Tonmoy Jeeku

মক্কা - মদিনায় জিয়ারত, ঘোরাফেরা আর কেনাকাটায় আপনার বিশ্বস্থ সহযোগী। চলুন ঘুরে দেখা যাক
মক্কা - মদিনায় রাসূল এর স্মৃতিবিজড়িত যায়গা গুলো।

08/07/2024

বাবা ❤️

08/07/2024

সব বাটপারের হৃদয়ে কেন তিনিই থাকেন?

05/07/2024

বদর থেকে রাসুল সাঃ যখন মদিনার দিকে রওনা শুরু করলে কিছুদূর আসার পর অনেক পিপাসিত হয়েছেন তার পরে লবনাক্ত পানিতে থুথু নিক্ষেপ করেন যার কারনে এই লবনাক্ত কুপের পানি মিষ্টি হয়ে যায়।

04/07/2024

মসজিদে ইয়ারিস, যেখানে বসে রাসুল সাঃ বদরের যুদ্ধের জন্য দোয়া করেছেন...

04/07/2024

আলহামদুলিল্লাহ এইটাই হলো বদর প্রান্ত..

29/06/2024

আলহামদুলিল্লাহ, এরাবিয়ান খাবার মেন্দি দিজাজ।

29/06/2024

আজকের সকালের সফর সঙ্গী সঙ্গি পাকিস্তানি ভাইয়েরা...

27/06/2024

🥰

27/06/2024

জীবনে চলার পথে কখনো থেমে যাবেন না। কষ্ট হলেও ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারলেই নতুন পথের দেখা পাবেন ইনশাআল্লাহ।

20/05/2024

রাতে তাহাজ্জুদ পরার অভ্যাস করুন!
মানসিক শান্তির মেডিসিন পেয়ে যাবেন এবং স্বপ্নগুলো চোখের সামনে পূরন হতে দেখবেন!ইনশাআল্লাহ!

19/05/2024

জীবন থেকে কত বন্ধু হারিয়ে যায়! একসময় কত-না প্রিয় ছিল তারা।

19/05/2024

পুরুষ সস্তা নয়, দায়িত্বশীল!💔

17/05/2024

🙏

17/05/2024

দুধের চেয়ে দুধের সরের দাম বেশি।
আবার সরের চেয়ে মাখন এর দাম আরো বেশি। আবার মাখনের চেয়ে ঘি এর দাম কিন্তু আরো বেশি।
মজার বিষয় হল সর, মাখন, ঘি সবগুলোই কিন্তু দুধ থেকেই তৈরি হয়। অথচ দুধের দাম কিন্তু এদের সবার চেয়ে অনেক কম। কিন্তু কেন?

এর কারণই বা কী?

পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা শুধু সময়ের। যে যত বেশি সময় ধরে, যত বেশি কষ্ট করে, যত বেশি তাপ সহ্য করে নিজেকে প্রস্তুত করতে পেরেছে তার দাম কিন্তু তত বেশি।
দুধ থেকে ঘি তৈরি হতে কিন্তু অনেকটা লম্বা সময় লাগে। তবেই তার দামটা অনেক বেশি হয়।
আমরাও ঠিক তেমনি দুধের মত। এসেছি কিন্তু পৃথিবীতে দুধের মত অবস্থাতেই।

যে যত বেশি ধৈর্য ধরেছে, যে যত বেশি কষ্ট করেছে, যত কষ্ট পেয়েছে, সংগ্রাম করেছে সে কিন্তু তত বেশি দাম পেয়েছে। অল্প সময়ের ব্যবধানে দুধ কিন্তু ঘি হতে পারে না। তার জন্য বেশ কিছুটা সময় লাগে। বেশ কিছুটা সংগ্রাম লাগে।
নিজেকে যদি দুধ থেকে ঘি এর মত বেশি দামী পেতে চাও তাহলে তোমাকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, সময় অবশ্যই দিতে হবে এবং তাপ ও কষ্ট সহ্য করতেই হবে। তবেই তুমি ঘি হতে পারবে।

17/05/2024

🖤

17/05/2024

💕

16/05/2024

🤐

15/05/2024

আমার রব,
হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন।

কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়— এসবের কোনোকিছুই আপনার অজানা নেই।

আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন _❤️

© - আরিফ আজাদ

14/05/2024

" আমাদের সমাজে নারী এবং আমরা "

আব্দুল্লাহ ইবনু মা’সুদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ‘ইন্নাল মার’আতা আউরাতুন’ নারী হল ঢেকে রাখার জিনিস অর্থাৎ নারীকে ঢেকে রাখতে হয়। আমার এক তরুণ সাথী একটি আর্টিকেল লিখেছিলেন, তিনি বলেছেন পবিত্র কুর’আনে ঢেকে রাখা সম্পর্কে ইঙ্গিত রয়েছে এভাবে, ‘তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ’ (সূরা আর-রহমান- ৭২)। হাদিসে এসেছে তাঁবু গুলো হল বিশাল লম্বা চাওড়া মুক্তার মত, আর তার মধ্যে লুকায়িত রয়েছে হুরগন। যেমন শামুক বা ঝিনুকের ভিতরে মুক্তা হিফাজত থাকে। এটাই হল নারীর বৈশিষ্ট্য। মেয়েরা হল লুকিয়ে রাখার জিনিস। ‘আল-মার’আতু ক্বুল্লুহা আউরাতুন” নারী তাকেই বলা হয়, যা লুকিয়ে রাখা হয়।
নারীরা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান খুশি হয়। নারী যখন ঘরের একদম ভিতরে অবস্থান করে তখন সে তার রবের রহমত ও সন্তুষ্টির নৈকট্য লাভ করে। কারন বাহিরে থাকলে হয়তো নানান রকম ফিতনায় জড়িয়ে যেতে পারে বা অন্যের জন্য ফিতনার কারন হতে পারে। তাই হাদিসে এসেছে, ছেলেদের জন্য মসজিদে নামাজ পড়া উত্তম। ২৮ গুন বেশি উত্তম ঘরে নামাজ পড়া থেকে। আর নারীদের জন্য ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার চাইতে উত্তম। নারীদের নামাজ পড়ার জন্য ঘরের আঙিনা মসজিদ থেকে উত্তম, রুম আঙিনা থেকে উত্তম, বেড রুম সাধারন রুম থেকে উত্তম। আর বেড রুমের ভিতরেও যদি কোন রুম বা পর্দা ঘেরা স্থান থাকে তবে সেটা সবচেয়ে উত্তম। এটা হল রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের হাদিস।
“নারীরা হচ্ছে চাদর এবং যদি সে গৃহের বাইরে যায় তবে শয়তান খুশি হয় (তাকে বিভ্রান্ত করতে পারবে বলে)। সে (নারী) আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না যতটা সে গৃহে থেকে করতে পারতো।”
[ইবনে হিব্বান ও ইবনে আবী খুযাইমাহ, আলবানী এটিকে সহীহ বলেছেন, সিলসিলা আস সহীহাহ ২৬৮৮]
আরো শুনুন, আব্দুল্লাহ ইবনু আহমাদ ইবনু হাম্বাল এবং ইবনু আবি সাইবা ইবনু সা’দ (রহিমাহুমুল্লাহ) তাদের কিতাবে একটি রেওয়াত নকল করেছেন, যে আম্মাজান হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা কুর’আন তেলাওয়াত করার সময় যখন [وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ অর্থাৎ নিজ গৃহে অবস্থান কর] এই আয়াতে পৌঁছতেন তখন কাঁদতেন। কারন কুর’আন বলছে ঘরে অবস্থান করো। উসমান রাযিয়াল্লাহু আনহু-র শাহাদাতের পরে তিনি বের হয়ে লশকরের জিম্মা নিয়েছিলেন। তাই তিনি এটাকে ভুল মনে করে আফসোস করতেন। হাফেজ আবি বকর (রহ) হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে নকল করছেন, যে নারীরা একবার হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাস করলেন, “সকল ফযিলত তো পুরুষরাই নিয়ে যাচ্ছে। তারা জি-হাদ করছে, আল্লাহর রাস্তায় বড় বড় কাজ করছে। আমরা নারীরা কোন আমল করলে মুজাহিদিনের সমান নেকি লাভ করতে পারব? জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে যারা ঘরে অবস্থান করবে, তারা মুজাহিদিনের নেকি হাসিল করতে পারবে।”
এ কারনেই আমি বলি, উম্মাহ’র বর্তমান অবস্থা পুরুষের কাধে রয়েছে, এবং উম্মাহ’র ভবিষ্যৎ নারীর হাতে থাকে অর্থাৎ পরবর্তী বংশধরদের তরবিয়ত বিশেষ করে মায়ের হাতে হয়। মায়ের দুধের মধ্য দিয়ে নতুন আগত সন্তানের মধ্যে ইমান ও ইসলামের আবেগ প্রবেশ করে। আজকের মায়েরা তো দুধ খাওয়াতেও চায় না। তারা গুড়া দুধ, বোতলজাত দুধ ইত্যাদি খাওয়ায়। সন্তানকে তরবিয়ত কি করে করবে নিজেদেরই তো সঠিক ইসলামিক ইলম নেই।
অনেক সময় আমরা পুরুষরা দায়িত্বের অবহেলার জন্য তাওবা করি, কিন্তু শুধু তাওবা করলেই হবে না। নিজেকে এবং নিজের ঘরকে নিয়ন্ত্রন করতে হবে। ঘরে কি তোমার নিয়ন্ত্রন আছে? যদি না থাকে তবে ডুবে মরো। এরা বলে, “নারীরা তো মানতে চায় না, কথাও শুনে না।” তাহলে কি আর করবে মরে যাও। আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। তিনি বলেছেন, যখন তোমাদের মুয়ামালাত (ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির নিয়ন্ত্রণ) তোমাদের মহিলার হাতে চলে যাবে, তখন মাটির গর্ভ তোমাদের জন্য বেশি উত্তম হবে মাটির উপরিভাগ থেকে। অর্থাৎ তখন বেঁচে থাকার চাইতে মৃত্যু অধিক শ্রেয় হবে। নিজের জাত, পরিবার ও ঘরকে নিয়ন্ত্রণ করতে হবে। মুসলিম দেশ গুলোতে তো জবরদস্তী হিজাব নামানো হয় নি, যারা হিজাব খুলে ফেলেছে তারা সেচ্ছায় খুলেছে। বর্তমানে কিছু টাকার মালিক হয়ে বা শিক্ষিত হয়ে নারীরা পর্দাকে ছুড়ে ফেলেছে। প্রথমে বুরখা খুলে, উড়না এসেছিল। এখন বাকি যে কাপড় রয়েছে তা, এমন টাইট এবং আরো যা কিছু আছে তা আমি আর কি বলব। আপনারা সকলেই জানেন। আমাদের কোন উন্নতি যদি হয়েছে তবে তা হয়েছে বেপর্দায়, অশ্লীলতায়, বেহায়াপনায়। তাই বলছি শুধু তাওবা করলেই হবে না, নিজেকে নিজ ঘরকেও ঠিক করতে হবে। ঘরে গিয়ে শরয়ী পর্দার বাস্তবায়ন করো। যদি না করো তবে, ইসলামের সাথে তোমার কোন সম্পর্ক নেই। এগুলো বিধান কেন দেয়া হয়েছে? সূরা আন-নুর-এ এত আহকাম কেন নাযিল করা হয়েছে? সূরা আল-আহযাব’এ এত বিধান গুলো কেন এসেছে? তেলাওয়াত করে নেকি হাসিলের জন্য শুধু?
পুরুষের মধ্যে আপনাদের অধিকাংশের অবস্থা তো এই। স্ত্রী’র প্রতি আপনার সীমাতিরিক্ত ভালোবাসা আছে। আপনার সন্তনাকে উন্নত থেকে উন্নতর শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। হালাল থেকে নাহলে হারাম থেকে এ সব পূরণ করতে হবে। বাসা ছাড়, শহর ছাড়, বাহিরে যাও। বৃদ্ধ পিতা-মাতা মৃত্যুর মুখে, পানি পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মত কেউ নেই তাতে কি ডলার কামাতে সন্তান বিদেশে পাড়ি দিচ্ছে। কি করবে? বাসা বানাতে হবে, এই প্রজেক্ট সেই প্রজেক্ট এর প্লান আছে ইত্যাদি ইত্যাদি। আর যদি কোন ভাবে আল্লাহ এদেরকে হেদায়েত দেন তবে সাধারনত প্রথমেই এদের বাধা হয়ে দাড়ায় স্ত্রী। স্ত্রী বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে? তাকে দেখ সেও তো অনেক বড় দ্বীনদার, তোমার চাইতেও বড় দাঁড়ি আছে তার। সে তো সুদ খায়, ঘুষও নেয়, ব্যাংকে জব করে আর তুমি এখন বড় দ্বীনদারীত্ব দেখাচ্ছো?
আল্লাহ পবিত্র কুর’আনে বলেছেন- হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক।
(সুরা আত-তাগাবুন – ১৪)
আল্লাহ আমাদেরকে পরিবারে ভারসম্য রক্ষা করার শিক্ষা দিয়েছেন। এমন না হয় যেন ঘরকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলি। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, “যদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়” অর্থাৎ তারা যদি ভুল বুঝে ফিরে আসে তবে তাদেরকে ক্ষমা করে দাও। তাদের ক্ষুদ্র দোষ ত্রুটিকে উপেক্ষা কর। পরবর্তী আয়াতে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, “তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।..

(মূল কন্সেপ্ট শাইখ ইসরার আহমদ রহিমাহুল্লাহ’র কিছু লেকচারের নির্বাচিত অংশ থেকে নেওয়া। অনুবাদ করার সময় বেশ কিছু সোংযজন ও বিয়োজন করতে হয়েছে। আল্লাহ শাইখের উপর রহম করুন।)

14/05/2024

পিএইচডি শায়খাঃ কেমন আছো বোন?

দ্বীনি বোনঃ ভালো না আপা। এই গরমে রান্না করতে খুব কষ্ট হচ্ছে।

পিএইচডি শায়খাঃ শারিয়া অনুযায়ী তুমি কাজ করতে বাধ্য নও বোন, হাজব্যান্ডকে সাফ জানিয়ে দাও। ইভেন, সন্তানকে দুধপান করানোর জন্যও তুমি স্বামীর কাছে বেতন দাবি করতে পারো৷

দ্বীনি বোনঃ সন্তান আর কেমনে হবে আপা, গতবার আপনার পরামর্শেই তো স্বামীকে ডিভোর্স দিলাম। এখন একটা রেস্টুরেন্টে শেফ হিসাবে আছি।

পিএইচডি শায়খাঃ কি আর করবা বোন! নিজের পায়ে দাঁড়াতে একটু কষ্ট তো করা লাগবেই। রান্নাটা মন দিয়ে করো।

(কনটেক্সট চাহিয়া লজ্জা দিবেন্না)

14/05/2024

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।

এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊

14/05/2024

❤️

14/05/2024

মাশা আল্লাহ এতো পরিমাণ মাছ এই ছোট্ট জায়গায় যা অকল্পনীয়। মদিনা।

Want your business to be the top-listed Travel Agency in Medina?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রাসুল সাঃ এর থুথুতে যে লবনাক্ত কুপের পানি মিষ্টি হয়ে যায়।
মসজিদে ইয়ারিস, যেখানে বসে রাসুল সাঃ বদরের যুদ্ধের জন্য দোয়া করেছেন...
বদর প্রান্তর এই ভ্রমন পথিকের মন্তব্য।
আলহামদুলিল্লাহ এইটাই হলো বদর প্রান্ত..
আলহামদুলিল্লাহ, এরাবিয়ান খাবার মেন্দি দিজাজ।
আজকের সকালের সফর সঙ্গী সঙ্গি পাকিস্তানি ভাইয়েরা...
মাশা আল্লাহ এতো পরিমাণ মাছ এই ছোট্ট জায়গায় যা অকল্পনীয়। মদিনা।
মদিনা আসলেই অনেক সুন্দর। মাশা আল্লাহ।
আলহামদুলিল্লাহ, রাতের মদিনা আসলেই অসাধারণ।
আলহামদুলিল্লাহ, রাতের মদিনা আসলেই অসাধারণ।
মক্কার সেই পরিচিত ঘড়ি টাওয়ার। আবু জাহেলের বাড়ি দিয়ে বানানো টয়লেট।
মক্কার সেই পরিচিত ঘড়ি টাওয়ার। আবু জাহেলের বাড়ি দিয়ে বানানো টয়লেট।

Category

Website

Address


Madina
Medina

Other Tour Guides in Medina (show all)
Rafraf07 Rafraf07
Medina

the more you hate the more you love

ياسر مغيش Yasser Meghiche ياسر مغيش Yasser Meghiche
المدينة المنورة
Medina

إرشاد وتعليم في مجال الحج والعمرة

Beauty of kashmir Beauty of kashmir
المدينة, السعودية
Medina, 42311

Please like and follow my page

Madina Munawra Ziarats Madina Munawra Ziarats
Medina
Medina

۔۔۔۔پاکستان عمرہ و زیارات سروس۔۔۔۔

Abu Turki Travel and Tours Abu Turki Travel and Tours
Medina, 42211

This page is umrah , Hajj package ,Ticking, Hotels , ,Ziyarat , VIP Buses � and VIP Car's �

Faisal Tahir Faisal Tahir
Madhina
Medina, 42210

اس پیچ پر آپ کو سعود عرب کی تمام تاریخی مقامات کی زیارت ہونگی اور بہترین خوراک کی وڈیو ملینگی �

Etmar almadena omara Etmar almadena omara
ش الامير محمد بن عبد العزيز
Medina

اعتمار للرحلات السياحية الداخلية لمكة المكرمة وينبع وحجز تذاكر طيران لجميع أنحاء العالم

زائر زائر
Medina

The best way to dsicover Mandinah. Trough 9 professionally designed routes, tourists can spent 2 full days discovering +100 attractions in/around Madinah.

المستقبل للخدمات السياحية والتجارية - دبي المستقبل للخدمات السياحية والتجارية - دبي
Medina

برامج وجولات سياحية دبي - مدينة العجائب - تأشيرات سياحي?

WeGo2016 Travel and Tours WeGo2016 Travel and Tours
Medina, 2012

WEGO2016 TRAVEL AGENCY is an online travel solution provider which integrates travel products rangin

Abu Musab Abu Musab
Medina

Like Me! If you're interested in travelling, food, historical, religious and adventurous places video