Amar Desh USA

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Desh USA, Social Media Agency, Washington D.C., DC.

Photos from bornomalanews24.com's post 01/19/2023
Photos from Amar Desh USA's post 11/19/2022

সিলেট বিভাগীয় গণসমাবেশ
আলিয়া মাদ্রাসা মাঠে মুক্তিকামী মানুষের গণজোয়ার

হঠাও হাসিনা, বাঁচাও দেশ, গর্জে উঠো বাংলাদেশ...

#বাংলাদেশ_জিন্দাবাদ

#সিলেট_বিভাগীয়_সমাবেশ

09/06/2022
08/24/2022

L🇧🇩️✍️আমি সেই জিয়া

তুই চিনিস আমায় , আমি কে ?
আমি সেই জিয়া , ১৯৬৫ সালে ভারতের প্রধান মন্ত্রী
লাল বিহারী শাস্তীর ,পাকিস্তান দখলের স্বপ্নকে ধূলিসাৎ করেছিলাম ।
আমার যুদ্ধ কৌশলেই ভারতের শত ট্যাংক ধ্বংস হয় এক রাতে ।
আমি সেই জিয়া , যার ক্ষেতাব ছিল , হেলালে আল জুরাত ।

তুই চিনিস আমায় , আমি কে ?
আমি সেই জিয়া , ৮ম বেঙ্গল এর সিও জানজুয়াকে
প্রথম গ্রেফতার করে নিজ হাতে হত্যা ও স্বাধীনতার ঘোষনা করি ।
সোয়াত জাহাজ থেকে অস্ত্র না নামিয়ে বিদ্রোহ করি ,উই রিভলট !
আমি সেই জিয়া ,দর্পের সাথে দৃপ্ত কন্ঠে বলি আই রিভল্ট ।

তুই চিনিস আমায় , আমি কে ?
আমি সেই জিয়া , মৃত্যুপন রেখে ৭১ সালে যোদ্ধ করেছিল যে ।
তুই চিনিস আমায় ?
আমি সেই জিয়া , আমিই ৭১ এ পাকিস্তানের সেই সময়ের সেনা। প্রধানে জন জোয়ার্দকে হত্যা করে বলে ছিলাম আমরা স্বাধীন ।
তুই চিনিস আমায় ?
আমিই বলে ছিলাম , আমি বর্তমান রাষ্ট্র পতি জিয়াউর রহমান ।

তুই চিনিস আমায় ?
আমিই পরিবার ছেড়ে যোদ্ধ ময়দানে ছিলাম ।
তুই চিনিস আমায় ?
আমি জিয়াউর রহমানই , ক্ষমতা না নিয়ে মুজিবকে দেশে ঢুকতে দিয়েছিলাম ।
যদি যোদ্ধে আমরা হেরে যেতাম, তোর জয় বাংলা আর গলা দিয়ে বের হতনা ।
মজিব এসে আমায় ফাসি দিত, অখন্ডিত পাকিস্তান প্রেমিক নেতা সেজে ।

তুই চিনিস আমায় , আমি কে ?
আমিই প্রথম অবৈধ প্রধান মন্ত্রীর মেয়ে হাসিনাকে এই বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে ছিলাম ।
তুই আসলে চিনিস , আমি কে ?

তুই চিনিস আমায় ?
আমিই এই দেশে বহু দলীয় গনতন্ত্রের অধিকার দিয়ে ছিলাম ।
তুই চিনিস আমায় ?
আমিই এই দেশে খাল খননন কর্ম সূচি গড়ে ছিলাম ।

তুই চিনিস আমায়, আমি জিয়াউর রহমান কে ?
আমিই এই দেশে নতুন কুড়ি শিশুদের জন্য করেছিলাম ।
তুই চিনিস আমায় , আমি কে ?
আমিই সার্কের প্রতিষ্ঠাতা এ প্রথম উদ্যোগক্তা ।

তুই চিনিস আমায় , আমি কে ?
আমিই এই দেশকে বিশ্বে পরিচিতি করতে মুসলীম বিশ্বে নীম চাড়া নিয়ে গিয়ে ছিলাম ।
আমি সেই জিয়া , আত্বীয়তার মায়ায় জড়াই নি ।

তুই চিনিস আমায় , আমি কে ?
আমিই ইরাক ইরান যোদ্ধ থামাতে গিয়েছিলাম ।
তুই চিনিস আমায় , আমিই তিস্তার পানির পাওয়ার ন্যায্য দাবী তুলে ছিলাম ।

তুই চিনিস আমায় , জীবনে কখনো মাথা নত করে দেশ বিক্রি করিনি !!
তুই চিনিস আমায় ? আমিই কখন অন্যায়কে প্রশ্রয় দেইনি।

08/07/2022

স্ত্রীঃ মুদ্রাস্ফীতি কি গো?
স্বামীঃ বিয়ের সময় তোমার বয়স ছিল ২২ বছর,ওজন ছিল ৪৮ কেজি,কোমর ছিল ২৮ ইঞ্চি। কিন্তু বর্তমানে তোমার বয়স ৩৫ বছর,ওজন ৯১ কেজি,কোমর ৪৪ ইঞ্চি।
🫣🫣😂বর্তমানে তোমার ব্যালেন্স বেড়েছ,কিন্তু ভ্যালু আগের চেয়ে অনেক কম,😂🤣
প্রকৃত পক্ষে এটাই হলো মুদ্রাস্ফীতি।
🤣😂😂

07/31/2022

দোষটা কিন্তু হবে হিরো আলমের তাইনা?

সজীব ওয়াজেদ জয়; এই ফটকা অটিস্টিক পোলাডা বিশ্বের একমাত্র বিজ্ঞানী, যার কোনো আবিষ্কার নাই! অথচ প্রতি মাসে যুক্তরাষ্ট্রে বসে দেশ থেকে ৩ কোটি টাকা বেতন নেন।

অবশ্য ওনার আবিষ্কার নাই বললে ভুল হবে কেননা ‘গুগল’র আগে তিনি “জয়গুল” নামে একটা সার্চ ইঞ্জিন আবিষ্কার করেছিলেন যা কিনা মার্ খেয়ে যায়। ওনার মা বাংলাদেশে সকলের হাতে ফ্রি মোবাইল ফোন দিয়েছিলেন। তার নানা ৭৫এর আগস্টে চিৎপটাং হওয়ার আগে ইন্টারনেটের ফোর জি কিংবা ফাইভ জির স্বপ্ন দেখেছিলেন যখন ইন্টারনেট কি জিনিস পৃথিবীর মানুষ জানতোনা!

এদেরকে যদি একমাত্র ফটকা পরিবার আখ্যা দিয়ে হিরো আলম কোন গান গায় দোষটা কিন্তু হবে হিরো আলমের ! তাইনা?

07/20/2022

হাসান সারওয়ার্দী বলছেন,একজন শীর্ষ সন্ত্রাসী (যোসেফ) আজকে মার্কেট করতে যায় সেনাবাহিনীর অফিসারদের নিরাপত্তা প্রটেকশন নিয়ে। আমার খুব জানতে ইচ্ছে করে,এই কাজটি যেসকল আর্মি অফিসাররা করছেন,উনাদের বিবেকে এসব কাজ বাঁধা দেয় না?
শেখ হাসিনা সুনিপুণ ভাবে বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর ধংস করে দিয়েছে।
এই দেশের বিচার বিভাগ, সেনাবাহিনী আজ তার তল্পিবাহক হিসাবে কাজ করে।ভারতের তল্পিবাহক হিসাবে কাজ করে।
গত বারো বছর আমি যে কথা বলে এসেছি, তা এখন হাসান সারওয়ার্দী বলছেন। কিন্তু উনি যখন আর্মীতে চাকুরী করতেন তখন উনার চোখের সামনে দেশের স্বাধীনতা এবং গনতন্ত্র লুট হয়ে গেছে। উনারা তখন সেসকল কাজের বিরোধিতা না করে এই অনাচারে সমর্থন দিয়েছেন।
যার ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশের পতাকা ছাড়া স্বাধীনতার আর কিছুই অবশিষ্ট নাই।

___ বাংলাদেশের কন্ঠস্বর সাংবাদিক মাহমুদুর রহমান।

07/04/2022

কি অদ্ভুত আমাদের দেশের বিচার!.....
জয় বাংলা,
আগে বাড়ো!

07/01/2022

একটা সেতুকে জাতীয় উদযাপনের বিষয়ে পরিণত করে এখন সেতুর উপর মানুষদের কাণ্ড কারখানা দেখে অনেকেই দেখি বুঝতে শুরু করছেন কেন সেতু-ফ্লাইওভার বানানোর আগে সুশিক্ষায় বিনিয়োগ করা দরকার।

আপনারা যেইটা আজকে বুঝতেছেন, বেগম খালেদা জিয়া সেইটা বুঝছিলেন ১৯৯১ সালেই।

এই জন্য ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচী চালু করেন। ১৯৯১ সালে বেগম জিয়া যখন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন দেশের স্কুলগুলোতে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ছিল ৫৫ঃ৪৫, তিনি যখন ১৯৯৬ সালে মেয়াদ শেষ করেন তখন এই অনুপাত দাঁড়ায় ৫২ঃ৪৮। এছাড়া ১৯৯০ সালে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর তালিকাভুক্তির সংখ্যা ছিল ১২০ লক্ষের মত, যার মধ্যে প্রায় ৫৪ লক্ষ ছিল ছাত্রী। ১৯৯৬ সালে মোট তালিকাভুক্তি বেড়ে হয় ১৭৬ লক্ষের মত যার মধ্যে প্রায় ৮৪ লক্ষ ছিল ছাত্রী। অর্থাৎ পাঁচ বছরে প্রাথমিক পর্যায়ে ছাত্রীদের তালিকাভুক্তি বাড়ে প্রায় ৩০ লক্ষ।

১৯৯৩ সালের অক্টোবর মাসে দি নিউ ইয়র্ক টাইমস বেগম জিয়ার উদ্যোগ সম্পর্কে লিখেছিল, ‘Now as Prime Minister, Mrs. Zia -- in contrast with Benazir Bhutto when she first became Prime Minister of Pakistan -- is aggressively promoting education and vocational training, especially of girls.’

এরপর শেখ হাসিনা আসার পর পরীক্ষায় নকল যখন সব মাত্রা ছাড়ায়ে গেছিল, তখন বেগম খালেদা জিয়াই নকল বন্ধ করাকে এক নম্বর প্রায়োরিটি হিসেবে নিয়ে প্রথম বছরেই নকল বন্ধ করছিলেন।

তার সময়ে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র পাড়ার ফটোকপির দোকানে পাওয়া যাইত না। শিক্ষামন্ত্রীদের এপিএসরা মন্ত্রীদের মদদে সেই যুগে কোটি টাকা কামায়ে আমেরিকায় বাড়ি কিনতে পারতো না।

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের 06/30/2022

এমন সংবাদ এর অপেক্ষা করতে ছিলাম 😂🤣

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের আজ ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ

06/27/2022

পদ্মা সেতুর উদ্বোধন কালে সাধারণ মানুষের বিষয় উল্লাস ভেবে এবং সাধারণ মানুষের প্রতি সম্মান জানিয়ে বিএনপি হরতাল ডাকে নি, এই জন্য বিএনপি কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি!...
গর্বিত এই দলের একজন সদস্য হয়ে!...
উল্লেখ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন যমুনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন, সেদিন আওয়ামীলীগ হরতাল ডেকেছিল, যেদিন চট্টগ্রামে কর্নফুলী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, সেদিন ও আওয়ামীলীগ হরতাল ডেকেছিল।
এটাই আওয়ামিলীগের চরিত্র ।

06/26/2022

২৭শে ডিসেম্বর ১৯৭৭ সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে ১০ কোটি টাকা ব্যায়ে শীতলক্ষ্যা নদীর উপরে নির্মিত শীতলক্ষ্যা সেতু ( বর্তমান কাঁচপুর সেতু) উদ্বোধন করেন।

সেতুর বয়স বর্তমানে ৪৫ বছর।
আগামীকাল নাট-বল্টু খুলে দেখার চেষ্টা করবেন আওয়ামিলীগ সমর্থকেরা।দেইখেন তো খালি হাতে শীতলক্ষ্যা ব্রীজের নাট-বল্টু খোলা যায় কিনা?

আজকে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে যাচ্ছে ভিডিও করা ছেলেটি এরেস্ট হবে সকালেই ধারণা করেছিলাম।
আওয়ামীলীগ নিজেদের লুটপাট এবং দূর্নীতি কেউ আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে এটা সহ্য করতে পারে না।

আগে পত্রিকা গুলোর,সাংবাদিকদের দায়িত্ব ছিলো লুটপাট এবং দূর্নীতি গুলো মানুষের সামনে তুলে ধরা।
বর্তমানে এসব সাংবাদিকদের কাজ হচ্ছে লুটপাট এবং দূর্নীতি আড়াল করে,যারা লুটপাট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের ভিলেন হিসাবে উপস্থাপন করা।

এই সাংবাদিকদের এখন একটাই পরিচয়। এরা অবৈধ ক্ষমতাসীনদের ক্ষমতার পাহারাদার হিসাবে নিযুক্ত 'কুত্তা'।

06/26/2022

কেবল পদ্মাসেতু নয়, মাওয়া দিয়ে ঢাকা থেকে খুলনা অবধি সড়ক পথের কাজের শুভ সূচণা করেছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বীর উত্তম।
দিনটি ছিল ১৪ মার্চ ১৯৭৮ সন। যুদ্ধাহত একটি স্বাধীন দেশকে সমৃদ্ধ ও স্বাবলম্বী করার স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বপ্ন দেখেছিলেন ঢাকা থেকে খুলনার সড়ক নির্মানের। তাই সেদিন তিনি উদ্বোধন করেছিলেন ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া অংশের কাজ। পরে বিএনপি সরকারের আমলে ২০০৪ সালে ঐপথেই মাওয়া-জাজিরা দিয়ে পদ্মাসেতুর চুড়ান্ত অনুমোদন করেন বাংলাদেশের জনপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারিখ ১০ই মার্চ ২০০৪। সেই সেতু আজ নির্মিত হয়েছে তিন গুণ খরচে এদেশের টাকায়।
ইতিহাস বিকৃত করা গেলেও একেবারে মুছে ফেলা যায় না।

Photos from Amar Desh USA's post 06/22/2022

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বাংলাদেশে গনতন্ত্র পুরুদ্ধারের দাবিতে যুক্তরাষ্ট্রের State Department ( পররাষ্ট্র মন্তরনালয়) এর সামনে Concern Citizens of Bangladeshi American এর বিক্ষোভ !

Photos from Amar Desh USA's post 06/22/2022

পার্থক্য এখানেই!
দুইজন ই বাংলাদেশের প্রধানমন্ত্রী 👈

একজন জনগণের মাথার উপরে
আরেকজন জনগণের পাশে!

06/21/2022

সিলেট বিভাগ যখন বন্যায় ভাসছিলো, ৫০ লক্ষ মানুষ যখন খাবার এবং সুপেয় পানির অভাবে হাহাকার করছিলো, তখন বরিশালে 'জয়বাংলা কনসার্ট' এর নাচ-গান হচ্ছিলো। দরবেশ বাবা চার্টার্ড বিমানে সেখানে গিয়ে পদ্মা সেতু নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছে, কনসার্টে নাচ-গানের জন্য কেবলমাত্র ভারতীয় শিল্পী মিমি চক্রবর্তীকেই দেয়া হয়েছে ৩ কোটি টাকা! অন্যদিকে সিলেটের ৫০ লক্ষ বানভাসী মানুষের জন্য বরাদ্দ মাত্র ৩০ লাখ টাকা। প্রশ্ন হচ্ছে- সিলেটের বানভাসী মানুষ মিমি চক্রবর্তীর পায়ের কয়টা আঙ্গুলের সমান?

আসুন উন্নয়ন এর গল্প শুনাই!😞😳

06/20/2022

আর কতোদিন চলবে এ ফাজলামো ঠাট্টা তামাশা মশকরা?====

সুন্দরবনে বাঘ গননা করার জন্য প্রকল্প ব্যয় ধরা হয় ৬৬ কোটি টাকা।

৫ লাখ শিশুকে সাতার শিখানোর জন্য প্রকল্প ব্যয় ২৭১+ কোটি টাকা।

আর সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩০ লাখ!!! 😰

06/20/2022

বাংলাদেশ ব্যাংকের ৪ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট!
আসুন একটু রাজনীতি দেখিঃ এবং শিখি!......

06/20/2022

১৯৯১ সালের ২৯শে এপ্রিল বাংলাদেশে দক্ষিণপূর্ব চট্টগ্রামের উপকূলীয় উপকূলীয় অঞ্চল ও কক্সবাজার জেলায় প্রায় ২৫০কিমি/ঘণ্টা বেগে আঘাত করে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ফলে ৬মিটার (২০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং এর ফলে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয় এবং প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়।

ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়া তখন বৃদ্ধা, যুবক,আবাল-বনিতাসহ বেশিরভাগ মানুষের সাথে কথা বলেছিলেন। ছোট বাচ্ছাদের বুকে জড়িযে নিয়েছিলেন,মানুষের বুকফাটা কান্না শুনছিলেন ততৎকালীন প্রধানমন্ত্রী।

আজকের প্রধানমন্ত্রী গণভবন থেকে শেষ কবে বের হয়েছিল?

06/20/2022

কে বলে হিন্দুস্তান আমাদের প্রতিদান দেয় নাহ!..
এই যে ফারাক্কা বাধ খুলে দিয়ে বাংলাদেশ কে ডুবিয়ে দিয়েছে, খুশি তো 😳

06/20/2022

সিলেটে বন্যা vs পদ্মা সেতু ! যা বলছে ভিপি নুর !

06/19/2022

ভাত দে হারামজাদা,
না হলে পদ্মাসেতু খাবো!

06/19/2022

গণমানুষের সংগঠন বিএনপি-

সিলেটে দিনভর বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার, খাদ্য সামগ্রী বিতরণ করে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

#বিএনপি

Photos from Amar Desh USA's post 06/18/2022

হে তরুন প্রজন্ম, আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন.. যিনি জনগণের বিপদে জনগণের কাছে ছুটে যেতেন বলেই, জনগণ উনার নাম রেখেছেন "দেশনেত্রী"!!

দূর্ভাগা এই প্রজম্মের...
এরা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কতখানি জনগণের নেত্রী হয়ে উঠতে পারে এই দূর্লভ ঘটনা দেখতে পারলো না...

বিঃদ্রঃ দিদির একটা ত্রান দেওয়ার পিক দেখতে মন চায়..

06/18/2022

মুজিববর্ষ উপলক্ষে আতশবাজি ফাটানো হয়েছে শত কোটি টাকার।

মুজিববর্ষ উপলক্ষে অর্ধশত কোটি টাকা খরচ করে ভারতীয় শিল্পিদের উড়িয়ে এনে কনসার্ট করানো হয়েছে।

এক 'মুজিব' সিনেমার বাজেট শত কোটি টাকা।

এই দেশেই সাতার প্রশিক্ষণের জন্য সরকারি বরাদ্দ ২৭১ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।
এবং ১৬ জন সরকারি কর্মকর্তার সাতার প্রশিক্ষণের জন্য বিদেশ সফরের খরচ ৫০ কোটি টাকা।

পুরাতন খবর তো ভুলে যান, তাই তরতাজা উদাহরণ দেয়া উচিৎ ;
-আজকের পত্রিকার নিউজ, "বিচারালয়" নামের এক সিনেমার জন্য সরকারি অনুদান ৬৫ লাখ টাকা।

আপনার এবার জানতে ইচ্ছে করছে না, সিলেট এবং সুনামগঞ্জের বন্যা কবলিত অসহায় মানুষের জন্য সরকার কি বরাদ্দ দিয়েছে?
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বরাত দিয়ে পত্রিকা নিউজ করেছে;

৫০ লক্ষ পানি বন্দি মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ ২০০ টন চাউল আর ৩০ লক্ষ টাকা।

গত ১৫ বছর আতশবাজি, কনসার্ট, সিনেমা,বিদেশে প্রশিক্ষণ সহ সকল কিছুর বাজেট এবং দাম বেড়েছে।
দাম কমেছে স্রেফ মানুষের।।

06/18/2022

Respected Leader's,
আসসালামু আলাইকুম।
“ Concern Citizens of Bangladeshi Americans “ ব্যানারে আগামী ২১ জুন ২০২২ রোজ মংগলবার দুপুর ১২:০০ টায় ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড বিএনপি (যুক্তরাষ্ট্র) উদ্দোগে দেশনেএী বেগম খালেদা জিয়া কে উন্নত চিকিৎসা সেবার জন্য বিদেশে পাঠানো এবং বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্হিতি ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে Department of State, USA এর সামনে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।
পর্যাপ্ত বেনার তৈরী করা হয়েছে। কাউকে কোন ধরনের বেনার না নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা গেল।
এ ব্যাপারে কোন কিছু জানা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
জনাব জহির খান আহ্বায়ক ভার্জিনিয়া বিএনপি (+1 917 362-0905);
জনাব তোফায়েল আহমেদ সদস্য সচিব ভার্জিনিয়া বিএনপি ( +1 703 944-7766).
নেতৃত্ব প্রত্যাশী সকল নেতৃবৃন্দ কে নিজ নিজ উদ্দোগে নেতাকর্মীদৈর নিয়ে মানব বন্ধনে উপস্হিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

শুভেচ্ছান্তে
!
আনোয়ার হোসেন খোকন
রাশিয়া, আফ্রিকা এবং উওর-দক্ষিন আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক এবং
সহ আন্তর্জাতিক সম্পাদক
জাতীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
Phone: +447896639828
Email: anowarhkhokan@gmail. Com
Facebook: Anowar h Kokhon

প্রচারে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্রhttps://www.facebook.com/বাংলাদেশ-জাতীয়তাবাদী-দল-জর্জিয়া-যুক্তরাষ্ট্র-109994154156678/
এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জর্জিয়া যুক্তরাষ্ট্রhttps://www.facebook.com/profile.php?id=100067187889387

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র Personal blog

06/17/2022

সিলেটে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর স্ট্যাটাস,

‘শেষ রক্ষা হলো না’

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহতে রূপ নিচ্ছে। ইতিমধ্যেই তলিয়ে গেছে সিলেটের বরইকান্দি ৩৩ কেভি সাবস্টেশন ও কন্ট্রোল রুম। বিষয়টি গ্রাহকদের জানিয়ে দুঃখ প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের। সেখানে তিনি কয়েকটা ছবি সংযুক্ত করে লিখেছেন, শেষ রক্ষা হলোনা। আবারও তলিয়ে গেল BOROIKANDI 33KV SUBSTATION & Control room. সম্মানিত গ্রাহকগনের জন্য দুঃখ প্রকাশ করছি।

মাস খানেক আগের বন্যায়ও বিদ্যুতের এই সাবস্টেশনটি পানিতে তলিয়ে সরবরাহে বিঘ্ন ঘটে সপ্তাহ দু’য়েক। এছাড়া নগরের উপশহরেও বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে যাওয়ায় বন্ধ করা হয়েছিল ডিভিশন-২ এর বিদ্যুৎ সরবরাহ।

- সংগৃহিত।

06/17/2022

"ভারতের অপর নাম ইংরেজিতে কেন..?
---------------------------------------------------------------
১. আমেরিকাকে ইংরেজিতে America বলে।
২. জাপানকেও ইংরেজিতে Japan ই বলে।
৩. ভুটানকেও ইংরেজিতে Bhutan ই বলে।
৪. শ্রীলংকাকেও ইংরেজিতে Sri Lanka ই বলে।
৫. বাংলাদেশকেও ইংরেজিতে Bangladesh ই বলে।
৬. নেপালকেও ইংরেজিতে Nepal ই বলে।
শুধু তা'ই নয়, প্রতিবেশী দেশ
৭. পাকিস্তানকেও
ইংরেজিতে Pakistan বলে।
তবে একমাত্র ভারতকেই ইংরেজিতে India বলা হয়
কেন??
India শব্দটা কোথা থেকে এসেছে ৯৯% মানুষেরই তা অজানা রয়েছে।
Oxford Dictionary এর ভাষ্যানুযায়ী.....
INDIA এর মিনিং নিম্নরূপ দেওয়া হল:
I, ইসলাম।
N, নে।
D, দি।
I, ইস মূলক কো।
A, আজাদী।
অর্থাৎ "ইসলাম নে দি ইস মুলক কো আজাদী"
(ইসলামই এই দেশকে স্বাধীনতা দিয়েছে।)
এই হলো India এর মিনিং।
ইতিহাস সাক্ষী মুসলমানরাই ইন্ডিয়া স্বাধীন করেছে। হিন্দুরা তো ইংরেজদের গোয়েন্দাগিরী এবং চামচামি ইংরেজদের গোলামী করেই সময় পার করেছে।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Washington D.C.?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সিলেটে বন্যা vs পদ্মা সেতু !  যা বলছে ভিপি নুর !
ভারত দুতাবাস ঘেরাওয়ে  হটাৎ ছুটলেন বিশ্বনবীর প্রেমিকেরা পুলিশের মুখে পাওয়ারফুল  শোডাউন!..
পদ্মা ব্রিজ নাকি গোল্ডেন ব্রিজ ! সংসদে রুমিন ফারহানার বক্তব্যে ফখরুলের প্রশংসা
চাচার সাহস দেখে অবাক ❗️ ঝড় তুললো বিএনপির মঞ্চে ❗️
পুলিশ ভ্যানেই ইশরাকের গর্জন!❗️সাব্বাস বীর পুরুষ
আল রাশেদ প্রধান, সহ সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আমার দেশ নিয়ে কথা বলেছেন -#আমার_দেশ
ড. রেজা কিবরিয়া, আহ্বায়ক,  গনঅধিকার পরিষদ - বলছেন আমার দেশ নিয়ে ।!.আমরা আসছি ইনশাআল্লাহ!...#আমার_দেশ
“যতবার হত্যা কর ততবার নেবো জন্ম আমার মাটি আমার দেশ লড়ব আজন্ম”

Telephone

Website

Address


Washington D.C., DC
20004

Other Social Media Agencies in Washington D.C. (show all)
Vivvix/CMAG Vivvix/CMAG
Washington D.C., 20036

Providing non-partisan political ad intelligence since 1996.

Margarito Gorley Margarito Gorley
110 Seaton Place Northwest
Washington D.C., 20001

Pumpkin  Sabrina  Perez Pumpkin Sabrina Perez
Washington D.C.

ji

Helga's world Helga's world
Washington D.C.

Stop by, subscribe and ask me questions, it's welcome.

Frog man Frog man
Washington D.C., 20005

Manul2 Manul2
Sa
Washington D.C., 49000

sada

Megamall Megamall
Washington D.C.

Patriot Day ver7 Patriot Day ver7
Washington D. C.
Washington D.C., 98101

Even the smallest act of service, the simplest act of kindness, is a way to honor those we lost, a w

Age of Bulls Age of Bulls
Ewref
Washington D.C., 23451

Rimma's place Rimma's place
Washington D.C.

Subscribe and feel at home. Every kind person is welcome here.

365 days healthy 365 days healthy
Washington D.C.

✅Join 90 days of weight loss for ❗️FREE❗️ here.🍅🥑👇https://www.911forfamily.com/blog/

Stkyr Stkyr
Washington D.C., 20006

Stkyr (pronounced Sticker) is a Support Builder. Digital Stickers that Deliver Friend 2 Friend or Peer 2 Peer Support are shared. A digital tool to Supercharge your Support Buildin...