Priyo Foodies - প্রিয় ফুডিস

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priyo Foodies - প্রিয় ফুডিস, Health Food Shop, Bti Premier Plaza Shopping Mall, Badda.

09/04/2024

দীর্ঘ বিরতির পর এবার কিন্তু সেরাটাই খাওয়াবো 😋😋

01/11/2023

Sold Out ❌

তুরস্ক থেকে ইমপোর্টেড বেস্ট কোয়ালিটির এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পাবেন দেশ সেরা প্রাইসে।
মাত্র ৮ পিস এভেইলেবল❗

24/10/2023

তালমিছরিঃ
তালের রস জ্বাল দিয়ে যেমন গুড় হয়, তেমনি বিশেষ পদ্ধতিতে এর গাদ বা ময়লা ফেলে দিয়ে স্বচ্ছ স্ফটিকের মতো তালমিছরি তৈরি করা হয়। সর্দি-কাশি সারাতে তালমিছরি উপকারী। বাচ্চাদের সর্দি কাশিতে ও তালমিছরি অনেক উপকারী।
তালমিছরি প্রাকৃতিকভাবে তৈরি মিষ্টি। এতে খুব কম পরিমান গ্লাইসেমিক ইনডেক্স(জিআই) থাকায় রক্তের সুগারের উপর অনেক কম প্রভাব পড়ে।

• ডায়েবেটিস সমস্যায় যাদের চিনি খাওয়া সমস্যা আছে তারা তালের পাটালি বা তালমিছরি খেতে পারে।
• এছাড়া তালমিছরি খেলে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করার মাধ্যমে লিভারকে পরিষ্কার করে এবং কফের উপসর্গের তীব্রতা কমে।

প্রতি কেজি ৩৫০ টাকা
অর্ডার করতে নাম,ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্সে দিন।

~ বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় ~

24/10/2023

তুরস্ক থেকে ইমপোর্টেড বেস্ট কোয়ালিটির এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পাবেন দেশ সেরা প্রাইসে।
মাত্র ৮ পিস এভেইলেবল❗

21/09/2023
20/10/2022

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে- বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের ২৬% পরিবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে গিয়ে তাঁদের মোট উপার্জনের ৪০% খরচ করতে বাধ্য হচ্ছে। এ ধরনের ব্যয়ের সবচেয়ে বড় অংশ ৫০% ব্যয় হচ্ছে ক্যান্সার চিকিৎসায়, কলিজার সমস্যায় ভূগছেন ৪৯.২০% আর পক্ষাঘাতে আক্রান্ত ৪০.৬% মানুষ।

অন্য এক জরিপে বলা হচ্ছে- ভুলভাল জীবনাচার আর উল্টাপাল্টা খাদ্যাভ্যাসের কারণে বাংলাদেশের এখন প্রতি তিনজনে একজনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম অঞ্চলের অবস্থা আরো ভয়াবহ- কালাভুনা আর বিষ মেশানো শুটকির কুপ্রভাবে প্রতি দুইজনে একজনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা!

এই বিপুল সংখ্যক রোগীকে সামাল দিতে একের পর এক হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার গড়ে উঠছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও বসে নেই, তারা রোগাক্রান্ত হলে চিকিৎসা সেবা গ্রহণের জন্য নানাবিধ প্যাকেজ নিয়ে হাজির! মানুষজনও সেখানে পলিসি খুলে ভবিষ্যতের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রয়াস চালাচ্ছেন। কিন্তু কেউ একটিবারের জন্যও বলছে না- কেন এই রোগগুলো ভয়াবহ রূপ ধারণ করেছে?!?

একটিবার রোগ হয়ে গেলে সেটি নিয়ে জমজমাট ব্যবসা চলবে, কিন্তু রোগ পুরোপুরি ভালো হবে না। সুতরাং যার যার মুখের লাগাম টেনে ধরুন, নচেৎ বাঁচার কোনো আশা নেই!

© Rajib Ahmed

18/10/2022

আসসালামু আলাইকুম।

বিগত বেশ কিছুদিন ধরে আমরা আমাদের কার্যক্রম বন্ধ রেখেছি।
যার জন্য কারো ফোন বা ম্যাসেজের রিপ্লাই দিতে পারিনি।

কার্যক্রম বন্ধ রাখার মূল কারণ আমরা আমাদের সার্ভিস কে আরো উন্নত করতে চাচ্ছি। পাশাপাশি যে পণ্যই সরবারহ করবো তা যেনো সেরা মানের হয় এবং ন্যায্য মূল্যের হয়।

আমরা ব্যবসা শুধুমাত্র লাভের আশায় করিনা। সেরা মান নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে শুরু করেছিলাম আমাদের কার্যক্রম। এবং সবার ভালোবাসায় আমরা বড় পরিবারে উন্নিত হয়েছি আলহামদুলিল্লাহ।

📌 ঘোষণাঃ ১ ই নভেম্বর ২০২২ থেকে আমাদের কার্যক্রম আবারো শুরু হবে ইনশাআল্লাহ। কাস্টমার কেয়ার সার্ভিস ২৮ ই অক্টোবর থেকে পুরোদমে শুরু হবে ইনশাআল্লাহ।

এবার পণ্যের কোয়ান্টিটির উপর ফোকাস না করে শুধুমাত্র কোয়ালিটির উপর ফোকাস করছি।
ন্যায্য দামে খুব কম পণ্য সরবারহ করবো কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করা হবেনা ইনশাআল্লাহ।

© Team Priyo Foodies

06/06/2022

আজ (৭/০৬/২০২২) থেকে প্রিমিয়াম গ্রেডের গার্ডেন ফ্রেশ হিমসাগর আমের নতুন দামঃ

ঢাকা সিটিতেঃ-
★ সকল খরচ সহ কুরিয়ার ডেলিভারি ৯৮ টাকা প্রতি কেজি
★ সকল খরচ সহ হোম ডেলিভারি ১০৮ টাকা প্রতি কেজি

ঢাকা সিটির বাহিরেঃ-
★ সকল খরচ সহ কুরিয়ার ডেলিভারি ১০৪ টাকা প্রতি কেজি

হোম ডেলিভারিতে এবং সদাগর কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি নিলে Cash on Delivery সম্ভব। অন্যথায় এডভান্স পে করতে হবে।

[ বাজারদর অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় আমরা নিরুপায় হয়ে দাম বাড়িয়েছি। তবুও এই দাম কোয়ালিটি হিসেবে অতি নগন্য। ]

05/06/2022

টাকা দিয়ে হিমসাগর আমের পরিবর্তে অন্য আম খাচ্ছেননা তো???

বাজারদর এখন অত্যাধিক বেশি। বর্তমানের দামে আজ পর্যন্ত অর্ডার নিবো। সেইম কোয়ালিটির আম ১১০+ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সব খরচ ছাড়া।
আর আমরা দিচ্ছিঃ

Inside Dhaka city:
* Courier Delivery : 85tk per kg ( All charge included)
* Home delivery: 95 tk per kg ( all charge included)

Outside Dhaka:
* Courier Delivery: 90 tk per kg ( All charge included)

এই দাম ৫ই জুন রাত ১১ঃ৫৯ পর্যন্ত থাকবে।
তাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন

03/06/2022

🥭 প্রিমিয়াম গ্রেডের গার্ডেন ফ্রেশ হিমসাগরঃ
~ ডেলিভারি চার্জ ফ্রি ~
~ শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি এভেইলেবল ~
~ কোনো হিডেন চার্জ নেই ~

🔶 সিজনের প্রথম প্রিমিয়াম আম গোপালভোগ।
যার ফ্লেভারই একে অনন্য করেছে। ২য় যে আমটি পরিপক্ক হয় তা দেশসেরা, নাম হিমসাগর। জিআই খেতাবপ্রাপ্ত এই আমের জন্য সবাই মুখিয়ে থাকে।

🔶 অনেক চটকদার বিজ্ঞাপনের ভিড়ে আমরা আপনাকে সোজাসাপটা দাম জানিয়ে দেই। ভালো লাগলে নিবেন তাতো বটেই কিন্তু একবার নিয়ে নিলে যে আমাদের থেকেই সবসময় নিবেন তার গ্যারান্টি দিতে পারি, কারণ আমরা কোয়ালিটির দিকে বেশি নজর দেই।

🔶 আপনি যদি ম্যাথে মোটামুটি ও হয়ে থাকেন তবুও বুঝবেন আমাদের দামটা কোয়ালিটি অনুযায়ী কম।

আমরা যে দামটা দিয়েছি যার সাথেঃ
•লেবার খরচ,
• ক্রেট খরচ,
• টুকরো কাগজের খরচ,
• প্যাকেজিং অন্যান্য জিনিসের খরচ,
• বাগান থেকে কুরিয়ারে নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া ও • • সর্বশেষ কুরিয়ার খরচটাও হিসেব করে দাম দিয়েছি।

যার জন্য আমের দাম ৬০~৬৫ টাকার মতই পড়ে। বাজারে ৭০~৮০ টাকা দিয়ে বিষ খাবেন নাকি ৬০~৬৫ টাকায় সেরামানের পরিপক্ক আম খাবেন, সিদ্ধান্তটা আপনার।

🥭 ঢাকার ভিতর সব খরচ সহ প্রতি কেজি হিমসাগর ৮৫ টাকা মাত্র

🥭 ঢাকার বাহিরে সব খরচ সহ প্রতি কেজি হিমসাগর ৯০ টাকা মাত্র।

** ঢাকায় হোম ডেলিভারি নিলে কেজিতে ১০ টাকা করে বাড়বে।
** সর্বনিম্ন ১০ কেজি অর্ডার করা যাবে।

🥭 কেনো আমাদের আম নিবেনঃ
▪️ সরাসরি রাজশাহীর বাগান থেকে নিজস্ব টিমের মাধ্যমে প্যাকেজিং করে পাঠাই
▪️ কিছুদিন সময় নিয়ে হলেও পরিপক্ক আম পাঠাই
▪️ আমে ফরমালিনের উপস্থিতি প্রমাণ করতে পারলে পুরো টাকা ফেরত দেওয়া হবে
▪️ স্বাস্থ্যবিধি মেনে আম পাড়া ও প্যাকেজিং করা হয়
▪️ প্রতি বছর সুনামের সাথে সারাদেশে আম পাঠাচ্ছি

🔶 অর্ডার করতে নাম,ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্সে দিন m.me/priyofoodies
অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন 01790107781 নাম্বারে।

পর্যায়ক্রমে সেরা মানের ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা ও ফজলি আম পাবেন।

★★ আমের রিভিউ দেখতে পেইজ ফলো করুন।

Photos from Priyo Foodies - প্রিয় ফুডিস's post 26/05/2022

🥭 প্রিমিয়াম গ্রেডের গার্ডেন ফ্রেশ গোপালভোগঃ
~ ডেলিভারি চার্জ ফ্রি ~

সুমিষ্ট বটে ঘ্রাণেও অতুলনীয়। কিছুদিন পর আর গোপালভোগ আম পাবেন না, তাই সিজন ফ্রেশ এই আম যেনো মিস না হয়।

★ ঢাকার ভিতর সব খরচ সহ প্রতি কেজি গোপালভোগ ৮৫ টাকা মাত্র

★ঢাকার বাহিরে সব খরচ সহ প্রতি কেজি গোপালভোগ ৯০ টাকা মাত্র

**হোম ডেলিভারি নিলে কেজিতে ১০ টাকা করে বাড়বে।
** সর্বনিম্ন ১০ কেজি অর্ডার করা যাবে।

🥭 কেনো আমাদের আম নিবেনঃ
• সরাসরি রাজশাহীর বাগান থেকে নিজস্ব টিমের মাধ্যমে প্যাকেজিং করে পাঠাই
• কিছুদিন সময় নিয়ে হলেও পরিপক্ক আম পাঠাই
• আমে ফরমালিনের উপস্থিতি প্রমাণ করতে পারলে পুরো টাকা ফেরত দেওয়া হবে
• স্বাস্থ্যবিধি মেনে আম পাড়া ও প্যাকেজিং করা হয়
• প্রতি বছর সুনামের সাথে সারাদেশে আম পাঠাচ্ছি

অর্ডার করতে নাম,ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্সে দিনঃ m.me/priyofoodies
অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন 01790107781 নাম্বারে।

পর্যায়ক্রমে সেরা মানের হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা ও ফজলি আম পাবেন।

★রিভিউ দেখতে কমেন্টে চোখ রাখুন

Photos from Priyo Foodies - প্রিয় ফুডিস's post 26/05/2022

🥭 গার্ডেন ফ্রেশ গোপালভোগ 🥭

আগামীকাল বাগান থেকে গোপালভোগ আম পাড়া হবে ইনশাআল্লাহ।
যারা যারা বলে রেখেছেন তারা কষ্ট করে আবার নক দিয়েন। আর যারা নিতে চান তারাও ইনবক্সে নক দিয়েন। অথবা 01790107781 নাম্বারে কল দিয়েন।
আগামী কয়েকদিন সেরা মানের গোপালভোগ আম পাবেন ইনশাআল্লাহ।

23/05/2022

যারা রাজশাহীর আম নিয়ে কাজ করতে চান আমাদের জানান। আপনি শুধু অর্ডার নিবেন আমরা সরাসরি বাগান থেকে গ্রাহকের ঠিকানায় পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ। এতে আপনি লাভবান হবেন। যোগাযোগ করুনঃ 01790107781 নাম্বারে

13/05/2022

সবার আগে কিংবা সবচেয়ে কম দামে নয়, সঠিক সময়ে সঠিক দামে রাসায়নিকমুক্ত সেরা আম পেতে চোখ রাখুন প্রিয় ফুডিসে।

প্রতিটি উন্নতজাতের আম পরিপক্ক হয় নির্দিষ্ট একটি সময়ের মধ্যে। আমরা চেষ্টা করি আমাদের গ্রাহককে সঠিক সময়ে সবথেকে উন্নতমানের আম সরবরাহ করার।

তাই, চেষ্টা করবেন আপনার পছন্দের আমটি যেন সঠিক সময়েই নেয়া হয়। এতে দামও যেমন নাগালের মধ্যে থাকবে, মান নিয়েও থাকতে পারেন শতভাগ নিশ্চিন্তে। আম আসতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে চাইলে আমাদের কাছে প্রি-বুকিং করে রাখতে পারেন কোন এডভান্স পেমেন্ট ছাড়াই।
নিচের দেওয়া যে কোনো একটি নিয়মে প্রি-বুকিং দিলে আমরাই আপনার সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানাবো ইনশাআল্লাহ।

★প্রি-বুকিং এর নিয়মঃ

১) প্রি অর্ডার করতে ফর্মটি পূরন করুন।
[ https://forms.gle/4BZymvY27xPhnRFB9 ]

২) অথবা নাম,ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্স করুন।

৩) অথবা সরাসরি কল করুনঃ 01790107781 নাম্বারে

12/05/2022

আম খাবেন? 😋😋

Photos from Priyo Foodies - প্রিয় ফুডিস's post 28/03/2022

🌴 তালের পাটালি গুড় ও তালমিছরি 🌴

দক্ষিনবঙ্গের প্রত্যন্ত এলাকায় চৈত্র-বৈশাখ মাসে তাল গাছের রস থেকে সনাতনী পদ্ধতিতে শতভাগ নির্ভেজাল গুড় ও তালমিছরি তৈরি হয়, যা খেতে অত্যন্ত সুস্বাদু।

লম্বা লাঠির মতো তালগাছে ঝুলে থাকা ডগা কেটে কেটে তালের রস সংগ্রহ করতে হয়। গরমকালে সিজনব্যাপী এই রস থেকে আমরা দানাদার গুড় তৈরি করে রাখি। পরবর্তীতে তা ব্যবহার করে বছরব্যাপী পাটালি গুড় ও তালমিছরি তৈরি করা হয়।

🌴 তালের গুড় ও তালমিছরি দিয়ে আপনি যা কিছু করতে পারেন-

• খেজুরের গুড় বা আখের গুড়ের মতো একই প্রয়োজনে তালের গুড় ব্যবহার করা যায়।
• মূলত পিঠা ও পায়েস তৈরিতে তালের গুড় ব্যবহার করা হয়।
• অনেকে চিনির পরিবর্তে তালের গুড় ও তালমিছরি খেয়ে থাকেন, যা দিয়ে সুস্বাদু সরবত তৈরি করা যায়।
• বাচ্চাদের সাথে বড়োরাও চকলেটের মতো করে তালের গুড় ও তালমিছরি খেতে পারেন।
• ডায়েবেটিস সমস্যায় যাদের চিনি খাওয়া সমস্যা আছে তারা তালের পাটালি বা তালমিছরি খেতে পারেন।
• এছাড়া তালের গুড় ও তালমিছরি খেলে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করার মাধ্যমে লিভারকে পরিষ্কার করে এবং কফের উপসর্গের তীব্রতা কমে।

"তালের গুড় ও তালমিছরি প্রাকৃতিকভাবে মিষ্টি। এতে খুব কম পরিমান গ্লাইসেমিক ইনডেক্স(জিআই) থাকায় রক্তের সুগারের উপর অনেক কম প্রভাব পড়ে"

আমাদের অন্য সকল প্রডাক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের পেজ।

তালের পাটালি গুড় প্রতিকেজি ২৫০ টাকা
ও তালমিছরি প্রতিকেজি ২৯০ টাকা

সারাদেশের জেলা সদরে হোম ডেলিভারি দেওয়া হয়। এছাড়া কুরিয়ারেও নিতে পারেন।অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য।
ডেলিভারি চার্জ নির্ভর করে আপনার ঠিকানা ও পণ্যের পরিমানের উপর।

অর্ডার করতে নাম ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্সে দিন। অথবা সরাসরি কল করুন 01790107781 নাম্বারে।

~ বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় ~

28/03/2022

তালের রস সংগ্রহ করার পদ্ধতি..
এই রস থেকেই তৈরি হবে নির্ভেজাল তালের গুড় ও তালমিছরি।

27/03/2022

তালমিছরিঃ
তালের রস জ্বাল দিয়ে যেমন গুড় হয়, তেমনি বিশেষ পদ্ধতিতে এর গাদ বা ময়লা ফেলে দিয়ে স্বচ্ছ স্ফটিকের মতো তালমিছরি তৈরি করা হয়। সর্দি-কাশি সারাতে তালমিছরি উপকারী। বাচ্চাদের সর্দি কাশিতে ও তালমিছরি অনেক উপকারী।
তালমিছরি প্রাকৃতিকভাবে তৈরি মিষ্টি। এতে খুব কম পরিমান গ্লাইসেমিক ইনডেক্স(জিআই) থাকায় রক্তের সুগারের উপর অনেক কম প্রভাব পড়ে।

• ডায়েবেটিস সমস্যায় যাদের চিনি খাওয়া সমস্যা আছে তারা তালের পাটালি বা তালমিছরি খেতে পারে।
• এছাড়া তালমিছরি খেলে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করার মাধ্যমে লিভারকে পরিষ্কার করে এবং কফের উপসর্গের তীব্রতা কমে।

প্রতি কেজি ২৯০ টাকা
অর্ডার করতে নাম,ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্সে দিন। অথবা সরাসরি কল করুন 01790107781 নাম্বারে।

~ বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় ~

26/03/2022

গাছের লম্বা লাঠির মতো জটা কেটে কেটে তালের রস নামানো হয়। তালের রস খুব মিষ্টি হয়।

তালের পাটালি গুড়ঃ
দক্ষিনবঙ্গের প্রত্যন্ত গ্রাম্য এলাকায় চৈত্র-বৈশাখ মাসে তাল গাছের রস থেকে তৈরি হয় পাটালি গুড় যা বাঙালিদের কাছে অত্যন্ত লোভনীয়। গ্রামের কিছু ব্যবসায়ী নিজের জীবন বাজি রেখে বৃহৎ তাল গাছে হাড়ি বেঁধে রস সংগ্রহ করে। সেই রস ফুঁটিয়ে তৈরি হয় তালের রসের দানা গুড়।এই গুড় সারাবছর সংরক্ষণ করে রাখা যায় এবং তা দিয়ে পাটালি গুড় তৈরি করা হয় প্রায় সারা বছর। বাঙালির প্রিয় আহারের মধ্যে পাটালি গুড় একটি সুস্বাদু খাদ্য।
যে কোনো পিঠা পায়েস তৈরিতে ব্যবহার করা যায় তালের গুড়।এছাড়া অনেকে চিনির পরিবর্তে খেয়ে থাকে এই গুড়।

• ডায়েবেটিস সমস্যায় যাদের চিনি খাওয়া সমস্যা আছে তারা তালের পাটালি বা তালমিছরি খেতে পারে।
• এছাড়া তালের গুড় খেলে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করার মাধ্যমে লিভারকে পরিষ্কার করে এবং কফের উপসর্গের তীব্রতা কমে।

প্রতি কেজি মাত্র ২৫০ টাকা
অর্ডার করতে নাম,ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্সে দিন অথবা সরাসরি কল করুন 01790107781 নাম্বারে।

~ বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় ~

24/03/2022

বিশাল বিশাল চাক বসেছে এবার সুন্দরবনে।

স্থানঃ পশ্চিম সুন্দরবন
সময়ঃ ২৩/০৩/২২

ফটো ক্রেডিটঃ মঈনুল আনোয়ার ভাই

Photos from Priyo Foodies - প্রিয় ফুডিস's post 20/03/2022

তালের গুড় নাকি তালমিছরি??
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অতি শীঘ্রই..
চোখ রাখুন প্রিয় ফুডিস - Safe Food এ

10/03/2022

আখের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালরি ও শর্করা থাকে। ডায়রিয়ার রোগীকে আখের গুড়ের স্যালাইন খাওয়ানো হয়। কারণ শর্করা শরীরের পানি ধরে রাখতে সাহায্য করে।

Want your business to be the top-listed Health & Beauty Business in Badda?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রাজশাহীর আমের প্রি-অর্ডার
তালের রস সংগ্রহ করার পদ্ধতি  এই রস থেকেই তৈরি হবে নির্ভেজাল তালের গুড় ও তালমিছরি।
Blackseed & Mustard flower honey
Best Pure Honey buying place | Free delivery in Bangladesh|
খাঁটি মধু কিনুন ডেলিভারি চার্জ ছাড়া
খাঁটি মধু কিনুন ডেলিভারি চার্জ ছাড়া । 100% Pure Honey | জানুয়ারি ২০২২ । Priyofoodies
খেজুরের গুড়...ভিডিওটি সচেতনতার উদ্দ্যেশ্যে। সবাইকে দেখার জন্য অনুরোধ রইলো। আর চিনিমুক্ত ও হাইড্রোজমুক্ত খেজুরের গুড়ের জন...
গোপালভোগ
সরাসরি রাজশাহীর বাগান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি।  বৃষ্টির জন্য আজও আমরা গাছ থেকে আম পাড়তে পারিনি। আলহামদুলিল্লা...
Eid mubarak
জমা মধু

Telephone

Website

Address


Bti Premier Plaza Shopping Mall
Badda
1212

Other Health Food Shops in Badda (show all)
Cake Lover's Point Cake Lover's Point
Badda, UTTARBADDADHAKA

� home made cake & home made Chocolate � it's yummy �

Khales Shop Khales Shop
964 Post Office Road Middle Badda Gulshan Dhaka
Badda, 1212

খালেস শপ আপনাদের কে সবসময় নির্ভেজাল ও খাঁটি খাদ্য পণ্য সরবারাহ করায় অঙ্গীকারবদ্ধ।

Twist Twist
Road-10, Vawaliapara, North Badda
Badda

Twist is a online based homemade and Healthy Food Shop. We make and supply different types and flover foods and Organic natural Food.

Popy's cake corner Popy's cake corner
Badda

জন্মদিন,বিয়ে,পার্টি ইত্যাদি সকল প্রকার অনুষ্ঠান উদযাপন করার জন্য আমাদের পেজটিতে কেক অর্ডার করতে পারবেন।

Bazar Ghore Bazar Ghore
Badda, 1212

Bazarghore is an online shop in Dhaka metro, Bangladesh. We believe product quality is valuable to our fellow Dhaka residents, and that they should not have to waste money, bad pro...

SFC Point SFC Point
Middle Badda
Badda, 1212

আমাদের এই পেজটি সুধুমাত্র দুপুরের খা?

Sobar Priyo Food Sobar Priyo Food
Badda, 1212

We sell Delicias Dhakaia Food

Nirjash Nirjash
Dhaka
Badda, 1200

ভালো থাকতে চাইলে অর্গানিক খাবার খান

মিঃ ঘি - Mr. Ghee মিঃ ঘি - Mr. Ghee
Badda, 1212

আপনি আমাদের কাছে পাবেন পাবনার খাঁটি ঘি । আমরা আপনাকে দেব ১০০% পিওর ঘি এর নিশ্চয়তা ।

Jakir vai'r Pitha Jakir vai'r Pitha
Thana Road
Badda, DHAKA1212

আপনি কি চিতাই পিঠা খুঁজছেন, বাংলার ঐতিহ্যবাহি বিভিন্ন প্রকার চিতাই পিঠা আমারা তৈরী করছি, ১. সাদা চিতাই ২. হলুদ ঝাল চিতাই ৩. ডিম চিতাই সাথে আছে বাহারি সাধের ভর্তা আসুন পুরাতন...

PokoPoko Food PokoPoko Food
309 Anik Tower
Badda, 1212

We provide 100% homemade food.