জাহাঙ্গীরপুর সরকারি কলেজ ছাত্রলীগ
Nearby government services
National Highway, Nagaon
Dhaka
কেরানীগঞ্জ, ঢাকা
Athagarh, Odisha
Philadelphia
Naugarh 272207
কলেজ রোড, Murshidabad
New York
ছাত্রলীগের মূলনীতি
শিক্ষা, শান্তি, প্রগতি।
এসো নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা তলে।
২০২৪ সালের HSC ও সমমানের সকল পরীক্ষার্থীর প্রতি রইলো দোয়া ও শুভ কামনা।
২০২৪ সালের মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন, বাংলার ছাত্রসমাজের নির্ভরতা-নিশ্চয়তার একমাত্র ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। শিক্ষার্থী সমাজের প্রিয় বন্ধু শেখ হাসিনা প্রণীত শিক্ষানীতির আলোকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, অবৈতনিক শিক্ষা, শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি, আধুনিক কারিকুলাম, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, গবেষণা সহায়ক উচ্চশিক্ষা, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কলেজসমূহের সরকারিকরণ ও এমপিওভুক্তি, বিশেষায়িত জ্ঞানের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উন্নত আবাসন সুবিধা, সেশনজট শূণ্যের কোঠায় নামিয়ে আনা, অস্ত্র-সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত ক্যাম্পাস প্রভৃতি কর্মকাণ্ড দেশের শিক্ষাখাতে গুণগত পরিবর্তন সাধন করেছে।
অতীতে নকল, পরীক্ষা কেন্দ্র দখল, প্রশ্নফাঁস ইত্যাদি শিক্ষার্থীদের জীবনে যে অভিশাপ ডেকে এনেছিলো, বর্তমানে তা দূর করে শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করেছেন দেশরত্ন শেখ হাসিনা। পাশাপাশি যথাসময়ে শিক্ষাজীবন সমাপ্ত করে ঘুষ-দুর্নীতি-স্বজনপ্রীতি-প্রশ্নফাঁসমুক্ত স্বয়ংক্রিয় নিয়োগ কাঠামোর মাধ্যমে মেধার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। একইভাবে, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে সকল উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে চায়, তাদের জন্যও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গঠন করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া এই পরীক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা পরীক্ষার্থী বন্ধুদের পড়াশোনা, পরীক্ষার পরিবেশ, যাতায়াত ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সর্বোচ্চ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলো। একইসাথে, পরীক্ষার্থী বন্ধুরা যেন নির্বিঘ্নে, যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক বিভাগের প্রতি
আহ্বান জানিয়েছিলো।
বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে, বিদ্যানন্দিনী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকের ছাত্রসমাজই আগামীর "স্মার্ট বাংলাদেশ" গড়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন'
বুয়েটের স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের প্রতি কঠোর বার্তা দিলেন সারা বাংলার ছাত্রসমাজের নন্দিত মুখ Hussain Saddam ভাই ❤️
সাপ্তাহিক মিছিল কর্মসূচিতে।
আয়োজনে:বাংলাদেশ ছাত্রলীগ,জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা।
"আমি আমার ভালবাসার কথা বলছি।
আমি কবি এবং কবিতার কথা বলছি।
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
সুপুরুষ ভালবাসার সুকণ্ঠ সংগীত কবিতা,
জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা
রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা।
আমরা কি তাঁর মত কবিতার কথা বলতে পারবো?
আমরা কি তাঁর মত স্বাধীনতার কথা বলতে পারবো?"
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মানবমুক্তির দিশারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
মাইক শব্দটি কানে এলেই আমাদের সবার মনে পড়ে "কল-রেডী" এর কথা। ১৯৪৮ সালে দুই ভাই হরিপদ ঘোষ এবং দয়াল ঘোষ ঢাকার লক্ষ্মীবাজারে ‘লাইট হাউস’ নামের একটি আলোকসজ্জার দোকান চালু করেন যা কালক্রমে হয়ে ওঠে কল-রেডী। লাইট হাউস এ কর্মীরা কর্মকর্তা-কর্মচারীরা সব সময়ই প্রস্তুত থাকতেন, যাতে কেউ মাইকের জন্য ডাকলেই তারা রেডি থাকেন। সেখান থেকেই দয়াল ঘোষ এর নামকরণ করেন কল-রেডী।
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সাথে কল-রেডীর নাম জড়িয়ে আছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সভা-সমাবেশেও কল-রেডির মাইকে বক্তব্য দিয়েছেন নেতারা। ঐতিহাসিক ৭ মার্চ কল-রেডির মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
#জরুরী সতর্কবার্তা:
কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের কাছে উপবৃত্তিসহ বিভিন্ন কারণ দেখিয়ে বিকাশ, নগদ, শিওর ক্যাশ এবং রকেটে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে। শিক্ষার্থীদের এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য বলা হলো।
নিরাপত্তা পরামর্শ:
পিন নম্বর, “সিকিউরিটি কোড” এবং “সিক্রেট কোড” কখনই লিখে রাখবেন না এবং অন্য কাউকে জানতে দিবেন না। বিকাশ/নগদ/রকেট/উপায়/ব্যংক কর্তৃপক্ষ কখনো আপনার পিন নম্বর, সিক্রেট কোড, অথবা সিকিউরিটি কোড জানতে চাইবেন না।
উপবৃত্তির টাকা পেয়েছেন, লটারী জেতা, পুরষ্কার বা প্রতিযোগিতা, এই ধরনের কোনো মেসেজ বা ফোন কল এ সাড়া দিবেন না।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊
যোগ দিন সফল করুন
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
✊🛶
সাপ্তাহিক মিছিল কর্মসূচি
আয়োজনে:
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ ছাত্রলীগ
৭ তারিখ সারাদিন
নৌকা মার্কায় ভোট দিন
জয় বাংলা জিতবে আবার নৌকা
আজ সন্ধা ৭ ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হয়।
উক্ত তফসিল ঘোষনার পরে কেন্দ্রীয় নির্দেশে মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয় হতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ ছাত্র লীগ মহাদেবপুর উপজেলা শাখা কর্তিক আয়োজিত, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক বিশেষ বর্ধিত সভা ও র্যালিতে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরপুর কলেজ শাখার অংশগ্রহণ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই ✊
বাংলাদেশ ছাত্র লীগ মহাদেবপুর উপজেলা শাখা কর্তিক আয়োজিত, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক বিশেষ বর্ধিত সভা ও র্যালি।
বাংলাদেশ ছাত্র লীগ মহাদেবপুর উপজেলা শাখা কর্তিক আয়োজিত, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক বিশেষ বর্ধিত সভা ও র্যালি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচন কেন্দ্রীক নানান আলোচনা সভার লক্ষে মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা আয়োজন করেছে, সভায় সকল নেতৃবৃন্দের উপস্থিতি একান্ত কাম্য।
সকাল ১০ টা
স্থান: দলীয় কার্যালয় মহাদেবপুর
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ ছাত্রলীগ এর সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
যোগ দিন সফল করুন
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊
যোগ দিন সফল করুন
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
✊✊
শুভ জন্মদিন
শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড
সারাবাংলার ছাত্রসমাজের অহংকার,
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাহসী কন্ঠসর,
অনিলবর্ষী বক্তা,মেধায় শাণিত নেতৃত্বের অধিকারী
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতৃত্বের অধিকারী শ্রদ্ধেয়
Hussain Saddam ভাই ❤️
সংগ্রামী সভাপতি,
বাংলাদেশ ছাত্রলীগ,
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ভাই।
হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুন্যের অগ্রযাত্রা রোদ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
আয়োজনে:বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা।
হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুন্যের অগ্রযাত্রা রোদ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
আয়োজনে:বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এর ধারাবাহিকতায় -
মহাদেবপুর সদরে ৬ টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন মাননীয় সংসদ -জনাব ছলিম উদ্দীন তরফদার (সেলিম) ভাই, ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক, ও উপজেলা চেয়ারম্যান জনাব -আহসান হাবিব (ভোদন) ভাই।
দুইটি স্কুল ভবন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ এর ৬তলা ভবন। মধ্যে বাজার দোকান ভবন ও বাজার রাস্তা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Rajshahi Division
Rajshahi Division, 10024
I Popolari di Moncalieri sono la forza politica organizzata di tutti coloro che, nella quinta città
Kuttikada
Rajshahi Division, VARKALA
സമത്വം എന്നൊരു ആശയം മരിക്കുവില്ല ഭൂമിയിൽ നമുക്ക് സ്വപ്നം ഒന്നുതന്നെ അന്നുമിന്നുമെന്നുമേ ലാൽസലാം
Hatay Kırıkhan Ulu Camii Karşisi
Rajshahi Division
YENİDEN REFAH PARTİSİ KIRIKHAN İLÇETEŞKİLATI
Rajshahi Division
Agrupación estudiantil Lic. en Trabajo Social-UNSE Militando para y con lxs estudiantes
Rajshahi Division
political party|PTI imran Khan PTI Pakistan social media| news network and interesting storys
Rajshahi Division
"সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইশা ছাত্র আন্দোলনে যোগ দিন"
Pk. Insaf
Rajshahi Division
اظہارِ عشق سے تو خدا بھی نہ رہ سکا . . . . . . . . . . . تعریفِ حُسنِ محمدﷺ میں سارا قرآن لکھ دیا