Md.A.hannan
আমার জীবন, আমার সময়, আমার সম্পদ কুনটির ই আমি মালিক নই। ইহা প্রত্যেকটি আল্লাহর প্রদত বিশেষ আমানত।
নিশ্চয়ই তোমাদের কেউ যখন নামায আদায় করে তখন সে তার প্রতিপালকের সাথে (মুনাজাত করে) নির্জনে কথা বলে। নামায বান্দা ও তার প্রতিপালকের মহব্বত এবং তাঁর দেওয়া অনুকম্পার কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। নামায আল্লাহর নিকট অতি গুরুত্বপূর্ণ হওয়ার প্রমাণসমূহের একটি এই যে, নামায হল প্রথম ইবাদত যা ফরয হিসেবে পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মেরাজের রাতে, আকাশে, মুসলিম জাতির উপর তা ফরয করা হয়েছে। তা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, ‘কোন আমল উত্তম’ জিজ্ঞাসা করা হলে তার প্রত্যুত্তরে তিনি বলেছেন: “সময় মত নামায আদায় করা”। (বুখারী ও মুসলিম)।
জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না:
১. কখনো আল্লাহর শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর বাড়িয়ে দিবেন না।
❝যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো।❞
[সূরা ইব্রাহিম: ০৭]
২. কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আপনাকে আর স্মরণ করবেন না।
❝আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।❞
[সূরা বাকারা: ১৫২]
৩. কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি বিপদে আর আপনার সাড়া দিবেন না।
❝আমার কাছে দুয়া করো; আমি সাড়া দিবো।❞
[সূরা গাফির: ৬০]
৪. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর নাজাত/মুক্তি দিবেন না।
❝আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিঁনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন।❞
[সূরা আনফাল: ৩৩]
রাসূল ﷺ বলেছেন, দুই সময়ের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না। ১) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া, ২) বৃষ্টি চলাকালীন সময়ের দোয়া। [সুনানে আবু দাউদ- ২৫৪০]
🔸 মসজিদে আযান হওয়ার ১৫ মিনিট পর অর্থাৎ জামাতে নামাজ শুরু হওয়ার পূর্ব মূহুর্তে আযানের বাক্যগুলো আবার পুনরায় বলার মাধ্যমে ইকামত দেওয়া হয়। আর এর মধ্যবর্তী সময়কেই আযান ও ইকামতের মধ্যবর্তী সময় বলা হয়। আর এই সময়ের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না বরং তা কবুল করে নেওয়া হয়।
🔹 আবার বৃষ্টি চলাকালীন সময়েও আল্লাহ তা'য়ালার খাস রহমত নাজিল হতে থাকে। তাই এই সময়েও দোয়া করা হলে মহান আল্লাহ তা'য়ালা সেই দোয়াগুলো কবুল করে নেন। তাই আসুন আমরা সকলেই এই দুই সময়ে দোয়া করে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের নেক দোয়াগুলোকে কবুল করিয়ে নেই ইন শা আল্লাহ।
🔲 দোয়া করার পূর্বে এবং দোয়া করার পরে আল্লাহ তা'য়ালার প্রশংসা আদায় করুন এবং রাসূল ﷺ এর উপর দুরূদ শরীফ পাঠ করুন। এতে আপনার নেক দোয়াগুলো অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ইন শা আল্লাহ 💞✅
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Yanbu
Jubail
46411
Al Jamiah Streeet, Muzdalifa Road
Jubail
The first Filipino restaurant in Makkah.
Jubail
مطاعم قلعة الأرز مدوزن_من_2008 اوقات العمل من 10:30 ص الى 10:30 م للإستفسارات� 0508837131
Jubail
We are making Desi and delicious food. Also you can get the monthly package with Special discount.
8205, Jubail City Center 4741
Jubail, 35514
Indian Restaurant Hyderabadi Specials Dine in -- Singles and Family Section Take Away Banquet Hall
Ainain Street Back Side Dawa Centre
Jubail, 35412
Hyderabad house restaurant