JAHID
হ্যালো বাংলাদেশ(���)

ঈদের আনন্দ
সবাই কেমন আছেন

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)
আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।
১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!
পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত তিনি।
সলিমুল্লাহ ছিলেন আদ্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান।
শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। মাত্র ৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন্য আরো বহুকিছু করে যেতেন।
নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের মৃত্যুবার্ষিকী ছিলো ১৬ জানুয়ারি। তাঁর জন্য বিনম্র শ্রদ্ধা।
সংগ্রহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান (14562) ✅
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (২২) ✅
T20 ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্কোর (175*) ✅
আইপিএলে দুইবার অরেঞ্জ ক্যাপ বিজয়ী (2011, 2012) ✅
টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি ✅
"ইউনিভার্স বস" ক্রিস গেইলকে 43তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি 🎂
#শুভ জন্মদিন #ক্রিসগেইল

ভা র ত যদি আমাদের নবীজী মুহাম্মদ(সাঃ) এর কটুক্তির জন্য ক্ষমা না চায়, তাহলে ভা র তে ম্যাচ খেলতে না যাওয়া এবং আইপিএল ব য় কট করার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
নিজের ব্যাক্তিগত টুইটার একাউন্টে এক টুইট বার্তায় মঈন আলী বলেন, “ভা র ত যদি তার নিন্দামূলক বক্তব্যের জন্য ক্ষমা না চায়, আমি আর কখনও ভা র তে ম্যাচ খেলতে যাব না, আমি আইপিএলও ব য় কট করব। এবং আমি আমার সহকর্মী মুসলিম ভাইদের কাছেও তাই করার জন্য আবেদন করব। আমি মুহাম্মদ (সাঃ)কে ভালোবাসি।” প্রিয় মইন আলী ভালোবাসা অবিরাম।💞💞

ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ক*টূ*ক্তি করার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।
কুয়েত এবং বাহরাইনের সুপারশপ গুলোতে ভারতীয় পণ্য বর্জন করেছে। কুয়েতে মোদির ছবি ময়লার ঝুড়িতে লাগানো হয়েছে।
বয়কট ভারত’ আন্দোলন বিশ্বে সাড়া ফেলেছে।
নতজানু বাংলাদেশ না পারলে, ঈমানদাররা আন্দোলন চালিয়েই যাবে।

সদ্য ভূমিষ্ঠ মেয়ের মুখ দেখা হলো না ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরের😭😭
সদ্য ভূমিষ্ঠ মেয়ের মুখ দেখা হলো না ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির
কথা ছিল দুয়েক দিনের মধ্যে ছুটিতে এসে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে দেখবেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুজ্জামান। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কনটেইনার ডিপোতে বিস্ফারণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মনিরুজ্জামান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের শামসুল হকের ছেলে। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে নার্সিং এডেনটেন্ট পদে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন।
তিনি বলেন, সাত দিন আগে তার স্ত্রী কন্যাসন্তান জন্ম দিয়েছেন, নিজের নবজাতক কন্যাকে দেখতে ছুটি নিয়ে দুয়েক দিনের মধ্যে তার বাড়িতে আসার কথা ছিল, ছুটি নিয়ে বাড়ি আসা হয়নি, চির ছুটিতে চলে গেলেন মনির।😭😭😭
Hi
😍

সরকার চাইলেঃ- পদ্মা সেতু থেকে আরো কিছু আয় করতে পারে যেমনঃ- "পদ্মা সেতু"🔹🔹🔹
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🟣 দূর থেকে দেখলে জনপ্রতি ১০০ টাকা।
🟣 কাছে থেকে দেখলে ২০০ টাকা।
🟣 উপরে উঠে দেখলে ৩০০ টাকা।
🟣 স্বপ্নে দেখলে ২০০ টাকা।
🟣 মোবাইলে দেখলে ৩৫০ টাকা।
🟣 কল্পনায় দেখলে ১০০ টাকা।
🟣 ছবি তুললে প্রতি ছবি ৫০০ টাকা।
🟣 কোন নৌযানে করে ভ্রমনের উদ্দেশ্যে কাছাকাছি গেলে ৪০০ টাকা।
🟣 ভ্রমনের উদ্দেশ্যে নীচ দিয়ে অতিক্রম করলে জনপ্রতি ৫০০ টাকা।
🟣 হেলিকপ্টারে বসে দেখলে জনপ্রতি ৫০,০০০ টাকা।
🟣 বিমান থেকে যাত্রী প্রতি ১০,০০০ টাকা।
🟣 ড্রোন দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে ২৫,০০০ টাকা।
🟣 পেছনে সেতু দেখা যায় এমন যায়গায় বাংলা নাটক বা সিনেমার শুটিং করলে প্রতিদিন ১০,০০০ টাকা। বাংলা ব্যাতীত অন্য ভাষায় হলে ডবল।
🟣 কাউকে পদ্মা সেতুর কসম দিলে, কসম প্রতি ১০,০০০ টাকা।
সেতুর ৩ কিলোমিটারের মধ্যেঃ
🟣 পিকনিক করলে ১০,০০০ টাকা।
🟣 বিয়ের অনুষ্ঠান হলে ২০,০০০ টাকা।
🟣 ম্যারেজ ডে করলে ২৫,০০০ টাকা।
🟣 প্রেম অফার করলে ৩০,০০০ টাকা।।
🟣 মুসলমানীর জন্য বিশেষ ছাড় ১,০০০ টাকা
রমাদান
মোবারক
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?
♥️♥️♥️

💔
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Hofuf
36441
AL AMIR AL AHMAD
Hofuf
Personal blog to capture and share Zoey's beautiful journey in life ❤
Gw Nasir 50k
Hofuf, 36312
হ্যাঁ আমি স্পেশাল কারন আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত! আলহামদুলিল্লাহ 🌺