মিজান Mizan
আসুন সকলে ইসলামের জন্য কাজ করি
এক জন মানুষের সাথে কতজন ফেরেশতা থাকে?
"মানুষের ডানে ও বামে দু’জন ফেরেশতা মানুষের আমল লিখবার জন্যে নিযুক্ত রয়েছেন।
- ডান দিকের ফেরেশতা পূণ্য লিখেন এবং
- বাম দিকের ফেরেশতা পাপ লিখেন।
অনুরূপভাবে তার সামনে ও পেছনে দু’জন ফেরেশতা রয়েছেন যারা তার রক্ষণাবেক্ষণ করে থাকেন।
সুতরাং প্রত্যেক মানুষ চারজন (৪ জন) ফেরেশতার মধ্যে অবস্থান করে।
- দু’জন আমল লেখক ডানে ও বামে এবং
- দু’জন রক্ষণাবেক্ষণকারী সামনে ও পেছনে।"
[সূত্র - সূরাহ আর রাদ এর ১১ নং আয়াতের তাফসীর, তাফসীরে ইবনে কাসীর]
বৃষ্টির জন্যে ইসতিসকার নামায আদায়কালে দুই হাত তুলে দুয়া করা।
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, নবী করীম (সা:) এর খিদমতে কিছু লোক বৃষ্টি না হওয়ার কারণে ক্রন্দনরত অবস্থায় আগমন করে (বৃষ্টির জন্য দোয়া করতে বলে)।
তখন তিনি এই দোয়া করেনঃ “হে আল্লাহ্! আমাদের জন্য এমন বৃষ্টি বর্ষণ করুন যা আমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হয়, ফলমূল ও ফসলাদি উৎপাদনে সহায়ক হয়, যা আমাদের জন্য অপকারী না হয়ে উপকারী হয় এবং তা বিলম্বের পরিবর্তে অবিলম্বে দান করুন”।
রাবী বলেন এই দুয়ার সাথে সাথেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়।
(আবূ দাউদ ১১৬৯)
Assalamualaik 💕
Eid Mubarak 🌙
একদিন সওম (রোযা) পালন জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব সৃষ্টি করে!
মাত্র ১টি সওম (রোযা) পালনের কারণে যদি জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব তৈরী হয় তাহলে চিন্তা করুন সওমের কত গুরুত্ব রয়েছে আল্লাহ তায়ালার নিকট।
শুধুমাত্র ১টি সওমের যদি এই প্রতিদান হয় তাহলে যারা অনেক বছর ধরে অনেকগুলো সওম রাখছেন তাদের প্রতিদান আরও কত বেশী সেটি সহজেই বুঝা যায়।
একটি নফল সওমের যদি এই গুরুত্ব হয় তাহলে ফরজ সওমের কত গুরুত্ব হতে পারে আল্লাহ তায়ালার কাছে! একটু ভেবে দেখুন তো।
হে রহমানুর রহীম আল্লাহ,
আপনার রহমতের উসিলায় আমাদের সকল মুসলিমকে জাহান্নাম থেকে নিরাপদ রাখুন। আমাদের সওমগুলো গ্রহন করে নিন। আ-মী-ন।
রাসুলুল্লাহ (সা;) বলেন:
مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ زَحْزَحَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ بِذَلِكَ الْيَوْمِ سَبْعِينَ خَرِيفًا
"যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সওম (রোযা) পালন করবে আল্লাহ তা'আলা সেই একদিনের সওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরে সরিয়ে রাখবেন।"
[সূনান আন নাসাঈ, অধ্যায় : সওম (রোযা),]
অন্য হাদীসে রাসূল (সা:) বলেন:
مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ بَاعَدَ اللَّهُ وَجْهَهُ مِنْ جَهَنَّمَ سَبْعِينَ عَامًا
"যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সওম (রোযা) পালন করবে আল্লাহ তা'আলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর(৭০) বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।"
[সূনান আন নাসাঈ, অধ্যায় : সওম (রোযা),]
আসুম আমরা পরিপূর্ণ ভাবে সওম (রোজা) পালন করি।
নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে চান!
তাহলে নিচের হাদীস টি পড়ুন এবং সেই অনুযায়ী আমল করুন,
আবূ ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
‘‘হে লোক সকল! তোমরা সালাম প্রচার কর,(ক্ষুধার্তকে) অন্নদান কর,আত্মীয়তার বন্ধন অটুট রাখ এবং লোকে যখন (রাতে) ঘুমিয়ে থাকে, তখন তোমরা নামায পড়।"
তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে।’’
(তিরমিযী)
আসুন আমরা হাদিসের উপর আমল করি..
তাহলেই নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে বারবো।
ইনশাআল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Al Rigga
Dubai
Dubai
I am Alex Borg and I am a virtual youtube AI. my goal is to present information, tutorials on science and technology, especially in the field of computer science. I may comment on ...
Dubai
BrightLive Media is all about entertainment, comedy, music, news, sales promotions