Abdullah bin firoj sheik
জনসচেতনতা আমার লক্ষ
ভালো কিছু দেওয়া আমার লক্ষ
NICE DAY.
02/02/2024.
Lakepark.
আসসালামু আলাইকুম,"মহৎ কাজে আমরা সবাই"এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণী ২০২৪ সম্পর্কে আলোচনার জন্য আজ রাত ০৮۔০০ টা বাংলাদেশ সময়ে আপনাদেরকে একটি মিটিং এর জন্য আমন্ত্রণ করা হয়েছে | লিংক নিচে দেওয়া হলো সকলে উপস্থিত থাকিবেন |
Join my Google Meet group video call:
https://duo.app.goo.gl/TpHbypYlPzEiy4Xps9GzAF
১৪
০১
2024
মহৎ কাজে আমরা সবাই
তামিম ইকবাল হুদাই ইগো দেখাইলো।
ওপেনিং আর ৩-৪ নাম্বারের মধ্যে ডিফারেন্স মাত্র ৫ মিনিটের!
আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??
যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!
১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
১০. পবিত্র কোরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।
"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)
তালের আঁঠি বা তাল গাছ এই গাছটির সুবিধা কি, এদের আলাদা করে যত্ন করার প্রয়োজন হয় না৷ গরু ছাগল বা তৃণভোজী প্রাণীরাও সচরাচর মুখ দেয় না৷ এমনিতে তাল গাছ প্রচুর কমছে, দেখা যাক যদি কিছু জন্মলাভ করে৷ জঙ্গলের মাঝে বা ফাঁকা পরিত্যক্ত জায়গায় তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে পাশাপাশি অঞ্চল বজ্রপাতের হাত থেকেও রক্ষা পাওয়ার একটা সম্ভবনা থাকে !
27.06.2023(মঙ্গলবার আরাফার দিন )
আপনার পড়াশোনা জীবনের একজন প্রিয় শিক্ষকের নাম কি? কমেন্টে লিখেন ! আমারটা ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
Abdullah Sheik
Musa Sheik
প্রবাসীরা দেশকে কখনোই শ্রীলংকা হতে দেবে না
ইনশাআল্লাহ
সেই প্রবাসীদের যথাযত মুল্যায়ন করুন !
25/05/2022.
23/05/2022.
21/05/2022.
18/05/2022.
একটা মানবিক আবেদন...
আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খাবেন,
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে। যদি এদের মধ্যে একটা গাছও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।।
তাছাড়া ও এই গাছ হতে যাঁরা ফল খাবে বা ব্যাবহার করবে আপনার জন্য থাকবে নেকি ও সওয়াব ইন শা আল্লহ !!
৪র্থ ডোজ বা ২য় বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ৷
কারা আগে পাবে ৫০ বছরের উপরে যারা ۔
18.02.2022.জৈনসার ছওতুল হেরা কওমী মাদ্রাসার জন্য
মেম্বার ইমানুর জমাদার , জাহাঙ্গীর তালুকদার ,বনি আমিন ,মহিউদ্দিন ভাই সহ আমাদের সংগঠনের সকল সদস্যদের অনেক ধন্যবাদ তাদের সার্বিক সহযোগিতায় জন্য....
গত কয়েকদিনের বৃষ্টিতে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে পড়ে আছি। কিন্তু কেউ উপলব্ধি করতে পেরেছি আমাদের বিক্রুমপুরবাসীর কত বড় সর্বনাশ হয়েসে । এরাই বাংলার কৃষক। এদের দিন কাটে অনিশ্চয়তায়। এদের পক্ষে বলার মত কন্ঠ নেই।
মুন্সিগঞ্জ প্রায় ১৭ হাজার হেক্টর আলুর ক্ষেত প্লাবিত হয়েছে।
সরকারের প্রতি আহবান রইল ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর।
19/08/2021.
2nd Vaccin complete.Thanks saudi Arabia.09/07/2021.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Riyadh
Riyadh
بكلاريوس هندس مدينه إدارة المشاريع الاحترافيه PMI-PMP أدارة المخاطر الاحترافيه PMI-RMP
Http://www. Al-jazirah. Com. Sa/writers/201177. Html
Riyadh
http://ar.wikiquote.org/wiki/ثريا_العريض http://www.alarabiya.net/programs/2010/04/17/1061
Riyadh
د. سلمان بن فهد العودة Www.islamtoday.net جوال (00966554250250) فاكس (00966