Iqra : Online Quran Learning

Iqra : Online Quran Learning

Iqra: Online Quran Learning is an Online Quran Teaching Institute. We teach the Quran Online worldwi

09/16/2021

بسم ا لله ا لر حمن ا لر حىم

অপনি অথবা অপনার সন্তান অথবা পরিবারের কেউ কি বিশুদ্ধ কুরআন তিলাওয়াত করতে চান? কিন্তু পারছেন না । আমরা আছি আপনার পাশে। পৃথিবীর যে কোনও প্রান্তে । প্রয়োজন শুধু আন্তরিক ইচ্ছার। আন্তরিকতা ও দক্ষতা সম্পন্ন হাফেজ /আলেম (পরুষ ও মহিলা) এর মাধ্যমে class নেয়া হবে Online এ

তিনটি কেটাগরি তে Class নেয়া হবে।

A,B,C

A == নিয়ম জেনে পূর্ণ শুদ্ধতার সাথে কুরআন পড়তে শেখা
B == মশক্ এর মাধ্যমে নামাজের সূরা সমুহ বিশুদ্ধ করা
C == বরকতময় আয়াত সমূহ তথা আয়াতুল কুরছি্্ সুরা ইয়াছিন ইত্যাদি মুখস্তঃকরন অর্থাৎ হিফজ ।

**যারা আংশিক অথবা পূর্ণ কুরআন হিফজ (মুখস্থ) করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে।

কারা অংশগ্রহন করতে পারবেন ?
যে কোনো বয়সের নারী -পুরুষ।

****Class time******
পরস্পর আলোচনা সাপেক্ষে

Call/Message: 880 181 290 3158 (Available on Whatsapp and Viber)
Email: [email protected]" rel="ugc" target="_blank">[email protected]

রহমাতুল্লিল আলামীন নবী।বাংলার কথা অনলাইন। - Banglar Kota 11/15/2020

রহমাতুল্লিল আলামীন নবী।বাংলার কথা অনলাইন। - Banglar Kota মুহাম্মাদ আবদুল হাই মহান প্রভুর ভালোবাসা সবই নবীর জন্য, সেই নবীজীর উম্মত হয়ে জীবন হলো ধন্য। রহমাতুল্লিল আলামীন য.....

07/02/2020

♥ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ♥

#ভর্তি_চলছে!
#অনলাইন_কুরআন_শিক্ষা_ক্লাস।

♦ اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُاللّٰهِ وَبَرَكَاتُهُ ♦

বিশ্বে করোনাকালীন এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারী ঘোষণা অনুযায়ী ৬ই আগস্ট পর্যন্ত বন্ধ থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানই এখন অনলাইনে ক্লাস করছে, ছাত্র-ছাত্রীরা সেই অনলাইন ক্লাস থেকেই শিখছেন। পরিস্থিতি বিবেচনায় এই ছুটি আরও দীর্ঘায়িত হতে পারে।

এহেন নাজুকময় পরিস্থিতিতে কিন্তু পিছিয়ে পরেছে আমাদের দ্বীনি শিক্ষা। আগে যারা বাসায় টিউটর রেখে কুরআন মাজীদ পড়া শিখেছেন, মাসনূন দুয়াগুলোসহ জরুরী মাসয়ালাগুলো শিখেছেন, কিন্তু চর্চা ও প্রাক্টিসের অভাবে তারা এখন সেসব ভুলতে বসেছেন! এমনকি কুরআন মাজীদ শিখেও ভুলে যাচ্ছেন! যা খুবই দুঃখজনক ও কষ্টদায়ক ব্যপার! 😥

অথচ আমাদের প্রিয়নবীজী আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ- "ইলমে দ্বীন শিক্ষা করা অর্থাৎ দ্বীনের জ্ঞান হাসিল করা, অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ"। এমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ- "আল্লাহপাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন"। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ "তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যিনি নিজে কোরআন মাজীদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন"। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, "তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও ( অপরের কাছে) পৌঁছে দাও"।

সুতরাং শেষ দুই হাদীসের প্রতি লক্ষ্য করে এবং যারা কোরআন মাজীদ শিখে ভুলে গেছেন অথবা ভুলে যাচ্ছেন তাদের কথা চিন্তা করেই আলহামদুলিল্লাহ্ ছুম্মা আলহামদুলিল্লাহ্ তাদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি #অনলাইন_কুরআন_শিক্ষা ক্লাস কোর্স ইংশা আল্লাহ্। অতএব, পবিত্র কুরআন মাজীদ সহজভাবে পড়া শিখতে ও জরুরী দুয়া-দুরুদ ও মাসয়ালা মাসায়েল জানতে আজই #ভর্তি হোন এবং #নিবন্ধন আমাদের এই অনলাইন কোর্সে! সময় কিন্তু বেশী নেই!

যেভাবে সাজানো হয়েছে আমাদের এই অনলাইন কুরআন শিক্ষা ক্লাস কোর্সটিঃ-

#ক্যাটাগরি_A এবং #ক্যাটাগরি_B

ক্যাটাগরি "A" 👉 ১০ বছর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে ২০ বছর বয়সী সকলের জন্য।
ক্যাটাগরি "B" 👉 ২১ বছর বয়সীদের থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য।

ক্যাটাগরি "A" এর ক্লাস হবে 👉 শনিবার, সোমবার, বুধবার।
ক্যাটাগরি "B" এর ক্লাস হবে 👉 রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার।

প্রতিটা ক্যাটাগরিতে থাকবে চারটি করে ক্লাস ব্যাচ।
প্রতি ব্যাচে থাকবে ৭ জন করে স্টুডেন্টস। প্রত্যেক ক্লাসের সময়সীমা ১ ঘন্টা ৩০ মিনিট করে।
ক্লাস নেয়া হবে তিনটি শিফটে।

মর্নিং শিফট
ডে শিফট
নাইট শিফট।

#মর্নিং_শিফট
#ব্যাচ_1ঃ- সকাল ৭ টা থেকে ৮ টা ৩০ মিনিট পর্যন্ত।

৮ টা ৩০ মিনিট থেকে ৯ টা পর্যন্ত অাধাঘন্টা সময় নাস্তার বিরতি থাকবে।

#ব্যাচ_2ঃ- সকাল ৯ টা থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত।

#ব্যাচ_3ঃ- সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

#ডে_শিফট
#ব্যাচ_4ঃ- দুপুর ২ টা থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত।

#নাইট_শিফট
#ব্যাচ_5ঃ- সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত।

সর্বমোট এই ৫ টি ব্যাচ প্রতিদিন ক্লাস চলবে ইংশা আল্লাহ্।

প্রত্যেকটি ব্যাচ াসব্যাপী!

#দেশ_বিদেশের যেকোনো বাংলাভাষাভাষী ভাই ও বোন এই কোর্সে অংশ নিতে পারবেন ইংশা আল্লাহ্।

ক্লাস শুরু হবে ৯ ই জুলাই রোজ বৃহস্পতিবার থেকে ইংশা আল্লাহ্। এদিন রাত ৮ টায় #সূচনামূলক ক্লাস শুরু হবে। এদিন উল্লেখিত সময়ে ক্যাটাগরি "A" এবং ক্যাটাগরি "B" এর সকল শিফটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীদের একত্রে অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে হবে। এরপর ১১ ই জুলাই শনিবার থেকে উপরে উল্লেখ করা শিফট অনুযায়ী ক্যাটাগরি ও ব্যাচ সিস্টেমে নিয়মতান্ত্রিকভাবে ক্লাস শুরু হবে ইংশা আল্লাহ্।

#বুঝবো_ভালোকরে_শিখবো_বেশী_বেশী!
এজন্যই প্রতিটা ব্যাচে আমরা স্টুডেন্টস নিচ্ছি অনলি ৭ জন করে। সুতরাং প্রত্যেকের নিকট থেকেই ভালোভাবে পড়া নেয়া হবে এবং আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেয়া হবে। আসন সংখ্যা সীমিত। অতএব দ্রুত যোগাযোগ করুন। কমেন্টেও জানাতে পারেন। ভর্তি ও নিবন্ধন সিস্টেম প্রথম কমেন্টে উদাহরণ স্বরুপ দিয়ে দেয়া হয়েছে।

#বিঃ_দ্রঃ_১ঃ- #ভর্তি এবং #নিবন্ধন_ফ্রী! ক্যাটাগরি এবং শিফট অনুযায়ী #মেয়ে_স্টুডেন্টদের জন্য পূর্ণ পর্দার সাথে #আলেমা_শিক্ষিকা দ্বারা পড়ানোর সুব্যবস্থা আছে। মেয়েদেরও #সূচনামূলক ক্লাস শুরু হবে ৯ ই জুলাই বৃহস্পতিবার রাত ৯ টায়। এ সময় ক্যাটাগরি "A" এবং ক্যাটাগরি "B" এর সকল শিফটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীদের একত্রে অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে হবে। এরপর ১১ ই জুলাই শনিবার থেকে উপরে উল্লেখ করা শিফট অনুযায়ী ক্যাটাগরি ও ব্যাচ সিস্টেমে নিয়মতান্ত্রিকভাবে ক্লাস শুরু হবে ইংশা আল্লাহ্।

#বিঃ_দ্র_২ঃ- যেকোন একটি ব্যাচের সম্পূর্ণ #হাদীয়া একজন #প্রয়োজনগ্রস্থ ব্যক্তিকে ফী সাবিলিল্লাহ্ ( আল্লাহর জন্য ) হাদীয়া হিসেবে দেয়া হবে ইংশা আল্লাহ্।

সুতরাং আপনি নিজে পবিত্র কুরআন মাজীদ শিখতে চাইলে অথবা আপনার সন্তান বা শুভানুধ্যায়ীদের কুরআন মাজীদ শেখাতে চাইলে এখনই ভর্তি হোন, নিবন্ধন করুন। এই পোস্টে প্রিয়জনদের #ম্যানশন করুন, পোস্টটি বেশী বেশী শেয়ার করুন নিজের ওয়ালে এবং মেসেঞ্জারে! পোস্ট লিংক কপি করে ছড়িয়ে দিন সবখানে। এভাবে দ্বীনি কাজে আপনিও হোন গর্বিত একজন অংশীদার, অর্জন করুন সাদকায়ে জারিয়ার অফুরন্ত সওয়াব। আল্লাহ্ পাক আমাদের সকলকে এবং সকলের দ্বীনি মেহনতকে কবুল করুন। আমীন।

05/24/2020


🌙 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম মুসলিমাহ্দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
♥♥♥😊 ♥♥♥
তাকাব্বলাল্লাহু মিন্না ওয়া মিংকুম। 🕋 🕌 🇧🇩🔵🔷🔹🔶🔸

05/20/2020

লায়লাতুল কদরের বিশেষ দোয়াঃ-

হজরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি যদি কদরের রাত পেয়ে যাই তখন কি করবো?

তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি তুমি লাইলাতুল কদর অর্থ্যাৎ কদরের রাত পেয়ে যাও তবে এই দুআটি বেশী বেশী পরিমাণে পড়ো।

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুং, তুহিব্বুল আফওয়া; ফা'ফু আন্নি।

অর্থঃ- হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; আপনি ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।

(মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

05/19/2020

♦ ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন! 😥

উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সম্মানিত বিজ্ঞ শায়খুল হাদিস, বহু গ্রন্থ প্রণেতা, অামাদের সকলের পিতৃতুল্য হযরত মাওলানা ুফতি_সাঈদ_অাহমদ_পালনপুরি_সাহেব__রাহিমাহুল্লাহ্ তাঁর প্রিয়বন্ধু মহান আল্লাহ্ আজ্জা ওয়া জাল্লা ওয়া শানুহু এর ডাকে সাড়া দিয়ে এ নশ্বর পৃথিবী ছেড়ে গেছেন।

موت العالم کموت العالم
"একজন আলেমের "মউত" একটা পৃথিবীর মৃত্যুর সমান"!

অাল্লাহ হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন!
তাঁর পরিবার বর্গকে সবরে জামিল দান করুন।

👉 হযরতের জীবদ্দশায় তার সবচেয়ে অপছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম ছিলো ফটো তোলা। এমনকি হযরত [রহিমাহুল্লাহ্] তাদেরকে লা’নত করেছেন যারা তার ফটো তুলে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়!

অতএব, আপনাদের সমীপে আমার করজোড় অনুরোধ- ছবি তোলা/সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হযরতের অপছন্দীয় বিষয় ছিলো, শুধুমাত্র এতটুকু চিন্তা করে হযরতের মৃত্যু সংবাদ জানাতে গিয়ে হযরতের ফটো ব্যবহার করবেন না!

ইতিমধ্যে যারা হযরতের ফটো ব্যাবহার করে মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন, অনুগ্রহ করে হযরতের ফটো ডিলেট করে দিন। জাযাকুমুল্লাহ্.....

নিচের পিকটি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান, বাংলাদেশসহ বিশ্বব্যাপী কওমী মাদরাসাগুলোর আদর্শিক অনুপ্রেরণা, হজরত কাসিম নানুতুভী রাহিমাহুল্লাহ্ প্রতিষ্ঠিত দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা। উপরোল্লিখিত হজরত সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ্ এই বিশ্ববিখ্যাত মাদরাসারই প্রাজ্ঞ শায়খুল হাদীস ছিলেন।

05/13/2020

আয়াতুল কুরসির ফজিলতঃ

১। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে
৭০,০০০ ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।

২। এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ
করতে পারেনা।

৩। এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

৪। ফরজ নামাযের পর পড়লে তার আর বেহেস্তের
মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু।
এবং মৃত্যুর আযাব এতই হালকা হবে, যেন একটি পিপড়ের কামড়।

৫। ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।(সহীহ হাদিস)

৬। জান্নাতের দরজাঃ আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল নূরে মুজাসসাম রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। [নাসায়ী]

৭। হজরত আলী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ)
কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী নিয়মিত পড়ে, তার জান্নাতে প্রবেশ কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি
এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ
তার ঘরে, প্রতিবেশির ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। [সুনানে বায়হাকী]

৮। মর্যাদাসম্পন্ন মহান আয়াতঃ আবু জর জুনদুব
ইবনে জানাদাহ (রাঃ) রাসূল (সাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল (সাঃ) আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল (সাঃ) বলেছিলেন, আয়াতুল কুরসী। [নাসায়ী]

৯। উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল (সাঃ) উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মজীদের কোন আয়াতটি সর্ব মহান? তিনি বলেছিলেন, (আল্লাহু লা ইলাহা ইল্লা হুআল্ হাইয়্যূল কাইয়্যূম) তারপর রাসূলুল্লাহ্ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেনঃ আবুল মুনযির! এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। [সহীহ মুসলিম]

১০। যে দোয়া পড়লে মৃত্যুযন্ত্রণা হবে পিপড়ের কামড়ের সমান।

সুবহানাল্লাহ্। 🌿🌹💚

05/04/2020

Do you want Qur'an teacher for you/your kids?
Inbox us Today to Get Started!

05/04/2020

Learn Quran & Namaz Onthis Ramadan Online with Proper Tajweed, Kalimas and Duas.
* One to one Online Classes via Skype for Kids & Adults
* Class Timing: 1 Hour/30 Minutes, 5 Days of Week.
* Firs 1 day free trial class
* Reasonable fee
Share this message with all friends, to earn Sawabah and Neki.

Is there anyone interested in Online Quran Learning? Inbox us today to get started!

04/30/2020

==== প্রাথমিক পর্যায়ের জন্য ====

04/28/2020
04/28/2020

আল্লাহ্‌র নামে শুরু করছি

=========পড়ো -- পড়ো , তোমার প্রভুর নামে ========
যুগে যুগে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানবজাতিকে আলোর'দিশা দেয়ার জন্য যে আলোকবার্তা অবতীর্ণ করেছেন আল্লাহ্‌ ওহীর মাধ্যমে বিভিন্ন নবী-রাসুলগণের নিকট--এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ অথচ চিরন্তন যে আলোক বার্তা 'আলোকের ঝরনা ধারা' হয়ে নেমে এসেছিল আমাদেরই প্রিয় নবী মোহাম্মদ (দঃ) এর ওপর । যার নাম --- আল-কুরআন-- যার আলোয় আলোকিত হয়েছিল তখন গোটা বিশ্ব । আসুন আমরাও সেই আলোয় আলোকিত হই । শিখতে চেষ্টা করি -- জানতে চেষ্টা করি-- এবং জীবনকে পরিবর্তনের চেষ্টা করি । চিরস্থায়ী কল্যাণের কামনায় ।

Want your school to be the top-listed School/college in Canada?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পড়ো,  পড়ো  তোমার  প্রভুর  নামে

Website

Address


Canada, KY