Rupan

♦️
♦️♦️
◢◤❀◥◣
◥◣☸◢◤
☬₳₮₮ł₮ɄĐɆ ฿ØɎ☬
◢◤◢◤☸◥◣◥◣
✮┼🖤┼✮
꧁⭕🅺🅸🅽🅶⭕꧂
✮┼🖤┼✮
◥◣◥◣★◢◤◢◤
◢◤☸◥◣
◥◣❀◢◤
♦️♦️
♦ I'm simple

16/09/2023
15/09/2023

আসলে না দেখলে বোঝাই যায় না কতটা সুন্দর আমাদের এই প্রানের শহরটা.... #বরিশাল

27/08/2023

গ্রামের অপরূপ দৃশ্য

24/08/2023

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে, গৌড়নদীর এলাহী রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে, গ্ৰীন লাইন পরিবহনের ভয়াবহ অগ্নিকাণ্ড

20/08/2023

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর প্রতিবারই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন।

শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে, বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। প্রচন্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সে বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিল যেন, এখনই কোন প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।

মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোন চিন্তা না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোন অংশ আদৌ বাকি আছে কিনা, আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপাশেই কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পুর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর। মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকে।

এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও, এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না? এমনি আমাদের পরিবারের মধ্যেও হয়ে যায়। তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোন বন্ধুকে বা কোন আপনজনকে আর হারিয়ে না ফেলি।

(এটা একটি সংগৃহীত পোষ্ট)

10/08/2023

ঈশ্বর কি তোমার আমার,
মিলন লিখতে পারতো না!!!!
#প্রিয়তমা

09/08/2023

বরিশালে ভাষায় মোল্লা পার্কের ব্লগটি না শুনলে মিস করবেন।

01/08/2023

আর কত এভাবে প্রান যাবে?
গলার বদলে তলপেটে অপারেশন করবে কিংবা ভুল অপারেশন করবে,,,,
এরপর তাদের কিছু বললে কর্ম বিরতি,
মানববন্ধন ব্লা ব্লা,,,,,,
আসলে কি আমরা জিম্মি তাদের কাছে?

29/07/2023

বরিশালের বেকুটিয়া সেতু দেখানো চেষ্টা

29/07/2023

📌 আমি একবাটি দুধের মধ্যে দু'খানা রুটি টুকরো করে ভিজিয়ে তার ফটো তুলে একবার ফেসবুকে পোস্ট করেছিলাম। কিন্তু স্বপ্নেও ভাবিনি যে আমার বন্ধু/বান্ধবীরা ওটারও রেসিপি জানতে চাইবে!

কমেন্ট-গুলি পড়ার পরে চোখে ঠিক যেন সর্ষেফুল দেখছিলাম! এর পর একমাস কোনো পোস্ট করার সাহস পাইনি 😝

কমেন্টগুলি নিম্নরূপ 👇

* গরুর দুধ নিতে হবে না আমুল স্প্রে?

* রুটি হাত দিয়ে ছিঁড়তে হবে না Grinder-এ টুকরো করে নেবো?

* একটা রুটির জন্য কতখানি দুধ লাগবে?

* দুধে চিনি কত চামচ মেশাতে হবে?

* দুধে চিনির পরিবর্তে গুড় মেশানো যাবে কি? বা মধু দেওয়া যাবে?

* দুধ কি গরম নিতে হবে, না ঠান্ডাও নেওয়া যাবে?

* রুটি কি একদম টাটকা নিতে হবে, না বাসি রুটিও চলবে?

* রুটির পরিবর্তে পরোটা নেওয়া চলবে কি? বা লুচি?

* রুটিটা কি আটার হতে হবে, না ময়দার?

* রুটি কি রেশনের আটার হবে, না আশীর্বাদ অথবা অন্য কোনো ব্র্যান্ডেড আটার?

* রুটি গ্যাসে করতে হবে, নাকি স্টোভ বা কাঠের উনুন ব্যবহার করতে হবে?

* লাল গম না সাদা গমের আটা ব্যবহার করতে হবে?

* হাতে গড়া রুটিই লাগবে নাকি মেশিনে তৈরি রুটিও চলবে?

* বাইরে থেকে কিনে আনা রুটি চলতে পারে কি?

* এই রেসিপিতে রুমালি রুটি ব্যবহার করা যাবে?

* আমার একজন বান্ধবী বড় আগ্রহের সঙ্গে জানতে চেয়েছিল, "রুটি কি আমাকেই করতে হবে, না আমার স্বামী করলেও চলবে?"
😄😄😄😄😄😄😄😆😆😆😆😆

#সংগৃহীত
(কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত)
★পোস্ট টি ভালোলাগলে পেইজে লাইক/ ফলো করে দিন।

28/07/2023

মুভিটার শেষ ১০ মিনিটই যথেষ্ট 💔

#প্রিয়তমা

27/07/2023

কি করলো মটু ও পাতলু

25/07/2023

ঢাকা-বরিশাল মহাসড়কের আশুকাঠী স্টান্ডের পাশে ইলিশ ও শ্যামলী পরিবহনের মুখোমুখী সংঘর্ষ

23/07/2023

দেখুন কি হলো.....

23/07/2023

ঝালকাঠির মর্মান্তিক বাস দূর্ঘটনার ভিডিও....

20/07/2023

দেখুন দক্ষিণাঞ্চলের বৃহৎ গুঠিয়া মসজিদ

বরিশাল পার্ট- ১

19/07/2023

ছবিটা ভালো লাগলে আমিন লিখে কমেন্ট করুন।

Today's the best picture ❤🥀😍
Beautiful ❤🥀😍

10/07/2023

পদ্মফুলের দেশে! 🌸

📍 পদ্মবিল, বলাকইড়, গোপালগঞ্জ

01/07/2023
01/07/2023
30/05/2023

কে কে উত্তর টা দিতে পারবেন???
কমেন্টে জানানা,,,,,🤗

30/05/2023

“বৃষ্টি” এসে বুঝিয়ে দেয়,
টিনের (ঘরের) চালের ছিদ্র কোথায়?
“বিপদ” এসে বুঝিয়ে দেয়,আপন মানুষগুলো থাকে কোথায়??

22/06/2022

সহায়তা করেন ভাল কথা,তবে দশজন মিলে এক-দুজন সাহায্যপ্রার্থীকে ত্রাণ দিচ্ছেন এরকম ফটোশুট থেকে বিরত থাকার অনুরোধ রইলো । খুবই দৃষ্টিকটু বিষয়টি ।
কপি

20/06/2022

😪😪😪

20/06/2022

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন ‘নগদ’-এর কর্মীরা

এমডির একমাসের বেতনসহ ৫০ লাখ টাকা দেবে ‘নগদ’

17/06/2022

ঢাকার চাকরি পদ্মার পাড়েই!

পদ্মা সেতু চালু হলে এলাকায় কলকারখানা হবে, চাকরি হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবেন স্থানীয় বাসিন্দরা, এমনটাই প্রত্যাশা করছেন তারা।

সেতুর মাধ্যমে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ তৈরি হলে যাতায়াতের পাশাপাশি গ্যাস-বিদ্যুতেরও সংযোগ হবে।

আর তাতে খরচ কমাতে সেখানে শিল্পকারখানা গড়ে ওঠার আশা করে ঢাকা নির্ভরতা কমে যাবে বলেও আশা তাদের।

আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের সম্ভাবনার দ্বার খুলে যাবে। স্থানীয়রা এ নিয়ে কী ভাবছেন, তা উঠে এসেছে তাদের কথায়।

বুধবার (০১ জুন) বিকেলে জাজিরা পয়েন্টে কথা হয় ফেরিওয়ালা শহীদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আর তো কয়েকটা দিন। পদ্মা সেতু হলে কলকারখানা হবে, আমরা কাজ করতে পারবো। ব্যবসাও বাড়বে।

সেতু সংলগ্ন এলাকায় ভাঙন রোধে নদী শাসনের জন্য বসানো ব্লকগুলোর ওপর দিয়ে পর্যটকদের হেঁটে বেড়ানোর মনোরম পরিবেশ তৈরি হয়েছে। সেখানে পড়ন্ত বিকেলে স্থানীয়দের, এমনকি ঢাকা থেকে অনেক পর্যটককেও বেড়াতে আসতে দেখা যায়।
সেই পর্যটকদের দেখিয়ে শহীদুল ইসলাম বলেন, ওই দ্যাখেন। মানুষ বেড়াতে এসেছে। শুক্র-শনিবার আরও বেশি পাবেন। দিন দিন মানুষ আরও বাড়ছে।

মাওয়া পয়েন্টে কুমারভোগ এলাকার ট্রলার চালক বাচ্চু মিয়া বলেন, সেতু চালু হলে দক্ষিণের ২১/২২ জেলার মানুষের উপকার হবে। সেতু চালু হলে ট্রলার বন্ধ হবে এটা ভুল ধারণা, এখানে পর্যটনকেন্দ্র হবে। ট্রলারের চাহিদা আরও বাড়বে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রায় একশ ট্রলার থাকলে তার মধ্যে নিবন্ধিত ৭০টি। আর স্পিড বোটের সংখ্যা প্রায় তিনশ। আমরা পর্যটকদের নিয়ে ফুরুৎ করে যাই, ফুরুৎ করে আসি।
পদ্মায় ট্রলার চালক রিপনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। মাওয়া পয়েন্টের কুমারভোগ এলাকায় শ্বশুরবাড়ি তার। দীর্ঘদিন এখানেই থাকছেন তিনি। রিপন বলেন, সেতু হলে মানুষের উপকার হবে।

তবে আরেক শ্রমিক জানান, এখানে হাজার হাজার ঘাট শ্রমিক। তাদের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। তাদের জন্য কিছু করা দরকার।

সেতু চালুর আগেই মাওয়া ঘাটে অনেক দোকানপাট বিশেষ করে টং ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে, কেউ কেউ নিজেরাই চলে গেছেন।

সেতু চালু হলে ব্যবসায় প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে ২ নং শিমুলিয়া স্পিড বোট ঘাটের চা বিক্রেতা মো. রফিক বলেন, যখন যে ভাও, চলতে পারবো। তবে আগের চেয়ে দোকানপাট কমে গেছে।

মাওয়া ঘাটের চন্দের বাড়ি বাজার এলাকার সমীর রাজমিস্ত্রির কাজ করেন। কাজের অবসরে দুপুরের দিকে মাওয়াঘাটে নিজের গাছের আম বিক্রি করতে নিয়ে এসেছেন। পদ্মা সেতু হলে লাভ না ক্ষতি, এ নিয়ে তিনি বলেন, যারা কাজ হারাবেন তাদের তো একটা লাইন বের হয়ে যাবে।

মাঝির ঘাট ফেরি বাজারে ষাটোর্ধ্ব ইসহাক মোল্লা বলেন, ঢাকা চলাচল তৈরি হলে আমাদের জন্য উপকার।

স্থানীয় সাংবাদিক হৃদয় মোল্লা বলেন, শত বাধা-বিপত্তি পেরিয়ে আজ পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। দক্ষিণবঙ্গের ২১ জেলার মধ্যে সবচেয়ে বেশি লাভবান শরিয়তপুর। ফেরিতে যে ভোগান্তি, বিশেষ করে রোগীদের ঢাকায় পৌঁছাতে ভোগান্তি। এখন ৫ মিনিটে পদ্মা পার হয়ে দুই ঘণ্টায় ঢাকা পৌঁছে যাবো।

ওই এলাকার অর্থনৈতিক উন্নতির বিবরণ দিয়ে তিনি বলেন, এখানে ১০ বছর আগে যে জমির দাম ছিল ৫০ হাজার, তা আজ ৬-৭ লাখ। অর্থনৈতিকভাবে অনেক লাভবান হয়েছি।
হৃদয় মোল্লা বলেন, সেতু হওয়ায় শরিয়তপুরে অনেক কলকারখানা করার পরিকল্পনা নিয়েছে। তাতে এই অঞ্চলের বেকার যুবকদের চাকরি হবে। এতে শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে।

সুত্র-Bangla News 24

#পদ্মাসেতু #বাংলাদেশ

14/06/2022

প্রথমে ভাবছিলাম এ*সিড মারছে 😑, কিন্তু যেটা মারছে সেটার জন্য তাকে নোবেল দেওয়া উচিত 😂😂
Rupan Kar Ajit

14/06/2022

ভদ্র হয়ে যাওয়ার মানে এটা নয় যে,অতীত ভুলে গেছি।
""অতীত কিন্তু খুব ভয়ংকর""
Rupan Kar Ajit

Want your business to be the top-listed Media Company in Barisal?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আমাদের বরিশাল নগরীটা দেখানোর চেষ্টা।
যেমন গান, তেমনি ভয়েসএক কথায় অসাধারণ ❤️
এই দৃশ্য দেখলে আসলেই চোখ জুরিয়ে যায়
ঈশ্বর কি তোমার আমার, মিলন লিখতে পারতো না!!!!#প্রিয়তমা #priotomamovie
ভিডিওর কথা গুলো শোনার জন্য অনুরোধ রইলো। ভিডিও: কপি
কোন কারন নেই এমনিতেই দিলাম,,,,,🫣
বেকুটিয়া সেতু দেখানো চেষ্টা
#প্রিয়তমা শেষ ১০ মিনিট
কি করলো মটু ও পাতলু
ঝালকাঠির বাস দূর্ঘটনার সম্পূর্ণ ভিডিও টি  দেখতে পেইজে ভিজিট করুন। #jhalokati
ঝালকাঠির মর্মান্তিক বাস দূর্ঘটনার ভিডিও....
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ গুঠিয়া মসজিদ

Category

Telephone

Address


Barisal
Barisal

Other Digital creator in Barisal (show all)
Jonaki official pege Jonaki official pege
Muladi
Barisal

Assalamu alaikum, I Am jonaki. Please saport and follow me 🙏🙏❤️❤️

SN Sorif 09 SN Sorif 09
Bhola
Barisal, DHAKA

সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস

MD. Tariqul Islam Tajim MD. Tariqul Islam Tajim
Satani Bazar
Barisal, 8433

আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করতেছি, চাইলে আপনিও করতে পারেন। যার স্কিল বেশি তার চাহিদা বেশি(NextGen it)

md sohag islam md sohag islam
Barisal
Barisal, 1149

sohag islam jakaria

Afroza Haque Afroza Haque
Barisal
Barisal

Hi,this is Afroza Haque.I'm a freelancer.I'm busy with my work.Let's go back to my page. Please foll

𝙀𝙍𝙍𝙊𝙍シ︎ 𝙀𝙍𝙍𝙊𝙍シ︎
Jhalokati
Barisal, 1400

Digital creator

Mumin’s Hridi Mumin’s Hridi
Patharghata
Barisal

আল্লাহর প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে।

Digital Marketing Agency Digital Marketing Agency
C&B Road, Kazipara, Barishal
Barisal, 8200

Hi there, This is a social media site you can use it for promoting your Business. We will help you t

Mommy's Meera Mommy's Meera
Barisal

আমার রাজ্যের রাজকুমারী � আমার ভালোবাসা �

The Hunter Rider 5.0 The Hunter Rider 5.0
Barisal

Assalamu Alaikum walcome My page @THE HUNTER RIDER 🛼🛼

DWT DWT
Rupatoli
Barisal, 8200

I'm a content creator with a passion for education.

R F Ad Rohoman Forazi R F Ad Rohoman Forazi
Charfassion
Barisal, 01710775235

Photos