Poshpi

Poshpi

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poshpi, Photographer, .

26/01/2024

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে, সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লোকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে, কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না; ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে।

কিন্তু সবাই কেনো জানি 'মানুষ' হতে ভুলে যাচ্ছে!

05/11/2023

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তাঁর হাতেই আছে। অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে‌ নেই। সবকিছু ওই একজনের হাতেই। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? আমরা এত ক্ষুদ্র! এত কম আমাদের ক্ষমতা!
অন্তরা

04/11/2023
07/07/2023

মাঝেমধ্যে কান্না টান্না করতে হয়! অন্যের জন্য না,নিজের জন্য! নিজের বোকামির জন্য! নিজের বেহায়া আবেগ এর জন্য! নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য! নিজের নরম মনের জন্য! কান্না করলে হালকা লাগে! শান্তি লাগে,তাই মাঝেমধ্যে ই কান্না করা উচিত! ❤️

03/07/2023

“Sometimes a hug is worth more than a thousand words.”❤️

03/07/2023

যে শহরে প্রেমিক-প্রেমিকারা কসম কেটেও মিথ্যা কথা বলে,সে শহরে ভালোবাসার সম্পর্কগুলো পূর্ণতা পাবে কি করে ? 🙂💔

03/07/2023

আমার প্রেম ট্রেম ভাল্লাগেনা তাই তোমার সাথে প্রেম করতে ইচ্ছে করেনা,কিন্তু আমার তোমাকে অনেএএএএক ভাল্লাগে। আমি চাই ও না তুমি অন্য কারো সাথে প্রেম করো৷ তুমি সিংগেল ই থাকো। বিশ্বাস করো,তোমাকে সিংগেল ই দেখতে ভাল্লাগে,কিউট লাগে!

#কারেবলছিবলাযাবেনা

02/07/2023

আমার এই জীবনের যত গুলো ধাপ আমি পার করেছি খুব কঠিন ভাবেই পার করেছি...আমি জানি না কেন আমার সাথেই বরাবর এমন হয়,,,জায়গা করে নিতে আমাকে আমার আবেগ,কান্না,বাস্তবতা আর কঠিন হৃদয়ের মানুষ গুলোর সাথে অনেক যুদ্ধ করতে হয়। যেকোনো নতুন পরিবেশে যুদ্ধ করে টিকে থাকার লড়াই আমার নতুন না কিন্তু নতুন বলে তার নমনীয়তার সুযোগে আশেপাশের মানুষের যে অমানবিক অত্যাচার গুলো সহ্য করা লাগে সেটার বিচার আসলে কে করবে?? আমাদের বিবেক আসলে এমন হয়ে গেছে যে, কাউকে সন্মান করে চেয়ার ছেড়ে দেওয়াটাকে আমরা তার দূর্বলতা বলে মনে করি। কেন আপনারা এমন!! আপনাদের এ-ই কাজগুলো একটা মানুষের দিন টাই নস্ট করে দিতে পারে জানেন?? কাউকে হাসাতে না পারেন মন খারাপ বা কান্নার কারণ কেন হবেন?? আপনাদের কি ভেতরে কস্ট হয় না এরকম হুবুহু কথা বা কস্ট কেউ আপনাকে দিলে?অবশ্য দোষ টা আমার ই কারন আমার কোনো মিডল স্টেজ নাই আমি সন্মান করলে সবচেয়ে উঁচু জায়গায় রেখেই সন্মান করি আর না হলে আমি সরে আসি তবুও কাউকে অপমান করে কথা বলার শিক্ষা আমি পাইনি তাই করতে পারিও না তবে পিঠ দেয়ালে ঠেকে গেলে আমার চেয়ে বাজে ভাবে কথা গায়ে লাগিয়ে বলার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যেগুলোর উত্তর আসলে তাদের নিজেদের ও জানা নেই। যেমন যুদ্ধ করেছি সফলতাও আমি পেয়েছি এখন আর যুদ্ধ করে টিকে থাকতে ইচ্ছে করেনা এখন পিছিয়ে আসি....হাপিয়ে গেছি নাকি শক্তি সঞ্চয় করি আমার অজানা😞 আচ্ছা কেন আমাদের নীতি এমন হয়না যে অনুপ্রেরণা দিয়ে কাউকে সামনে এগিয়ে নিয়ে যাই!! কেন একজন মানুষকে ছোট করে কথা বলতে আমরা সাচ্ছন্দ্যবোধ করি!! মানুষের ধ্যান ধারণা যদি এখন এরকমি হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো আমি-ই মানুষ না

01/07/2023

এমন এক জোড়া চোখের নজর আমার উপর পরুক,যে চোখ আমার জন্য অফুরন্ত সম্মান আর ভালোবাসায় ভরপুর থাকবে, যার চোখে আমি'ই সেরা!❤️

01/07/2023

যারা জীবনে সব দিক ধরে রাখতে চায় মানে অল্প অল্প করে সব কিছুর স্বাদই পেতে চায় তারা নেহাত বোকা ছাড়া আর কিছুই না। আরে বলদ এইটা জীবন ডাইনিং এ রাখা তরকারির বাটি না যে সব আইটেম একটু একটু করে নিয়ে চেখে দেখলাম। এটা জীবন এখানে কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে। এখন বিষয় হচ্ছে ছাড়বেন কোনটা??? 🤔🤔🤔
এখানেই আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা বাছা 😑😑😑

বাছাই করতে শিখুন, যাচাই করুন, কোনটা more important আর কোনটা less important.
স্বাভাবিক ব্যাপার অধিক গুরুত্বপূর্ণ জিনিসটার জন্য আপনি কম গুরুত্বপূর্ণ জিনিসটা ছাড় দিবেন।

কিন্তু দিবেন কিভাবে?
most of the time এ ই দেখা যায় যে যেটার তেমন একটা গুরুত্ব নেই সেটা খুবই interesting, adventurous হয়।

এখানেই আপনি ব্রেইন খাটান যে আপনি কি আপনার জীবন টা ছন্নছাড়া, ভবঘুরে হিসেবে চান? নাকি simple, গোছানো, একটু কৌতুহলি আর একটু খুনসুটি ও আবেগে মিশ্রিত টপিং এ এক্সট্রা আইসক্রিম দেয়া মিল্কশেইক এর মত চান?

একটা bitter truth শুনবেন?

বন্ধুবান্ধব সব আজাইরা। এই কদিন আগেও, কোথায় ছিলো তারা?
কদিন আগেও যেমন ছিলো না আর কদিন পরেও তারা থাকবে না, এটাই স্বাভাবিক। সাবারই পরিবার, পারসনাল কাজ থাকে তারা যখন তাতে ব্যাস্ত হয়ে পরবে তখন আপনার পাত্তা আপনি নিজেই পাবেন না।

কিছু আর্ন করলাম তা সাথে সাথেই পার্টি পুর্টি করে উরাইলাম এখন মজাই লাগবে কয়টা দিন পরের কথা ভাবেন। যারা আপনার সাথে এখন সঙ্গ দিবে গিয়ে দেখেন তাদের প্রত্যেকের ক্যারিয়ার ই হয়তোবা গোছানো। তারা এখন যা ই করুক তা তাদের পারসনাল লাইফে ইফেক্ট করবে না কারণ তারা তাদের পরিবারকে ও মেনটেইন করে রাখছে কিন্তু বেলা শেষে আপনি কিন্তু শূণ্য mind it 😑.

কেউ এটাকে পারসনালি নিবেন না এটা শুধুই random though থেকেই লেখ।
প্রায় ঘন্টা খানিক যাবৎ এখানে বসা তো বসে বসে যা মাথায় আসলো তা ই লিখলাম।

01/07/2023

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?

একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।

- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।

- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

30/06/2023

যেখানে দাত দেখিয়ে হাসা যায়....ঢলঢলে জামা পড়ে থাকা যাই ,,,,খাওয়ার পরে থালা চেটে খাওয়া যায় নিশ্চিন্তে ,,,,,যার কাছে গেলে দম চেপে ভুরি লুকাতে হয় না।যার সামনে টুপি পরে টাক ঢাকতে হয় না।যার সামনে ব্যার্থতার গল্প বললে হেরে গেছি মনে হয় না।যার কাছে ফাকা পকেটেও সময়টা অনেক ভালো কেটে যায়।
যেখানে দুচোখ ফুলিয়ে কাদলে দুর্বল লাগে না।আর পারছি না বলেও যার সাথে কেটে যায় বছরের পর বছর। সেটাই প্রেম ,,,,❤️❤️সেটাই ভালোবাসা,,,❤️❤️সেটাই কমফোর্ট জোন ব্যাস।😊😊

20/06/2023

মেয়ে হয়ে জন্ম নেওয়া খুব সহজ,
কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন!🙂🥀

17/06/2023

অনেক আসবে

14/06/2023

i need

Videos (show all)

অনেক আসবে
i need
❤️
❤️
আজ ঘুরে ঘুরে,মন উড়ে উড়েতোকে চাই কাছে বাড়েবার ॥মন দেওয়ানা,করে ছলনা তোকে খুঁজে ফিরি বারেবার ॥তোমাকে চাই,তোমা  কে চাই🤓

Website

Address


Rajshahi Division