/03/2023

#আসসালামু_আলাইকুম

আপনি কি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান?

আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা যেনে থাকেন এবং আপনার আগ্রহ রয়েছে তাহলে নিশ্চয় সফল একজন ফ্রিল্যানার হতে চাইবেন। কেননা ফ্রিল্যান্সিং করে সবাই সফল না এবং সবাই সফল হতে পারবে না। এটাই বাস্তবতা। নিজের দক্ষতা, কম্পিউটার এবং ইন্টারনেট কে কাজে লাগিয়ে ঘরে বসে স্বাধীনভাবে অনলাইন থেকে আয় করাই হল ফ্রিল্যান্সিং।

তাহলে চলুন জেনে নেই কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়ঃ

১। রিসার্চ করুন (গবেষণা):
কোন কিছু করার পূর্বে এই বিষয়ে আমি রিসার্চ করি সর্ব প্রথমে। এবং এই ডিজিটাল যুগে রিসার্চ করা অনেক সহজ। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অনেক সময়, শ্রম এবং মেধা খরচ করতে হবে। তাই যেখানে আপনার এত মূল্যবান সময়, মেধা আর শ্রম বিনিয়োগ করবেন তা জেনে শুনে ভাল করে আগানো হবে বুদ্ধিমানের কাজ। রিসার্চ করলে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে সিদ্ধান্ত নিতে অনেক সহায়তা করবেন।

আপনি হয়ত ছাত্র, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা আপনি একজন চাকুরীজীবী, চাকুরীর পাশাপাশি এমনকি চাকুরী ছেড়ে অনেকে শুরু করতে চায়। এই জন্যই আমি রিসার্চটাকে অনেক গুরুত্ব দিচ্ছি। এই বিষয়ে রিসার্চ করলে আপনি জানতে পারবেন ফ্রিল্যান্সিং করে কি আসলেই টাকা আয় করা যায়? ফ্রিল্যান্সিং এ সফল কারা, এই পেশার ভবিষ্যত কেমন? ফ্রিল্যান্সিং করতে যে যোগ্যতা লাগে তা আপনার আছে কিনা ইত্যাদি আরো অনেক কিছু।

২। প্রথমিক দুটি কাজ নির্বাচন করুনঃ
আমি ধরে নিলাম আপনি রিসার্চ করে সব কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন। এখন আপনি হয়ত খুজছেন ফ্রিল্যান্সিং এ কোন কাজ করলে দ্রুত সফল হওয়া যায় এবং ফ্রিল্যান্সিং এর কোন কাজে সবচেয়ে বেশি আয় করা যায়। এটা খুবই স্বাভাবিক চিন্তা যা নতুনদের মনে প্রশ্ন জাগে। তার আগে আমাকে বলুন কোন কাজ করতে আপনার সবচেয়ে ভাল লাগে বা কেমন ধরণের কাজ আপনি ভাল ভাবে রপ্ত করতে পারবেন? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কেননা আপনি অনেক টাকা আয়ের কথা শুনে হয়ত ওয়েব ডেভেলপমেন্ট (ওয়েব ডেভেলপমেন্ট) পছন্দ করে নিয়েছেন। কিন্তু কিছুদিন কোডিং করার পর আপনার আর ভাল লাগে না, অনেক বিরক্ত লাগে, এমন কি কোডিং এর অনেক কিছু বুঝতে আপনার সমস্যা হয়। তাহলে ওয়েব ডেভেলপমেন্ট (ওয়েব ডেভেলপমেন্ট) আপনার জন্য না। আবার ডিজাইন দেখে দেখে ভালই করতে পারেন কিন্তু যখনই নিজে থেকে একটা ইউনিক ডিজাইন করতে বলা হয় আপনার মাথা আর কাজ করে না। তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য না বলা যায়।

তাই এখানেও আপনি সময় নিয়ে রিসার্চ করুন যেমনঃ

ডিজিটাল মার্কেটিং ( ডিজিটাল মার্কেটিং) কি?
এখানে কি কি কাজ করতে হয়।
ওয়েব ডেভেলপমেন্ট (ওয়েব ডেভেলপমেন্ট) কি? এখানে কি কি কাজ করতে হয়।
ওয়েব ডিজাইন (ওয়েব ডিজাইন) কি? এখানে কি কি কাজ রয়েছে।
গ্রাফিক্স ডিজাইন (গ্রাফিক্স ডিজাইন) কি? গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে কি কি শিখতে হবে।
ইন্টারনেট মার্কেটিং (ইন্টারনেট বিপণন) কি, ডিজিটাল মার্কেটিং (প্রযুক্তিমূলক বাজারজাত) কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (সামাজিক মিডিয়া মার্কেটিং) কি এবং এদের বিস্তারিত ধারনা।
এফিলিয়েট মার্কেটিং (অ্যাফিলিয়েট মার্কেটিং) কি এবং কিভাবে করতে হয়।
এসইও (এসইও – সন্ধান যন্ত্র নিখুতকরন) কি এবং এসইও কাজের বিস্তারিত। ইত্যাদি আরো অনেক কাজ রয়েছে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের চাহিদা রয়েছে এমন একটি কাজ নির্বাচন করুন যা আপনার করতে ভাল লাগে এবং আরেকটি নির্বাচন করুন যা আপনি করতে পারবেন বলে মনে হয়েছে আপনার রিসার্চ থেকে।

৩। ফাইনাল কাজ নির্বাচন করুনঃ
এখন আপনার নির্বাচন করা দুটি কাজ ২ সপ্তাহ করে ২টির জন্য ৪ সপ্তাহ মানে ১ মাস শেখার জন্য এবং জানার জন্য সময় দিন। এখানে প্রথম কাজটি টানা ২ সপ্তাহ করবেন এবং দ্বিতীয় কাজটি টানা ২ সপ্তাহ করবেন। আশাকরি ১ মাস পর আপনি আপনার জন্য বেস্ট কাজটি খুজে পেতে সক্ষম হবেন। যার নিয়ে সামনে এগুলে আপনি ভাল করতে পারবেন এই সেক্টরে। আমি এই পদ্ধতিতে কাজ নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে এটাই বুঝাতে চেয়েছি যে, আপনার জন্য উত্তম এমন একটি কাজ খুজে বের করতে একটু সময় দিন এবং নিজে বের করুন।

৪। সময় নিয়ে কাজ শিখুনঃ
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় নিয়ে কাজ শেখা। কাজ নির্বাচনে আপনার একটু ভুলত্রুটি হলেও আপনি যদি সময় নিয়ে মন দিয়ে কাজ শিখতে পারেন তাহলে সেটা হবে আপনার সেরা প্রাপ্তি যা আপনাকে ফ্রিল্যান্সিং এ সফল করতে অনেক বেশি সাহায্য করবে। অনেকেই কাজ না শিখে প্রথমেই প্রোফাইল খুলে কাজে আবেদন করা শুরু করে এবং কিছুদিন পর কাজ না পেয়ে খালি হাতে ফিরে যায় চমৎকার এই পেশা থেকে।

একটা কথা মনে রাখবেন আপনি যদি কোন একটি কাজে দক্ষ হন তাহলে অনলাইন থেকে টাকা আয় করার অনেক গুলো উপায় রয়েছে। ভুলেও কাজ না শিখে এই পেশায় আসবেন না তাহলে ধরে নিন আপনি তেমন কিছুই করতে পারবেন না। এবং বিশেষ করে বর্তমান সময়ে (২০২৩ সালে) এই সেক্টর দিন দিন কঠিণ হচ্ছে।

৫। সফল একজন ফ্রিল্যান্সার এর অধীনে কিছু দিন কাজ করুনঃ
আপনার যদি এমন কোন সুযোগ থাকে তাহলে কোন একজন সফল ফ্রিল্যান্সার এর অধীনে থেকে কাজ শিখুন। কেননা উনি আপনাকে বর্তামান মার্কেটে যে কাজের বেশি চাহিদা এমন সব কাজ আপনাকে শেখাবে। যদিও যারা ফ্রিল্যান্সিং করে সফল তারা একটু ব্যাস্ত থাকে কাজ নিয়ে কিন্তু আমি দেখেছি উনারা অনেক সময় নতুনদের সুযোগ দিয়ে থাকেন। অনেকের আবার রয়েছে নিজস্ব ট্রেনিং সেন্টার। তবে কিছু ট্রেনিং সেন্টার থেকে দূরে থাকবেন যারা শুধুমাত্র ট্রেনিং দিয়ে টাকা আয়ের জন্য বসেছে এবং যাদের দক্ষ্য ট্রেইনার নেই।

৬। মার্কেটপ্লেস নিয়ে স্টাডি করুনঃ
যদিও এই সময়ের মধ্যে আপনার মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা হয়ে যাওয়ার কথা। তারপরও আরেকটু স্টাডি করুন আপনার দক্ষতা অনুযায়ী কোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দিয়ে শুরু করলে আপনি দ্রুত কাজ পেতে পারেন। পরামর্শ নিতে পারেন সফলদের কাজ থেকে। একটু আপনি যত দ্রুত কাজ পাবেন ফ্রিল্যান্সিং এ তত দ্রুত ভাল লাগা তৈরী হবে। প্রথমে একটি মার্কেটপ্লেস বাছাই করুন যেখানে আপনি শুরু করতে চান।

৭। প্রোফাইল খুলুনঃ
এই পর্যায়ে আপনার নির্বাচিত মার্কেটপ্লেসে একটি প্রোফাইল খুলুন। এটা খুব সহজ কাজ অন্যান্য ওয়েব সাইটে একটি আকাউন্ট খোলার মতই। তবে গুরুত্বপূর্ণ পার্ট হল সুন্দর করে প্রোফাইলটি সাজানো। খুব সুন্দর একটি হাসি দিয়ে একটি ছবি তুলুন এবং সেটি আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিন। ভাল ভাবে প্রোফাইল ওভারভিউ লিখুন এবং কাজের পোর্টফোলিও যোগ করুন। এছাড়া আরো অনেক কিছু রয়েছে যা মার্কেটপ্লেস অনুযায়ী ভিন্ন ভিন্ন। আপনি সেগুলো দেখলেই বুঝতে পারবেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে এক্সপার্টদের পরামর্শ নিন, এমনকি ইউটিউবে খুজে দেখতে পারেন ঐ বিষয়ে কোন টিউটরিয়াল পাওয়া যায় কিনা।

৮। আবেদন করুন কাজেঃ
এতদূর আসার পর আপনাকে একটি কাজ এনে দিতে পারে একটি আবেদন পত্র বা কাভার লেটার। ক্লাইন্ট আপনাকে মূলত কাভার লেটার দেখেই ইন্টারভিউতে ডাকতে পারে। শুধুমাত্র সেই কাজে আবেদন করবেন যে কাজ আপনি দারুনভাবে করতে পারবেন বলে বিশ্বাস করেন। তাই বেছে বেছে কাজে আবেদন করুন এবং ধৈর্য্যধারন করুন। কেউ হয়ত খুব সহজেই একটী কাজ পেয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগে। বিশ্বাস রাখুন আপনিও কাজ পাবেন যদি আপনার সবকিছু ঠিক থাকে।

৯। সঠিক সময়ে কাজ জমা দিনঃ
কাজ পাওয়ার পর ক্লাইন্ট আপনাকে কাজ জমা দেয়ার একটি সময় বলে দেবে যাকে ডেডলাইন বলা হয়। আপনি কাজটি সেই সময়ের আগেই জমা দেবেন বা সেই সময়ের মধ্যে। তবে লেইট করা যাবে না। সবকিছু ঠিক থাকলে কাজ বুঝে নিয়ে ক্লাইন্ট আপনাকে পেমেন্ট করে দেবে। যখন কাজের পারিশ্রমিক পাবেন আপনার মাঝে একটা অন্যরকম অনুভুতি কাজ করবে সেটা ১ ডলার হউক আর ১০০ ডলার হউক। আপনার প্রথম উপার্জন অনলাইন থেকে!

১০। যোগাযোগ ঠিক রাখুন:
কাজ চলাকালিন সময় ক্লাইন্টের সাথে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা স্কাইপ (স্কাইপ) ব্যবহার করে থাকি যা অধিকাংশ ক্লাইন্টদের থাকে। স্কাইপে এক্টিভ থাকুন এবং যেকোন প্রয়োজনে ক্লাইন্ট কে নক করুন, ইমেইল করুন। তারা যোগাযোগটাকে অনেক বেশি পছন্দ করে তবে সেটা যেন শুধু গল্প না হয়, কাজের বিষয়ে আপনি যত কন্টাক্ট করবেন ততই ভাল হবে। এক্ষেত্রে তারা বিরক্তবোধ খুব কম ক্লাইন্টেই করে থাকে।

১১। সততার সাথে কাজ চালিয়ে যানঃ
আপনার একটি সুন্দর যাত্রা শুরু হয়েছে যা সততার সাথে কাজ করে গেলে আপনিও হয়ে উঠবেন একজন সফল ফ্রিল্যান্সার। সময়, শ্রম, মেধা আর সততা সাথে থাকলে আপনি নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারবেন যা হয়ত আপনি কল্পনাও করতেন না একসময়।

আমার বিশ্বাস কেউ যদি এভাবে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করে তার সফলতা অতি নিকটে। আপনার ফ্রিল্যান্সিং যার্নি অনেক সুন্দর হইক এবং কাজ করে নিজের, পরিবারের এবং দেশের উন্নয়ন বয়ে আনুন। ভাল থাকবেন সবসময়।

#সফলতা_যখন_শিখতে_শিখতে_হয়_তখন_আনন্দটা_একটু_বেশিই_হয়

04/03/2023

“মূর্খরা সুযোগের অপেক্ষায় থাকে
আর জ্ঞানীরা সুযোগ তৈরি করে”

সুযোগের অপেক্ষায় বসে থেকে কখনো আপনার জীবনের পরিবর্তন আসবে না কিন্তু নিজেকে প্রতিদিন সুযোগের জন্য তৈরি করার মাধ্যমে অবশ্যই পরিবর্তন আসবে ✅✅

আপনি হয়তো বসে আছেন আপনার সুযোগ আসবে তখন আপনি সুযোগটাকে কাজে লাগাবেন, না ভাই সুযোগ কখনোই আসেনা নিজেকেই সুযোগ তৈরি করতে হয় ❤️

বিগত দিনগুলো তে সুযোগ আসে নাই সামনেও আসবে না, তাই সুযোগের আশা করে বসে থাকাটা বোকামি হবে 😊

28/02/2023

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা ও হালাল পেশা এই পেশায় নিজের স্কিল থাকলে ছেলে ও মেয়ে উভয় কাজ করতে পারেন

26/02/2023

* হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন ইনশাআল্লাহ!

25/02/2023

⏱️টাইম ম্যানেজমেন্টের অনেক ডেফিনেশান পড়েছি। আজকে ধরা খাওয়ার পর ডেফিনেশানটা বুঝলাম।

⏳টাইম ম্যানেজমেন্ট হচ্ছে,

গতকাল আমার জামার বোতাম ছিড়ে গেছে। সময় মত বোতাম সিলাই করি নাই। এখন আর বোতামটা পাচ্ছি না। এখন কি কি করার আছে?

১। বাজারে গিয়ে জামার বোতামের সাথে মিলিয়ে নতুন বোতাম কেনা।

২। যদি একই রকম বোতাম না পাই, তাহলে ভিন্ন বোতাম কিনতে হবে, সেক্ষেত্রে ভালো ৪ টি বোতামও আমাকে ফেলে দিয়ে ৫ টি একই রকম বোতাম লাগাতে হবে।

২। নয়তো বোতামটি আরো খোঁজা।

বাজারে গিয়ে এখন বোতাম কিনলে যে সময় নষ্ট হবে এবং তার পরেও আমি একই বোতাম পাবো কি না আল্লাহই জানেন।

আগে যেখানে একটা বোতাম লাগালেই হত সেখানে এখন ৫টা বোতামই চেঞ্জ করা লাগতে পারে যদি একই বোতাম খুঁজে না পাই।

বোতামটি আরো খুজলেও আমি ঠিক জানি না কতক্ষণ খুঁজলে পাবো।

যদি বোতাম না পাই, শার্টটি আর পরা হবে না। শার্টটির ঠিকানা হবে বুয়ার ঘর মোছার বালতিতে।

কিন্তু এসবের কিছুই হত না যদি আমি সময় মত বোতামটা লাগাতাম।
ক্ষতির পরিমানটা লক্ষ্য করুন। একটি মাত্র বোতাম কি বড় ক্ষতি করতে পারে?

তদ্রুপ, ক্যারিয়ারের ক্ষেত্রে যারা বোতাম ফেলে বৈরাগীর মত ঘুরে বেড়াচ্ছেন, মনে রাখবেন, হয় আমার মত বোতাম হারাবে, নয়তো এক সময় বাকি বোতাম গুলোও কাজে দিবে না। আজই এক্ষণই সঠিক সিদ্ধান্ত নিন। নয়তো শার্টটি আর পরতে পারবেন না। আজই টাইম ম্যানেজ করা শিখুন। কালকে নয়তো বোতাম নাই হয়ে যাবে।

জীবন একটাই। সময় কাজে লাগান। নয়তো আর ঘুরে দাড়াতে পারবেন না।⏲️

25/02/2023

❝তিনটা (C)জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ❞

1️⃣)Choice চয়েজ💖
2️⃣)Chance চান্স❤️‍🩹❤️‍🩹
3️⃣)Change চেইঞ্জ 💝💝💝

⚛️মনে রাখবেন ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেওয়া আপনার একটা পজিটিভ সিদ্ধান্ত কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এটি হলো (Choice) চয়েজ/পছন্দ।

⚛️আপনি যা করছেন তা করতে থাকলে যা পাচ্ছেন তা পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালো কিছু খুঁজুন ও শুরু করে দিন। এটি হলো(Chance)চান্স /সুযোগ।

⚛️অতীতকে আপনি বদলাতে পারবেন না। কিন্তু আপনি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন। আর এটাই হলো (Change)চেঞ্জ/পরিবর্তন।

☮️বড় স্বপ্ন দেখুন।

☮️নিজেকে বিশ্বাস করুন।

☮️লক্ষণ নির্ধারণ করুন।

☮️পরিকল্পনা গ্রহণ করুন।

☮️সেই অনুযায়ী কাজ করুন।

☮️সামনের দিকে এগিয়ে যান.........

✌️✌️ধৈর্যের সহকারে লেগে থাকুন সাফল্য আসবেই ✌️✌️

25/02/2023

বাপের ইনকাম, বাপের গড়ে দেয়া সম্পদ, বাবার নাম ডাক, লবিং ইত্যাদি বাদ দিয়ে একবার পথে নামেন। তখনই দেখবেন এই দুনিয়ার আসল চেহেরা। 😐

23/02/2023

ফ্রিলান্সারদের ID দিচ্ছেন আমাদের সরকার। আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং এ সাড়া বিশ্বে আমাদের বাংলাদেশ এখন ২য় স্থানে রয়েছে।
শুধু শুধু সময় অপচয় না করে নিজের মূল্যবান সময়কে কাজে লাগান,ফ্রিলান্সিং ক্যারিয়ার বিল্ডাপ করুন।

23/02/2023

💥বিজয়ী বনাম বিজেতা (Winners versus losers )

🌀বিজয়ীরা সব সময় প্রশ্নের উত্তর খোঁজেন,
বিজেতারা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত।

🌀বিজয়ীদের একটি কার্যক্রম থাকে,
বিজেতাদের থাকে সর্ববিষয়েই অজুহাত।

🌀বিজয়ীরা বলেন, “তোমার হয়ে কাজটা করে দিচ্ছি",
বিজেতারা বলেন 'এটা আমার কাজ নয়'।

🌀বিজয়ীরা প্রতি সমস্যার একটা সমাধান দেখতে পান,
বিজেতারা প্রতি সমাধানে একটি সমস্যা দেখেন।

🌀বিজয়ীরা বলেন, “কাজটি কঠিন, কিন্তু করা সম্ভব,
বিজেতারা বলেন “ কাজটি করা গেলেও এটি খুবই কঠিন"।

🌀বিজয়ীরা ভুল করলে স্বীকার করেন “ ভুলটা আমারই",
বিজেতারা ভুল করলে বলেন “এটা আমার দোষ নয়" ।

22/02/2023

টানা ২০-২২ বছর পড়াশোনা করার পরেও সরাসরি চাকুরি তে ঢুকার সুযোগ হয়ে উঠে না আগে ইন্টার্নশীপ করতে হয় মানে ৩-১২ মাস বা তারও বেশি সময় প্রাক্টিক্যাল কাজ শিখতে হয় এরপর যদি কপাল ভালো থাকে জব পায়।

মানুষ তবুও বুঝেনা এতো দামী সার্টিফিকেট এর এক পয়সাও দাম নেই প্রাক্টিক্যাল স্কিল না থাকলে।

যদি আমার স্কিল এর আসলেই প্রয়োজন হয় তাহলে পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ার প্রেশারেই কেনো প্রাক্টিক্যাল শিক্ষা নিতে হবে?

আগে নিলে সমস্যা টা কোথায়?

যারা এই প্রশ্নটা নিজেকে আগে করে ও চাপে পড়ার আগেই নিজেকে সুধরায় নিয়ে স্কিল ডেভেলপমেন্ট এ ফোকাস করে তারাই দিনশেষে এগিয়ে থাকে। আর মানুষ বলে এরা নাকি ভাগ্যবান ছিলো। 🙄
সংগ্রহীত _-

22/02/2023

একবার সফল হও, দেখবা সকল সমস্যা সমাধান হয়ে গেছে।
একবার সফল হও,দেখবা সকল enemy বন্ধু হয়ে গেছে।
একবার সফল হও,দেখবা সকল mood swing ঠিক হয়ে গেছে।
একবার সফল হও, দেখবা মা বাবার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে।
একবার সফল হও, এলাকার মানুষ তোমাকে উদাহরণ বানাবে।
একবার সফল হও, আত্মীয় স্বজন ক্রেডিট নিতে আসবে।
একবার সফল হও, প্রিয় মানুষ টার ব্যবহার পরিবর্তন হয়ে যাবে।
একবার সফল হও, জীবন সুন্দর হবে।

আর এই সফলতা পেতে শুধু লাগবে নিজের একটু পরিবর্তন।
খেয়াল করে দেখেছো কি? বিগত বেশ কিছু সময় ধরে তোমার রুটিন একই, ঘুম,ফোন,ফেইসবুক,you tube video এগুলোতেই দিন যাচ্ছে। সুতরাং একটা পরিবর্তন করো রুটিন দেখবা একটা সফলতা ধরা দিবে।
সত্যি সুন্দর মোটিভেশান, অনুপ্রেরণামূলক।🥰🥀

21/02/2023

🥀পরনির্ভরশীল থেকে নিজেকে স্বনির্ভরশীল করুন কারন পরনির্ভরশীল আপনাকে গ্রাস করবে আর স্বনির্ভরশীল আপনাকে বাচতে পথ দেখাবে

20/02/2023

"সফলতার তিনটি শত্রু আছে":

১। অলসতা: যেটা যেভাবে চলছে চলুক না। খামাখা পরিবর্তন করার দরকার কি। হোক সে পরিবর্তন যতো ইতিবাচক এবং উপকারী, অলস ব্যাক্তির কাছে পরিবর্তন শব্দটি পছন্দ নয়।

২। অনিচ্ছা সত্ত্বেও কাজ করা অথবা দক্ষতা উন্নয়নে অংশগ্রহণ করা। মাথার ভেতরে এই মনোভাব নিয়ে কাজ করা যে আমি আগেই জানি আমার দ্বারা হবে না তারপরও আপনি বললেন তাই করলাম।

৩। যেকোনো কাজে শর্টকাট খোঁজ করা। আগে সহজ পথের সন্ধান করা।

⏮️⏭️✅ Remember efforts never die so do you best to achieve Your goal.

19/02/2023

Alhamdulillah 🥰🥰

ফ্রিল্যান্সিং পৃথিবীতে আমাদের বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। 🥳
আমি গর্বিত আমি একজন বাংলাদেশী। 😇
হাজার হাজার বেকারত্ব দূর করছে এই ফ্রিল্যান্সিং। 🤙

আর ঘরে বসে থাকবো না আসুন আমরা সবাই বেকারত্ব দূর করি। নিজেদের ছোট ছোট ইচ্ছা সফলতা পাওয়ার জন্য ফ্রিল্যান্সিংয়ের বিকল্প আর কিছু নেই। 💁‍♀️

বর্তমানে মানুষ সবকিছু অনলাইন মাধ্যমে খুব সহজেই শিখতে পারে।💞

ইচ্ছা থাকলে উপায় হয়।
তাই আমি শিখেছি শিখার কোন শেষ নেই ও বয়স নেই।

আসুন নিজে স্বাবলম্বী হই এবং আপনার আশেপাশে ভাই বন্ধু সকলকে এই ফ্রিল্যান্সিংয়ের বিষয়টি তুলে ধরি এবং বেকারত্ব দূর করি✌️

19/02/2023

💥ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে,
তুই পারবি ফ্রিলান্সিং করতে? তোরে দিয়ে হবে না।
অমুকে দুই মাস করে ছেড়ে দিছে, সে পারছে না তাই। আর তুই তো কোন.... !!
Stop!!
মানুষের কথায় Demotivated হলে চলবে? ভেঙে পরলে চলবে? আশা ছেড়ে দিলে চলবে?
নিশ্চয় মোটেও না।।লাইফটা তোমার, ক্যারিয়ারটাও তোমার।
লাইফে ভালো কিছু করলে তুমিই করবে। মানুষ তো আর করবে না৷।মানুষ তোমাকে কীভাবে judge করলো, it Doesn't matter bro/sis 💓
হোচট খাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া না,, বরং হোচট খেয়ে উঠে দাড়ানোটাই সফলতা 💝💝
শেষ অবধি লেগে থাকো, সময়ের সঠিক ব্যবহার করো।
ইনশাআল্লাহ। সফলতা আসবে


#ইনশাআল্লাহসফলতাআসবেই

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Dammam?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ভালোবাসায় সিক্ত মিশু😊😻🐈#catlife #catlover #cattle
সুন্দর মনোরম লোকেশন #nuturelovers
তুমি হবে সকাল বেলার পাখি#freelancing
ঘরে বসে কাজ করে আর্নিং করতে পারেন।#happyfreelancing
মেয়েদের জন্য সব চাইতে বেস্ট একটা আর্নিং সেক্টর সেক্টর ফ্রিল্যান্সিং।#happyfreelancing_career
সময় থাকতে নিজেকে নিয়ে একটু ভাবুন আপনি কি করছেন আর আপনি কি করা উচিৎ?#Happyfreelanching #MdNozrul
আপনি কি ভাবছেন ? তারা যদি পারে আপনি কি পারবেন ? #Freelancing_career #learn #earn #you_can_win
চাকরির পিছনে ছুটে  নিজের সময় জুতোর তোলা ক্ষয় না করে তার থাকে অর্ধেক সময় ফ্রিল্যান্সিং তে দিলে নিজের ক্যারিয়ার ডেভলপম...
ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা ও হালাল পেশা এই পেশায় নিজের স্কিল থাকলে ছেলে ও মেয়ে উভয় কাজ করতে পারেন #happyfreelanci...
ফ্রিলান্সারদের ID দিচ্ছেন আমাদের সরকার। আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং এ সাড়া বিশ্বে আমাদের বাংলাদেশ এখন ২য় স্থানে রয়েছে।শ...
💥ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে,তুই পারবি ফ্রিলান্সিং করতে? তোরে দিয়ে হবে না। অমুকে দুই মাস...

Telephone

Website

Address


Dammam

Other Advertising/Marketing in Dammam (show all)
Practicing.taqwa_S.Alam"Alinagar" Practicing.taqwa_S.Alam"Alinagar"
Dallah Industrial Area Dammam KSA
Dammam, 31451

Islamic information

Art world Art world
Dammam
Dammam

salsabeel2233 salsabeel2233
المنطقة الشرقية
Dammam, 31110

الشركة الرائد فى المملكة العربية السعودية لبيع كافة أنواع الفلاتر والمحطات وأجهزة التحلية

Geem Digital marketing Geem Digital marketing
Dammam

we are providing service to helping people to gowing their business through digital marketing

شركة شراء الاثاث المستعمل بالدمام والخبر القطيف شركة شراء الاثاث المستعمل بالدمام والخبر القطيف
Dammam, 32241

شركة شراء أثاث مستعمل واجيهزا كهربائيات الشراء بأفضل اشراء مكيفات المستعمل واسكراب بالشراء تلاجة

Click Trick Click Trick
الدمام
Dammam

HH's Market HH's Market
Dammam

1coffeesouq 1coffeesouq
Omar
Dammam, 23567

KSA Souq.ae KSA Souq.ae
Dammam, 0000

We are selling only premium quality in all KSA. Customer trust is our aim. We are prioritize only on

Fekra Fekra
السعودية
Dammam, 31411

شركة فكرة هي شركة تسويق رقمي للدعاية والاعلان وتنفيذ ونجاح اي فكرة جديدة بإذن الله

Femyth motivatio Femyth motivatio
طريق الملك فهد
Dammam, 32347

Souq in Souq in
السعودية
Dammam

نقوم بعرض افضل المنتجات و العروض و التخفيضات من اشهر ال